স্কুলে চাকরির জন্য দরখাস্ত লেখার নিয়ম

স্কুলে চাকরির জন্য দরখাস্ত লেখার নিয়ম

বিদ্যালয় বা পাঠশালা হচ্ছে একটি প্রতিষ্ঠান বা সংগঠন, যা মূলত শিক্ষাদানের কেন্দ্র, যেখানে শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থী পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞানলাভ করে থাকে। বিদ্যালয় সব সময়ই দালানকোঠায় আবদ্ধ হবে এমন নয়, বরং একজন শিক্ষক, কিছু পরিমাণ শিক্ষার্থী, এবং শিক্ষাসহায়ক পরিবেশই বিদ্যালয় হবার জন্য যথেষ্ট। বিদ্যালয় নির্দিষ্ট পাঠক্রমের অধীনে পরিচালিত হয় এবং বিদ্যালয়ে পঠনের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক থাকে। সাধারণত প্রথম শ্রেণী থেকে বিদ্যালয় শুরু হয়।

বর্তমান সময়ে আমাদের দেশে অন্যান্য চাকরির পাশাপাশি স্কুলে চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। তাই আমাদের দেশের বেশিরভাগ শিক্ষিত তরুণ-তরুনীদের স্কুলে চাকরি নিতে হয়। চাকরি নেওয়ার আগে অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র লিখতে হবে। একটি আবেদনপত্রের দ্বারাও চাকরী প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়। 

তাই আপনি যদি স্কুলে চাকরির প্রার্থী হন তাহলে আপনাকে অবশ্যই সঠিকভাবে আবেদন লিখতে জানতে হবে। আর যদি না জানেন, তাহলে আপনার জন্য চাকরি পাওয়া কষ্ট সাথ্য হবে। এজন্য আপনাদের সুবিধার কথা বিবেচনা করে আজকে স্কুলে চাকরির দরখাস্ত লেখার বেশকিছু নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করবো। অনেকেই আছেন যারা চাকরির দরখাস্ত লেখার সঠিক নিয়ম কানুন সম্পর্কে অবগত নয়। তাদের জন্য আজকের আর্টিকেল অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলুন স্কুলে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জেনে নেই। 

 দরখাস্ত লেখার নিয়ম : স্কুলে চাকরির জন্য

আমাদের দেশে অগনিত সরকারি ও বেসকারি  স্কুলে রয়েছে। যারা বিভিন্ন সময়ে তাদের প্রয়োজনে বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহবান করে থাকে। আজকে আপনাদের সুবিধার্থে একটি স্কুলে চাকরির দরখাস্ত লেখার নমুনা পত্র প্রকাশ করব। 

সেটি  অনুসরণ করে আপনি আপনার কাঙ্খিত স্কুলে চাকরির আবেদন করতে পারবেন। চাকরির দরখাস্ত লেখার আগে আপনাকে অবশ্যই কিছু নিয়ম কানুন জেনে নিতে হবে। এজন্য আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। আপনি যদি সঠিক নিয়মে চাকরির দরখাস্ত না লিখতে পারেন তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই আপনাকে চাকরির দরখাস্ত লিখতে গেলে সুন্দর ও সাবলীল ভাষায় লিখতে হবে।  চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আপনারা স্কুলে চাকরিতে দরখাস্ত করবেন।

আরও পড়ুন

চাকরির দরখাস্ত লেখার নিয়ম | চাকরির আবেদন করার নিয়ম বিস্তারিত জানতে – ভিজিট করুন

কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম বিস্তারিত জানতে –  ভিজিট করুন

এনজিও চাকরির দরখাস্ত লেখার নিয়ম বিস্তারিত জানতে –  ভিজিট করুন

সরকারি স্কুলে চাকরির জন্য আবেদন পত্র

তারিখ: 

বরাবর 

মাহাপরিচালক

প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তর 

মিরপুর, ঢাকা।

বিষয়: সহকারি শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। 

জনাব,

যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ০৮ই অক্টোবর, ২০২৩ ইং তারিখের প্রকাশিত দৈনিক  ‘সমকাল’ পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে, আপনার অধীনে “সহকারি শিক্ষক পদে” কিছু লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত আপনার সদয় অবগতি ও সু-বিবেচনার জন্য নিচে পেশ করা হলো:

১.  নাম:

২.  পিতার নাম:

৩. মাতার নাম:

৪. স্থায়ী ঠিকানা:

৫.  বর্তমান ঠিকানা:

৬.  জন্ম তারিখ:

৭.  জাতীয়তা:

৮.  ধর্ম:

৯.  বৈবাহিক অবস্থা:

১০.  শিক্ষাগত যোগ্যতা:

পরীক্ষার নামপাশের সনপ্রাপ্ত জিপিএবিভাগবোর্ড/ বিশ্ববিদ্যালয়
এসএসসি২০১০৪.৫০বিজ্ঞানযশোর

১১.  অভিজ্ঞতা: ২০১৭ থেকে আমি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি।

অতএব, মহোদয় সমীপে বিনীত আরজ, উল্লিখিত তথ্য সু-বিবেচনায় আমাকে “সহকারি শিক্ষক পদে” নিয়োগ দান করে আমার শ্রম ও মেধা প্রয়োগের মাধ্যমে চাকরি করার সুযোগ দানে মর্জি হয়।

নিবেদক

(মো. তাওহিদ হোসেন)

সংযুক্তিঃ (প্রয়োজনীয় ডকুমেন্ট)

১. সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

৩. পার্সপোট সাইজের (০৩) কপি সত্যায়িত ছবি।

৪. চারিত্রিক সনদ ২কপি।

৫. অভিজ্ঞতা সনদ পত্র সত্যায়িত ফটোকপি

সহকারি প্রধান শিক্ষক পদের চাকরির আবেদন – মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগের আবেদন

তারিখ: 

বরাবর, 

সভাপতি / অধ্যক্ষ / প্রধান শিক্ষক

আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়

উজিরপুর, বরিশাল

বিষয়: সহকারী প্রধান শিক্ষক পদে চাকরির আবেদন ।

জনাব,

যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ০৮ই অক্টোবর, ২০২৩ ইং তারিখের প্রকাশিত দৈনিক  ‘ইত্তেফাক’ পত্রিকার মাধ্যমে জানতে পারলাম আপনার অধীনে “সহকারি পধান শিক্ষক পদে” শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত আপনার সদয় অবগতি ও সু-বিবেচনার জন্য নিচে পেশ করলাম।

১.  নাম:

২.  পিতার নাম:

৩. মাতার নাম:

৪. স্থায়ী ঠিকানা:

৫.  বর্তমান ঠিকানা:

৬.  জন্ম তারিখ:

৭.  জাতীয়তা:

৮.  ধর্ম:

৯.  বৈবাহিক অবস্থা:

১০.  শিক্ষাগত যোগ্যতা:

পরীক্ষার নামপাশের সনপ্রাপ্ত জিপিএবিভাগবোর্ড/ বিশ্ববিদ্যালয়
এসএসসি২০০৮৪.৫০বিজ্ঞানযশোর
এইচ এস সি
বিএস এস
এম বি এস

১১.  অভিজ্ঞতা: ২০১৫ থেকে আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকরি শিক্ষক পদে কর্মরত আছি।

অতএব, মহোদয় সমীপে বিনীত নিবেদন, উল্লেখিত তথ্য সু-বিবেচনায় আমাকে “সহকারি প্রধান শিক্ষক” পদে নিয়োগ দানে জনাবের মর্জি হয়।

নিবেদক

(মো. জাকির হোসেন)

সংযুক্তিঃ (প্রয়োজনীয় ডকুমেন্ট)

১. সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

৩. পার্সপোট সাইজের (০৩) কপি সত্যায়িত ছবি।

৪. চারিত্রিক সনদ ২কপি।

৫. অভিজ্ঞতা সনদ পত্র সত্যায়িত ফটোকপি

পরিশেষে কিছু কথা

এই ছিল আজকে স্কুলে চাকরির দরখাস্ত লেখার নিয়ম কানুন নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আপনি যদি কোন স্কুলে চাকরির দরখাস্ত লিখতে চান, তাহলে উপরের নমুনা অনুসরণ করতে পারেন। উপরের নমুনা অনুসরণ করে আপনি যেকোন স্কুলে চাকরির জন্য দরখাস্ত লিখতে পারবেন। 

চাকরির দরখাস্ত লেখার সময় আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনার আবেদন পত্র অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কথা হবে। কোথাও যদি কাটাকাটি হয়। তাহলে আপনাকে সেই কাগজ বাদ দিয়ে অন্য একটি কাগজে আবেদন পত্র লিখতে হবে। স্কুলে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন। 

আমরা এই সাইটে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করি। এছাড়া বাংলাদেশের সকল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি, সকল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি, সকল ফার্মাসিটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি, সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, এনজিওর শাখা সমূহের ঠিকানা, পরীক্ষার রুটিন ও রেজাল্ট সহ বিভিন্ন বিষয়ের টিপস প্রকাশ করি। আপনি যদি একজন চাকুরি প্রার্থী হন তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন

আর আপনি চাইলে নিচে থাকা শেয়ার বাটন থেকে এই লেখাটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। মনোযোগ দিয়ে আমাদের লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

3 thoughts on “স্কুলে চাকরির জন্য দরখাস্ত লেখার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *