গাক এনজিও পরীক্ষার প্রশ্ন

Spread the love

বেসরকারি সংস্থা (ইংরেজি: Nongovernmental Organizations, বা, Nongovernment Organizations), যা আমরা এনজিও (NGOs) হিসাবে জানি, এমন আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা সচারাচর অলাভজনক ও স্বাধীনভাবে সরকার কর্তৃক প্রত্যক্ষভাবে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের বাহিরে (যদিও এগুলোতে প্রায়শঃই সরকার কর্তৃক অর্থায়ন করা হয়) মানবতার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জনসাধারণের নীতি, সামাজিক, মানবাধিকার, পরিবেশগত এবং অন্যান্য ক্ষেত্রে সক্রিয়ভাবে তাদের লক্ষ্য অনুযায়ী পরিবর্তনে নিয়োজিত।

GUK তাদের টেকসই আর্থ-সামাজিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য বহুমাত্রিক সহায়তা পরিষেবা প্রদান করে সুবিধাবঞ্চিত লোকদের জন্য সুযোগ তৈরি করতে একটি সামাজিক কর্মী হিসাবে কাজ করে। গাক অর্ধ মিলিয়নেরও বেশি সদস্যের একটি পরিবারে আছি যারা নিম্ন আয়ের অংশের জন্য কাজের সুযোগ তৈরি করে টেকসই জীবিকা উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এনজিও নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশে অসংখ্য দেশি ও বিদেশি এনজিও রয়েছে। এসব এনজিও তে প্রতি বছর অফিসার পদে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে। বর্তমানে গাক এনজিও তে চাকরি যেমন জনপ্রিয় হয়ে ওঠেছে, তেমনি চাকরি পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। কেননা গাক এনজিও তে চাকরির জন্য এখন রীতিমত প্রতিযোগীতা শুরু হয়ে গেছে। তাই গাক এনজিও  নিয়োগ পরীক্ষায় চাকরির জন্য ভালো করতে কিছু কৌশল অবলম্বন করতে হবে। তাই আজ আমরা আলোচনা করবো গাক এনজিও  নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও প্রস্তুতি নিয়ে।

সম্প্রতি সময়ে “ গাক এনজিও বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা যারা গাক এনজিও চাকরি করতে আগ্রহী তাদের জন্য আমরা “ গাক এনজিও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষার প্রস্ততি নিয়ে আলোচনা করব ।

যারা গাক এনজিও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা করতে যাচ্ছেন তাদের হয়তে ধারনা হয়েছে যে এনজিওতে চাকরির লিখিত পরীক্ষার ৫০ মার্কের (MCQ) প্রশ্ন করা হয়ে থাকে। আজকে আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি আশা করি প্রশ্নগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে এবং এখান থেকে একটা ধারনা পেতে পারেন এবং অবশ্যই কিছু প্রশ্ন কমন পাবেন।

আরও পড়ুন

গাক এনজিও প্রতিষ্ঠাতা বিস্তারিত জানতে – ভিজিট করুন

গাক এনজিও সম্পর্কে বিস্তারিত জানতেভিজিট করুন

গাক এনজিও শাখা সমূহ বিস্তারিত জানতেভিজিট করুন

গাক এনজিও কত সালে প্রতিষ্ঠিত হয় বিস্তারিত জানতে – ভিজিট করুন

গাক এনজিও প্রশ্ন প্যাটার্ন বিস্তারিত জানতে – ভিজিট করুন

প্রশ্নপত্র সাধারনত বাংলা, সাধারন গনিত, ইংরেজী, সাধারন জ্ঞান এবং যে পদে নিয়োগ হবে উক্ত বিষয় ভিক্তি করে প্রশ্ন পত্র তৈরী হয়। 

বাংলা 

প্রশ্ন ১: সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন ?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন ২:‘কবর’ নাটক কার রচনা ?

উত্তরঃ মুনীর চৌধুরী

প্রশ্ন ৩: বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ?

উত্তরঃ ১১টি

প্রশ্ন ৪: কবি আলাওলের জন্মস্থান কোথায় ?

উত্তরঃ ফতেহাবাদ পরগনা

প্রশ্ন ৫: ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা ?

উত্তরঃ সমাপ্তি

প্রশ্ন ৬: মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি ?

উত্তরঃ হাঙর নদী গ্রেনেড

প্রশ্ন ৭: ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন ?

উত্তরঃ উইলিয়াম কেরি

প্রশ্ন ৮: ‘রাজলক্ষ্মী’চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে ?

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্ন ৯: বেগম রোকেয়ার রচনা কোনটি ?

উত্তরঃ অবরোধবাসিনী

প্রশ্ন ১০: সনেট কবিতার প্রবর্তক কে?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্ন ১১: কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ?

উত্তরঃ ধূসর পান্ডুলিপি

প্রশ্ন ১২: ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় ?

উত্তরঃ ১৮৭২ সালে

প্রশ্ন ১৩: ‘আবোল-তাবোল’ কার লেখা ?

উত্তরঃ সুকুমার রায়

প্রশ্ন ১৪: ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে ?

উত্তরঃ রশিদ করিম

প্রশ্ন ১৫: ‘সংশপ্তক’ কার রচনা ?

উত্তরঃ শহীদুল্লাহ কায়সার

প্রশ্ন ১৬: ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনার সংকলন ?

উত্তরঃ রুপকথা

প্রশ্ন ১৭: কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি ?

উত্তরঃ রাঙা জবা

প্রশ্ন ১৮: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ?

উত্তরঃ ভানুসিংহ

প্রশ্ন ১৯: ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে ?

উত্তরঃ নীহার রঞ্জন রায়

প্রশ্ন ২০: কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয় ?

উত্তরঃ ১৯৬১ সালে

প্রশ্ন ২১।  নিরাকার শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তরঃ সাকার।

প্রশ্ন  ২২। “মানব “শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

উত্তরঃ মনু +শু।

প্রশ্ন  ২৩।  সাক্ষী গোপাল” বাগধারার অর্থ কি?

উত্তরঃ নিষ্ক্রিয় দর্শক।

প্রশ্ন  ২৪। উনপাজুরে বাগধারাটির অর্থ কি?

উত্তরঃ হতভাগ্য।

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন ১।. সোশ্যাল মিডিয়া ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ২০০৪ সালে।

প্রশ্ন.২। . বিশ্বের কোন দেশের নিষিদ্ধ শহর হিসেবে নামকরণ করা হয়?

উত্তরঃ তিব্বতকে।

প্রশ্ন ৩। সোশ্যাল মিডিয়ার টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ২০০৬ সালে।

প্রশ্ন .৪। বাংলাদেশের গরম পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ সীতাকুন্ড জেলায়।

প্রশ্ন .৫। বিশ্বের মুক্তার দেশ হিসেবে পরিচিত কোন দেশ?

উত্তরঃ কিউবা দেশ।

প্রশ্ন ৬। বাংলাদেশের কোন বিখ্যাত বনকে অ্যামাজন বন হিসাবে ডাকা হয়?

উত্তরঃ সিলেটের রাতারগুল বন কে।

প্রশ্ন.৭।ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ প্রতিষ্ঠান কে সংক্ষেপে কি নামে ডাকা হয়?

উত্তরঃ T.M.S.S নাম।

প্রশ্ন .৮।বাংলাদেশে বসবাসকারী মোট উপজাতির সংখ্যা কত?

উত্তরঃ ৪৮টি।

প্রশ্ন .৯। বাংলাদেশের জাতীয় পতাকার আকারের অনুপাত কত?

উত্তরঃ ১০: ৬ অনুপাত।

প্রশ্ন ১০। মেঘনা ব্রাহ্মপুত্রের সাথে কোথায় মিলিত হয়েছে?

উত্তরঃ ভৈরব বাজারের কাছে।

প্রশ্ন ১১। বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ও শীতলক্ষ্যা মেঘনার সাথে মিলিত হয় কোথায়?

উত্তরঃ  মুন্সিগঞ্জে।

প্রশ্ন ১২।মেঘনার নদীর  শাখা নদী  কি কি?

উত্তরঃ মুন, তিতাস, গোমতী, বাউলাই।

প্রশ্ন ১৩। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীর নাম কি

উত্তরঃ কর্ণফুলী।

প্রশ্ন ১৪।  লালমাই পাহাড়ের আয়তন কত? 

উত্তরঃ ৩৪ বর্গ কি.মি.।

প্রশ্ন ১৫। বাংলাদেশের নদী বিধৌত বিস্তীর্ণ সমভূমি কত ভাগ?

উত্তরঃ প্রায় ৮০%।

প্রশ্ন ১৬।  স্রোতজ সমভূমি কোন কোন জেলার সাথে?

উত্তরঃ খুলনা পটুয়াখালী ও বরগুনা জেলার কিয়দংশ।

প্রশ্ন ১৭। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?

উত্তরঃ  ৯ম।

প্রশ্ন ১৮। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

উত্তরঃ  চট্টগ্রাম কর্ণফুলির তীরে অবস্থিত।

প্রশ্ন ১৯। তিস্তা নদীরর গতিপথ পরিবর্তিত হয় কোন সালে?

 উত্তরঃ ১৯৮৭ সাল।

প্রশ্ন ২০।১বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় কিসের মাধ্যমে? 

উত্তরঃ ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে।

প্রশ্ন ২১। মেহেরপুর জেলার অন্তর্গত স্থান দুটি কি কি ?

 উত্তরঃ  বৈদ্যনাথ তলাএবং আম্রকানন।

প্রশ্ন ২২। মুজিবনগর সরকারের মন্ত্রনালয় ছিল কয়টি?

 উত্তরঃ ১২ টি।

প্রশ্ন ২৩। ১১ এপ্রিল পুনঃরায় সেক্টর কত ভাগ করা হয়?

 উত্তরঃ১১ টি সেক্টরে।

প্রশ্ন২৪। ৮ম জাতীয় সংসদ নির্বাচন হয় কোন সালে?

উত্তরঃ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর।

প্রশ্ন২৫। জাতীয় শিশু নীতি প্রণীত হয় কখন?

 উত্তরঃ  ২০১১ সালে।

প্রশ্ন ২৬ । বাঙ্গালী পাকিস্তানের শাসনের অধীনে ছিল কত বছর?

উত্তরঃ২৪ বছর

 সাধারন গনিত

প্রশ্ন ১ঃ  ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?

ক। ৮০ টাকা               খ। ৮২ টাকা                গ। ৮৪ টাকা                ঘ। ৪৮০ টাকা

উত্তরঃ গ

প্রশ্ন ২ঃ বার্ষিক ১০% সরল মুনাফায় ১২০০ টাকার ৪ বছরের সরল মুনাফা কত?

ক। ১২০ টাকা              খ।২৪০ টাকা               গ। ৩৬০ টাকা             ঘ। ৪৮০ টাকা

উত্তরঃ ৪৮০ টাকা

প্রশ্ন ৩ঃ নিচের তথ্যগুলো লক্ষ্য করঃ-

i.    মুনাফা=মুনাফা আসল-আসল

ii.  মুনাফা=(আসল*মুনাফা*সময়)/২

iii.  লাভ বা ক্ষতি বিক্রয়মুল্যের ওপর হিসাব করা হয়।

উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?

ক। I           খ। ii ও iii         গ। i ও iii          ঘ। i, ii ও iii

উত্তরঃ ক

প্রশ্ন ৪ঃ জামিল সাহেব বার্ষিক ১০% মুনাফায় ব্যাঙ্কে ২০০০ টাকা জমা রাখলেন।

   ১. ১ম বছরের মুনাফা আসল কত হবে

     ক. ২০৫০ টাকা           খ. ২১০০ টাকা             গ.  ২২০০ টাকা           ঘ. ২২৫০

উত্তরঃ গ

২. সরল মুনাফায় ২য় বছরান্তে মুনাফা আসল কত হবে?

  (ক) ২৪০০ টাকা (খ) ২৪২০ টাকা (গ) ২৪৪০ টাকা (ঘ) ২৪৫০ টাকা

উত্তরঃ ক

 ৩. ১ম বছরান্তে  চক্রবৃদ্ধি মূলধন কত হবে?

(ক) ২০৫০ টাকা (খ) ২১০০ টাকা (গ) ২১৫০ টাকা (ঘ) ২২০০ টাকা

উত্তরঃ ঘ

 প্রশ্ন ৫ঃ বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুল্ধন নির্নয় কর।

উত্তরঃ ১০৬৪৮ টাকা

প্রশ্ন ৬ঃ বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছেরর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্ কত হবে?

উত্তরঃ = ১৫৫ টাকা

প্রশ্ন ৭ঃ একই হার মুনাফায় কোনমূলধেনর এক বছরের চক্রবৃদ্ধিমূলধন ৬৫০০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে, মূলধন কত?

উত্তরঃ ৬২৫০ টাকা।

প্রশ্ন ৮ঃ বার্ষিক শতকরা ৮.৫০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ১০০০০ টাকার ২ বছরের সবৃদ্ধিমুলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্নয় কর।

  উত্তরঃ   =১৭৭২.২৫ টাকা

প্রশ্ন ৯ঃ কোন শহরের বর্তমান জনস্নগখ্যা ৬৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে?

উত্তরঃ =৬৭২৪০০০

প্রশ্ন ১০ঃ এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫০০০ টাকা ঋণ নিলেন। প্রতিবছর শেষে তিনি ২০০০ টাকা করে পরিষোধ করেন। ২য় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে?

  উত্তরঃ =১৬৭২ টাকা

হিসাব বিজ্ঞান সংক্রান্ত

১। জাবেদা কি ?

২। হিসাব সমীকরণ বিবরণী কি ?

৩। হিসাব সমীকরণ বিবরণী কি ?

৪। Rejected Cheque- চেক কেন প্রত্যাখ্যাত হয়?

৫। Deposit in Transit- ট্রানজিটে জমা কি?

৬। interest Earned on Deposit- ব্যাংক জমার সুদ কি আয়?

৭। Outstanding Cheque- ইস্যুকৃত চেক, যা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি (বকেয়া চেক) কি?

৮। Interest Payable on Bank Overdraft- ব্যাংক জমাতিরিক্তের সুদ কি ?

৯। Not Sufficient Fund- এনএসই চেক, ব্যাংক তহবিলে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলে ব্যাংক কি করে?

১০। রেওয়ামিল কি ?

১১। আর্থিক বিবরণী কি ?

১২। ব্যাংক সমন্বয় বিবরণী কি ? 

১২। আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার?

১৩. মালিকানাস্বত্ব হিসাব কি?

১৪. আয় হিসাব কি?

১৫. ব্যয় হিসাব কি?

১৬। ব্যাংক সমন্বয় বিবরণী কি ?

ইংরেজী বিষয়ে প্রশ্ন

Questions (01-03): Select the pair that best expenses a relationship similar to that expressed in the original pair:

  1.  Pertinent: Relevance-

       Ans: redundant: superfluity

  1.  Conscious: Careless-

        Ans: careful: indifferent

  1. Vindictive: Mercy-

      Ans: skeptical- truthfulness

Questions (04-06): Choose the correctly spelled word from the given options

4. Ridiculous

5. Precinct

6. Remittance

Questions (07-10): Fill in the blank with right option

7. He is devoid ……….. commonsense.

Ans: of

8. The price of the commodities …………during the fuel crisis but the producers incurred …………. in profits.

Ans: increased/ a downfall

9. Climate is a ……………. of the environment.

Ans: state

10. Lack of exercise and high fat diets have …… to be factors in heart attacks.

Ans: been long know

11.I cut myself, here “myself” is an-

Ans: Reflexive pronoun

12.Which one isп an example of comparative degree?

Ans: Less

13.It is you who ________ to blame Ans:

14. Which one is masculine gender?

Ans: Ox

আমরা বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করি। এছাড়া বাংলাদেশের সকল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি, সকল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি, সকল ফার্মাসিটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি, সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার রুটিন ও রেজাল্ট সহ বিভিন্ন বিষয়ের টিপস প্রকাশ করি। আপনি যদি একজন চাকুরি প্রার্থী হন তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন

আর আপনি চাইলে নিচে থাকা শেয়ার বাটন থেকে এই লেখাটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। মনোযোগ দিয়ে আমাদের লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment