অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট (ফ্রি)

Spread the love

 বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।  যেহেতু আমরা আপনাকে প্রযুক্তির এই বিস্ময়কর বিভাগের অংশ হতে চাই, আমরা নীচে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করছি।

গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।

বাংলাদেশে ১০ মিনিট স্কুল অনেক ভালো কাজ করছে। এই পোস্টে চলুন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে যেখানে আপনি বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন। 

উল্লেখ্য, নিম্নোক্ত কিছু প্ল্যাটফর্মে কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়, যা আপনি চাইলে চাকরিক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।

1. হার্ভার্ড ইউনিভার্সিটি – ফ্রি অনলাইন ডিগ্রি ও কোর্স

পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলো প্রদত্ত সার্টফিকেট তো সবাই পেতে চায়। তবে তা পাওয়া যে অনেক কঠিন, তেমন কিন্তু না। আপনার জ্ঞানের ভান্ডারকে প্রসারিত করতে চাইলেই শিখতে পারেন হার্ভার্ড ইউনিভার্সিটির এক্সপার্ট এবং ফ্যাকাল্টি প্রধানদের কাছ থেকে। “অডিট দ্যা কোর্স” চাইলে ফ্রিতে করতে পারেন কিংবা ছোট ফি এর বিনিময়ে কোর্স শেষে একটি ভেরিফাইড সার্টিফিকেট ও পেতে পারেন। সিএস৫০, নিউরোসাইন্স, কন্ট্রাক্ট ল, ক্যালকুলাস, মর্ডার্ন চায়না’স ফাউন্ডেশন, ইন্টোড্রাকশন টু ডেটা-ওয়াইজ এর মত অসংখ্য কোর্স রয়েছে হার্ভার্ড  ইউনিভার্সিটির অনলাইন কোর্স ক্যাটালগে।

2. এডএক্স-কোর্সেরা ফ্রি ইউনিভার্সিটি কোর্স

ডিউক ইউনিভার্সিটি, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস, প্রিন্সটন এর মতো নামকরা বিদ্যাপিঠা সমূহ কোর্সেরা দ্বার প্রচালিত হয়ে থাকে। মজার ব্যাপার হলো বিশ্বের নামকরা শীর্ষ ইউনিভার্সিটি গুলো কোর্স আপনি বিনা মূল্যে ঘরে বসে শিখতে পারবেন। সারা বিশ্বের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাথে একজোট হয়ে ১০০ টির বেশি কোর্স তাদের সাইটে যুক্ত করে দিয়েছে। এই সকল কোর্স গুলো হলো ব্যবসা, ভাষা, স্বাস্থ্যা, সেল্ফ ডেভেলপমেস্ট, ডেটা সাইন্স ইতাদি।

প্যাসিভ আর্নিং করার সেরা উপায় বিস্তারিত জানতেভিজিট করুন

3. গুগল ডিজিটাল গ্যারেজ ফ্রি অনলাইন কোর্স

পোর্টফলিও সমৃদ্ধ করতে বা ডিজিটাল মার্কেটিং, ক্লাউড কম্পউটিং, মোবাইল অ্যাপ ডেভেলপিং ইত্যাদি কাজে দক্ষতা অর্জন করতে গুগলের এই কোর্স গুলো আপনি করতে পারেন। এই কোর্স শেষে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে যা আপনি চাকরির ক্ষেএে ব্যবহার করতে পারেন।

4. লিন্ডা – লিংকডইন লার্নিং ফ্রি কোর্স

লিংকডইন লার্নিং বা লিন্ডা ডটকম এ পাওয়া যাবে অসংখ্য কোর্স এবং ক্লাস, যা অনলাইনেই বিনামূল্যে সম্পন্ন করা যাবে। আপনার ক্যারিয়ার উন্নতির সাথে সাথে আপনার কাজের মধ্যে অধিক গুরুত্ব যোগের লক্ষ্যে লিন্ডা এর ইন্ড্রাস্ট্রি এক্সপার্টদের থেকে শিখতে পারেন ইন-ডিমান্ড টেক, ম্যানেজমেন্ট কিংবা ক্রিয়েটিভ স্কিলস। পূর্বে লিন্ডা নামে পরিচিত থাকলেও, লিংকডইন একে কিনে নেওয়ার পর এটি বর্তমানে লিংকডইন লার্নিং নামে পরিচিত।

5. ইউডেমি – ফ্রি সার্টিফিকেশন্স

৩০০০ এর অধিক অপশন নিয়ে আপনার পছন্দের অনলাইন কোর্সটি সম্পন্ন করতে সহায়তা করবে ইউডেমি। বিগেইনার, ইন্টারমিডিয়েট এবং এডভান্স – তিনটি ডিফিকাল্টি লেভেল এ সাজানো কোর্স থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দেরটি। আর্কিটেক, সিসিএনএ বুটক্যাম্প, সেলসফোর্স ক্লাসিক এডমিনিস্ট্রেটর, কমপ্লিট নেটওয়ার্ক ফান্ডামেন্টালস সহ আরো হরেক রকম কোর্সে ভরা ইউডেমি। থাকছে এসব কোর্স এর বিষয়, ডিফিকাল্টি লেভেল, ভাষা এমনকি রেটিং অনুসারে ফিল্টার করার সু্যোগ।

6. উসি বার্কলে – ফ্রি সার্টিফিকেশন

১৮৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষাব্যবস্থায় বিপ্লব আনার লক্ষ্যে বদ্ধপরিকর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। এরই অংশ হিসেবে অনলাইন ডিগ্রি কোর্স, ক্রেডিট এন্ড নন-ক্রেডিট কোর্সেস, এমওওসি প্রজেক্ট এর মত বিভিন্ন কারিকুলাম অনলাইনেই সম্পন্ন করছে প্রতিষ্ঠানটি। এই পদক্ষেপের কারণে সম্পূর্ণ বিশ্বের বিদ্যানিকেতনে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টি কতৃক পরিচালিত কিছু উল্লেখযোগ্য কোর্স হল – মার্কেটিং এনালিটিকস, সাংবাদিকতা, ইংরেজি সাহিত্য, কোয়ান্টাম মেকানিকস, স্ট্যাটিস্টিকস ইত্যাদি।

7. বোনাস: স্কিলশেয়ার – ফ্রি ক্রিয়েটিভিটি ক্লাস অনলাইন

১৭,০০০ এর অধিক কোর্স এবং লেসন নিয়ে লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে নিজের অস্তিত্ব জানান দিতে রীতিমত সংকল্পবদ্ধ স্কিলশেয়ার। ডিজাইন, বিজনেস, টেকনোলজি, ফটোগ্রাফি, ফিল্মমেকিং, রাইটিং ইত্যাদি সব অভিনব ক্যাটাগরিতে সাজানো রয়েছে স্কিলশেয়ার এর পাঠ তালিকা। স্কিলশেয়ার এ পাবেন প্রথম দুই মাসের ব্যবহারের জন্য সম্পূর্ণ ফ্রি।

8. এমআইটি ওপেন কোর্সওয়্যার

বিশ্বের সেরা একাডেমিক এবং ইন্ড্রাস্ট্রিয়াল এক্সপার্ট দ্বারা তৈরী হয়ছে এমআইটি ওপেন কোর্সওয়্যার। থাকছে কিছু অসাধারণ বিষয়, যেমন – রসায়ন, ক্যালকুলাস, এন্টারপ্রনারশিপ, ট্রান্সপোর্টেশন, প্রোগামিং, লাইফ সাইন্স ইত্যাদি সম্পর্কে দক্ষতা অর্জনের সুযোগ।

9. খান একাডেমি – ফ্রি অনলাইন কোর্সেস

জ্ঞানপিপাসুদের মধ্যে অনেক বছর ধরেই বিনামূল্যে জ্ঞান বিতরণ করে যাচ্ছে খান একাডেমি। এই ফ্রি অনলাইন কোর্সগুলোর মূল লক্ষ্য হল বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই সবার জন্য ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন নিশ্চিত করা। ভালোভাবে কোর্সের বিষয় বুঝতে সাহায্য পাওয়ার পাশাপাশি আপনার হোমওয়ার্ক সম্পন্ন করে সার্টিফিকেট পাওয়া লক্ষ্যে পরীক্ষায় বসতে পারেন। গণিত, বিজ্ঞান, কম্পিউটিং, ব্যবসা, অর্থনীতি সহ যেকোনো বিষয়েই দক্ষতা অর্জনে সহায়তা করবে খান একাডেমি।

10. টেড-এড কোর্সেস

টেড টক কিংবা অন্য কোনো কারণে হয়ত টেড এর নাম আপনি শুনে থাকবেন। তবে টেড-এড সম্পর্কে অনেকেরই অজানা। সেরা কোর্সগুলোর তালিকা থাকছে এখানে। বিজনেস এন্ড ইকনোমিকস, ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার, ম্যাথমেটিকস, ফিলোসফি এন্ড রিজিওন, সোস্যাল স্টাডিজ, টিচিং এন্ড এডুকেশন সহ থাকছে আরো অসংখ্য বিষয়ে জ্ঞানার্জনের সু্যোগ পাবেন এখানে।

মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার গুরুত্বপূর্ণ টিপস্ বিস্তারিত জানতে – ভিজিট করুন

11. কোর্সেরা – ফ্রি ইউনিভার্সিটি কোর্স

স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি, ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, প্রিন্সটন এর মত নামকরা বিদ্যাপিঠসমূহ তাদের অনলাইন লার্নিং প্লাটফর্ম কোর্সেরাতে পরিচালনা করে। মজার ব্যাপার হচ্ছে, বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই কোর্সেরাতে বর্তমানে বিনামূল্যে শেখা যাচ্ছে। বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের সাথে একজোট হয়ে প্রায় ১০০টির মত কোর্স নিজেদের সাইটে যুক্ত করেছে কোর্সেরা। এসব কোর্সের বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল – স্বাস্থ্য, সেল্ফ ডেভলপমেন্ট, ডেটা সাইন্স, ব্যবসা, ভাষা ইত্যাদি।

628 thoughts on “অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট (ফ্রি)”

  1. আমরা অনেক শিক্ষার্থী আছি, যারা অনলাইনে সময় নষ্ট করি। কিন্তু অনেকেই জানিনা অনলাইনে পড়াশোনা করার অনেকগুলো মাধ্যম রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের কোর্স চালু আছে। যা ফ্রি করানো হয়। এই কনটেন্টে পড়ে শিক্ষার্থীদের জন্য তাদের সুবিধা অনুযায়ী সাইটে গিয়ে পড়াশোনা করতে পারবে এবং তাদের মূল্যবান কাজে আসবে।

    Reply
  2. শেখার কোনো শেষ নেই।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।
    আবার বিশ্বসেরা কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়। যা যেকোনো চাকরিক্ষেত্রে ব্যবহার করা যায়।
    হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি,ডিউক ইউনিভার্সিটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোর অনলাইন ভিত্তিক কোর্সের মাধ্যমে সহজেই নিজের অভিজ্ঞতা বাড়ানো যায়।
    অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।

    Reply
    • গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।

      Reply
    • জ্ঞানপিপাসুদের মধ্যে অনেক বছর ধরেই বিনামূল্যে জ্ঞান বিতরণ করে যাচ্ছে অনলাইন একাডেমি গুলো।অনলাইনে পড়াশোনা করার জন্য উক্ত কন্টেন্ট টিতে শীর্ষস্থানীয় ১০টি ওয়েবসাইটের তালিকা দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ের উপর মানসম্পন্ন ও বিনামূল্যে বা সাশ্রয়ী মূল্যে কোর্স পাওয়া যায়। Coursera, edX, এবং Khan Academy সহ এই প্ল্যাটফর্মগুলো শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী ও কোর্স সরবরাহ করে, যা তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে।এই ফ্রি অনলাইন কোর্সগুলোর মূল লক্ষ্য হল বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই সবার জন্য ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন নিশ্চিত করা।

      Reply
  3. শেখার কোন শেষ নেই । অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব। এই আর্টিকেলটিতে এমন দশটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে এই কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব।জারাব অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে চায় তাদের এই আর্টিকেলটি পড়া উচিত। এই আর্টিকেলটি এই অনেক উপকারী লেখককে অনেক ধন্যবাদ ।

    Reply
  4. প্রযুক্তির অগ্রগতি এবং মানুষের কাছে এর প্রবেশযোগ্যতার সাথে, অনলাইন শিক্ষা, যা ই-লার্নিং নামেও পরিচিত। এছাড়াও, ই-লার্নিং প্রত্যেকের জন্য একটি শিক্ষার বাস্তবতা হয়ে উঠেছে। এই ই-লার্নিং অ্যাপগুলির সাহায্যে, আপনি যে কোনও জায়গা থেকে এবং যে কোনও সময় বিভিন্ন বিষয় সর্ম্পকে দ্রুত জ্ঞান অর্জন করতে পারেন। আপনি একজন ছাত্র হোন বা একজন পেশাদার হোন, আপনার জন্য নির্দিষ্ট জ্ঞান এবং বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ কোর্সের প্রয়োজন হতে পারে যা সবসময় শারীরিকভাবে গ্রহণ করা সম্ভব নয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু তরুণ উদ্যোক্তাদের দ্বারা শুরু করা ১১টি ফ্রি অনলাইন শিক্ষামূলক ওয়েবসাইট রয়েছে যাদের ই-লার্নিং প্ল্যাটফর্ম, এবং অ্যাপগুলি সার্বক্ষণিক প্রচার করছে এবং শেখার প্রক্রিয়াটিতে সৃজনশীলতা যোগ করছে।

    Reply
    • বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।এই আর্টিকেলটি অনেক উপকারী লেখককে অনেক ধন্যবাদ ।

      Reply
      • শেখার কোন শেষ নেই । অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব। এই আর্টিকেলটিতে এমন দশটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে এই কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব। বর্তমান সময়ে অনলাইনে ঘরে বসে অনেক কোর্স করে স্বাবলম্বী হওয়া যায়। এই আর্টিকেলটি পরে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ লেখক কে এত সুন্দর কনটেন্ট লেখার জন্য।

        Reply
  5. শেখার কোনো শেষ নেই।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।এই আর্টিকেলটি এই অনেক উপকারী লেখককে অনেক ধন্যবাদ ।

    Reply

    Reply
  6. বর্তমানের অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনা ও। বিশ্বের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই বর্তমানে অনলাইনে বিনামূল্যে শেখা যাচ্ছে।
    বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। আর্টিকেলটিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা জন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  7. বর্তমান ডিজিটাল যুগে আমরা অনলাইন নির্ভর হওয়ায় অনলাইনে শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ নানান দিক উন্মোচিত হয়েছে, অনলাইনে লেখাপড়ার ফলে ছাত্রছত্রীদের কে যেমনকরে যুগের সাথে তাল মিলিয়ে জ্ঞানার্জন শেখানো হচ্ছে তার পাশাপাশি অনলাইনে অনলাইনে নানান চাকরীর জন্য নিজেদের প্রস্তত করাও হচ্ছে!।

    বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। যেহেতু আমরা আপনাকে প্রযুক্তির এই বিস্ময়কর বিভাগের অংশ হতে চাই, তাই আমরা উপরের আর্টিকেলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেয়েছি যা একজন শিক্ষার্থীর জন্য যথার্থ!

    Reply
    • বর্তমানে এই অনলাইন শিক্ষা ব্যবস্থা গুলোর কারনে অনেক মানুষ ঘরে বসে আন্তর্জাতিক মানের শিক্ষা পাচ্ছে ও তার পাশাপাশি সার্টিফিকেটও পাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের কারিকুলাম কোর্স ও এখন আমরা এই অনলাইনের মাধ্যমে পাচ্ছি, এখানে এই আর্টিকেলটির মাধ্যমে খুব সুন্দর করে বুঝানো হয়েছে।

      Reply
  8. বর্তমানে অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।একজন ছাত্র হোন বা একজন পেশাদার হোন, আপনার জন্য নির্দিষ্ট জ্ঞান এবং বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ কোর্সের প্রয়োজন হতে পারে যা সবসময় ক্লাসে উপস্থিত হয়ে করা সম্ভব নয়। এখন এই বর্তমান সময়ে ই -লার্নিং প্লাটফর্ম গুলো শেখার জন্য একটা মাধ্যম। নিচের লিংকে কিভাবে আপনি যোগ্যতা আারও বাড়াতে পারেন অনলাইন কোর্স এর মাধ্যমে এটাই বুঝানো হয়েছে।

    Reply
  9. বর্তমান ডিজিটাল যুগে আমরা অনলাইন নির্ভর হওয়ায় অনলাইনে শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ নানান দিক উন্মোচিত হয়েছে, অনলাইনে লেখাপড়ার ফলে ছাত্রছত্রীদের কে যেমনকরে যুগের সাথে তাল মিলিয়ে জ্ঞানার্জন শেখানো হচ্ছে।তাছাড়া বর্তমানে অনলাইনে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। লেখককে অনেক ধন্যবাদ এই ধরনের আর্টিকেল লেখার জন্য ।

    Reply
    • বর্তমানের অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনা ও করা যাচ্ছে । বিশ্বের অনেক ভালো বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই বর্তমানে অনলাইনে বিনামূল্যে শেখা যাচ্ছে।
      বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। এই কনটেন্টটিতে আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে যেখানে আপনি বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন।লেখক কে অনেক ধন্যবাদ
      বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা জন্য।

      Reply
    • বর্তমান সময়ে অনলাইনে ক্লাস করে শিক্ষার্থীরা অনেক উপকারিতা হচ্ছে। তবে সবাই এই সাইটগুলোর নাম জানেনা। এখানে অনলাইন পড়াশোনা সব সাইটগুলো এক জায়গায় করে দিয়ে অনেক উপকার করেছেন।

      Reply
      • বর্তমানে এই অনলাইন শিক্ষা ব্যবস্থা গুলোর কারনে অনেক মানুষ ঘরে বসে আন্তর্জাতিক মানের শিক্ষা পাচ্ছে ও তার পাশাপাশি সার্টিফিকেটও পাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের কারিকুলাম কোর্স ও এখন আমরা এই অনলাইনের মাধ্যমে পাচ্ছি, এখানে এই আর্টিকেলটির মাধ্যমে খুব সুন্দর করে বুঝানো হয়েছে।

        Reply
  10. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। আর্টিকেলটিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা জন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  11. গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে যেমন-হার্ভার্ড ইউনিভার্সিটি – ফ্রি অনলাইন ডিগ্রি ও কোর্স,এডএক্স-কোর্সেরা ফ্রি ইউনিভার্সিটি কোর্স,এমআইটি ওপেন কোর্সওয়্যার,টেড-এড কোর্সেস ইত্যাদি।উক্ত কন্টেন্টে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ফ্রি ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়েছে।

    Reply
    • বর্তমান ডিজিটাল যুগে আমরা অনলাইন নির্ভর হওয়ায় অনলাইনে শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ নানান দিক উন্মোচিত হয়েছে।গুগল আর ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। ইন্টারনেটে এমন অসংখ্য ফ্রী কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা জ্ঞানের প্রসার ঘটাতে পারি। বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে যেমন-হার্ভার্ড ইউনিভার্সিটি – ফ্রি অনলাইন ডিগ্রি ও কোর্স,এডএক্স-কোর্সেরা ফ্রি ইউনিভার্সিটি কোর্স,এমআইটি ওপেন কোর্সওয়্যার,টেড-এড কোর্সেস ইত্যাদি।উক্ত কন্টেন্টে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ফ্রি ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়েছে। লেখককে অনেক ধন্যবাদ এই ধরনের আর্টিকেল লেখার জন্য।

      Reply
  12. An excellent and timely presentation.By reading this report, anyone can complete various courses at home through these softwares.

    Reply
  13. গুগল আর ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা জ্ঞানের প্রসার ঘটাতে পারি। বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। এই কনটেন্টটিতে আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে যেখানে আপনি বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন।

    Reply
  14. বর্তমান যুগ ডিজিটাল যুগ প্রযুক্তি নির্ভর যুগ বা অনলাইনের যুগ । এ যুগে পড়াশোনা করা বা শিখার জন্য প্রিন্টেড বইয়ের জন্য অপেক্ষা করতে হয় না। পড়াশোনা করা বা শিখার জন্য অনলাইন ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে পড়াশোনা করা বা শিখা যায়। বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে যেখানে থেকে আমরা পড়াশোনা করতে বা শিখতে পারি। এই কন্টেন্টটিতে বাংলাদেশেসহ বিশ্বের জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট আলোচনা করা হয়েছে।যেখানে থেকে আমরা পড়াশোনা করতে বা শিখতে পারব। ইনশাআল্লাহ।

    Reply
  15. অনলাইন থেকে শিক্ষা গ্রহণ বর্তমানে খুবই জনপ্রিয় একটি বিষয়।
    অনলাইনে পড়ালেখা করতে অভ্যস্ত শিক্ষার্থীদের জন্য খুব সুন্দর একটা গাইড লাইন হতে পারে এই কনটেন্ট টি।
    লেখককে ধন্যবাদ এতো সুন্দর করে প্রতিটা বিষয় বুঝিয়ে উপস্থাপন করার জন্য।

    Reply
  16. লেখক কে ধন্যবাদ জানাই এত সুন্দর করে সহজ ভাষায় অনলাইনে পড়াশোনা করার সঠিক গাইড লাইন তুলে ধরা র জন্য ।

    Reply
  17. In the current digital age, as we depend on online, the important aspects of online education have been exposed, as a result of online education, students are being taught how to acquire knowledge in keeping with the times. In addition, nowadays there is an opportunity to take classes online at the best renowned universities in the world at home, and many of them are free. Many thanks to the author for writing such an article.

    Reply
  18. অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট (ফ্রি) নিয়ে লেখাটিতে আলোচনা করা হয়েছে। লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  19. এক কথায় অসাধারণ! আর্টিকেলটি অত্যন্ত তথ্যবহুল এবং উপকারী। লেখক বাংলাদেশসহ বিশ্বের সেরা অনলাইন শিক্ষার ওয়েবসাইটগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। হার্ভার্ড ইউনিভার্সিটি, কোর্সেরা, এবং এমআইটি ওপেন কোর্সওয়্যার সহ বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। বিনামূল্যে উচ্চমানের শিক্ষা পাওয়ার সুযোগ সম্পর্কে জানতে এই আর্টিকেলটি অত্যন্ত সহায়ক। যারা অনলাইনে পড়াশোনা করতে চান, তাদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি রিসোর্স। তাই সবাইকে পড়ার পরামর্শ দেব, কারণ এটি জ্ঞান অর্জনের দারুণ একটি মাধ্যম।

    Reply
  20. অনলাইনের মাধ্যমে যে ডিগ্রি অর্জন করা যায় বা শিক্ষা গ্রহণ করা যায় সেটা জানা ছিল না | লেখককে ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু দেওয়ার জন্য |

    Reply
  21. বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও। বিশ্বের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই বর্তমানে অনলাইনে বিনামূল্যে শেখা যাচ্ছে। বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।এই কনটেন্ট এর মাধ্যমে লেখক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

    Reply
  22. বাংলাদেশসহ বিশ্বের সেরা অনলাইন শিক্ষার ওয়েবসাইটগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। হার্ভার্ড ইউনিভার্সিটি, কোর্সেরা, এবং এমআইটি ওপেন কোর্সওয়্যার সহ বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। বিনামূল্যে উচ্চমানের শিক্ষা পাওয়ার সুযোগ সম্পর্কে জানতে এই আর্টিকেলটি অত্যন্ত সহায়ক। যারা অনলাইনে পড়াশোনা করতে চান, তাদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি রিসোর্স। লেখক কে ধন্যবাদ জানাই এত সুন্দর করে সহজ ভাষায় অনলাইনে পড়াশোনা করার সঠিক গাইড লাইন তুলে ধরা র জন্য ।

    Reply
  23. বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ নানান দিক উন্মোচিত হয়েছে। ছাত্রছত্রীদের কে যুগের সাথে তাল মিলিয়ে জ্ঞানার্জন শেখানো হচ্ছে।
    বাংলাদেশে কিছু জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। উপরের আর্টিকেলে বাংলাদেশের সেরা ১০ টি ফ্রী ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে।

    Reply
  24. বর্তমান এই যুগে আমরা অনলাইন নির্ভর।অনলাইনে শিক্ষা অর্জনটা গুরুত্বপূর্ণ ভাবে নানান দিকের দুয়ার খুলেছে, অনলাইনে লেখাপড়ার জন্য ছাত্রছাত্রীরা যেমন তারা যুগের সাথে তাল মিলিয়ে জ্ঞানার্জন শিখছে তেমনি তার পাশাপাশি অনলাইনে বিভিন্ন চাকুরীর জন্য নিজেদের প্রস্তত করছে।এর জন্য কিছু বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেট প্রদান করা হয়।এটি যেকোনো চাকরিক্ষেত্রে ব্যবহার করা যায়।হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি,ডিউক ইউনিভার্সিটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোর অনলাইন ভিত্তিক কোর্সের মাধ্যমে সহজেই নিজের অভিজ্ঞতা বাড়ানো যায়।বাংলাদেশের ১০ মিনিট স্কুল ও ভালো করছে।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।এই আর্টিকেলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও বিস্তারিত সুন্দর করে গুছিয়ে লেখক লিখেছেন,ধন্যবাদ লেখককে।

    Reply
  25. বর্তমান যুগে অনলাইনের মাধ্যমে মানুষ ঘরে বসে সব কিছু করতে পারছে। অনলাইনের মাধ্যমে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছে।উপরের আর্টিকেলটিতে বাংলাদেশের সেরা দশটি ফ্রি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে ।আর্টিকেলটি অত্যন্ত সহায়ক যারা অনলাইনে পড়াশোনা করে তাদের জন্য।

    Reply
  26. অনলাইন অধ্যয়ন নমনীয়তা প্রদান করে, যা শিক্ষার্থীদের যেকোন সময় যেকোন স্থান থেকে পাঠ্যক্রম সামগ্রী এবং বক্তৃতা অ্যাক্সেস করতে দেয়। এটি মাল্টিমিডিয়া বিষয়বস্তু এবং ইন্টারেক্টিভ সরঞ্জাম সহ বিভিন্ন শিক্ষার শৈলী পূরণ করে। যাইহোক, ট্র্যাকে থাকার জন্য স্ব-শৃঙ্খলা এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা প্রয়োজন। ভার্চুয়াল প্রকৃতি কখনও কখনও ঐতিহ্যগত ক্লাসরুম সেটিংসের তুলনায় বিচ্ছিন্নতার অনুভূতির দিকে নিয়ে যেতে পারে।

    Reply
  27. গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি। অসংখ্য চ্যানেল ও কোর্সে এর ভিড়ে আমরা অনেক সময় সঠিক কোর্স খুঁজে পাইনা। এই আর্টিকেলটিতে বিভিন্ন বিষয়ের উপর খুব জনপ্রিয় কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে, যা আমাদের অনলাইনে বিষয়ভিত্তিক অনেক জ্ঞান বৃদ্ধি করবে।

    Reply
  28. অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে এতো গুলো ফ্রী ওয়েবসাইট আছে আগে জানতামই না। ধন্যবাদ রাইটারকে।

    Reply
  29. ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞান প্রসারিত করতে পারি।অনলাইনের মাধ্যমে আমরা অনেক কিছুর উপর কোর্স করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি ।অসংখ্য স্টুডেন্ট একাডেমিক কোর্স শেষ করে চাকরির সুযোগ পাচ্ছে।বিজনেস এন্ড ইকনোমিকস, ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার, ম্যাথমেটিকস, ফিলোসফি এন্ড রিজিওন, সোস্যাল স্টাডিজ, টিচিং এন্ড এডুকেশন সহ থাকছে আরো অসংখ্য বিষয়ে জ্ঞানার্জনের সু্যোগ ।উক্ত কন্টেন্টে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ফ্রি ওয়েবসাইটের সুবিধা করা হয়েছে। লেখককে অনেক ধন্যবাদ এই ধরনের আর্টিকেল লেখার জন্য।

    Reply
  30. বর্তমানে এই ডিজিটাল যুগে অনলাইনে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় ও অনলাইনে অধ্যায়নের সুযোগ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি গুলো এখন বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ওয়েবসাইট চালু করেছে।বাংলাদেশ ও এখন অনলাইনে বিনামূল্যে শিক্ষার অনেক ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানের প্রসারতা আরও বৃদ্ধি করতে পারব। আসলে অনলাইনে বিনামূল্যে ডিগ্রি অর্জন করা যায় এই কন্টেন্টি না পড়লে আমি জানতে পারতাম না।উক্ত কন্টেন্ট এ লেখক বাংলাদেশের কতগুলো ফ্রি শিক্ষার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন যা সকলের জন্য উপকারী হবে বলে আমি মনে করি। ধন্যবাদ লেখককে বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

    Reply
  31. যা কিছু শিখছি তা একমাত্র আল্লাহর দেয়া অনুগ্রহ। আর সেই আল্লাহর অনুগ্রহ যদি আমরা বর্ননা করি তাহলে ৭ সমূদ্র যদি কালি হয় এবং সমগ্র জাহানের গাছ-গাছালি যদি কলম হয় তাহলেও আল্লাহর অনুগ্রহ লিখে শেষ করা যাবে না। তাহলে কি বুঝতে পারছি?

    Reply
  32. বর্তমানের এই অনলাইন যুগে আমরা সবাই ঘরে বসে অনেক বিষয়ে অনেক কিছু শিখতে পারছি। বিশেষ করে google এবং youtube ব্যবহার করে আমরা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটির বিভিন্ন বিষয় ভিত্তিক কোর্সগুলো করতে পারছি। এই কোর্সগুলো বেশিরভাগই ফ্রি এবং কোর্স সম্পূর্ণ করার পরে ভেরিফাইড সার্টিফিকেট দেয়া হয়। তাই একাডেমিক গণ্ডি পার হয়ে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে চাইলে প্রতিটা শিক্ষার্থীর উচিত এই ওয়েবসাইট ভিত্তিক ডিগ্রীগুলো অর্জন করা। এই সার্টিফিকেট গুলো চাকরির ক্ষেত্রেও প্রধান করা যাবে। উপরোক্ত কনটেন্টিতে এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং বিশ্বের ১১ টি ওয়েবসাইটের বর্ণনা করা হয়েছে যা শিক্ষার্থীদের খুবই উপকারে আসবে ইনশাআল্লাহ।

    Reply
  33. অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব। এই আর্টিকেলটিতে এমন দশটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে এই কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব।যারা অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে চায় তাদের এই আর্টিকেলটি পড়া উচিত। এই আর্টিকেলটি অনেক উপকারী। লেখককে অনেক ধন্যবাদ ।এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া জন্য। আমার মত অনেকে ই আছে যারা এই তথ্য গুলো জাননা।যাএই আর্টিকেল থেকে জানলাম। ধন্যবাদ।

    Reply
  34. অনলাইনে পড়াশোনা এখন খুব জনপ্রিয় এবং কার্যকর একটি মাধ্যম হয়ে উঠেছে। ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে আপনি বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা করতে পারেন, যা সময় এবং স্থান নির্বিশেষে সম্ভব। বিজনেস এন্ড ইকনোমিকস, ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার, ম্যাথমেটিকস, ফিলোসফি এন্ড রিজিওন, সোস্যাল স্টাডিজ, টিচিং এন্ড এডুকেশন সহ থাকছে আরো অসংখ্য বিষয়ে জ্ঞানার্জনের সু্যোগ | অনলাইনে পড়াশোনা কার্যকর করতে উপরে উল্লেখিত কৌশলগুলো অনুসরণ করুন এবং আপনার পছন্দের প্ল্যাটফর্ম থেকে কোর্স নির্বাচন করুন। এতে আপনি নিজের জ্ঞান এবং দক্ষতা উন্নত করতে পারবেন।

    Reply
  35. বর্তমানে অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্তে থেকে যেকোন কাজ শিখা সম্ভব। অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে ঘরে বসে পড়াশোনা করা সম্ভব ।বর্তমানে ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা ও অনলাইনে অধ্যয়নের সুযোগ তৈরি হয়েছে। উক্ত কনটেন্ট এ লেখক বাংলাদেশের কতগুলো অনলাইনে ফ্রি শিক্ষার ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করেছে যা সকলের জন্য অনেক উপকারী ধন্যবাদ লেখক কে এত সুন্দর কন্টেনটি তৈরি করার জন্য।

    Reply
  36. বর্তমান এই যুগে আমরা অনলাইন নির্ভর।বিশ্বের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই বর্তমানে অনলাইনে বিনামূল্যে শেখা যাচ্ছে।এই আর্টিকেলটিতে বিভিন্ন বিষয়ের উপর খুব জনপ্রিয় কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে, যা আমাদের অনলাইনে বিষয়ভিত্তিক অনেক জ্ঞান বৃদ্ধি করবে।

    Reply
  37. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ১০ মিনিট স্কুল। গুগল ও ইউটিউবের মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ বাড়ছে, তবে বিষয়ভিত্তিক কোর্স ঘরে বসে একাডেমিক জ্ঞান বাড়াতে সহায়ক। আন্তর্জাতিকভাবে জনপ্রিয় ১০+ প্ল্যাটফর্মে বিনামূল্যে কোর্সভিত্তিক শিক্ষা নেওয়া যায়।

    Reply
  38. বর্তমান এই যুগে আমরা অনলাইন নির্ভর।বিশ্বের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই বর্তমানে অনলাইনে বিনামূল্যে শেখা যাচ্ছে।এই আর্টিকেলটিতে বিভিন্ন বিষয়ের উপর খুব জনপ্রিয় কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে, যা আমাদের অনলাইনে বিষয়ভিত্তিক অনেক জ্ঞান বৃদ্ধি করবে।

    Reply
  39. ঘরে বসে অবসর সময়ে এই ১১টি ফ্রি অনলাইন প্লাটফর্ম থেকে প্রয়োজনীয় কোর্স করে নিজের ক্যারিয়ার উন্নতি করা যায় অনায়াসে। চমৎকার উপস্থাপনা, আমি অনেক উপকৃত হয়েছি লেখাটা পড়ে।

    Reply
  40. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি। তাছাড়া অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট পড়ার মাধ্যমে আরো অনেক কিছু সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ওপরের কন্টেনটি আমাদের সবার জন্য অনেক উপকারী। লেখককে অসংখ ধন্যবাদ এমন একটি কনটেন্ট সবার মাঝে নিয়ে আসার জন্য।

    Reply
  41. চমৎকার উপস্থাপনা। ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কন্টেন্ট এর জন্য। ঘরে বসে অবসর সময়ে এই ১১ টি ফ্রি অনলাইন প্লাটফর্ম থেকে প্রয়োজনীয় কোর্স করে নিজের ক্যারিয়ার এর উন্নতি করা যায়। লেখাটি পড়ে আমি অনেক উপকৃত।

    Reply
  42. অনলাইনে পড়াশোনা করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যার বিভিন্ন বিষয়ে এবং শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপযোগী।গুগল এবং ইউটিউব এর বদলাতে আমাদের তথ্য জ্ঞান অর্জনেরপরিধি দিন দিন বেড়েই চলছে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যেগুলোর মাধ্যমে ঘরে বসে একাডেমিক জ্ঞান অর্জন করা যায় যেমন বাংলাদেশের ১০ মিনিট স্কুল অনেক ভালো কাজ করছে।এছাড়া অনলাইনে পড়াশোনা করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট শিরোনামে আর্টিকেলটি বিভিন্ন ওয়েবসাইটে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

    Reply
  43. কথায় আছে, শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যতো বেশি সুশিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত। বর্তমান প্রযুক্তির যুগে সারা বিশ্বে ঘরে বসে মানুষ অনলাইনে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করছে। বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয়। অনলাইনে পড়াশোনা করার সেরা কিছু ওয়েবসাইট রয়েছে। যেমন-হার্ভার্ড ইউনিভার্সিটি ফ্রী অনলাইন ডিগ্রি এবং কোর্স, এডএক্স, লিন্ডা, ও ইউডেমি ইত্যাদি। তাই আমাদের দেশের ছেলেমেয়েদের উচিত ঘরে বসে অনলাইনে বাজে কাজে সময় নষ্ট না করে জ্ঞান অর্জন করা।

    Reply
    • শেখার কোন শেষ নেই । অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব।যেখানে শিক্ষার আলকে আমরা আমাদের চিন্তাকে নিমিষেই আলোকিতে পারি। এমন কি এই অনলাইনে কোর্স করে সার্টিফিকেট পাওয়ায় যায়। এই কনন্টেটি পরে আমাদের উপকারে আসবে। লেখককে অনেক ধন্যবাদ।

      Reply
  44. বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর যুগ। এ যুগে অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্তে থেকে যেকোন কাজ শিখা সম্ভব।গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষ্যযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো ঘরে বসেই আমরা ফ্রিতে সম্পন্ন করতে পারি এবং পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় গুলো থেকে সার্টিফিকেটও নিতে পারি। এ আর্টিকেলটিতে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট (ফ্রি) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ধন্যবাদ লেখককে। এ আর্টিকেলটি পড়ে সবাই উপকৃত হবে।

    Reply
  45. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে।জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তবে ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।মজার ব্যাপার হচ্ছে, বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই বর্তমানে বিনামূল্যে শেখানো হচ্ছে যার মূল লক্ষ্যই হল বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সবার জন্য ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন নিশ্চিত করা।উক্ত আর্টিকেলটিতে খুবই জনপ্রিয় কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে, যা আমাদের অনলাইনে বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধি করবে।

    Reply
  46. অনলাইনে পড়াশোনা এখন খুব জনপ্রিয় এবং কার্যকর একটি মাধ্যম হয়ে উঠেছে। ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে আপনি বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা করতে পারেন, যা সময় এবং স্থান নির্বিশেষে সম্ভব।যারা আইনি পরাশোনা করতে চান তাদের জন্য এই কন্টেন্টি অনেক প্রয়োজনীয়

    Reply
  47. একজন ছাত্র হোন বা একজন পেশাদার হোন, আপনার জন্য নির্দিষ্ট জ্ঞান এবং বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ কোর্সের প্রয়োজন হতে পারে যা সবসময় ক্লাসে উপস্থিত হয়ে করা সম্ভব নয়। এখন এই বর্তমান সময়ে ই -লার্নিং প্লাটফর্ম গুলো শেখার জন্য একটা মাধ্যম। নিচের লিংকে কিভাবে আপনি যোগ্যতা আারও বাড়াতে পারেন অনলাইন কোর্স এর মাধ্যমে এটাই বুঝানো হয়েছে।

    Reply
  48. বর্তমান সময়ে অনলাইনে পড়াশোনা এখন খুব জনপ্রিয় এবং কার্যকর একটি মাধ্যম । ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে আপনি বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা করতে পারেন, যা সময় এবং স্থান নির্বিশেষে সম্ভব। অনলাইনে পড়াশোনা কার্যকর করতে উপরে উল্লেখিত কৌশলগুলো অনুসরণ করুন এবং আপনার পছন্দের প্ল্যাটফর্ম থেকে কোর্স নির্বাচন করুন। এতে আপনি নিজের জ্ঞান এবং দক্ষতা উন্নত করতে পারবেন। যারা অনলাইনে পড়াশোনা করতে চান তাদের জন্য এই কন্টেন্টি অনেক প্রয়োজনীয়

    Reply
    • প্রযুক্তি নির্ভর এই যুগে অনলাইন মানুষের জীবন যাত্রাকে অনেক সহজ করে দিয়েছে।অনলাইনে পড়াশোনা করার জন্য বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন কোর্স করার সুযোগ পাচ্ছি।
      অনলাইনে পড়াশোনার জন্য এই আর্টিকেলে ১০ টি ফ্রি ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলোর মাধ্যমে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি কি ফ্রী কোর্স রয়েছে তা জানা যায়।

      Reply
  49. অনলাইন শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা বেরেই চলেছে পাশাপাশি অনলাইন শিক্ষাদানেরও জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। গুগল এবং ইউটিউবের জন্য এই কার্যকর অনলাইন শিক্ষণ কোর্সগুলো সহজলভ্য হয়ে উঠেছে। এই শিক্ষন এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বিনামূল্যে বিষয় ভিত্তিক কোর্সগুলো করা যায়। এই আর্টিকেলে আমরা অনলাইন শিক্ষা প্রদান করে এমন ১০টি কার্যকরী প্লাটফর্ম সম্পর্কে জানতে পারবো। যা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে।

    Reply
  50. বর্তমান ডিজাটালাইজেশনের যুগে অনলাইন শিক্ষা ব্যাপক জনপ্রিয়তা অরঅর্জন করেছে।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। যেহেতু আমরা আপনাকে প্রযুক্তির এই বিস্ময়কর বিভাগের অংশ হতে চাই, আমরা নীচে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করছি।

    গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।

    বাংলাদেশে ১০টি অনলাইন শিক্ষার কার্যকরি প্লাটফর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে আজ আপনাদের সামনে কন্টেন্টটি উপস্থাপন করলাম।

    Reply
  51. বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে।এ কন্টেন্টটিতে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট (ফ্রি) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।লেখককে ধন্যবাদ এত সুন্দর একটি কন্টেন্ট লিখার জন্য।

    Reply
  52. বর্তমানে ঘরে বসে অনলাইনের মাধ্যমে জ্ঞান অর্জন করার সুযোগ রয়েছে।এটি একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষ্যযুক্ত।আর্টিকেলটিতে বিভিন্ন বিষয়ের উপর খুব জনপ্রিয় কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে, যা আমাদের অনলাইনে বিষয়ভিত্তিক অনেক জ্ঞান বৃদ্ধি করবে।লেখককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কন্টেন আমাদের মাঝে তুলে ধরার জন্য।

    Reply
  53. বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও।ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়। প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।

    Reply
  54. বর্তমান তথ্য প্রযুক্তির যুগে গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে।বিশ্বের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই বর্তমানে অনলাইনে বিনামূল্যে শেখা যাচ্ছে।এই আর্টিকেলটিতে বিভিন্ন বিষয়ের উপর খুব জনপ্রিয় কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে, যা আমাদের অনলাইনে বিষয়ভিত্তিক অনেক জ্ঞান বৃদ্ধি করবে।উক্ত কন্টেন্টে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ফ্রি ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়েছে।

    Reply
  55. নিজের শিক্ষার উন্নতির জন্য অনেক শিক্ষার্থী অনলাইন কোর্স করতে চাই। কিন্তু, বুঝতে পারে না যে, কোন ওয়েবসাইটটি তার জন্য ভালো হবে। এই কনটেন্টটি এই সমস্যার সমাধান।পড়াশোনার জন্য সেরা দশটি ওয়েবসাইট (ফ্রি) এর কথা বলা হয়েছে এই কনটেন্টে।এই কনটেন্টে প্রতিটি ওয়েবসাইটের বিভিন্ন বিষয়গুলো ভিন্ন ভিন্ন স্তর দ্বারা তুলে ধরা হয়েছে। এই প্রয়োজনীয় কনটেন্ট টি লেখার জন্য লেখক কে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  56. আসসালামু আলাইকুম, বর্তমান প্রযুক্তির উৎকর্ষতার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে অনলাইনে পড়াশোনা। আপনি একজন ছাত্র হোন বা একজন পেশাদার হোন, আপনার জন্য নির্দিষ্ট জ্ঞান এবং বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ কোর্সের প্রয়োজন হতে পারে যা সবসময় ক্লাসে উপস্থিত হয়ে করা সম্ভব নয়। এখন এই বর্তমান সময়ে ই -লার্নিং প্লাটফর্ম গুলো শেখার জন্য একটা মাধ্যম। নিচের লিংকে কিভাবে আপনি যোগ্যতা আারও বাড়াতে পারেন অনলাইন কোর্স এর মাধ্যমে এটাই বুঝানো হয়েছে এবং পড়াশোনার জন্য সেরা দশটি ওয়েবসাইট (ফ্রি) এর কথা বলা হয়েছে এই কনটেন্টে।এই কনটেন্টে প্রতিটি ওয়েবসাইটের বিভিন্ন বিষয়গুলো ভিন্ন ভিন্ন স্তর দ্বারা তুলে ধরা হয়েছে। এই প্রয়োজনীয় কনটেন্ট টি লেখার জন্য লেখক কে অসংখ্য ধন্যবাদ।আপনারা পড়তে পারেন 👎

    Reply
  57. বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিশ্ব যেন হাতের মুঠোয় চলে এসেছে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে ঘরে বসেই অনলাইন ব্যবহার করে ক্ষুদ্র ক্ষুদ্র আয়সহ পড়াশুনার মতো গুরুত্বপূর্ণ কোর্স বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে পারছি।উপরোক্ত আর্টিকেলটি অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ তুলে ধরা হয়েছে। যা পড়ে অনেক অজানা বিষয় জ্ঞান অর্জন হবে এবং অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ।

    Reply
  58. আমাদের মধ্যে অনেকেই আছে দেশে পড়ালেখা শেষ করে, টাকার অভাবে বাইরের দেশে গিয়ে লেখাপড়া করা সম্ভব হয় না।
    তাদের জন্য বর্তমান অনলাইন প্লাটফর্ম টা অনেক উপকারী।
    তারা ইচ্ছে করলে দেশে বসে অনলাইনের মাধ্যমে ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে, সার্টিফিকেট অর্জন কর পারে।
    আর তাই এত সুন্দর একটি কনটেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
    না জানা তথ্যগুলোকে আমাদের কাছে তুলে ধরার জন্য লেখককে অনেক ধন্যবাদ।
    এটি পড়ে অনেক কিছু জানতে পারলাম আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ।

    Reply
  59. বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির সহায়তায় আমরা ঘরে বসে অনেক কিছু অর্জন করতে পারি ।তার মধ্যে শিক্ষা অন্যতম। অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমরা ঘরে বসে অনায়াসে কোর্স করতে পারি এবং সার্টিফিকেট নিতে পারি সেটা দেশি-বিদেশি প্ল্যাটফর্ম থেকে। প্রয়োজনে এই সার্টিফিকেট গুলো আমরা চাকরির ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। উক্ত আর্টিকেলটিতে অনলাইনে কোর্স করার কিছু ওয়েবসাইট উল্লেখ করা হয়েছে ।আমরা যারা কোর্স করতে আগ্রহী বা ডিগ্রি অর্জন করতে চাই তাদের জন্য আর্টিকেলটি বেশি গুরুত্বপূর্ণ্।

    Reply
  60. নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং ইন্টারনেট সুবিধার কারণে শ্রেণিকক্ষের বিকল্প হিসেবে অনলাইন প্ল্যাটফর্ম যেন বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ক্যারিয়ারে নতুন নতুন দক্ষতা অর্জন থেকে শখ পূরণ; সব ক্ষেত্রেই বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার বিষয়টি অনেক সহজ করে দিয়েছে অনলাইন প্ল্যাটফর্মের বিভিন্ন কোর্স। লেখককে ধন্যবাদ জানাই অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ টি ওয়েবসাইট (ফ্রি) শেয়ার করার জন্য।

    Reply
  61. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। আর্টিকেলটিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা জন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  62. বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও।বর্তমানে প্রযুক্তির ব্যবহার করে ইচ্ছে করলে দেশে বসে অনলাইনের মাধ্যমে ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে,পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করতে পারি। আর তাই লেখক কন্টেন্ট এ ১০ টি প্লাটফর্ম এর কথা বলেছেন যা সম্পুর্ণ ফ্। লেখক কে অনেক ধন্যবাদ এই উপকারী কন্টেন্ট লেখার জন্য এটা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপকারে আসবে ইংশাআল্লাহ।

    Reply
  63. অনলাইনে এখন খুব সহজে এবং স্বল্প সময়ে পছন্দ মতো বিষয়ে ধারণা নেয়া যায়। কলম-কাগজ ভিত্তিক শিক্ষা থেকে অনলাইন শিক্ষার এই দৃষ্টান্ত পরিবর্তনের প্রধান কারণ হিসেবে ডিজিটালাইজেশনকে বিবেচনা করা যেতে পারে। ইন্টারনেটে প্রচুর ওয়েবসাইট রয়েছে যা বিদ্যমান শিক্ষাব্যবস্থার জ্ঞানের শূন্যতা সহজেই পূরণ করছে।

    Reply
  64. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। আর্টিকেলটিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা জন্য লেখককে ধন্যবাদ

    Reply
  65. সভ্যতার অগ্রগতির সাথে মিল রেখে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। প্রযুক্তির সাথে বর্তমানে সবাই কম বেশি পরিচিত। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অনলাইন ও জ্ঞান অর্জনের একটি জনপ্রিয় মাধ্যম।

    Reply
  66. বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।

    Reply
  67. বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে আমাদের কে প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে হয়।
    এ জ্ঞান অর্জনের জন্য শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, প্রয়োজন অনলাইন ভিত্তিক পড়াশোনা করা। অনলাইন ভিত্তিক পড়াশোনার জন্য আমাদের দেশ সহ দেশের বাহিরে বেশ কিছু জনপ্রিয় মাধ্যম রয়েছে।

    Reply
  68. ডিজিটাল যুগের পড়াশোনাও ডিজিটাল হবে এটাই স্বাভাবিক। বর্তমান যুগ প্রযুক্তি নির্রভর হওয়ার সুবাদে অন্যান্য সুযোগ সুবিধার মতো পড়াশোনাও এখন দোরগোড়ায় পেয়ে যাচ্ছি। এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে অনায়সে ঘরে বসে কোর্স করতে পারি সম্পূর্ণ বিনামূল্যে এবং সার্টিফিকেট অর্জন করতে পারি। যা আমাদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং চাকরি ,ব্যবসা সহ নানা ধরনের কাজে ব্যবহার করতে পারবো । এই আর্টিকেলে ১০টি পড়াশোনা করার ওয়েবসাইট এর কথা বলা হয়েছে যা আমাদের জন্য অনেক বেশি উপকারী ভূমিকা পালন করবে। কন্টেন্ট লেখক কে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  69. কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। বর্তমান ডিজিটাল যুগে তো এই বাক্য পুরোপুরি বাস্তবতায় পরিণত হয়েছে। এখন একজন ইচ্ছা করলে ই কষ্ট করে দূরে গিয়ে টাকা খরচ না করে ঘরে বসে অনলাইনে বিনা মূল্যে নামিদামি বিশ্ববিদ্যালয়ের অধীনে কোর্স করে জ্ঞান অর্জন এর পাশাপাশি সার্টিফিকেট পেতে পারে। এর চেয়ে বড় সুবিধা আর কি চাই। এ বিষয়ে বিস্তারিত জানতে ও বুঝতে কনটেন্ট টি পড়ুন।

    Reply
  70. বাংলাদেশে অনলাইন শিক্ষার প্রস্তুতি বেড়ে চলছে যার মধ্যে গুগল এবং ইউটিউব অগ্রগতিতে প্রধান ভূমিকা রয়েছে। এই প্লাটফর্মগুলির মাধ্যমে প্রায় সমস্ত বিষয়ের কোর্স অনলাইনে অনুপ্রাণিত পরিচালনা করা হচ্ছে, যা একজন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে পাঠক্রম অনুসরণ করার সুযোগ প্রদান করে। উল্লিখিত ওয়েবসাইটগুলি দ্বারা প্রদত্ত শিক্ষা উচ্চমানের একাডেমিক জ্ঞান উন্নতির মাধ্যমে দেশের জনগণের জ্ঞান প্রসারে অবদান রাখছে। এমন গুরুত্বপূর্ন কনটেন্ট এর জন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  71. Whether you’re a student or a professional, there are certain knowledge and specialized training courses that may not always be feasible to attend in person. In today’s era, we all aspire to be part of the awe-inspiring realm of technology. To brush up our academic knowledge from the comfort of home and further extend our expertise, numerous e-learning platforms have emerged. There are 10 free online learning mediums mentioned in the content:

    Reply
  72. গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।এর চেয়ে বড় সুবিধা আর কি চাই। এ বিষয়ে বিস্তারিত জানতে ও বুঝতে কনটেন্ট টি পড়ুন।

    Reply
  73. এখন অনলাইনের যুগে ঘরে বসেই পড়াশোনা করা যাচ্ছে।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের জ্ঞান বাড়ানো যায়।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি পড়লে এই সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।এই আর্টিকেলটি স্টুডেন্টদের জন্য অনেক উপকারী। লেখককে ধন্যবাদ।

    Reply
  74. দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নেই। আর তা যদি হয় অনলাইনে তাহলে তো কাজে লাগিয়ে খুব ভালো ফলাফল পাওয়া সম্ভব।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট (ফ্রি) নিয়ে লেখাটিতে আলোচনা করা হয়েছে। লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন‍্য। পড়লে আপনারও উপকারে আসতে পারে।

    Reply
  75. দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নেই। আর তা যদি হয় অনলাইনে তাহলে তো কাজে লাগিয়ে খুব ভালো ফলাফল পাওয়া সম্ভব। লেখাটি পড়ে দেখবেন আপনারও উপকারে আসতে পারে।

    Reply
  76. গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি। সবাই একন্টেনটি পড়ে উপকৃত হবেন আমরা ঘরে বসে অনেক গুলো কোর্স করতে পারি চলুন কন্টেন্টটি পড়ে জেনে নি।

    Reply
  77. প্রযুক্তির উন্নয়নে পড়ালেখা এখন একটি নির্দিষ্ট গন্ডির মধ‍্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সার্বজনীন ও বিশ্বব‍্যপী ছড়িয়ে পড়ছে। অনলাইন ভিত্তিক একাডেমিক কোর্স এখন অত‍্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। অনলাইনের মাধ‍্যমে বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে কোর্স করার সূযোগ তৈরী হয়েছে। এই কন্টেন্ট টিতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশাকরি এটি শিক্ষার্থীদের ভালো গাইড লাইন হবে।

    Reply
  78. আসসালামু আলাইকুম,
    অনলাইন শিক্ষা বর্তমানে মানুষকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। যদি কোনো মানুষের অদম্য আগ্রহ থাকে। বিশ্বের বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় থেকে ফ্রী অথবা নাম মাত্র মুল্যে অনলাইন কোর্স করে সার্টিফিকেট অর্জন করা সম্ভব। কাজেই আমাদের উচিত এই অনলাইন সেবাগুলো কাজে লাগিয়ে নিজেকে সাফল্যমন্ডিত করা।সেজন্য এই অনলাইন সেবাগুলো সম্পর্কে সঠিকভাবে জানা প্রয়োজন। আলহামদুলিল্লাহ লেখক এই কন্টেন্টটিতে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েব সাইট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন, যা আমাদের জন্য খুব উপকারী ভুমিকা রাখবে, ইনশাআল্লাহ।

    Reply
  79. অনলাইনের এই যুগে আপনি ঘরে বসে ইচ্ছা করলে, আপনার সময় গুলোকে কাজে লাগাতে পারেন ।আবার ইচ্ছে করলে অযথাই সময় নষ্ট করতে পারেন। ডিজিটাল যুগে সবকিছু এখন হাতের নাগালে ,আপনি ঘরে বসে আন্তর্জাতিক ওয়েবসাইট গুলোতে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। এমনকি ভবিষ্যতের জন্য আপনার কাজের ক্ষেত্রে সফলতা আনতে পারে।

    Reply
  80. আধুনিক, যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও জ্ঞান অর্জন করা। সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো। বতর্মানে ঘরে বসে আমরা অনেক কিছু শিক্ষতে পারি।

    Reply
  81. অনলাইন পড়াশোনা হলো এমন একটি শিক্ষাব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন কোর্স এবং শিক্ষা উপকরণে অ্যাক্সেস পায়। এটি সাধারণত ভার্চুয়াল ক্লাসরুম, ভিডিও লেকচার, ই-লানিং প্ল্যাটফর্ম এবং অনলাইন পরীক্ষার মাধ্যমে পরিচালিত হয়।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে।ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের জ্ঞান বাড়ানো যায়।উপরের আর্টিকেলে বাংলাদেশের সেরা ১০ টি ফ্রী ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে।

    Reply
  82. বিশ্বায়নের এই যুগে পুরো পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়। যে কেউ চাইলে ঘরে বসে জ্ঞান অর্জন করতে পারে। উন্নত দেশের যে সব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আমাদের জন্য স্বপ্ন ছিল, সেইসব বিশ্ববিদ্যালয়ে ঘরে বসে আমরা অনলাইনে কোর্স করতে পারছি।অনেক কিছু শিখতে পারছি।চাকুরির পড়াশোনা ও এখন অনলাইনে করা যাচ্ছে। অনলাইন ভিত্তিক ক্লাসগুলো এখন অনেক জনপ্রিয়তা পাচ্ছে। বিশ্বের বড় বড় অনলাইন ভিত্তিক ক্লাসগুলো ফ্রী করাচ্ছে। এর ফলে অনেকে উপকৃত হচ্ছে।

    Reply
  83. বর্তমান অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনা ও জ্ঞান অর্জন করা। ইন্টারনেটের মাধ্যমে সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। এই আর্টিকেলটিতে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইটের কথা বলা হয়েছে যেখান থেকে ঘরে বসেই বিনামূল্যে বিশ্বের নামকরা প্রতিষ্ঠান থেকে অনেক গুরুত্বপূর্ণ কোর্স করা যেতে পারে। আশাকরি এটি শিক্ষার্থীদের জন্য ভালো গাইডলাইন হবে এবং তারা উপকৃত হবে

    Reply
  84. শেখার কোন শেষ নেই । অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব।এই আর্টিকেলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও বিস্তারিত সুন্দর করে গুছিয়ে লেখক লিখেছেন,ধন্যবাদ লেখককে।

    Reply
  85. বাংলাদেশে শীর্ষ স্থানীয় কিছু তরুণ উদ্যোক্তাদের দ্বারা শুরু করা ১১ টি ফ্রী অনলাইন শিক্ষামূলক ওয়েবসাইট রয়েছে। যাদের ই লার্নিং প্ল্যাটফর্ম অ্যাপগুলি সার্বক্ষণিক প্রচার করছে ।বর্তমানে অনলাইন যুগের ঘরে বসেই প্রযুক্তির বদৌলতে নামকরা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শিক্ষা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে দ্রুত জ্ঞান অর্জন করা যায। বাংলাদেশে টেন মিনিট স্কুল অনেক ভালো কাজ করছে এই লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে যেখানে আপনি বিনামূল্যে কোর্স ভিত্তিক জ্ঞান অর্জন করতে পারেন। বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের সাথে এক জোট হয়ে প্রায় ১০০ টির মত কোর্স নিজেদের সাইটে যুক্ত করেছে কোর্সেরা।

    Reply
  86. বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে।হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি,ডিউক ইউনিভার্সিটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোর অনলাইন ভিত্তিক কোর্সগুলো করার মাধ্যমে সহজেই নিজের অভিজ্ঞতা বাড়ানো যায়।এই আর্টিকেলটিতে এমন দশটি ওয়েবসাইট সম্পর্কে বলা হয়েছে যেখানে এই কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব।

    Reply
  87. দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষাজীবন। সারা বিশ্বে অনলাইন শিক্ষার প্রস্তুতি বেড়ে চলছে যার মধ্যে গুগল এবং ইউটিউব অগ্রগতিতে প্রধান ভূমিকা রয়েছে। এই প্লাটফর্মগুলির মাধ্যমে প্রায় সকল বিষয়ের কোর্স অনলাইনের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে, যা একজন শিক্ষার্থীর জন্য ঘরে বসে বিনামূল্যে পাঠক্রম অনুসরণ করার সুযোগ প্রদান করে।

    অনলাইনে পড়াশোনা করার সেরা এই ১০ টি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ করে দেওয়ার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  88. বর্তমান প্রযুক্তির এতটা আগ্রগতি হয়েছে যে আমরা চাইলে এখন ঘরে বসেই বিশ্বসেরা ইউনিভারসিটি গুলো থেকে সার্টিফিকেট অর্জন করতে পারি। বাংলাদেশে শীর্ষ স্থানীয় কিছু তরুণ উদ্যোক্তাদের এক সাহসী উদ্যোগ এর মাধ্যমে আমরা বেশ কিছু অনলাইন প্লাটফর্ম পেয়েছি। বাংলাদেশে টেন মিনিট স্কুল অনেক ভালো কাজ করছে এই লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে যেখানে আপনি বিনামূল্যে কোর্স ভিত্তিক জ্ঞান অর্জন করতে পারেন। বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের সাথে এক জোট হয়ে প্রায় ১০০ টির মত কোর্স নিজেদের সাইটে যুক্ত করেছে কোর্সটিতে। এছাড়াও এই কনটেন্টটিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিছু অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়েছে। আশা করি কনটেন্টটি পড়ার মাধ্যমে অনেক উপকার পাওয়া যাবে।

    Reply
  89. বিশ্বায়নের এই যুগে পুরো পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। যার বদৌলতে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন কোর্স কমপ্লিট করে জ্ঞান অর্জন করছে । এটি সাধারণত ভার্চুয়াল ক্লাসরুম, ভিডিও লেকচার, ই-লানিং প্ল্যাটফর্ম এবং অনলাইন পরীক্ষার মাধ্যমে পরিচালিত হয় এবং যেগুলো অধিকাংশ ই বিনামূল্যে।হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি,ডিউক ইউনিভার্সিটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোর অনলাইন ভিত্তিক কোর্সগুলো করার মাধ্যমে সহজেই নিজের অভিজ্ঞতা বাড়ানো যায়।বাংলাদেশে ও ১১ টি ফ্রী অনলাইন শিক্ষামূলক ওয়েবসাইট রয়েছে। টেন মিনিট স্কুল এর মধ্যে অন্যতম।অনলাইনে পড়াশোনা করার সেরা এই ১০ টি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ করে দেওয়ার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  90. বর্তমানসময়ে অনলাইনে ক্লাস করে অনেকে অনেকিছু সিটকতে পেরেচে তবেঁ এই সাইট গুলোর নাম অনেকেই জানেনা লেক্কে অনেক দন্ত বাদ এত সুন্দর একটি কনটেন্ট আমাদের সামনে তুলে দরার জন্য

    Reply
  91. জ্ঞানের সীমা ব্যাপক করতে পড়াশোনার বিকল্প নেই। আর তা যদি হয় অনলাইনে তাহলে বিষয়টি আরো সহজ করে দেয় আমাদের। ফ্রি হলে সেটা সবার জন্যই ভালো। লেখককে অনেক ধন্যবাদ এমন একটি কন্টেন্ট লিখার জন্য।

    Reply
  92. এখন আর আগের মত পড়াশোনা শুধু বইয়ের পৃষ্ঠায় সীমাবদ্ধ নেই। তথ্য প্রযুক্তির এই যুগে পড়াশোনা ও এখন অনলাইন ভিত্তিক হয়েছে। যারা ফলে অনেক শিক্ষার্থী এখন অনলাইন এ কোর্স এর মাধ্যমে প্রচুর জ্ঞান অর্জন করছে। এ পোস্ট এ এরকম ১০ টি অনলাইন ভিত্তিক শিক্ষামূলক ওয়েবসাইট এর উল্লেখ করছেন লেখক। হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি,ডিউক ইউনিভার্সিটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোর অনলাইন ভিত্তিক কোর্সের মাধ্যমে সহজেই নিজের অভিজ্ঞতা বাড়ানো যায়।বাংলাদেশের ১০ মিনিট স্কুল ও ভালো করছে।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাথে এক জোট হয়ে প্রায় ১০০ টির মত কোর্স নিজেদের সাইটে যুক্ত করেছে।

    কনটেন্টটিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিছু অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়েছে। তাই যারা অনলাইন থেকে শিখতে আগ্রহী তারা আশা করি কনটেন্টটি পড়ার মাধ্যমে অনেক উপকার পাওয়া পাবে।

    Reply
  93. শেখার কোন শেষ নাই। অনলাইনের মধ্যেমে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোনো কিছু শেখা সম্ভব। বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট ফ্রি।শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা গেলো।এই আর্টিকেলটি অনেক উপকারী।

    Reply
  94. শেখার কোন শেষ নাই। অনলাইনের মধ্যেমে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোনো কিছু শেখা সম্ভব। বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট ফ্রি।শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা গেলো।এই আর্টিকেলটি অনেক উপকারী।

    Reply
  95. বর্তমানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়াশোনা করা যায়। কিছু প্ল্যাটফর্মে কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়,যা চাকরিক্ষেত্রেও ব্যবহার উপযোগী।এখানে ১০টি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে যার মাধ্যমে অসংখ্য বিষয়ে জ্ঞানার্জন সম্ভব।

    Reply
  96. বর্তমানে অনলাইন হয়ে ওঠেছে শিক্ষাপ্রাঙ্গন।অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়াশোনা করা যায়, কোর্স করা যায়। বাংলাদেশের এমন অনেক ওয়েবসাইটের সাথে আমরা পরিচিত এবং সেবা ও নিচ্ছি। আন্তর্জাতিক ওয়েবসাইট গুলো সম্পর্কে সবাই জানে না, আমি নিজেও জানি না।
    ধন্যবাদ এরকম একটা কনটেন্ট লিখার জন্য।

    Reply
  97. আলহামদুলিল্লাহ , শিক্ষা ব্যবস্হা এখন শুধু পাঠ্যপুস্তকে বা শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ নেই। অনলাইন ভিত্তক শিক্ষাব্যবস্হা চালু হওয়ায় এখন মানুষ ঘরে বসে শিক্ষা গ্রহন করতে পারে এবং সার্টিফিকেট অর্জন করতে পারে। কনটেন্ট টি খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল।আশা করি অনেকেরই উপকারে আসবে।

    Reply
  98. বর্তমানে অনলাইনে পড়াশোনা করার বিষয়টি সবচেয়ে জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে অনলাইনে পড়াশোনা করে।এত গুলো ওয়েবসাইটে ফ্রিতে পড়াশোনা করা যায় এটা আগে যানা ছিল না। ধন্যবাদ জানাই লেখককে এত সুন্দর একটি কন্টেন্ট তৈরি করার জন্য।

    Reply
  99. একজন ছাত্র বা একজন পেশাদার , যেই হোন না কেন , আপনার জন্য নির্দিষ্ট জ্ঞান এবং বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ কোর্সের প্রয়োজন হতে পারে যা সবসময় ক্লাসে উপস্থিত হয়ে করা সম্ভব নয়। গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে । এখন, অনলাইনে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা জন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  100. বর্তমানে প্রযুক্তির এই যুগে জ্ঞান অর্জন করা খুবই সহজ। অনলাইনে আমরা অযথাই সময় নষ্ট করি।কিন্তু অনলাইনে আমরা চাইলে সহজেই ফ্রি-তে বিভিন্ন স্কিল অর্জন করতে পারি। এরকমই অনলাইনে জনপ্রিয় অনেক ওয়েবসাইট আছে যেখানে আমরা চাইলে ফ্রি-তে জ্ঞান অর্জন করে নিজেকে যোগ্য বানিয়ে তুলতে পারি। এখানে ফ্রী দশটি ওয়েবসাইট দেওয়া হয়েছে যেখান থেকে আপনি চাইলে সহজেই শিখতে পারবেন।

    Reply
  101. আপনার আর্টিকেলটি খুবই তথ্যবহুল এবং অনুপ্রেরণাদায়ক। বর্তমান ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ ও এর উপকারিতা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ডিউক ইউনিভার্সিটির মতো শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন কোর্স সম্পর্কে জানা সত্যিই আশ্চর্যজনক। ই-লার্নিং প্ল্যাটফর্মের সুবিধা, সহজলভ্যতা, এবং শিক্ষার প্রচারে এটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মগুলোর উল্লেখ বিশেষভাবে উল্লেখযোগ্য। আপনার লেখাটি বর্তমান এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ।

    Reply
  102. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি। এমনকি পড়াশোনাও। বিশ্বের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয় সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই বর্তমানে অনলাইনে বিনামূল্যে শেখা যাচ্ছে। বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। এই কনটেন্ট এ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ১০টি অনলাইন শিক্ষা ওয়েবসাইট তথা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ লেখক কে এমন গুরুত্বপূর্ণ বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

    Reply

    Reply
  103. আসসালামুআলাইকুম বর্তমান সময়ে অনলাইনে ক্লাস করে শিক্ষার্থীরা অনেক উপকারিতা হচ্ছে। তবে সবাই এই সাইটগুলোর নাম জানেনা। এখানে অনলাইন পড়াশোনা সব সাইটগুলো এক জায়গায় করে দিয়ে অনেক উপকার করেছেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য লেখককে জানাই ধন্যবাদ।

    Reply
  104. বাংলাদেশ অনেক জনপ্রিয় শিক্ষার ওয়েবসাইট রয়েছে। প্রযুক্তির এই প্রজন্মে, মানুষ এখন ঘরে বসে, বিভিন্ন ওয়েবসাইট থেকে বিষয়ভিত্তিক অনেক কিছু শিখতে পারছে। ইন্টারনেটে এমন অনেক কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে মানুষ নিজের জ্ঞানের পরিধি বাড়াতে পারে। অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ টি ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে এই আর্টিকেলটিতে।

    Reply
  105. কোভিড -১৯ এর পূর্বে আমাদের মত উন্নয়নশীল দেশে অনলাইন ভিত্তিক পড়াশোনার তেমন কোন প্লাটফর্ম ছিলো না। কোভিড-১৯ চলাকালীন সময় থেকে শুরু হওয়া অনলাইন পড়াশোনা এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ সহ অনেক দেশে এখন পড়াশোনার জনপ্রিয় মাধ্যম অনলাইনে পড়াশোনা।এটার ফলে সিলেবাসের বাইরের গন্ডি পার হয়েও বিভিন্ন বিষয় ভিত্তিক পড়াশোনা করা যায় সম্পূর্ণ ফ্রিতে।
    উক্ত লেখাটি পড়লে আরো বিস্তারিত জানা যাবে আশা করি।

    Reply
  106. বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য।

    Reply
  107. এক কথায় অসাধারণ! অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট (ফ্রি) নিয়ে আলোচনা করা হয়েছে। লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখক বাংলাদেশসহ বিশ্বের সেরা অনলাইন শিক্ষার ওয়েবসাইটগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

    Reply
  108. পড়াশোনার কোনো বয়স আবার কোনো শেষ ও নেই। বর্তমান এই যুগে আমরা অনলাইন নির্ভর। অনলাইলের সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো জায়গা থেকে।সব বয়সের মানুষ বিশ্বের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই বর্তমানে অনলাইনে বিনামূল্যে শিখতে পারছে।এই আর্টিকেলটিতে বিভিন্ন বিষয়ের উপর খুব জনপ্রিয় কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে, যা আমাদের অনলাইনে বিষয়ভিত্তিক অনেক জ্ঞান বৃদ্ধি করবে। পাশাপাশি কোন কোন সাইটে কিভাবে অনলাইনে পড়াশোনা করা যায় তার সঠিক জানা যাবে।

    Reply
  109. আমাদের সবারই একটা ইচ্ছা থাকে ভালো কোনো বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে। কিন্তু বর্তমানে এই ইচ্ছে টা পূরন হচ্ছে অনলাইন বিভিন্ন ফ্রী সাইটের মাধ্যমে। এই অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে বাইরের দেশে ও ক্লাস করা সম্ভব।এই কনটেন্টির মাধ্যমে বোঝা যায়।

    Reply
  110. প্রযুক্তির অগ্রগতি এবং মানুষের কাছে এর প্রবেশযোগ্যতার সাথে, অনলাইন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।যা ই-লার্নিং নামে পরিচিত। এছাড়াও, ই-লার্নিং প্রত্যেকের জন্য একটি শিক্ষার বাস্তবতা হয়ে উঠেছে। এই ই-লার্নিং অ্যাপগুলির সাহায্যে, যে কোনও জায়গা থেকে এবং যে কোনও সময় বিভিন্ন বিষয় সর্ম্পকে দ্রুত জ্ঞান অর্জন করা সম্ভব। আপনি একজন ছাত্র হোন বা একজন পেশাদার হোন, আপনার জন্য নির্দিষ্ট জ্ঞান এবং বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ কোর্সের প্রয়োজন হতে পারে যা সবসময় শারীরিকভাবে গ্রহণ করা সম্ভব নয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু তরুণ উদ্যোক্তাদের দ্বারা শুরু করা ১০টি ফ্রি অনলাইন শিক্ষামূলক ওয়েবসাইট রয়েছে যাদের ই-লার্নিং প্ল্যাটফর্ম, এবং অ্যাপগুলি সার্বক্ষণিক প্রচার করছে এবং শেখার প্রক্রিয়াটিতে সৃজনশীলতা যোগ করছে। এই সাইটগুলোর মাধ্যমে অতি সহজেই ঘরে বসে যেকোনো বিষয়ে জানা যায়।
    লেখককে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা বিষয় সকলের কাছে তুলে ধরার জন্য।

    Reply
  111. এখন অনলাইনের কল্যাণে শিক্ষার্থীদের পড়াশোনা সহজ হয়েছে। অফলাইনে শিক্ষকদের গাইডলাইন,বই ইত্যাদির পাশাপাশি অনলাইনে-ও তারা পড়াশোনায় সাপোর্ট পাচ্ছে। বিভিন্ন ওয়েবসাইট শিক্ষা সম্পর্কিত সঠিক তথ্য দিয়ে সহায়তা করে।এখন শিক্ষাভিত্তিক অনেক ওয়েবসাইট রয়েছে।তবে সবগুলোতে সঠিক,সহজ,মার্জিত তথ্য থাকে না।এক্ষেত্রে শিক্ষার্থীদের সঠিক ওয়েবসাইট বেছে নিতে হবে।এই কনটেন্টে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ টি ফ্রি ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি শিক্ষার্থীদের সুবিধা হবে।

    Reply
  112. বর্তমানে ডিজিটাইলাইজেশনের যুগে ঘরে বসে অনেক কিছু করা সম্ভব। এমনকি অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করা সম্ভব। গুগল, ইউটিউব ছাড়াও সেরা ১০টি ফ্রী অনলাইন সাইট আছে । যেখানে থেকে শিক্ষা নিয়ে উচ্চ শিক্ষা অর্জন করা সম্ভব। লেখককে অসংখ্য ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ কন্টেন্ট শেয়ার করার জন্য । এটা শিক্ষার্থীদের অনেক উপকার এ আসবে।

    Reply
  113. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।কিন্তু বর্তমানে অনলাইন পড়াশুনা করার জন্য বিভিন্ন ফ্রী সাইট ব্যবহার করা যাচ্ছে। এই আর্টিকেলটিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা জন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  114. আর্টিকেলটিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  115. মাশাআল্লাহ, এই কনটেন্টটি অনেক উপকারী। এর মাধ্যমে আমরা অনলাইনে পড়াশুনার জন্য জনপ্রিয় ওয়েবসাইট সম্পর্কে জানতে পেরেছি।

    Reply
  116. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। ইন্টারনেটে এমন অসংখ্য ফ্রী কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা জ্ঞানের প্রসার ঘটাতে পারি। বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে যেমন-হার্ভার্ড ইউনিভার্সিটি – ফ্রি অনলাইন ডিগ্রি ও কোর্স,এডএক্স-কোর্সেরা ফ্রি ইউনিভার্সিটি কোর্স,এমআইটি ওপেন কোর্সওয়্যার,টেড-এড কোর্সেস ইত্যাদি।উক্ত কন্টেন্টে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ফ্রি ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়েছে। যেখানে থেকে আমরা পড়াশোনা করতে বা শিখতে পারব। ইনশাআল্লাহ। লেখককে ধন্যবাদ এতো সুন্দর করে প্রতিটা বিষয় বুঝিয়ে উপস্থাপন করার জন্য।

    Reply
  117. মাশাআল্লাহ, এই কনটেন্টটি অনেক অনেক উপকারী। এর মাধ্যমে আমরা অনলাইনে পড়াশুনার জন্য জনপ্রিয় ওয়েবসাইট সম্পর্কে জানতে পেরেছি।এই কনটেন্টটির মাধ্যমে আমরা অনেক উপকৃত হবো।

    Reply
  118. অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব।এখন একজন ইচ্ছা করলে ই কষ্ট করে দূরে গিয়ে টাকা খরচ না করে ঘরে বসে অনলাইনে বিনা মূল্যে নামিদামি বিশ্ববিদ্যালয়ের অধীনে কোর্স করে জ্ঞান অর্জন এর পাশাপাশি সার্টিফিকেট পেতে পারে।ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।লেখককে ধন্যবাদ জানাই অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ টি ওয়েবসাইট (ফ্রি) শেয়ার করার জন্য।

    Reply
  119. বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু তরুণ উদ্যোক্তাদের দ্বারা শুরু করা ১০টি ফ্রি অনলাইন শিক্ষামূলক ওয়েবসাইট রয়েছে যাদের ই-লার্নিং প্ল্যাটফর্ম, এবং অ্যাপগুলি সার্বক্ষণিক প্রচার করছে এবং শেখার প্রক্রিয়াটিতে সৃজনশীলতা যোগ করছে।অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব।

    Reply
  120. বর্তমানে আমরা অনলাইন নির্ভর হওয়ায় অনলাইনে শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ নানান দিক উন্মোচিত হয়েছে, অনলাইনে লেখাপড়ার ফলে ছাত্রছত্রীরা যেমন যুগের সাথে তাল মিলিয়ে জ্ঞানার্জন করছে, তেমনি অনলাইনে নানান চাকরীর জন্য নিজেদের প্রস্ততও করছে।
    ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।
    প্রযুক্তির বদৌলতে বর্তমানে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে এবং তার অনেক গুলোই বিনামূল্যে।
    আবার বিশ্বসেরা কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়। যা যেকোনো চাকরিক্ষেত্রে ব্যবহার করা যায়।

    Reply
  121. গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।গুগল, ইউটিউব ছাড়াও সেরা ১০টি ফ্রী অনলাইন সাইট আছে । যেখানে থেকে শিক্ষা নিয়ে উচ্চ শিক্ষা অর্জন করা সম্ভব।মাশাল্লাহ সুন্দর একটি কন্টেন্ট লেখার জন্য ধন্যবাদ লেখক কে অনেক কিছু সম্পর্কে জানতে ও ধারণা নিতে পারলাম

    Reply
  122. বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। আমরা এখন চাইলে ঘরে বসে বিদেশি নামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো করতে পারি। অনলাইন থেকে শিক্ষা গ্রহণ বর্তমানে খুবই জনপ্রিয় একটি বিষয়। অনলাইনে পড়ালেখা করতে অভ্যস্ত শিক্ষার্থীদের জন্য খুব সুন্দর একটা গাইড লাইন হতে পারে এই কনটেন্ট টি।
    লেখককে ধন্যবাদ এতো সুন্দর করে প্রতিটা বিষয় বুঝিয়ে উপস্থাপন করার জন্য।

    Reply
  123. ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।এই পোস্টে আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে যেখানে বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করা সম্ভব। যা জেনে শিক্ষার্থীদের অনেক উপকার হবে।

    Reply
  124. বর্তমান সময়ে অনলাইনে পড়াশোনা করা যায় এমন অনেক ওয়েবসাইট রয়েছে। তবে কিছু ফ্রি ওয়েবসাইট রয়েছে যার কথা এই আর্টিকেলে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে।

    Reply
  125. প্রযুক্তির অগ্রগতি এবং মানুষের কাছে এর প্রবেশযোগ্যতার সাথে, অনলাইন শিক্ষা, যা ই-লার্নিং নামেও পরিচিত।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব। এই আর্টিকেলটিতে এমন দশটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে এই কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।
    লেখককে অনেক ধন্যবাদ এই ধরনের আর্টিকেল লেখার জন্য ।

    Reply
  126. বর্তমানে আমরা অনলাইন নির্ভর হওয়ায় ঘরে বসে বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে পারি।এখানে তেমন দশটি বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে।পড়াশোনার পাশাপাশি অনলাইনে আমারা বিভিন্ন কোর্স করে ইনকাম করতে পারি। অনলাইন নির্ভর পড়াশোনা আমাদের অনেক সময় ও অর্থ বাঁচিয়ে দেয়।কনটেন্টি সকল ছাত্র ছাত্রীদের পড়া উচিত। লেখক কে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  127. গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত।অনলাইনে এমন অনেক কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই একাডেমিক জ্ঞানের গন্ডি পার করা যায় এবং সেখান থেকে সার্টিফিকেট গ্রহনের সুযোগ রয়েছে যা চাকরির ক্ষেত্রে ব্যবহার করা যায়।তেমন কয়েকটি কোর্স সম্পর্কে এই লেখাটিতে বলা আছে।

    Reply
  128. বর্তমানে অনলাইন জগতে কিছু খারাপ দিক থাকলেও ভালো দিকটাই বেশি। অনলাইন আমাদের শিক্ষা জগৎ টাকে আরও বেশি শক্তি সঞ্চয় করে দিয়েছে। আমরা চাইলেই অনলাইনের মাধ্যমে ঘরে বসে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ওয়েবসাইট এ পড়াশোনা করতে পারি। এই কনটেন্ট টি পড়লে আমরা এ বিষয়ে জানতে পারবো ইনশাআল্লাহ।

    Reply
  129. ইন্টারনেটে অসংখ্য কোর্স রয়েছে যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। বর্তমান বিশ্বের এই জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মতো বাংলাদেশ ও এখন রয়েছে অনেক জনপ্রিয় শিক্ষার ওয়েবসাইট। যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কোর্স সম্পূর্ণ করে কাজের ক্ষেত্রে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারি।এছাড়াও রয়েছে আন্তর্জাতিক লার্নিং অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বিনামূল্যে কোর্স ভিত্তিক জ্ঞান অর্জন করা যায়।উক্ত কনটেন্ট এ লেখক এমন কিছু আন্তর্জাতিক লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন যার মাধ্যমে আমরা কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে কাজের ক্ষেত্রে সফল হতে পারি ঘরে বসেই।লেখক কে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য যা সময়োপযোগী বলে বিবেচিত।

    Reply
  130. দিন যত যাচ্ছে প্রযুক্তি ততই উন্নত হচ্ছে। পড়াশোনা,,,ক্ষেত্র বিশেষ বিভিন্ন আয়ের উৎস এমনকি আরো নানান মাধ্যম রয়েছে এই অনলাইন প্লাটফর্মে।
    অনলাইন প্লাটফর্ম দ্বারা ঘরে বসেই এখন পৃথিবীর যে কোন প্রান্ত হতে যে কোন কাজ করা সম্ভব। তেমনি ভাবে অনলাইন প্লাটফর্ম দ্বারা পড়াশোনা করে নিজের লক্ষ্যে পৌঁছানোও এখন সম্ভব। নিজের মনোভাব মনোযোগ একাগ্রতা থাকতে হবে। আর লেখকের এই কলামটি প্রতিটি অনলাইন প্লাটফর্ম মাধ্যমে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও উপকারী।

    Reply
  131. সাধারণ অবস্থায় বা স্বাভাবিক ভাবে সরাসরি শিক্ষকের কাছে শিক্ষা গ্রহন করা সবসময়ই শ্রেষ্ঠ।এটি একটি প্রভাতালোকের ন্যায় বাস্তবতা, যা অস্বীকার করার বিন্দুমাএ সুযোগ নেই।কিন্তু বিভিন্ন কারনে সুবিধা ও অসুবিধা কেন্দ্র করে শিক্ষার্থীরা এখন ধীরে ধীরে অনলাইনে ক্লাসের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছে।ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসে একাডেমিক পড়াশোনা পাশাপাশি নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারছে।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে এবং আন্তর্জাতিক ১০+ অনলাইন লানিং প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি বিনামূল্যে কোর্সের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবেন।নিম্নে আর্টিকেলটিতে খুব সাজিয়ে ও গুছিয়ে অনলাইনে পড়াশোনা করার সেরা (১০) ওয়েবসাইড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে,যার মাধ্যমে অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে সাহায্য করবে ও স্পষ্ট ধারণা পাবেন।

    Reply
  132. অনলাইন এর যুগে নিজের পছন্দ অনুযায়ী বিষয়ে পড়াশোনা করতে পারাটা অনেক সহজতর হয়ে গিয়েছে। অনেক সময় এর মাধ্যমে পড়াশোনা বিষয়ক সমস্যাও সমাধান পাওয়া যায়। আর এই কাজগুল আরো সহজ করে দিয়েছে ফ্রি ওয়েবসাইট গুলো । এতে করে পৃথিবীর যেকোনো যায়গায় বসে একজন শিক্ষার্থী খুব সহজে পড়াশোনা চালিয়ে যেতে পারে। উপরিউক্ত ওয়েবসাইট গুলোর মধ্যে একটি থেকে আমি নিজেও উপকৃত হয়েছি ।

    Reply
  133. জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।কন্টেন্টটিতে কিছু জনপ্রিয় ওয়েবসাইট এর নাম দেয়া হয়েছে যা জ্ঞান অর্জনে সহায়ক হবে।

    Reply
  134. বাংলাদেশে শিক্ষার জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। ইন্টারনেট কোর্সের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। টেন মিনিট স্কুল দিন দিন আমাদের উৎসাহিত করছে। হাভার্ড ইউনিভার্সিটি কোর্স, ADAX কোর্স, গুগল ডিজিটাল কোর্স, লিন্ডা কোর্স, ইউডেমি, ওয়েসি বার্কলে, এমআইটি, ট্রেড কোর্স রয়েছে।
    এই ধরনের নিবন্ধের জন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  135. ডিজিটাল যুগে অনলাইন আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছে। লেখাপড়া ও অনলাইনে করা অনেক সহজ। ঘরে বসে দেশে কিংবা বিদেশ কোর্স করতে পারবেন। বিস্তারিত এই কন্টেন্টটিতে সুন্দর করে বর্ননা করা আছে।ধন্যবাদ লেখককে।

    Reply
  136. বর্তমান ডিজিটাল যুগে আমরা অনলাইন নির্ভর হওয়ায় অনলাইনে শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ নানান দিক উন্মোচিত হয়েছে, অনলাইনে লেখাপড়ার ফলে ছাত্রছত্রীদের কে যেমনকরে যুগের সাথে তাল মিলিয়ে জ্ঞানার্জন শেখানো হচ্ছে তার পাশাপাশি অনলাইনে অনলাইনে নানান চাকরীর জন্য নিজেদের প্রস্তত করাও হচ্ছে!। বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। যেহেতু আমরা আপনাকে প্রযুক্তির এই বিস্ময়কর বিভাগের অংশ হতে চাই, তাই আমরা উপরের আর্টিকেলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেয়েছি যা একজন শিক্ষার্থীর জন্য যথার্থ!

    Reply
  137. বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে অনলাইনে শিক্ষার গুরুত্ব অপরিসীম, উল্লেখিত ওয়েবসাইটগুলো শিক্ষার্থীদের জন্য একটি বিশাল সম্পদ, যা তাদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করবে।হার্ভার্ড, এমআইটি, এবং উসি বার্কলে-এর মতো বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলোর কথা উল্লেখ করা খুবই উপকারী হয়েছে, কারণ এই প্রতিষ্ঠানের কোর্সগুলো শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করবে। এডএক্স এবং কোর্সেরা প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কোর্স বিনামূল্যে গ্রহণ করার সুযোগ শিক্ষার্থীদের জন্য একটি বিশাল সুবিধা।

    গুগল ডিজিটাল গ্যারেজ, লিংকডইন লার্নিং, এবং ইউডেমির কোর্সগুলো পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে। স্কিলশেয়ার এবং খান একাডেমির ফ্রি কোর্সগুলো সৃজনশীলতা ও একাডেমিক দক্ষতা বৃদ্ধির জন্য চমৎকার প্ল্যাটফর্ম।এই আর্টিকেলটি শিক্ষার্থীদের অনলাইন শিক্ষার সুযোগ সম্পর্কে জানাতে এবং তাদের সঠিক দিকনির্দেশনা দিতে অনুপ্রাণিত করবে।

    Reply
  138. বর্তমানে আমরা সব কিছুর জন্যই প্রযুক্তি নির্ভর। আর দিন দিন এই নির্ভরতা আরো বৃদ্ধি পাচ্ছে।তারই ধারাবাহিকতায় পড়াশোনার দিকটাও খুব সহজ হয়ে উঠেছে।বিভিন্ন ওয়েবসাইট এর মাধ্যমেই শিক্ষার্থীরা এখন ঘরে বসেই নানামুখী জ্ঞান অর্জন করতে পারছে।এই কনটেন্টটিতে জনপ্রিয় দশটি শিক্ষণীয় ওয়েবসাইটের বর্ণনা দেওয়া হয়েছে যাতে করে শিক্ষার্থীরা আরো উপকৃত হবে। লেখককে ধন্যবাদ এমন একটি কনটেন্ট তুলে ধরার জন্য।

    Reply
  139. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট সম্পর্কে আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে। নিঃসন্দেহে এটি অনেক প্রয়োজনীয় একটি আর্টিকেল। ধন্যবাদ লেখককে।

    Reply
  140. বিশ্বায়নের এই যুগে পুরো পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে।যার বদৌলতে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন কোর্স কমপ্লিট করে জ্ঞান অর্জন করছে।শেখার কোনো শেষ নেই।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে এবং তার অনেক গুলোই বিনামূল্যে।ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।আবার বিশ্বসেরা কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়।যা যেকোনো চাকরিক্ষেত্রে ব্যবহার করা যায় আবার নিজেদের ক্যারিয়ার গঠনে সহায়তা করে।কনটেন্টটিতে সবচেয়ে জনপ্রিয় কিছু অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়েছে। তাই যারা অনলাইন থেকে শিখতে আগ্রহী তারা আশা করি কনটেন্টটি পড়ার মাধ্যমে অনেক উপকার পাবে।

    Reply
  141. আন্তর্জাতিকভাবে এত কোর্সের সুযোগ রয়েছে তা আমার জানা ছিল না। সত্যি এটি একটি অত্যন্ত উপকারী আর্টিকেল। লেখককে অসংখ্য ধন্যবাদ

    Reply
  142. বর্তমান যুগ প্রযুক্তির যুগ।ঘরে বসেই এখন সবকিছু হাতের মুঠোয়।ঘরে বসেই আমরা আমাদের পড়ালেখা আরো সহজ করতে পারি।প্রযুক্তির এই যুগে পড়ালেখা আমাদের জন্য আরও সহজ হয়েছে অনলাইনে ক্লাস করার মাধ্যমে।এই আর্টিকেল টি আমাদের জন্য খুবই উপকারী। এর মাধ্যমে আমরা ফ্রী ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস গুলো করতে পারব।কোন কোন ওয়েবসাইট কোন ইউনিভার্সিটির কাজ করতে পারব সেইগুলো উল্লেখ করা হয়েছে।ধন্যবাদ লেখককে।

    Reply
  143. বিশ্বায়নের এই যুগে পুরো পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে।যার বদৌলতে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন কোর্স কমপ্লিট করে জ্ঞান অর্জন করছে।শেখার কোনো শেষ নেই।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে এবং তার অনেক গুলোই বিনামূল্যে।ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।আবার বিশ্বসেরা কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়।যা যেকোনো চাকরিক্ষেত্রে ব্যবহার করা যায় আবার নিজেদের ক্যারিয়ার গঠনে সহায়তা করে।কনটেন্টটিতে সবচেয়ে জনপ্রিয় কিছু অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়েছে। তাই যারা অনলাইন থেকে শিখতে আগ্রহী তারা আশা করি কনটেন্টটি পড়ার মাধ্যমে অনেক উপকার পাবে।ধন্যবাদ লেখক কে।

    Reply
  144. বর্তমানে ইন্টারনেটের যুগে ঘরে বসে অনলাইনে পড়াশুনা সম্ভব হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা তাদের একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারে। কনটেন্টটিতে আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবে। লেখককে ধন্যবাদ।

    Reply
  145. বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।

    Reply
  146. প্রযুক্তির বদলতে ঘরে বসেই অনলাইনে বাহিরের বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি অর্জন করা যায় তাও আবার ফ্রী তে।এই কনন্টেইনে কতগুলো ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে, যেখান থেকে ফ্রী তে বিশ্বের যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করা যায় এবং সার্টিফিকেট ও পাওয়া যাবে। ধন্যবাদ লেখককে এত বিস্তারিত আলোচনা করার জন্য।

    Reply
  147. বর্তমানে প্রযুক্তির উন্নয়নের জন্য মানুষ ঘরে বসে পড়াশোনা করতে পারছে।ঘরে বসেই আমরা বড় বড় ইউনিভার্সিটি তে অনলাইনে র মাধ্যমে পড়তে পারছি। পোস্টটি তে ফ্রি সাইটগুলো র কথা আলোচনা করা হয়েছে।

    Reply
  148. বর্তমান যুগ প্রযুক্তির যুগ। ঘরে বসেই এখন সবকিছু হাতের মুঠোয়।এই প্রযুক্তির যুগে অনেকেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করছে এতে করে শিক্ষার্থীরা তাদের একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারে। ।শেখার কোন শেষ নেই । অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব।
    কনটেন্টটিতে আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবে। লেখককে অনেক ধন্যবাদ।

    Reply
  149. ইন্টারনেটের এই যুগে পড়ালেখা করাটা যেনো আরো সহজ হয়ে উঠেছে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও বিভিন্ন কোর্স করে সমানতালে জ্ঞান অর্জন করে যাচ্ছে শিক্ষার্থীরা। ইন্টারনেটে এমন কোর্সের অভাব নেই। কিছু কোর্স টাকা দিয়ে করতে হয় আবার কিছু কোর্স বিনামূল্যে। বিশ্বের সেরা সব বিশ্ববিদ্যালয়েও বিনামূল্যে কোর্স করা যায় এবং কোর্স শেষে তারা সার্টিফিকেটও দিয়ে দেয়। উপরোক্ত আর্টিকেলটি তে কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে যেখানে বিনামূল্যে অনলাইন ভিত্তিক কোর্স করানো হয়।

    Reply
  150. প্রযুক্তির এই যুগে প্রায় সকল ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে । শিক্ষা ক্ষেত্রেও এর বিচরণ । বর্তমানে অনলাইন ভিত্তিক পড়াশোনা খুবই জনপ্রিয়তা লাভ করেছে । বিভিন্ন ধরনের ওয়েব সাইট আছে যেগুলো খুবই জনপ্রিয় । এর ফলে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা অনেকটা সহজে চালিয়ে যেতে পারছে ।
    শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী একটি কনটেন্ট ।ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ কনটেন্ট লেখার জন্য ।

    Reply
  151. অনলাইনে পড়াশোনা বিষয়টি বর্তমানে বেশ জনপ্রিয়। কোভিড ৯০ এর ফলে লকডাউনের সময় এটি বেশ জনপ্রিয় হয়ে উঠে। এখন লক্ষ লক্ষ শিক্ষার্থী অনলাইনে ঘরে বসে পড়াশোনা করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
    তবে অধিকাংশ অনলাইন কোর্স এখন পেইড সিস্টেম। এখানে লেখক বেশ কিছু অনলাইন মাধ্যমের কথা আলোচনা করেছেন যা ফ্রিতে আমাদেরকে সেবা দিচ্ছে।
    সেইসাথে সেগুলো বেশ নামি-দামি বিশ্ববিদ্যালয়ের।
    ধন্যবাদ লেখককে।

    Reply
  152. শেখার কোন শেষ নেই । অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব। এই আর্টিকেলটিতে এমন দশটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে এই কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব। বর্তমান সময়ে অনলাইনে ঘরে বসে অনেক কোর্স করে স্বাবলম্বী হওয়া যায়। এই আর্টিকেলটি পরে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ লেখক কে এত সুন্দর কনটেন্ট লেখার জন্য।

    Reply
  153. অনলাইনে পড়াশোনা করার জন্য অনেক ফ্রি ওয়েবসাইট রয়েছে যা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনে সহায়তা করে। এই ওয়েবসাইটগুলো বিনামূল্যে উচ্চমানের শিক্ষা প্রদান করে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী।

    Reply
  154. খুবই একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী কন্টেন্ট। বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। এখন স্কুল পর্যায় থেকে ভার্সিটি পড়ুয়া সব শিক্ষার্থীরাই google এবং youtube থেকে জ্ঞান আহরণ করে থাকে। কারণ অনলাইনে এখন এমন কিছু নেই যা খুঁজলে না পাওয়া যায়। আর্টিকেলটি পড়ার মাধ্যমে আমি নিজেও জানতে পারলাম অনেক লার্নিং প্লাটফর্ম গুগল এবং ইউটিউবে রয়েছে।

    Reply
  155. বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর যুগ।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। বর্তমানে অনলাইন ভিত্তিক পড়াশোনা খুবই জনপ্রিয়তা লাভ করেছে । বিভিন্ন ধরনের ওয়েব সাইট আছে যেগুলো খুবই জনপ্রিয় । এর ফলে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা অনেকটা সহজে চালিয়ে যেতে পারছে ।
    শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট এটি। ধন্যবাদ লেখক কে।

    Reply
  156. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব।গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। ঘরে বসেই আমরা বিভিন্ন ওয়েবসাইট এর মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি। যেমন :১০ মিনিট স্কুল,হার্ভার্ড ইউনিভার্সিটি – ফ্রি অনলাইন ডিগ্রি ও কোর্স,এডএক্স-কোর্সেরা ফ্রি ইউনিভার্সিটি কোর্স,গুগল ডিজিটাল গ্যারেজ ফ্রি অনলাইন কোর্স এরকম আরও অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। এই আরটিকেল টি পড়ে শিক্ষার্থীরা অনলাইনে পড়াশোনা করার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ লেখককে এত সুন্দর একটি কন্টেন্ট তৈরি করার জন্য।

    Reply
  157. বর্তমানে সারা বিশ্ব অনলাইন ভিত্তিক হচ্ছে। তার সাথে তাল মিলিয়ে পড়াশুনাও অনলাইন ভিত্তিক হচ্ছে।শিক্ষার্থীদের জন্য বিষয়টি খুব সহজ হচ্ছে।তারা তাদের প্রয়োজনীয় সকল সমস্যার সমাধান অনলাইনেই পেয়ে যাচ্ছে।এই কন্টেন্টটিতে লেখক পড়াশুনার জন্য অনলাইনের অনেক গুরুত্বপূর্ণ প্লাটফর্মগুলো তুলে ধরেছে যা সকল শিক্ষার্থীর জন্য অনেক লাভজনক একটি কন্টেন্ট।

    Reply
  158. 💢💎পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব।
    🎓🎓বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।একজন ছাত্র হোন বা একজন পেশাদার হোন, আপনার জন্য নির্দিষ্ট জ্ঞান এবং বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ কোর্সের প্রয়োজন হতে পারে যা সবসময় ক্লাসে উপস্থিত হয়ে করা সম্ভব নয়। এখন এই বর্তমান সময়ে ই -লার্নিং প্লাটফর্ম গুলো শেখার জন্য একটা মাধ্যম। নিচের লিংকে কিভাবে আপনি যোগ্যতা আারও বাড়াতে পারেন অনলাইন কোর্স এর মাধ্যমে এটাই বুঝানো হয়েছে।

    Reply
  159. অনলাইনে ফ্রি ক্লাস এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তে‌ বসেই লেখা পড়া করা যায়। অনলাইনে লেখাপড়ার ফলে ছাত্রছত্রীদের কে যেমনকরে যুগের সাথে তাল মিলিয়ে জ্ঞানার্জন শেখানো হচ্ছে তার পাশাপাশি অনলাইনে অনলাইনে নানান চাকরীর জন্য নিজেদের প্রস্তত করাও হচ্ছে!।এই কনটেন্টটির মাধ্যমে অনেকেই উপকৃত হবেন।

    Reply
  160. শেখার কোন শেষ নেই । অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব।ঘরে বসেই আমরা বিভিন্ন ওয়েবসাইট এর মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি। বর্তমানে অনলাইন ভিত্তিক পড়াশোনা খুবই জনপ্রিয়তা লাভ করেছে । বিভিন্ন ধরনের ওয়েব সাইট আছে যেগুলো খুবই জনপ্রিয় । আরটিকেল টি পড়ে শিক্ষার্থীরা অনলাইনে পড়াশোনা করার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ লেখককে এত সুন্দর একটি কন্টেন্ট তৈরি করার জন্য।

    Reply
  161. আসসালামু আলাইকুম।প্রযুক্তি আমাদেরকে সবকিছু এনে দিয়েছে হাতের মুঠোয়।চাইলেই অনলাইনে জ্ঞানার্জন করতে পারি।সকল শ্রেণি-পেশাদার সহজেই ঘরে বসে অনায়াসে জ্ঞান অর্জন করতে পারেন।এই কন্টেন্টটি সময়োপযোগী।

    Reply
  162. গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।”অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ টি ওয়েবসাইট (ফ্রী)” এই আর্টিকেলটিতে লেখক উক্ত বিষয়টি সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করেছেন। এমন উপকারী ও যুগোপযোগী আর্টিকেলটির জন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  163. বর্তমান যুগ ডিজিটাল যুগ। আজকাল ঘরে বসেই মানুষ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তাল মিলিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জনের মাধ্যমে কাজে পারদর্শিতা করে তোলা হচ্ছে। ঘরে বসে অনলাইনের মাধ্যমে চাকরির জন্য প্রস্তুত করা হচ্ছে। উপরোক্ত কনটেন্টির মাধ্যমে অনেকেই উপকৃত হবেন।

    Reply
  164. গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।

    বাংলাদেশে ১০ মিনিট স্কুল অনেক ভালো কাজ করছে। এই পোস্টে চলুন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে যেখানে আপনি বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন।

    Reply
  165. অনলাইন প্লাটফর্মে সারা বিশ্বের যেকোন বিষয়ে পড়ালেখা করে মেধার বিকাশ করা যায়।বর্তমানে ঘরে বসে অনলাইনে বিভিন্ন কোর্স করে, সেখান থেকে সার্টিফিকেটও অর্জন করা যায়।বাংলাদেশে ১০ মিনিট স্কুল নামেও একটি এ্যাপস রয়েছে যেখানে বিনামূল্যে পড়ালেখা করা যায়।প্রযুক্তির কল্যাণে এমন নানা রকম সুবিধা ভোগ করতে পারছি আমরা।লেখককে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে কনটেন্ট টি লিখেছেন।

    Reply
  166. প্রযুক্তির উদ্ভাবন এবং ইন্টারনেট সুবিধার কারণে আমাদের অনলাইনে শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ নানান দিক উন্মোচিত হয়েছে । বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।এই কনটেন্ট এ আমরা জানতে পারব আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে, যেখানে বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করা যায়।

    Reply
  167. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি। এই আর্টিকেলটিতে লেখক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করছেন। লেখককে ধন্যবাদ ।

    Reply
  168. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। যেহেতু আমরা আপনাকে প্রযুক্তির এই বিস্ময়কর বিভাগের অংশ হতে চাই, আমরা নীচে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করছি।

    গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।

    বাংলাদেশে ১০ মিনিট স্কুল অনেক ভালো কাজ করছে। এই পোস্টে চলুন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে যেখানে আপনি বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন।

    উল্লেখ্য, নিম্নোক্ত কিছু প্ল্যাটফর্মে কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়, যা আপনি চাইলে চাকরিক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।

    স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি, ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, প্রিন্সটন এর মত নামকরা বিদ্যাপিঠসমূহ তাদের অনলাইন লার্নিং প্লাটফর্ম কোর্সেরাতে পরিচালনা করে।

    মজার ব্যাপার হচ্ছে, বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই কোর্সেরাতে বর্তমানে বিনামূল্যে শেখা যাচ্ছে।
    বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের সাথে একজোট হয়ে প্রায় ১০০টির মত কোর্স নিজেদের সাইটে যুক্ত করেছে কোর্সেরা। এসব কোর্সের বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল – স্বাস্থ্য, সেল্ফ ডেভলপমেন্ট, ডেটা সাইন্স, ব্যবসা, ভাষা ইত্যাদি।

    Reply
  169. এই আর্টিকেলটিতে লেখক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করছেন। লেখককে ধন্যবাদ।

    Reply
  170. ইন্টারনেট সুবিধার কারণে আমাদের অনলাইনে শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ নানান দিক উন্মোচিত হয়েছে । বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।এই কনটেন্ট এ আমরা জানতে পারব আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে, যেখানে বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করা যায়।আমার কাজে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের ভালো লাগবে খুব সুন্দর করে লেখা হয়েছে তাই লেখক কে জানাই ধন্যবাদ।

    Reply
  171. শিক্ষার কোন শেষ নাই। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোন শেষ নাই। যদি প্রয়োজন হয় সুদূর চীন দেশে যেতে হবে। তবে বর্তমান প্রযুক্তির সময়ে আর সুদূর চীন দেশে যেতে হবে না। চীন এখন সুদূর না, হাতের মুঠায়। এখন ঘরে বসে গুগল এবং ইউটিউব এর মাধ্যমে শিক্ষার সকল ব্যবস্থা করা আছে। একাডেমিক শিক্ষা ছাড়া ও উচ্চতর ডিগ্রী , বিভিন্ন ধরনের কোর্স অমরা ঘরে বসে করতে পারি। এছাড়া বাংলাদেশে ১০ মিনিট স্কুলগুলি অনেক ভালো কাজ করছে। এছারাও আন্তর্জাতিক দশটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম আছে যারা বিনামূল্যে কোর্স করাচ্ছে। আপনি সেখান থেকে কোর্স ভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন। আজকের এই কনটেন্ট টিতে লেখক সেই বিষয় গুলি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। লেখককে অনেক অনেক ধন্যবাদ।

    Reply
  172. বর্তমান সময়ে অনলাইনে ক্লাস করে শিক্ষার্থীরা অনেক উপকারিতা হচ্ছে। তবে সবাই এই সাইটগুলোর নাম জানেনা। এখানে অনলাইন পড়াশোনা সব সাইটগুলো এক জায়গায় করে দিয়ে অনেক উপকার করেছেন।

    Reply
  173. এখনকার সময়ে গতানুগতিক পড়াশোনার বাইরে অন্যান্য স্কিল গ্রহণ করাটা খুবই জরুরী। আর এজন্য অনলাইনে আছে প্রচুর রিসোর্স। সারা পৃথিবীতে বড় বড় প্রতিষ্ঠান আছে যারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে থাকে। অনেক কোর্স আছে যেগুলো সম্পূর্ণ ফ্রি আবার কিছু কিছু আছে পেইড কোর্স। যেকোনো মানুষ যে কোন জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে এসব কোর্সে অংশগ্রহণ করতে পারে এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারে। এই কন্টেন্টে এরকম দশটি প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের উচিত এসব প্রতিষ্ঠানের কোর্সগুলোর রপ্ত করে নিজেকে দক্ষ করে গড়ে তোলা।

    Reply
  174. বর্তমান যুগে বিভিন্ন সমস্যার সমাধান, উপকারীতা ও দক্ষতা বাড়াতে প্রযুক্তি ও ইন্টারনেট একটি ভরসা যোগ্য মাধ্যম এবং যা পড়ালেখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। অনলাইন শিক্ষার প্রস্তুতি বেড়ে চলছে যার মধ্যে গুগল এবং ইউটিউব অগ্রগতিতে প্রধান ভূমিকা রেখে আসছে।১০ মিনিট স্কুল নামেও একটি এ্যাপস রয়েছে যেখানে বিনামূল্যে পড়ালেখা করা যায় ।এই আর্টিক্যালটিতে এমন ১০+ কয়েকটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম. সম্পর্কে আলোচনা করা হয়েছে যা সমস্যা সমাধানের পাশাপাশি দক্ষতার ওপর সার্টিফিকেটও প্রদান করে থাকে এবং যা বিনামূল্যে। যার দ্বারা সকল শ্রেণি-পেশাদার সহজেই ঘরে বসে অনায়াসে জ্ঞান অর্জন করতে পারেন।এতো চমৎকার ও উপকারী একটি আর্টিক্যাল জনসাধারণের জন্য সহজ ভাবে তুলে ধরার জন্য লেখককে সাধুবাদ জানাই। ধন্যবাদ।

    Reply
  175. লেখাটি খুবই গুরুত্বপূর্ণ। আমার জন্য এটি অনেক বেশি উপকারী ছিলো। অসংখ্য ধন্যবাদ লেখককে।

    Reply
  176. বর্তমান সময়ে অনলাইনে ক্লাস করে শিক্ষার্থীরা অনেক উপকারিতা পাচ্ছে । তবে সবাই এই সাইটগুলো সম্পর্কে সঠিক ভাবে জানে না। লেখক এখানে অনলাইনে পড়াশোনার সব সাইটগুলো এক জায়গায় করে দিয়ে অনেক উপকার করেছেন।লেখক কে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  177. বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর যুগ।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্তে বসে যেকোন কিছু শেখা সম্ভব। গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিন দিন বেড়েই চলেছে।এজন্য ঘরে বসেই বিভিন্ন ওয়েবসাইট এর মাধ্যমে জ্ঞান অর্জন করছে অনেকে।এর ফলে শিক্ষার্থীরা খুব সহজেই তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছে।আর্টিকেলটি পড়ে আমি ও অনেক কিছু জানতে পেরেছি। শিক্ষার্থীদের জন্য এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ। লেখককে অসংখ্য ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার জন্য।

    Reply
  178. বর্তমান যুগ হচ্ছে তথ্যপ্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে এখন সবকিছুই অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তে বসে যে কোন কিছু শেখা খুব সহজ। এখন শিক্ষার্থীরা খুব সহজে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারে। এখন ইন্টারনেটের বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে পড়াশোনা করা যায়।

    Reply
  179. মাশাল্লাহ, এরকম কন্টেন্ট তৈরি করার জন্য লেখককে ধন্যবাদ। বর্তমান যুগ আধুনিক যুগ, এ যুগের মাধ্যমে মানুষ নানা রকম সুযোগ সুবিধা ভোগ করে থাকে ।ছাত্র ছাত্রীদের জন্য এক অনন্য সুবিধা ।ঘরে বসে অনলাইনের মাধ্যমে দূর দুরান্তের সবচেয়ে ভালো শিক্ষক দ্বারা পড়াশোনা করা যায় ।যেকোন কোর্সের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় ।আমাদের উচিত এসব প্রতিষ্ঠানের কোর্সগুলোর রপ্ত করে নিজেকে দক্ষ করে গড়ে তোলা।

    Reply
  180. শেখার কোনো শেষ নেই।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। যেহেতু আমরা আপনাকে প্রযুক্তির এই বিস্ময়কর বিভাগের অংশ হতে চাই, আমরা নীচে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করছি।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের দেওয়া আছে। এই কন্টেন্টটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।এই কন্টেন্টটি অনেক উপকারী লেখককে অনেক ধন্যবাদ ।

    Reply
  181. আসসালামুয়ালাইকুম ও রহমতুল্লাহ
    এখন ঘরে বসেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনলাইনের মাধ্যমে অনেক কিছু শিখতে পারা যায়। অনেকে সময়ের অভাবে পড়াশোনা করতে পারে না। এই কনটেন্ট টি পড়লে ফ্রি কোর্স গুলো কিভাবে করতে পারবেন তা সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন কোর্সের ডিগ্রী নিতে পারবেন।

    Reply
  182. বর্তমান যুগ প্রযুক্তির যুগ। বাংলাদেশে অনেকগুলি অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে, যার মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তে বসে সবকিছুই কিছু শেখা সম্ভব। ইউটিউব বা গুগলের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞানার্জনের সুযোগ দিনকে দিন বেড়েই চলেছে। এর ফলে শিক্ষার্থীরা খুব সহজেই তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছে। শিক্ষার্থীদের জন্য আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলটি পড়ে শিক্ষার্থীরা এই বিষয়ে অনেক কিছু জানতে পাবে।

    Reply
  183. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। আর্টিকেলটিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে।আর্টিকেলটি পড়ে আমি ও অনেক কিছু জানতে পেরেছি। শিক্ষার্থীদের জন্য এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ। লেখককে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরার জন্য।

    Reply
  184. অনলাইনে শেখার শত শত ওয়েবসাইট এর মধ্য থেকে সবচেয়ে জনপ্রিয় ১০টি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্যসমূহ তুলে ধরার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  185. বর্তমানে গুগল কিংবা ইউটিউব এর বদলাতে আমাদের জ্ঞান অর্জনের সুযোগ ধীরে ধীরে বেড়েই চলেছে। তবেই জ্ঞান অর্জন যদি হয়ে থাকে বিষয়ভিত্তিক তবে তা হয়ে ওঠার উপভোগ্য বিষয় ইন্টারনেটে এমন অনেক অসংখ্য কোর্স রয়েছে যেগুলো অধ্যায়নের মাধ্যমে আমরা ঘরে বসে আমাদের একাডেমিক জ্ঞানের গণ্ডি পার করে নিজেদেরকে জ্ঞানের প্রসার ঘটাতে পারি আমরা সবকিছুর জন্যই প্রযুক্তি নির্ভর আর নির্ভরতা আমাদেরকে আরো বেশি জ্ঞান অর্জনে সহায়তা করেছে অনলাইনে সবচেয়ে বড় সুবিধা হল আমরা যে কোন জায়গা থেকেই সব বয়সের মানুষের বিশ্বের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয় সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই অনলাইনে ঘরে বসে বিনামূল্যে শিখতে পারছি বর্তমানে বাংলাদেশের টেন মিনিট স্কুল অনেক ভালো অনলাইন লার্নিং প্লাটফর্ম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে এই পোস্টে এরকম অনলাইন ভিত্তিক দশটি শিক্ষামূলক ওয়েবসাইটের কথা উল্লেখ করেছেন লেখক। এই কনটেন্ট এ প্রতিটি ওয়েব সাইটে বিভিন্ন বিষয়গুলো ভিন্ন ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে । এই কন্ঠের টি একজন শিক্ষার্থীর জন্য খুবই উপকারী এবং একটি সুন্দর গাইডলাইন বলে আমি মনে করি এই কনটেন্টি পড়ে একজন শিক্ষার্থী কিভাবে অনলাইনের মাধ্যমে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবে তার সুন্দর দিকনির্দেশনা দেওয়া হয়েছে

    Reply
  186. অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব। এই কনটেন্টি পড়ে একজন শিক্ষার্থী কিভাবে অনলাইনের মাধ্যমে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবে তার সুন্দর দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

    Reply
  187. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। যা বর্তমান সময়ে শিক্ষার্থীদের জন্য গুরুত্ব পূর্ন ভুমিকা পালন করছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করছে এই কন্টেন্ট টি যা অত্যন্ত সময়োপযোগী বিষয়। ধন্যবাদ কন্টেন্ট রাউটার কে। কন্টেন্ট টি পড়ে অনেক উপকৃত হলাম।

    Reply
  188. গ্লোবালাইজেশন এর এই যুগে সবকিছুই প্রযুক্তি নির্ভর এবং অনেক কাজে আমরা অনলাইনে করে থাকি। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে ও শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে প্রযুক্তি আমুল পরিবর্তন এনেছে। গুগল এবং ইউটিউবের বদৌলতে অনলাইন শিক্ষা কার্যক্রম বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ঘরে বসেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনেকগুলো ফ্রি ওয়েবসাইট দ্বারা আমরা আমাদের পড়াশোনা কার্যক্রম পরিচালনা করতে পারি। উক্ত কনটেন্টটিতে অনলাইন পড়াশোনার ক্ষেত্রে ফ্রি কিছু ওয়েবসাইট তুলে ধরা হয়েছে যা আমাদের অনলাইন শিক্ষা ব্যবস্থা বা পড়াশোনায় ভূমিকা রাখতে পারবে।

    Reply
  189. শেখার কোনো শেষ নেই।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে।অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব।গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে।অসংখ্য স্টুডেন্ট একাডেমিক কোর্স শেষ করে চাকরির সুযোগ পাচ্ছে।বিজনেস এন্ড ইকনোমিকস, ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার, ম্যাথমেটিকস, ফিলোসফি এন্ড রিজিওন, সোস্যাল স্টাডিজ, টিচিং এন্ড এডুকেশন সহ থাকছে আরো অসংখ্য বিষয়ে জ্ঞানার্জনের সু্যোগ ।উক্ত কন্টেন্টে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ফ্রি ওয়েবসাইটের সুবিধা করা হয়েছে।লেখক কে ধন্যবাদ জানাই এত সুন্দর করে সহজ ভাষায় অনলাইনে পড়াশোনা করার সঠিক গাইড লাইন তুলে ধরা র জন্য ।

    Reply
  190. ”বিশ্বজোড়া পাঠশালা মোর
    সবার আমি ছাত্র
    নানাভাবে নতুন জিনিস
    শিখছি দিবারাত্র ”

    উপরের কবিতাটির স্বার্থক উদাহরণ হতে পারে আমাদের অনলাইন ভিত্তিক পড়াশোনার। শেখার কোন শেষ নেই। আমরা নিজেদের স্কুল কলেজ ভার্সিটির গন্ডি পেড়িয়েও নিত্য নতুন জিনিস শিখতে পারি আরো গভীরভাবে এসব অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে। এখনতো উচ্চ শিক্ষায় বইয়ের চেয়ে গুগল বেশি অবদান রাখছে। আর এসব শিক্ষণ এখন ঘরে বসে মোবাইলেই সম্ভব হচ্ছে।

    Reply
  191. ঘরে বসে জ্ঞান অর্জন!!!! ফ্রি তে!!!
    অনলাইনের বদৌলতে দুনিয়া এখন হাতের মুঠোয়। আন্তর্জাতিক মানের কোর্স করা সম্ভব হচ্ছে ঘরে বসে তা আবার ফ্রি তে ফেসবুক ও ইউটিউব এর মাধ্যমে। “অনলাইন পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট ” এই আর্টিক্যাল এ বিস্তারিত আলোচনা করা হয়েছে সুন্দরভাবে।

    Reply
  192. বর্তমান সময়ে অনলাইনে ক্লাস করে শিক্ষার্থীরা অনেক উপকারিতা হচ্ছে। তবে সবাই এই সাইটগুলোর নাম জানেনা।
    এই কনটেন্ট এ প্রতিটি ওয়েব সাইটে বিভিন্ন বিষয়গুলো ভিন্ন ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে । এই কন্টেটি একজন শিক্ষার্থীর জন্য খুবই উপকারী এবং একটি সুন্দর গাইডলাইন বলে আমি মনে করি, এই কনটেন্টি পড়ে একজন শিক্ষার্থী কিভাবে অনলাইনের মাধ্যমে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবে তার সুন্দর দিকনির্দেশনা দেওয়া হয়েছে

    Reply
  193. অসাধারণ একটি আর্টিকেল! এত বিস্তারিত এবং তথ্যবহুল পোস্টটি সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এমন একটি রিসোর্স অত্যন্ত মূল্যবান। আন্তর্জাতিক পর্যায়ের এসব প্ল্যাটফর্ম সম্পর্কে জানা সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ এসব প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ তৈরি করে দিচ্ছে। আপনার লিখাটি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে এবং তাদের শিক্ষার পথকে সহজতর করবে। ধন্যবাদ লেখক কে চমৎকার আর্টিকেলের জন্য।

    Reply
  194. তথ্য প্রযুক্তির যুগে, সবচেয়ে কম খরচে এবং সহজে জ্ঞান অর্জনের অন্যতম একটি মাধ্যম হলো অনলাইন প্লাটফর্ম। কোন সাইটগুলোতে আমরা ফ্রিতে পড়াশোনা সম্পর্কে জানতে পারি এখানে তা বিস্তারিত বলা হয়েছে।

    Reply
  195. বর্তমান আধুনিক বিশ্বে একটি মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার জ্ঞান। জ্ঞানার্জনের কোন শেষ নেই। তাই এখন বই-পুস্তকে পড়ালেখার গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশের নানান অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই অনেক গুরুত্বপূর্ণ কোর্স শেখা যাচ্ছে একদম বিনামূল্যে। আর্টিকেলটিতে লেখক আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি প্লাটফর্মের কথা উল্লেখ করেছেন যেগুলো প্রতিনিয়ত মানুষের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে চলছে।

    Reply
  196. বর্তমান জীবনের এই তথ্য প্রযুক্তির যুগে অনলাইনে ঘরে বসে জ্ঞানের জগৎ প্রসারিত করার বিভিন্ন উৎস প্রকাশ পেয়েছে। ইউটিউব ও গুগল এর মাধ্যমে আমাদের জ্ঞান অর্জনের বিভিন্ন দিক উন্মোচিত হয়েছে। অনলাইনে এমন অনেক প্ল্যাটফর্ম আছে ,যেগুলো আমাদেরকে অনলাইনে ঘরে বসে বিনামূল্যে জ্ঞানার্জনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এবং এই সকল প্লাটফর্ম অনেক ক্ষেত্রে কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করে যা আমরা পরবর্তীতে চাকরি ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এই কনটেন্টে এরকমই কিছু প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন, টেন মিনিট স্কুল, হার্ভার্ড ইউনিভার্সিটি ফ্রি অনলাইন কোর্স, গুগল ডিজিটাল গ্যারেজ ফ্রী অনলাইন কোর্স, স্কি‌ল শেয়ার ফ্রি ক্রিয়েটিভ অনলাইন ক্লাস, খান একাডেমি অনলাইন ক্লাস ইত্যাদি জনপ্রিয় প্লাটফর্ম আমাদের প্রতিনিয়ত বিভিন্ন প্রকার তথ্য ভিত্তিক জ্ঞান অর্জনে অত্যন্ত সহায়তা করে যাচ্ছে। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে আমাদের জ্ঞানের জগত প্রসারিত করার সুযোগ দিন দিন বেড়েই যাচ্ছে। সুতরাং,এই কনটেন্ট টি পড়ার মাধ্যমে আপনারা এ সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং অবশ্যই উপকৃত হবেন ,ইনশাআল্লাহ।

    Reply
  197. অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো কিছু শেখা সম্ভব বর্তমান সময়ে, অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব, অনলাইন শিক্ষা যা ই লার্নিং নামেও পরিচিত| এই অ্যাপ গুলোর সাহায্যে যেকোনো জায়গা থেকে বিভিন্ন বিষয়ের সম্পর্কে দ্রুত জ্ঞান অর্জন করা সম্ভব, বাংলাদেশের কিছু তরুণ উদ্যোক্তা দের মাধ্যমে শুরু করা ১১ টি ফ্রি অনলাইন ওয়েবসাইট রয়েছে| বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয় এ ক্লাস করার সুযোগ রয়েছেএবং তার অনেক গুলোই হচ্ছে বিনামূল্যে| লেখক কে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য উপকারী বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যা অনেকের জীবন পাল্টে দিতে সাহায্য করবে| ইনশাল্লাহ

    Reply
  198. বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।

    Reply
  199. মাশাআল্লাহ,, অসাধারণ একটি কন্টেন্ট পড়লাম। বর্তমান অনলাইনের যুগে ঘরে বসেই অসম্ভবকে সম্ভব করা যাচ্ছে। ঘরে বসেই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করা সম্ভব হচ্ছে, বিনামূল্যে দেশের সেরা শিক্ষকদের ক্লাস করা সম্ভব হচ্ছে। ইন্টারনেটে এমন অনেক উৎস আছে, যেগুলোর মাধ্যমে ঘরে বসে একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজের চিন্তার জগত প্রসারিত করার সুযোগ রয়েছে। যেহেতু আমরা সকলেই প্রযুক্তির এই বিস্ময়কর জগতের সঙ্গে পরিচিত হতে কৌতুহলী, সেক্ষেত্রে এই কনটেন্ট টি আমাদের সকলেরই মনোযোগ দিয়ে পড়া উচিত। এই কনটেন্টে দেশের সেরা দশটি অনলাইন প্লাটফর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সকল প্ল্যাটফর্মে বিনামূল্যে সেবা প্রদান করে হচ্ছে এবং যার মাধ্যমে আমাদের তথ্যভিত্তিক জ্ঞান অর্জন করা সম্ভব হচ্ছে। যেমন, এড এক্স কোর্স, লিন্ডা লিঙ্ক ডইন লার্নিং ফ্রি কোর্স, ইউডেমি ফ্রি সার্টিফিকেশন্স, টেন মিনিট স্কুল , হার্ভার্ড ইউনিভার্সিটি ফ্রি অনলাইন কোর্স ইত্যাদি। এই ওয়েবসাইটগুলো শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধিতে অপরিহার্য ভূমিকা পালন করছে ‌। লেখককে অসংখ্য ধন্যবাদ এমন একটি প্রয়োজনীয় কনটেন্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

    Reply
  200. The present age is the age of digital technology or the age of online. In this era, one does not have to wait for printed books to study or learn. There are various online based websites for studying or learning where one can study or learn. Bangladesh also has many popular online education websites from where we can study or learn. This content discusses the popular online education websites in the world including Bangladesh from where we can study or learn. Inshallah.

    Reply
  201. গুগল আর ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা জ্ঞানের প্রসার ঘটাতে পারি। বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। এই কনটেন্টটিতে আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে যেখানে আপনি বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন।

    Reply
  202. গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারে। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই কোর্সেরাতে বর্তমানে বিনামূল্যে শেখা যাচ্ছে। বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের সাথে একজোট হয়ে প্রায় ১০০টির মত কোর্স নিজেদের সাইটে যুক্ত করেছে কোর্সেরা।

    Reply
  203. ঘরে বসে অনলাইনে বিশ্বের যে দশটি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন কোর্স সম্পন্ন করা যায় সেটা আমারই অজানা ছিলো। এই আর্টিকেলটি পড়ে এগুলো জানতে পারলাম। আর্টিকেলটি পড়লে আপনারাও জানতে পারবেন ان شاء الله

    Reply
  204. অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব। এই আর্টিকেলটিতে এমন দশটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে এই কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব।

    Reply
  205. ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা জ্ঞানের প্রসার ঘটাতে পারি। বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। এই কনটেন্টটিতে আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে যেখানে আপনি বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন। এছাড়াও এখন অনলাইন এর মাধ্যমেই অনেক শিক্ষার্থী পাঠ নিয়ে থাকে। বর্তমান সময়ে এর চাহিদা অনেক বেড়ে গেছে।
    ধন্যবাদ লেখককে!!

    Reply
  206. প্রযুক্তির অগ্রগতি এবং মানুষের কাছে এর প্রবেশযোগ্যতার সাথে, অনলাইন শিক্ষা, যা ই-লার্নিং নামেও পরিচিত। এছাড়াও, ই-লার্নিং প্রত্যেকের জন্য একটি শিক্ষার বাস্তবতা হয়ে উঠেছে।টেন মিনিট স্কুল দিন দিন আমাদের উৎসাহিত করছে। হাভার্ড ইউনিভার্সিটি কোর্স, ADAX কোর্স, গুগল ডিজিটাল কোর্স, লিন্ডা কোর্স, ইউডেমি, ওয়েসি বার্কলে, এমআইটি, ট্রেড কোর্স রয়েছে।
    এই ধরনের নিবন্ধের জন্য লেখককে অসংখ্যধন্যবাদ।

    Reply
  207. শেখার কোন শেষ নেই । অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব। এই আর্টিকেলটিতে এমন দশটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে এই কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব।যারা অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে চায় তাদের এই আর্টিকেলটি পড়া উচিত।

    Reply
  208. মাশাল্লাহ ‘অনলাইন ভিত্তিক শিক্ষার ফ্রি ওয়েবসাইট’ এই টপিক নিয়ে এত সুন্দর,গোছানো,সাবলিল ও সহজ ভাষার কোন আর্টিকেল আমি আগে কোথাও পাই নি।বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে না ফ্রি অনলাইন শিক্ষার কোন ওয়েবসাইট বা প্লাটফর্ম পাওয়া যায়।যারা নিজেদের জ্ঞান কে আরো বৃদ্ধি ও আর্ন্তজাতিক মানে সমৃদ্ধ করতে চান এবং সেই সাথে আর্ন্তজাতিক মানের সার্টিফিকেটও অর্জন করতে চান তাদের জন্য এই আর্টিকেল টি যে কি পরিমাণের উপকার বয়ে আনবে তা একবার পড়লেই বুঝতে পারবেন।

    Reply
  209. বর্তমান যুগ ডিজিটাল যুগ প্রযুক্তি নির্ভর যুগ বা অনলাইনের যুগ । এ যুগে পড়াশোনা করা বা শিখার জন্য প্রিন্টেড বইয়ের জন্য অপেক্ষা করতে হয় না। পড়াশোনা করা বা শিখার জন্য অনলাইন ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে পড়াশোনা করা বা শিখা যায়। বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে যেখানে থেকে আমরা পড়াশোনা করতে বা শিখতে পারি। এই কন্টেন্টটিতে বাংলাদেশেসহ বিশ্বের জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট আলোচনা করা হয়েছে।যেখানে থেকে আমরা পড়াশোনা করতে বা শিখতে পারব। ইনশাআল্লাহ।

    Reply
  210. লেখক কে ধন্যবাদ জানাই এত সুন্দর করে সহজ ভাষায় অনলাইনে পড়াশোনা করার সঠিক গাইড লাইন তুলে ধরার জন্য। প্রযুক্তির অগ্রগতি এবং মানুষের কাছে এর প্রবেশযোগ্যতার সাথে, অনলাইন শিক্ষা, যা ই-লার্নিং নামেও পরিচিত। এছাড়াও, ই-লার্নিং প্রত্যেকের জন্য একটি শিক্ষার বাস্তবতা হয়ে উঠেছে। এই ই-লার্নিং অ্যাপগুলির সাহায্যে, আপনি যে কোনও জায়গা থেকে এবং যে কোনও সময় বিভিন্ন বিষয় সর্ম্পকে দ্রুত জ্ঞান অর্জন করতে পারেন। আপনি একজন ছাত্র হোন বা একজন পেশাদার হোন, আপনার জন্য নির্দিষ্ট জ্ঞান এবং বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ কোর্সের প্রয়োজন হতে পারে যা সবসময় শারীরিকভাবে গ্রহণ করা সম্ভব নয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু তরুণ উদ্যোক্তাদের দ্বারা শুরু করা ১১টি ফ্রি অনলাইন শিক্ষামূলক ওয়েবসাইট রয়েছে যাদের ই-লার্নিং প্ল্যাটফর্ম, এবং অ্যাপগুলি সার্বক্ষণিক প্রচার করছে এবং শেখার প্রক্রিয়াটিতে সৃজনশীলতা যোগ করছে।

    Reply
  211. কন্টেন্টটি পড়ে নতুন কিছু শিখলাম। যেটি বর্তমান প্রজন্মকে সামনের দিকে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে ইংশাআল্লহ।

    Reply
  212. এটি বর্তমান প্রজন্মকে সামনের দিকে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে ইংশাআল্লহ।

    Reply
  213. শিক্ষার কোন শেষ নেই। শিক্ষার জন্য এখন আর ঘরের বাইরে যাওয়ার দরকার হয় না। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে যেকোন কিছু শিক্ষাগ্রহণ করা যায়। এখানে আলোচ্য বিষয়ে ঘরে বসে অনলাইনে পড়াশোনা করার জন্য কিছু সাইট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

    Reply
  214. মাশাল্লাহ দারুন একটি কন্টেন্ট। শেখার কোনো শেষ নেই।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।
    আবার বিশ্বসেরা কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়। যা যেকোনো চাকরিক্ষেত্রে ব্যবহার করা যায়।খুবই উপকারী একটি কন্টেন্ট লেখক কে ধন্যবাদ এত সুন্দর একটি কন্টেট লেখার জন্য।

    Reply
  215. সত্যিই কন্টেন্ট টি অসাধারণ। অনলাইনের মাধ্যমে যে বিদেশের বিভিন্ন প্রখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করা যায় তা আগে জানা ছিলো না।ধন্যবাদ লেখককে।

    Reply
  216. তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। একাডেমিক শিক্ষার বাইরে নিজের জ্ঞান কে আরো বৃদ্ধি ও আর্ন্তজাতিক মানে সমৃদ্ধ করার জন্য এবং সেই সাথে আর্ন্তজাতিক মানের সার্টিফিকেটও অর্জন করার জন্য অনলাইন ভিত্তিক শিক্ষার ফ্রি ওয়েবসাইট নিয়ে লিখিত এই আর্টিকেলটি বেশ উপকারী

    Reply
  217. Learning has no boundaries. With the internet, one can learn anything from anywhere on the globe. Online learning helps you save time. Ten universities are listed in this article where you can complete this course and receive a certificate. This post should be read by everyone who wants to obtain a certificate via Zarab’s online system. My sincere gratitude to the writer of this quite helpful post.

    Reply
  218. কনটেন্টটি অনেক অনেক উপকারী। এর মাধ্যমে আমরা অনলাইনে পড়াশুনার জন্য জনপ্রিয় ওয়েবসাইট সম্পর্কে জানতে পেরেছি।এই কনটেন্টটির মাধ্যমে আমরা অনেক উপকৃত হবো।

    Reply
  219. তথ্যপ্রযুক্তির কল্যাণে পু্রা বিশ্ব এখন আমাদের হাতের নাগালে।এর সাথে যুক্ত হয়েছে শিক্ষার এক নতুন মাত্রা।কোনো ক্লাসরুম নয়,এখন ঘরে বসে ফ্রিতেই আন্তর্জাতিক মানের ইউভার্সিটি গুলো থেকে কোর্স করা যায়।এই আর্টিকেলে সেরা ১০ অনলাইন ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে ফ্রিতেই পড়াশোনা করা হয়।

    Reply
  220. বর্তমানে অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। ডিজাটালাইজেশনের যুগে অনলাইন শিক্ষা ব্যাপক জনপ্রিয়তা অরঅর্জন করেছে।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।বাংলাদেশে ১০ মিনিট স্কুল অনেক ভালো কাজ করছে।এছাড়াও আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন। স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি, ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, প্রিন্সটন এর মত নামকরা বিদ্যাপিঠসমূহ তাদের অনলাইন লার্নিং প্লাটফর্ম কোর্সেরাতে পরিচালনা করে। মজার ব্যাপার হচ্ছে, বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই কোর্সেরাতে বর্তমানে বিনামূল্যে শেখা যাচ্ছে। বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের সাথে একজোট হয়ে প্রায় ১০০টির মত কোর্স নিজেদের সাইটে যুক্ত করেছে কোর্সেরা। এসব কোর্সের বিষয়গুলোর মধ্যে– স্বাস্থ্য, সেল্ফ ডেভলপমেন্ট, ডেটা সাইন্স, ব্যবসা, ভাষা উল্লেখযোগ্য। খুবই উপকারী একটি কন্টেন্ট, ধন্যবাদ লেখককে এতো সুন্দর একটি কন্টেন্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

    Reply
  221. বর্তমান যুগে আমরা অনলাইনের উপর নির্ভরশীল।গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। শেখার কোনো শেষ নেই।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।এই আর্টিকেলটিতে এমন দশটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে এই কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব।বাংলাদেশের ১০ মিনিট স্কুল ও ভালো করছে।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।এই আর্টিকেলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও বিস্তারিত সুন্দর করে গুছিয়ে লেখক লিখেছেন,ধন্যবাদ লেখককে।

    Reply
  222. ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।শিক্ষার জন্য এখন আর ঘরের বাইরে যাওয়ার দরকার হয় না।এই ই-লার্নিং অ্যাপগুলির সাহায্যে, আপনি যে কোনও জায়গা থেকে এবং যে কোনও সময় বিভিন্ন বিষয় সর্ম্পকে দ্রুত জ্ঞান অর্জন করতে পারেন। আপনি একজন ছাত্র হোন বা একজন পেশাদার হোন, আপনার জন্য নির্দিষ্ট জ্ঞান এবং বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ কোর্সের প্রয়োজন হতে পারে যা সবসময় শারীরিকভাবে গ্রহণ করা সম্ভব নয়। খুবই গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট আমাদের মাঝে তুলে ধরার জন্যে লেখক কে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  223. বর্তমানে ঘরে বসেই আমরা বিভিন্ন প্লাটফর্ম থেকে সহজেই শিক্ষা অর্জন করতে পারি। অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো কিছু শেখা সম্ভব। এয়ার আর্টিকেলটিতে অনলাইনে পড়াশোনা করার দশটি ওয়েবসাইট সম্পর্কে তুলে ধরা হয়েছে যার মাধ্যমে একজন শিক্ষার্থী বিশেষভাবে উপকৃত হবে। এরকম সুন্দর একটি আর্টিকেল উপস্থাপনার জন্য লেখক কে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  224. বর্তমান যুগ অনলাইন-নির্ভর হওয়ার কারণে একটি ডিজিটাল যুগ বলে আখ্যায়িত করা হয়। এ যুগের সাথে তাল মিলিয়ে পড়াশোনাও হচ্ছে অনলাইন নির্ভর। যারা অনলাইনে পড়াশোনা করতে চান তাদের জন্য এটি অত্যন্ত তথ্যবহুল ও উপকারী আর্টিকেল।

    Reply
    • অনলাইনে লেখাপড়া একটা সাধারণ বিষয় হিসেবে দাড়িয়েছে। সেই কারণে লেখাপড়াকেও অনলাইনে পরিবর্তন করতে হয়েছে । এক্ষেত্রে অনলাইনে লেখাপড়া ব্যপক পরিবর্তন এনেছে । পৃথিবীর সকল দেশ সব কিছু অনলাইন ভিত্তিক করে ফেলেছে। আপনি এখন চাইলে পৃথিবীর সব চেয়ে নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পারবেন অনলাইনের মাধ্যমে।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করছি।প্রথমে আমাদের দেশের প্রতিষ্ঠান দিয়ে শুরু করা যাক। বিভিন্ন ধরণের অনলাইন ভিত্তিক কোর্স পেয়ে যাবেন এই ওয়েব সাইটে ডেভলপমেন্ট, ক্যারিয়ার, চাকরি, অ্যাডমিশন। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি। গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। পৃথিবীর সব থেকে নাম করা বিশ্ববিদ্যালয় হার্ভার্ড আপনি চাইলেই অনলাইনের মাধ্যমে ক্লাস করতে পারেন। অনলাইনে তারা বিভিন্ন ধরনের কোর্স ফ্রিতে করিয়ে থাকে যা চাইলে যেকেউ করতে পারে। ইউডেমিতে অনলাইনে লেখাপড়া করার জন্য এমন কোনো কোর্স নেই যে সেটা পাবেন না। আপনার বিভিন্ন ধরনের কোর্সের জন্য আপনি এখানে একাডেমির ওয়েব সাইটে প্রবেশ করতে পারেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ভিজিট করে তাদের কোর্সে অনলাইনে লেখাপড়া করতে পারেন। এখন প্রায় প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ও অনলাইনে লেখাপড়া শেখানোর মত ক্ষমতা আছে। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই কোর্সেরাতে বর্তমানে বিনামূল্যে শেখা যাচ্ছে। বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের সাথে একজোট হয়ে প্রায় ১০০টির মত কোর্স নিজেদের সাইটে যুক্ত করেছে কোর্সেরা। অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে। এই আর্টিকেলটি অনেক উপকারী লেখককে অনেক ধন্যবাদ । ধন্যবাদ লেখককে।

      Reply
  225. বর্তমান যুগে অনলাইনের মাধ্যমে মানুষ ঘরে বসে সব কিছু করতে পারছে।গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে।ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।এই আর্টিকেলটিতে এমন দশটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে এই কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব।অনলাইন ভিত্তিক শিক্ষার ফ্রি ওয়েবসাইট নিয়ে লিখিত এই আর্টিকেলটি বেশ উপকারী।

    Reply
  226. শেখার কোনো শেষ নেই।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।
    আবার বিশ্বসেরা কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়। যা যেকোনো চাকরির ক্ষেত্রে ও ব্যবহার করা যায়।এই কন্টেন্ট টি পড়ে সেরা ১০ টি ওয়েবসাইট সম্পর্কে জানতে পেরে খুবই আনন্দিত হলাম।লেখক কে ধন্যবাদ এতো সুন্দর ভাবে সেরা সেরা ওয়েবসাইটের কথা একটি কন্টেন্টে উল্লেখ করে শিক্ষার্থী দের সহজে খুঁজে পাওয়ার সুযোগ দেওয়া জন্য।

    Reply
  227. বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের ফলে বর্তমানে ঘরে বসে মানুষ অনেক কিছুই শিখছে এবং করছে। গুগল কিংবা ইউটিউব এর মাধ্যমে অনেক কিছু শেখা যায়। বিভিন্ন শিক্ষার ওয়েবসাইট রয়েছে যা না জানার কারণে আমরা প্রয়োগ করতে পারি না।কিন্তু এই কনটেন্টিতে লেখক আন্তর্জাতিকভাবে দশটি অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। বাংলাদেশের টেন মিনিট স্কুল অনেক ভালো করছে। এই কনটেন্টি পড়ে জানতে পারলাম কোন কোন ওয়েবসাইটে অনলাইনে একদম ফ্রি তে শিক্ষার কোর্স করে সার্টিফিকেট পাওয়া যায় এবং চাকরি ক্ষেত্রেও ব্যবহার করা যায়।

    Reply
  228. বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগে আমরা অনলাইন নির্ভর হওয়ায় অনলাইনে শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ অনেক দিক উন্মোচিত হয়েছে। অনলাইনে লেখাপড়ার ফলে যেমনকরে যুগের সাথে তাল মিলিয়ে জ্ঞানার্জন শেখানো হচ্ছে তেমনই করে তারা আধুনিক বিশ্বে এগিয়ে যাচ্ছে।তাছাড়া বর্তমানে অনলাইনে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা কবি সাহিত্যিক দের গল্প উপন্যাস পড়ার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। লেখককে অনেক ধন্যবাদ এই ধরনের আর্টিকেল লেখার জন্য।

    Reply
  229. আসসালামু আলাইকুম।
    বর্তমান যুগ অবাধ তথ্য প্রযুক্তি ব্যবহারের যুগ। এই তথ্য প্রযুক্তি ব্যবহারের কিছু ভালো দিক ও খারাপ দিক রয়েছে। খারাপ দিকগুলো নিয়ে যতটা আলোচনা করা হয়, ভালো দিকগুলো নিয়ে ততটা আলোচনা হয় না। এই অবাধ তথ্য প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জ্ঞানচর্চার অফুরন্ত সুযোগ লাভ করা। এ বিষয়টি এই লেখনিতে অত্যান্ত সংক্ষিপ্ত আকারে কিন্তু গুছিয়ে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক নাম করা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম গুলো অনেক যুগোপযোগী, তথ্যবহুল ফ্রি অনলাইন ডিগ্রী ও কোর্স অফার করছে। এমনকি সফলভাবে কোর্স সম্পন্ন করার পর তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেটও প্রদান করছে। যা বিভিন্ন চাকরি, ব্যক্তিগত উন্নয়ন ও রেফারেন্স হিসাবে মূল্যায়িত হচ্ছে। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে এই লেখাটিকে একটি গাইডলাইন হিসেবে ব্যবহার করে নিজের ব্যক্তিগত চাহিদা ও আগ্রহ অনুসারে বিভিন্ন কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জেনে এখনই নিজের উন্নয়নে মনোনিবেশ করা। ধন্যবাদ সবাইকে।

    Reply
  230. অনলাইন থেকে শিক্ষা গ্রহণ বর্তমানে খুবই জনপ্রিয় একটি বিষয়।
    অনলাইনে পড়ালেখা করতে অভ্যস্ত শিক্ষার্থীদের জন্য খুব সুন্দর একটা গাইড লাইন হতে পারে এই কনটেন্ট টি।
    লেখককে ধন্যবাদ এতো সুন্দর করে প্রতিটা বিষয় বুঝিয়ে উপস্থাপন করার জন্য।

    Reply
  231. বর্তমান ডিজিটাল যুগে অনলাইন এর মাধ্যমে পড়ালেখা করার এত ফ্রী ওয়েবসাইট অনেক প্রয়োজনীয়!

    Reply
  232. বর্তমান ডিজিটাল যুগে অনলাইন এর মাধ্যমে পড়ালেখা করার এত ফ্রী ওয়েবসাইট অনেক প্রয়োজনীয় সবার জন্য !

    Reply
  233. বর্তমান ডিজিটাল যুগে অনলাইন এর মাধ্যমে ই বেশির ভাগ কাজ সম্পন্ন করা যায় সেই সাথে যদি পড়ালেখা ও করা যায় তাও এত গুলা ওয়েবাসাইটে তাহলে তো অনেক ভালো হয় সবার জন্য !ধন্যবাদ রাইটার কে

    Reply
  234. বর্তমানে অনলাইন শিক্ষা ব্যবস্থা গুলোর কারনে অনেক মানুষ ঘরে বসে আন্তর্জাতিক মানের শিক্ষা পাচ্ছে ও তার পাশাপাশি সার্টিফিকেটও পাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের কারিকুলাম কোর্স ও এখন আমরা এই অনলাইনের মাধ্যমে পাচ্ছি, এখানে এই আর্টিকেলটির মাধ্যমে খুব সুন্দর করে বুঝানো হয়েছে। লেখককে সাধুবাদ জানাই এমন একটা কনটেন্ট উপহার দেয়ার জন্য।

    Reply
  235. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।এই কনটেন্ট এর মাধ্যমে লেখক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

    Reply
  236. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে।কিন্তু বর্তমানে অনলাইন পড়াশুনা করার জন্য বিভিন্ন ফ্রী সাইট ব্যবহার করা যাচ্ছে।গুগল, ইউটিউব ছাড়াও সেরা ১০ টি ফ্রি ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হয়েছে। যেহেতু আমরা আপনাকে প্রযুক্তির এই বিস্ময়কর বিভাগের অংশ হতে চাই, তাই আমরা উপরের আর্টিকেলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেয়েছি যা একজন শিক্ষার্থীর জন্য যথার্থ।যা লেখক সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

    Reply
  237. This article can be the path finder to all of them who eagerly wants to acquire Knowledge but no time and scope to go outside.
    Perfect.

    Reply
  238. ইন্টারনেটে অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।
    এই কন্টেন্টে আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে বলা হয়েছে, যেখানে আপনি বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন।
    কিছু প্ল্যাটফর্মে কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়, যা আপনি চাইলে চাকরিক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এই পুরো কন্টেন্টটি পড়লে আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

    Reply
  239. বর্তমানে এই আধুনিকতার যুগে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিছু করাটা যেন সবার একটা অভ্যাস হয়ে গেছে।বেশ অনেকেই ঘরে বসে অনলাইনে যেকোনো কোর্স করাতে বেশি আগ্রহী।কে ছাড়তে চায় পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে পড়ার সুযোগ?পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলো প্রদত্ত সার্টফিকেট তো সবাই পেতে চায়। তবে তা পাওয়া যে অনেক কঠিন, তেমন কিন্তু না।ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।
    আবার বিশ্বসেরা কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়। যা যেকোনো চাকরিক্ষেত্রে ব্যবহার করা যায়।এই কনটেন্ট টিতে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তা আমার অজানা ছিলো,এ বিষয়ে আমার কোনো ধারনাই ছিলো না।কনটেন্টটি পড়ে আমি উপকৃত হয়েছি।

    Reply
  240. সভ্যতার অগ্রগতির সাথে মিল রেখে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা।বর্তমানে অনলাইন পড়াশুনা করার জন্য বিভিন্ন ফ্রী সাইট ব্যবহার করা যাচ্ছে।অনেকে জানে না এসব ফ্রী ওয়েবসাইটের কথা।উপরের কনটেন্ট টি তে ১০টি ফ্রী ওয়েব সাইটের উল্লেখ আছে। লেখক কে সাধুবাদ জানাই এমন একটা কনটেন্ট দেওয়ার জন্য।

    Reply
  241. আসসালামু আলাইকুম।
    মাশাআল্লাহ দারুণ একটি কন্টেন্ট।
    কিভাবে আমরা ঘরে বসেই গুগুল এবং অনলাইনের বদৌলতে বিশ্ব মানের সেরা বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনের মাধ্যমে পড়াশোনা সুযোগ পেতে পারি তাও ফ্রী কোর্স এ লেখক তা সুন্দর ও সাবলীল ভাবে উপস্থাপন করেছেন।
    গুগল ও অনলাইনের মাধ্যমে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিন দিন বেড়েই চলছে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যেগুলো মাধ্যমে আমরা একাডেমিক জ্ঞান এর গন্ডি পার করে নিজের আন্তর্জাতিক মানের জ্ঞানের প্রসার ঘটাতে পারি এবং সার্টিফিকেট অর্জন করতে পারি। যা আমাদের কর্ম ক্ষেএে ব্যবহার করতে পারি।
    এই আর্টিকেলটি ১০ টি ফ্রী ওয়েব সাইট এর মাধ্যমে কিভাবে আমরা অনলাইনে পড়াশোনা করতে পারি তা উল্লেখ করা হয়েছে।
    যা স্টুডেন্ট দের জন্য খুব ই উপকারী।
    লেখককে অসংখ্য ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ পোস্ট তুলে ধরার জন্য।

    Reply
  242. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। কিন্তু তা বেশিরভাগ টাকা দিয়ে কোর্স করতে হয়।এখানে অনেকগুলো অনলাইন শিক্ষার ওয়েবসাইট দেয়া হয়েছে যার মাধ্যমে আমরা বিনামুল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবো।

    Reply
  243. মাশাআল্লাহ অসাধারণ একটি আর্টিকেল। বর্তমান প্রযুক্তির যুগে মানুষ প্রযুক্তি ব্যবহার করে যেমন জ্ঞান অর্জন করেছে। তেমনি এখন একাডেমীক পড়াশোনার ক্ষেত্রে ও প্রযুক্তির ব্যবহার হচ্ছে। একাডেমিক পড়াশোনার জন্য এখন অসংখ্য ওয়েবসাইট রয়েছে। যেখানে বিনামূল্যে কোর্স আছে এবং কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করে। সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে ব্যবহার যোগ্য। প্রতিটি লার্নিং ওয়েবসাইটে আবার রয়েছে হাজার হাজার কোর্স। বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন লার্নিং প্লাটফর্ম রয়েছে। তারমধ্যে ১০ মিনিট স্কুল অন্যতম।এই আর্টিকেল পড়ার মাধ্যমে ১০ টি আন্তর্জাতিক ফ্রি লার্নিং ওয়েবসাইট সম্পর্কে জানতে পারলাম। লেখককে অসংখ্য ধন্যবাদ জানাই আর্টিকেলটি তৈরি করার মাধ্যমে অনলাইন লার্নিং প্লাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করার জন্য। আশাকরি অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ।

    Reply
  244. বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। কিন্তু তা বেশিরভাগ টাকা দিয়ে কোর্স করতে হয়।এখানে অনেকগুলো অনলাইন শিক্ষার ওয়েবসাইট দেয়া হয়েছে যার মাধ্যমে আমরা বিনামুল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবো। এতো সুন্দর একটা কন্টেন্ট লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।

    Reply

    Reply
  245. বর্তমান সময়ে যেকোনো কাজের ক্ষেত্রে অনলাইন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি পড়াশোনা র ক্ষেত্রে ও অনলাইন গুরুত্বপূর্ণ।
    বর্তমান সময়ে কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে যেটির মাধ্যমে খুব সহজেই খুব ভালো কিছু প্রতিষ্টানে পড়াশোনা করা সম্ভব।
    যারা মূলত অনলাইন ভিত্তিক ভালো কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য এই কন্টেন্ট টি খুবই গুরুত্বপূর্ণ। এটির মাধ্যমে পুরোপুরি ধারণা লাভ করা যাবে অনলাইন পড়াশোনা বিষয় এ।
    লেখক কে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট লিখার জন্য।

    Reply
  246. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। বর্তমান সময়ে কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে যেটির মাধ্যমে খুব সহজেই খুব ভালো কিছু প্রতিষ্টানে পড়াশোনা করা সম্ভব।
    যারা মূলত অনলাইন ভিত্তিক ভালো কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য এই কন্টেন্ট টি খুবই গুরুত্বপূর্ণ। এটির মাধ্যমে পুরোপুরি ধারণা লাভ করা যাবে অনলাইন পড়াশোনা বিষয় এ।

    Reply
  247. বর্তমান সময়ে জীবনের প্রায় সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক হয়ে উঠেছে। এমনকি লেখাপড়া ও হয়ে উঠেছে অনলাইন ভিত্তিক✨

    আর্টিকেল টি পড়ে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট (ফ্রি) সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। শিক্ষার জন্য সেরা প্লাটফর্ম হল একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি বাড়িতে বসে জ্ঞান অর্জন করা যায় তবে অনেক সহজেই বিশ্বকে জানা যায়।🌅

    যেখানে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে জ্ঞান অর্জন করা অনেক সময় স্বপ্নের মতো, অনলাইন এর বদৌলতে বিশ্বের সেরা প্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের কাছে জ্ঞান অর্জন অনেক সহজ হয়ে উঠেছে🍀

    প্রত্যেকেরই উচিত কন্টেন্ট টি ভালো ভাবে পড়ে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট (ফ্রি) সম্পর্কে জানা এবং জীবনে কাজে লাগানো।

    Reply
  248. অনলাইনে পড়াশুনার মাধ্যমে দেশ বিদেশের উচ্চতর ডিগ্রির পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা যায়। এই আর্টিকেলে অনলাইনে পড়াশোনার বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইটের নাম তুলে ধরা হলো।

    Reply
  249. আমার বড় ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। লেখাটি পড়ার সময় খুব উৎসাহ পাচ্ছিলাম যে লেখাটি ছেলের কাজে আসবে। কিন্তু সম্পূর্ণ পড়ে বুঝলাম লেখাটি ইউনিভার্সিটির ছাত্রদের জন্য। লেখককে অনেক ধন্যবাদ এইরকম লেখা পোস্ট করার জন্য। এখানে যেইসব ওয়েব সাইটের তথ্য দেয়া হয়েছে এগুলো ছাত্রদের খুবই উপকারে আসবে।
    আমি আমার যে কয়টি সোস্যাল মিডিয়া আছে সবগুলোতে লিংকটি শেয়ার করবো যেন ছাত্ররা এই সাইটগুলো থেকে সাহায্য নিতে পারে।

    Reply
  250. বর্তমানে গুগল ও ইউটিউব এর মাধ্যমে অনেক অনলাইন ক্লাস এবং কোর্স করার সুযোগ রয়েছে যা আন্তর্জাতিক মানের। শিক্ষার কোন শেষ নেই, আপনি চাইলে অনলাইনের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে কোর্স করতে পারবেন। তারমধ্যে অনেক গুলো বিনা মুল্যে করার সুযোগ রয়েছে এবং এইসব কোর্সে সার্টিফিকেট ও প্রদান করা হয়, এই সার্টিফিকেট গুলো আবার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ক্ষেত্রে ও ব্যবহার করতে পারবেন। লেখক এই আর্টিকেলে অনলাইনে ক্লাস করার সেরা ১০ টি ওয়েব সাইট (ফ্রি) নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন, এটা সকলের জন্য খুবই উপকারী হবে। ধন্যবাদ লেখককে এতো সুন্দর একটা আর্টিকেল লেখার জন্য।

    Reply
  251. ঘরে বসেই বিভিন্ন উচ্চমানের বা আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন করা যায় শুধুমাত্র অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে। বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজেকে দক্ষ করে তোলা যায়, য চাকরি জীবনে ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করে৷ এই আর্টিকেলে অনলাইনে পড়াশোনার করার সেরা ১০ টিরও বেশি ওয়েবসাইটের কথা বলা হয়েছে৷ যারা অনলাইনে পড়াশোনা করতে পছন্দ করেন তাদের জন্য এই আর্টিকেলটি দারুন কার্যকরী হবে।

    Reply
  252. বর্তমান সময়ে জীবনের প্রায় সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক হয়ে উঠেছে। এমনকি লেখাপড়া ও হয়ে উঠেছে অনলাইন ভিত্তিক।

    আমাদের মধ্যে অনেকেই চাই দেশের বাহিরে গিয়ে পড়তে। নিজেদের পছন্দের ইউনিভার্সিটিতে যেমন – হরভর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি ইত্যাদি। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে গেলে আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়।

    তবে আমরা এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা অনলাইন এর মাধ্যমে আমাদের পছন্দের ইউনিভার্সিটিতে পড়তে পারবো। লেখককে অত্যন্ত ধন্যবাদ এই কনটেন্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

    Reply
  253. বর্তমান সময়ে কন্টেন্ট টি খুব গুরুত্বপূর্ণ। যা শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে। কন্টেন্ট রাউটার কে অনেক ধন্যবাদ।

    Reply
  254. বর্তমান ডিজিটাল যুগে আমরা অনলাইন নির্ভর হওয়ায় অনলাইনে শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ নানান দিক উন্মোচিত হয়েছে। গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি। অসংখ্য চ্যানেল ও কোর্স এর ভিড়ে আমরা অনেক সময় সঠিক কোর্স খুঁজে পাইনা। এই আর্টিকেলটিতে বিভিন্ন বিষয়ের উপর খুব জনপ্রিয় কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়েছে, যা আমাদের অনলাইনে বিষয়ভিত্তিক অনেক জ্ঞান বৃদ্ধি করবে। লেখককে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা আর্টিকেল উপহার দেয়ার জন্য।

    Reply
  255. বর্তমান যুগে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও গুগল সহ বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেটে প্রচুর ওয়েবসাইট রয়েছে যা বিদ্যমান শিক্ষা ব্যবস্থার জ্ঞানের শূন্যতা সহজেই পূরণ করছে।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট নিয়ে এই আর্টিকেলটিতে আলোচনা করা হয়েছে যা শিক্ষার্থীদের উপকারে আসবে।

    Reply
  256. আসসালামু আলাইকুম
    লেখক অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি কনটেন্ট তুলে ধরার জন্য। ইউনিভার্সিটি ছাত্র ছাত্রী দের জন্য খুব উপকারী এই কনটেন্ট।

    বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন ওয়েবসাইট রয়েছে। উক্ত কনটেন্ট এ লেখক সেটা ভালো ভাবে তুলে ধরেছেন। তাই আমার মনে হয় এই কনটেন্ট টি সবার পড়া উচিত।

    Reply
  257. শেখার কোন শেষ নেই । অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব।।যারা অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে চায় তাদের এই আর্টিকেলটি পড়া উচিত। এই আর্টিকেলটি এই অনেক উপকারী লেখককে অনেক ধন্যবাদ ।

    Reply
  258. বর্ঘতমান সময়ে ঘরে বসেই বিভিন্ন আন্তর্জাতিক মানের সার্টিফিকেট অর্জন করা যায় শুধুমাত্র অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে। এবং বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক মানের চাকরি পার্থী হিসেবে উপস্থাপন করা সম্ভব। কনটেন্টটি অনেক ভালো লেগেছে, লেখক কে ধন্যবাদ, এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ কনটেন্ট শেয়ার করার জন্য।

    Reply
  259. বর্তমান যুগ ডিজিটাল যুগ।মানুষ ইন্টারনেটের কল্যানে ঘরে বসেই বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে।কিন্তু কোথায় কিভাবে পড়বে তা হয়তো সবার জ্ঞানের মধ্যে থাকেনা। এই আর্টিকেলে খুব সুন্দর ভাবে অনলাইনে পড়ার উপযুক্ত ১০টি সাইট নিয়ে আলোচনা করা হয়েছে।
    অসংখ্য ধন্যবাদ যিনি লিখেছেন । যারা পড়বে সবাই আমার মত উপকৃত হবেন আশা করি।

    Reply
  260. বর্তমান সময়ে ঘরে বসেই বিভিন্ন আন্তর্জাতিক মানের সার্টিফিকেট অর্জন করা যায় শুধুমাত্র অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে। এবং বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক মানের চাকরি পার্থী হিসেবে উপস্থাপন করা সম্ভব। কনটেন্টটি অনেক ভালো লেগেছে, লেখক কে ধন্যবাদ, এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ কনটেন্ট শেয়ার করার জন্য।

    Reply

    Reply
  261. বর্তমান প্রযুক্তির যুগে মানুষ প্রযুক্তি ব্যবহার করে যেমন জ্ঞান অর্জন করেছে।প্রযুক্তি যুগে মানুষ পিছিয়ে নয়।অনলাইনের মাধ্যমে সকল বয়সের মানুষ
    জ্ঞান অর্জন করছে কেননা শিক্ষার কোনো বয়স নেই।অনেকে চায় দেশের বাহিরে পড়াশোনা করতে অনলাইনের মাধ্যমে তা পূরণ করতে পারছে। অনলাইনের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে কোর্স করতে পারেন। গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। বর্তমানে মানুষ সময়ের সাথে সাথে মানুষ আধুনিক হচ্ছে। আধুনিক যুগে মানুষ তার সকল সমস্যার সমাধান করার জন্য অনলাইনের সাহায্য নিয়ে থাকে।

    Reply
  262. বর্তমান সময়ে অনলাইনে ক্লাস করে শিক্ষার্থীরা অনেক উপকারিতা পাচ্ছে। এই কন্টেন্ট এ অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট (ফ্রি)সম্পর্কে আলোচনা করেছেন।

    Reply
  263. প্রযুক্তির এই যুগে অনলাইনেও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবর্ণ সুযোগ রয়েছে। সঠিক তথ্যের অভাবে অনেকেই সেই সুযোগ হাতছাড়া করছে। এই কনটেন্টিতে অনলাইনে পরার সেরা ১০টি আন্তর্জাতিক ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বর্ননা করা হয়েছে।

    Reply
  264. আসসালামু আলাইকুম
    শেখার কোনো শেষ নেই।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে।ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।একজন ছাত্র হোন বা একজন পেশাদার হোন, আপনার জন্য নির্দিষ্ট জ্ঞান এবং বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ কোর্সের প্রয়োজন হতে পারে যা সবসময় ক্লাসে উপস্থিত হয়ে করা সম্ভব নয়।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। যেহেতু আমরা আপনাকে প্রযুক্তির এই বিস্ময়কর বিভাগের অংশ হতে চাই, তাই আমরা উপরের আর্টিকেলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেয়েছি যা একজন শিক্ষার্থীর জন্য যথার্থ!

    Reply
  265. এই আধুনিক যুগে ইন্টারনেটের ছোঁয়া লেগে আছে সব জায়গায়। অনলাইনের মাধ্যমে এখন পড়াশোনাটাও অনেক সহজ ও জনপ্রিয়। এই আর্টিকেলে সেরা ১০টি ফ্রি পড়াশোনার ওয়েবসাইট সম্পর্কে তথ্য আছে।

    Reply
  266. আপনি একজন ছাত্র হোন বা একজন পেশাদার হোন, আপনার জন্য নির্দিষ্ট জ্ঞান এবং বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ কোর্সের প্রয়োজন হতে পারে যা সবসময় শারীরিকভাবে গ্রহণ করা সম্ভব নয়।অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব। এই আর্টিকেলটিতে এমন দশটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে এই কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব।এই ই-লার্নিং অ্যাপগুলির সাহায্যে, আপনি যে কোনও জায়গা থেকে এবং যে কোনও সময় বিভিন্ন বিষয় সর্ম্পকে দ্রুত জ্ঞান অর্জন করতে পারেন।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।

    Reply
  267. শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা এখন অফলাইন থেকে বেরিয়ে অনলাইন ও চলে এসেছে । অনলাইনে এমন অনেক প্লাটফর্ম আছে যেখানে অনেক অভিজ্ঞ শিক্ষক কিছু টাকার বিনিময়ে অনলাইনে এর মাধ্যমে ক্লাস নিয়ে থাকে ।কিন্তু এমন ও অনেক অনলাইন সাইট আছে যেখানে অনেক অভিজ্ঞ শিক্ষক দ্বারা ফ্রী তে অনলাইন ক্লাস করা যায়। সেগুলো হলো :হার্ভার্ড ইউনিভার্সিটি – ফ্রি অনলাইন ডিগ্রি ও কোর্স ,এডএক্স-কোর্সেরা ফ্রি ইউনিভার্সিটি কোর্স,লিন্ডা – লিংকডইন লার্নিং ফ্রি কোর্স ইত্যাদি আরো ফ্রী অনলাইন শিক্ষা প্লাটফর্ম যা লেখক তার কনটেন্টটিতে সুন্দর ভাবে তুলে ধরেছেন। লেখক কে ধন্যবাদ জানাই এত উপকারি কন্টেন্ট তৈরি করার জন্য।❤️

    Reply
  268. প্রযুক্তির এই যুগে যে কোন বিষয় সম্পর্কে জানা বা জ্ঞান অর্জন করা এখন খুব সহজ হয়ে গেছে। মানুষ চাইলে এখন ঘরে বসে বিভিন্ন অনলাইন কোর্স করে একাডেমিক জ্ঞান অর্জন করতে পারে।গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি। বাংলাদেশে বসে থেকে আমরা আন্তর্জাতিক ভাবে বিনামূল্যে অথবা স্বল্প ফি দিয়ে বিভিন্ন অনলাইন কোর্স করতে পারি।

    Reply
  269. বর্তমান বিশ্বায়নের যুগে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও গুগলসহ বেশ কয়েকটি অনলাইন প্লাটফর্মে তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।নতুন টেকনোলজি আর ইন্টারনেট সুবিধার কারণে শ্রেণিকক্ষের বিকল্প হিসেবে অনলাইন প্লাটফর্ম বেছে নিচ্ছে শিক্ষার্থীরা।তাছাড়া বর্তমানে শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্বের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই অনলাইনে বিনামূল্যে শেখার সুযোগ পাচ্ছে।এই আর্টিকেলে আমরা অনলাইনে শিক্ষা প্রদান করা যায় এমন ১০টি কার্যকরী প্লাটফর্ম সম্পর্কে জানতে পারবো, যা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

    Reply
  270. শিক্ষা আমাদের মৌলিক অধিকার হলেও আমরা অনেকেই নানান ধরনের পারিপার্শ্বিক জটিলতার কারনে এই অধিকার থেকে বঞ্চিত হই অনেক সময়।কিন্তু বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।
    আবার বিশ্বসেরা কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়। যা যেকোনো চাকরির ক্ষেত্রে ব্যবহার করা যায়। কিন্তু এই তথ্যগুলো অনেকেরই অজানা। লেখকের এই সুন্দর আর্টিকেলটি সকলের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেবে ইনশাআল্লাহ। তাই লেখককে অসংখ্য ধন্যবাদ

    Reply
  271. অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট (ফ্রি) নিয়ে লেখাটিতে আলোচনা করা হয়েছে। লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  272. Studying online offers flexibility, allowing learners to access courses anytime and anywhere. It provides a vast array of subjects and learning styles, often at a lower cost. Online education also enables self-paced learning, fostering independence and time management skills, and often includes interactive and multimedia resources for an engaging experience.
    Here in the article, there are ten top websites for studying online, offering a variety of courses across different subjects and skill levels.

    Reply
  273. বর্তমান যুগ, ডিজিটাল যুগ। এই যুগে সবাই অনলাইন ভিত্তিক হয়ে পড়েছে। যেকোনো কিছু জানার হলে আমরা সবাই এখন আর কাউকে জিজ্ঞাসা না করে অনলাইনে গুগল বা ইউটিউবে জিজ্ঞাসা করি।যেকোনো কিছু গুগলে লিখে সার্চ করলে বা youtube এ লিখে সার্চ করলে অনেক তথ্য পাওয়া যায়। শিক্ষার্থীদের জন্য অনলাইনে পড়াশোনা নিয়ে কিছু সার্চ করলে সেগুলো আমরা অনলাইনে পাই। কিছু অনলাইন ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে অনেক শিক্ষক পড়াশোমা নিয়ে কোর্স করায়। কোর্সগুলো করানোর ফলে শিক্ষকরা ঘরে বসে আয় করতে পারছে এবং অনেক শিক্ষার্থী ঘরে বসে তাদের পড়াশোনা করতে পারছে। বাংলাদেশে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে পড়াশুনা নিয়ে অনেক কোর্স করানো হয়। কিন্তু কনটেন্ট টিতে বাংলাদেশের নয় বরং ইন্টারন্যাশনাল মানের এমন দশটি সেরা ফ্রি ওয়েবসাইট দেখানো হয়েছে যার মাধ্যমে বিভিন্ন ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনা জানা যাবে, শিক্ষার্থীরা এই ওয়েবসাইট গুলো ভিজিট করলে অনেক কিছু ফ্রি তে জানতে পারবে। লেখক কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি তথ্যবহুল কনটেন্ট লেখার জন্য।

    Reply
  274. সঠিক তথ্যের অভাবে অনেকেই বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ফ্রীতে পড়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করছে। এই কনটেন্টিতে অনলাইনে পড়ার সেরা ১০টি আন্তর্জাতিক ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বর্ননা করা হয়েছে। অনেকেই এই কনটেন্টি পড়ে উপকৃত হবে।

    Reply
  275. Online learning platforms offer a convenient and flexible way to acquire new skills and knowledge. They provide a diverse range of courses across various subjects.
    Maximum platforms offer certification upon completion, validating the gained skills.Courses are typically taught by experts in their fields, ensuring high-quality education.These platforms works for both personal development and professional advancement and enabling access to education globally, regardless of any location.

    Reply
  276. অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অনেক কিছু শেখা সম্ভব।অনলাইনের মাধ্যমে অনেকে ঘরে বসেই অনেক সার্টিফিকেট অর্জন করছে।গুগল ও ইউটিউব এর মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ বাড়ছে।আন্তর্জাতিক ভাবে জনপ্রিয় ১০ প্লাটফর্মে বিনামূল্যে কোর্সভিত্তিক শিক্ষা নেয়া যায়।লেখক এই কনটেন্টটিতে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে অনলাইন থেকে পড়াশোনা করার বিষয়ে।

    Reply
  277. মাশা-আল্লাহ অনেক উপকারী একটি কন্টেন্ট।
    ঘরে বসে অনলাইন এর মাধ্যমে পড়াশুনার জন্য এত ভালো ভালো ওয়েবসাইট আছে তাও আবার বিনামূল্যে তা এই কন্টেন্ট টি পড়ে জানতে পারলাম।
    অসংখ্য ধন্যবাদ লেখক কে এমন উপকারী কন্টেন্ট লিখার জন্য।

    Reply
  278. মাশা-আল্লাহ অনেক উপকারী একটি কন্টেন্ট।
    ঘরে বসে অনলাইন এর মাধ্যমে পড়াশুনার জন্য এত ভালো ভালো ওয়েবসাইট আছে তাও আবার বিনামূল্যে তা এই কন্টেন্ট টি পড়ে জানতে পারলাম।
    অসংখ্য ধন্যবাদ লেখক কে।

    Reply
  279. বর্তমান সময়ে অনলাইনে লেখা পড়া করে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় গুলো থেকে সার্টিফিকেট অর্জন করা সম্ভব। তাও আবার বিনামূল্যে। এই কনটেন্টটিতে বাংলাদেশের জনপ্রিয় শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করেছে। বিস্তারিত জানার জন্য এই কনটেন্টটি একবার পড়ে নিন।

    Reply
  280. 📱📱তথ্য-প্রযুক্তির এই সময়ে সবাই এগিয়ে যাচ্ছে।দিনে দিনে মানুষের জীবন যাপন সহজ হয়েছে,এতে করে মানুষ ঘরে বসেই অনেক স্কিল অর্জন করছে।অনলাইনের এই যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও।বর্তমানে প্রযুক্তির ব্যবহার করে ইচ্ছে করলে দেশে বসে অনলাইনের মাধ্যমে ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে,পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করা যায়। লেখক এই কন্টেন্ট এ ১০ টি প্লাটফর্ম এর কথা বলেছেন যা সম্পুর্ণ ফ্রী। লেখক কে অনেক ধন্যবাদ এই রকম সময়োপযোগী কন্টেন্ট লেখার জন্য। এটা আমাদের শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে ইন শা আল্লাহ 💚💚

    Reply
  281. দিনে দিনে অনলাইনে পড়াশোনা চাহিদা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে করোনা পেন্ডামিক এর সময় থেকে আরো বেশি মানুষ অনলাইনে পড়াশোনা ও কোর্স করার জন্য অগ্রহ বৃদ্ধি পেয়েছে, বর্তমান যুগ প্রযুক্তির যুগ এই যুগে বিস্ব এখন হাতে মুঠোয় চলে আসছে, এখন সরাসরি সশরীরে কোর্স করতে হয় না, দেশে বসেই বহির বিশ্বের যেকোন কোর্স বা পড়াশোনা করা যায়, বাংলাদেশও এখন ভালো ভালো প্রতিষ্টান অনলাইনে শিক্ষা ব্যাবস্তা চালু করছে, এই আর্টিকেল পড়ে অনলাইনে বিভিন্ন দেশের নামি দামি প্রতিষ্টান থেকে কোর্স কিভাবে করা যায় তার সম্পুর্ণ দেয়া হয়েছে, যারা অনলাইনে কোর্স করতে আগ্রহি তাদের অবশ্যই আর্টিকেল টা পড়া দরকার

    Reply
  282. বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে করা যায়।এই কনটেন্টিতে অনলাইনে পড়ার সেরা ১০টি আন্তর্জাতিক ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বর্ননা করা হয়েছে। অনেকেই এই কনটেন্টি পড়ে উপকৃত হবে ইনশাআল্লাহ।

    Reply
  283. আমরা অনেকেই নানান ধরনের পারিপার্শ্বিক জটিলতার কারনে শিক্ষা থেকে বঞ্চিত হই অনেক সময় আর্থিক ও পারিবারিক জটিলতার কারনে ইচ্ছা থাকলেও এগিয়ে যেতে পরিনা।প্রযুক্তির এই যুগে যে কোন বিষয় সম্পর্কে জানা বা জ্ঞান অর্জন করা এখন খুব সহজ হয়ে গেছে। মানুষ চাইলে এখন ঘরে বসে বিভিন্ন অনলাইন কোর্স করে একাডেমিক জ্ঞান অর্জন করতে পারে দেশে এবং বিদেশে উচ্চশিক্ষা নিতে পারেন ঘরে বসে।অনলাইনে এমন অনেক প্লাটফর্ম আছে যেখানে অনেক অভিজ্ঞ শিক্ষক কিছু টাকার বিনিময়ে অনলাইনে এর মাধ্যমে ক্লাস নিয়ে থাকে । এনেক সময় ফ্রি কোর্স করায়। অনেক সময় নিজের পছন্দের শিক্ষকের কাছে শিক্ষা নেয়া যায় যেকোনো স্থানে থেকে।এই আর্টিকেলে লেখক সেরা ১০টি ফ্রি পড়াশোনার ওয়েবসাইট সম্পর্কে তথ্য দিয়েছেন।লেখক কে ধন্যবাদ, এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ কনটেন্ট শেয়ার করার জন্য।

    Reply
  284. বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে।অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অনেক কিছু শেখা সম্ভব।বাংলাদেশে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে পড়াশুনা নিয়ে অনেক কোর্স করানো হয়। কিন্তু কনটেন্ট টিতে বাংলাদেশের নয় বরং ইন্টারন্যাশনাল মানের এমন দশটি সেরা ফ্রি ওয়েবসাইট দেখানো হয়েছে যার মাধ্যমে বিভিন্ন ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনা জানা যাবে, শিক্ষার্থীরা এই ওয়েবসাইট গুলো ভিজিট করলে অনেক কিছু ফ্রি তে জানতে পারবে। লেখক কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি তথ্যবহুল কনটেন্ট লেখার জন্য।

    Reply
  285. বিনামূল্যে অনলাইনে মানসম্পন্ন শিক্ষা খোঁজা ক্রমবর্ধমানভাবে অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছে।ডিজিটাল এই যুগে,অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম  যেখান থেকে যে কেউ  বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারে এবং প্ল্যাটফর্মগুলোতে কোর্স  সম্পন্ন করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়, যা  চাইলে যেকেউ চাকরিক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।আর এই প্ল্যাটফর্মগুলো সম্পর্কে বিস্তারিত  আমরা এই
    আর্টিকেল থেকে জানতে পারি সহজেই।

    Reply
  286. গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে।বর্তমান সময়ে অনলাইনে লেখা পড়া করে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় গুলো থেকে সার্টিফিকেট অর্জন করা সম্ভব। তাও আবার বিনামূল্যে।ফলে আমরা প্রাতিষ্ঠানিক লেখাপড়ার গন্ডি পেড়িয়ে আমাদের চিন্তার জগতের প্রসার ঘটাতে পারি সহজেই।সার্টিফিকেটগুলো যেকোনো চাকরির ক্ষেত্রে ব্যবহার করা যায়। কিন্তু এই তথ্যগুলো অনেকেরই অজানা। কন্টেন্টটিতে এ সম্পর্কে বিস্তারিত লেখা আছে। তাই লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  287. অনলাইন ভিত্তিক ডিজিটাল যুগে পড়াশোনা করার সেরা ১০ টি ওয়েবসাইট সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তা বর্তমানে যুগ উপযোগী একটি সেরা কনটেন্ট। লেখককে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কনটেন্ট তৈরি করার জন্য।

    Reply
  288. বর্তমান যুগ ডিজিটাল যুগ। এই যুগে সব কাজ ডিজিটাল পদ্ধতিতে করা হয়। পড়ালেখা শেখার ক্ষেত্রেও তা এগিয়ে চলেছে।

    বর্তমানে অনলাইনে প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।

    আশা করি শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে এই কন্টেন্ট টি। লেখককে অনেক ধন্যবাদ এরকম একটি যুগোপযোগী কন্টেন্ট উপহার দিয়ে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য।

    Reply
  289. বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।এই আর্টিকেলটি অনেক উপকারী লেখককে অনেক ধন্যবাদ ।
    আমি নিজেও চেষ্টা করব ইং শা আল্লহ।

    Reply
  290. শেখার কোনো শেষ নেই।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।
    আবার বিশ্বসেরা কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়। যা যেকোনো চাকরিক্ষেত্রে ব্যবহার করা যায়।
    হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি,ডিউক ইউনিভার্সিটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোর অনলাইন ভিত্তিক কোর্সের মাধ্যমে সহজেই নিজের অভিজ্ঞতা বাড়ানো যায়। অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।

    আশা করি শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে এই কন্টেন্ট টি। লেখককে অনেক ধন্যবাদ এরকম একটি যুগোপযোগী কন্টেন্ট উপহার দিয়ে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য।

    Reply
  291. প্রযুক্তির অগ্রগতি এবং মানুষের কাছে এর প্রবেশযোগ্যতার সাথে, অনলাইন শিক্ষা, যা ই-লার্নিং নামেও পরিচিত। এছাড়াও, ই-লার্নিং প্রত্যেকের জন্য একটি শিক্ষার বাস্তবতা হয়ে উঠেছে। এই ই-লার্নিং অ্যাপগুলির সাহায্যে, আপনি যে কোনও জায়গা থেকে এবং যে কোনও সময় বিভিন্ন বিষয় সর্ম্পকে দ্রুত জ্ঞান অর্জন করতে পারেন। আপনি একজন ছাত্র হোন বা একজন পেশাদার হোন, আপনার জন্য নির্দিষ্ট জ্ঞান এবং বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ কোর্সের প্রয়োজন হতে পারে যা সবসময় শারীরিকভাবে গ্রহণ করা সম্ভব নয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু তরুণ উদ্যোক্তাদের দ্বারা শুরু করা ১১টি ফ্রি অনলাইন শিক্ষামূলক ওয়েবসাইট রয়েছে যাদের ই-লার্নিং প্ল্যাটফর্ম, এবং অ্যাপগুলি সার্বক্ষণিক প্রচার করছে এবং শেখার প্রক্রিয়াটিতে সৃজনশীলতা যোগ করছে।

    Reply
  292. পৃথিবীতে শেখার কোনো সীমা নেই। তথ্য প্রযুক্তির যুগে ঘরে বসে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। অনলাইনে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের জ্ঞানের পরিধি প্রসারিত করা যায়।
    আবার বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়। যা পরবর্তীতে যেকোনো চাকরিক্ষেত্রে ব্যবহার করা যায়।
    হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোর অনলাইন ভিত্তিক কোর্সের মাধ্যমে সহজেই নিজের অভিজ্ঞতা জ্ঞানের পরিধি বাড়ানো যায়।
    অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরোনামের এই আর্টিকেলটি সম্পুর্ণ পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।

    Reply
  293. বর্তমান সময় হচ্ছে অনলাইন ভিত্তিক। অনলাইনের মাধ্যমে এখন পড়াশোনা করা হয়। এই আর্টিকেলে অনলাইনে পড়াশোনা করার জন্য কিছু ওয়েবসাইট নিয়ে খুব সুন্দর ভাবে বর্ননা করা হয়েছে।

    Reply
  294. আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ লেখক অ‌নেক সুন্দর ক‌রে বু‌ঝি‌য়ে লি‌খে‌ছেন।বির্তমা‌নে অনলাইনের জগতে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনা। শেখার কোন শেষ‌নেই।অনলাই‌নের মাধ্যমে পড়াশোনা করলে সময় বেচে যায়। অনলাইনের পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট (ফ্রি) শিরনামের এই কন্টেন্টটি পড়ার মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।

    Reply
  295. অনলাইনের এই যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনা ও। বিশ্বের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয় অধিকাংশ কোর্সগুলোই বর্তমানে অনলাইনে ফ্রিতে শিখাচ্ছে।
    বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। উপরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  296. বর্তমান সময়ে প্রযুক্তি মানুষের জীবন অনেক সহজ করে দিয়েছে। খুব সহজ ও পরিচিত সার্চ বার বা ওয়েবসাইট হচ্ছে গুগোল ও ইউটিউব এগুলার মাধ্যমে মানুষ খুব সহজে যা দরকার খুঁজে শিক্ষে নিতে পারে। আর পড়ার মাধ্যমে সবচাইতে পরিচিত সাইট হচ্ছে ১০ মিনিট স্কুল। যার মাধ্যমে মানুষ অনেক কিছু শিক্ষতে পারে যা আমার জন্য ও পরিচিত সাইট। এখন এই কন্টেন্টটি পড়ে বুঝতে পারলাম অনলাইনে আরও অনেক ওয়েবসাইট আছে যা পড়াশোনার জন্য।বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ক্লাস করার মাধ্যমে সার্টিফিকেট ও পাওয়া যায় যা আমার জানা ছিল না। ধন্যবাদ লেখকে এইসব ইনফরমেশন দিয়ে এই কন্টেন্টটি সাজানোর জন্য।

    Reply
  297. তথ্য প্রযুক্তি আমাদের জন্য সবকিছুই হাতের কাছে নিয়ে এসেছে। বাংলাদেশে এখন অনেক অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। যার মাধ্যমে বাংলাদেশে থেকে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ডিগ্রী অর্জন সম্ভব হচ্ছে। কিন্তু অনেকেই সে সম্পর্কে অবগত নয়। এ আর্টিকেলটিতে অনলাইন ভিত্তিক পড়াশোনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাতে সবাই উপকৃত হবে। ধন্যবাদ লেখক কে এমন একটি বিষয় তুলে ধরার জন্য।

    Reply
  298. অনলাইনে পড়াশোনা করার সম্পর্কে সবাই জানে।কারণ “করোনার ” সময় যখন সবকিছু থমকে যাই তখন এ অনলাইনের মাধ্যমে সবাই পড়াশোনা করে।কিন্তু এ অনলাইনে যে এতো রকমের কোর্স করা যায় তাও আবার বিনামূল্যে আমার আসলেই জানা ছিল না।প্রযুক্তি মানুষকে কত সহজ করে দিয়েছে সব।লেখক অনেক উপকারী কন্টেন্ট লিখেছেন। এতোগুলো মাধ্যম থেকে যে কোর্স করে আবার সার্টিফিকেটও পাওয়া যাবে তা লেখক অনেক সময় নিয়ে খুঁজে বের করেছেন, তাই লেখককে ধন্যবাদ।এ লেখাটি পড়ে সবারই উচিত নিজের পছন্দ মত যে কোন একটা কোর্স করা যা তার জীবনে কাজে লাগাবে।

    Reply
  299. এখন সময় হচ্ছে অনলাইন ভিত্তিক। দৈনিক সকল কাজ এখন অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। ঠিক তেমনি পড়াশোনাও অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। এই আর্টিকেলে অনলাইনে পড়াশোনা করার জন্য ফ্রি ১০টি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে যা শিক্ষার্থীদের জন্য উপকারে আসবে। লেখককে ধন্যবাদ।

    Reply
  300. বর্তমানে এই অনলাইন শিক্ষা ব্যবস্থা গুলোর কারনে অনেক মানুষ ঘরে বসে আন্তর্জাতিক মানের শিক্ষা পাচ্ছে ও তার পাশাপাশি সার্টিফিকেটও পাচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের কারিকুলাম কোর্স ও এখন আমরা এই অনলাইনের মাধ্যমে পাচ্ছি, এখানে এই কনটেন্টটি মাধ্যমে খুব সুন্দর করে বুঝানো হয়েছে।

    Reply
  301. বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে,এমন কি পড়াশোনাও।বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে এবং তার অনেকগুলোই বিনামূল্যে।এই আর্টিকেলটিতে এমন ১০টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব।এত সুন্দর ও উপকারী কনটেন্ট লেখার জন্য লেখককে অনেক ধন্যবাদ।

    Reply
  302. বর্তমানে অনলাইনে ঘরে বসে অনেক কিছু করা সম্ভব, এমনকি পড়াশোনাও। প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।
    ধন্যবাদ লেখকে এইসব ইনফরমেশন দিয়ে এই কন্টেন্টটি সাজানোর জন্য।

    Reply
  303. সংক্ষেপে, ইন্টারনেট সত্যিই জ্ঞানের ভান্ডার যা অন্বেষণ করার অপেক্ষায় রয়েছে।ভিডিও টিউটোরিয়াল থেকে শুরু করে ইন্টারেক্টিভ কুইজ পর্যন্ত, প্রত্যেকের জন্য তাদের জ্ঞানের ভিত্তি প্রসারিত করার জন্য কিছু না কিছু আছে।আজ অনলাইন শিক্ষার জগতে ডুব দিন এবং আপনার জন্য অপেক্ষা করছে এমন তথ্যের অনির্ধারিত জগতের রহস্যগুলিকে আনলক করুন৷সুখী পড়াশুনা!

    Reply
  304. বর্তমানে অনলাইনের মাধ্যমে পড়ালেখা অনেক সহজ হয়ে গেছে।শিক্ষার্থীরা অনলাইনে ঘরে বসেই বিভিন্ন কিছু জানতে পারচছে। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ গুলো অনলাইনের মাধ্যমে তাদের ক্লাস গুলো নিয়ে থাকে।। এছাড়াও অনলাইনে ফ্রিতে পড়ালেখা বিষয়ক কোর্স রয়েছে। যার ফলে শিক্ষার্থীরা অনেক লাভবান হচ্ছে।

    Reply
  305. কোনো দক্ষতা অর্জনে ট্রেইনিং জরুরি, কিন্তু সেজন্য সবসময় অর্থ ব্যয় করতে হবে এমন নয়। বিনামূল্যে অনলাইন কোর্স নেয়া যায় যার মান উন্নত ও সব যায়গায় গ্রহণযোগ্য।১০ টি ওয়েবসাইট যেখানে বিনামূল্যে অনলাইন কোর্স করা যায় নিম্নোক্ত লিংকটির মাধ্যমে প্রকাশ করা হলো..

    Reply
  306. গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। ধন্যবাদ লেখককে।

    Reply
  307. আলহামদুলিল্লাহ অনেক উপকারী একটি কন্টেন্ট
    আমরা অনেকেই আছি যারা বড় ইউনিভার্সিটি পড়াশোনা করতে চাই দেশের বাহিরে কিন্তু টাকা পয়সার অভাবে আমাদের সেই সুযোগ হয়ে ওঠে না তাদের জন্য একটি যুগোপযোগী উদ্যোগ হতে পারে এই অনলাইন কোর্স আমি আশা করছি যারা দীর্ঘদিন ধরে বাহিরের দেশে পড়া স্বপ্ন লালন করছেন তাদের জন্য এটি অনেক উপকার বয়ে নিয়ে আসবে।

    Reply
  308. প্রযুক্তির সাথে সাথে মানুষ আজকাল অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে। তাই এখন অনলাইনে ফ্রিতে অনেক কোর্স পাওয়া যায়।অনলাইন পড়াশোনা করার অনেক সুবিধা রয়েছে এবং এটি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এখানে কিছু উপায় দেওয়া হলো, যেগুলি অনুসরণ করলে অনলাইন পড়াশোনা আরও কার্যকর হতে পারে। যা পরবর্তীতে যেকোনো চাকরিক্ষেত্রে ব্যবহার করা যায়।
    হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোর অনলাইন ভিত্তিক কোর্সের মাধ্যমে সহজেই নিজের অভিজ্ঞতা জ্ঞানের পরিধি বাড়ানো যায়।
    বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই কোর্সেরাতে বর্তমানে বিনামূল্যে শেখা যাচ্ছে। বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের সাথে একজোট হয়ে প্রায় ১০০টির মত কোর্স নিজেদের সাইটে যুক্ত করেছে কোর্সেরা।

    Reply
  309. প্রযুক্তির এই যুগে গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো ঘরে বসেই আপনি বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন। এই আর্টিকেলটিতে আন্তর্জাতিক ১১ টি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে, যারা কোর্সগুলো সম্পর্কে জানতে চান তারা আর্টিকেলটি পড়ে দেখতে পারেন।

    Reply
  310. অনলাইনে তো মানুষ এখন অনেক কিছু জানতে পারছে। ঠিক তেমনি অনলাইনে পড়াশোনা করে জ্ঞান পিপাসুরা তাদের জ্ঞানকে আরো অনেক বর্ধিত করছে। উপরে উল্লেখিত ওয়েবসাইটগুলি জ্ঞান পিপাসু দের জন্য অনেক অনেক বেশি উপকারী , কারণ আমি নিজেও জ্ঞানপিপাসু হিসেবে এই ওয়েবসাইট গুলা থেকে জ্ঞান আহরণ করার চেষ্টা করি।

    Reply
  311. বর্তমানে অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনাও। অনলাইনের মাধ্যমে পড়ালেখা অনেক সহজ হয়ে গেছে।শিক্ষার্থীরা অনলাইনে ঘরে বসেই বিভিন্ন কিছু জানতে পারছে।প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে এবং তার অনেক গুলোই বিনামূল্যে। এই আর্টিকেলে অনলাইনে পড়াশোনা করার জন্য ফ্রি ১০টি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে যা শিক্ষার্থীদের জন্য উপকারে আসবে। লেখককে ধন্যবাদ এইসব ইনফরমেশন দিয়ে এই কন্টেন্টটি সাজানোর জন্য।

    Reply
  312. অনলাইন থেকে শিক্ষা গ্রহণ বর্তমানে খুবই জনপ্রিয় একটি বিষয়।
    বর্তমানে অনলাইনে ঘরে বসে অনেক কিছু করা সম্ভব, এমনকি পড়াশোনাও। প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে এবং তার অনেক গুলোই বিনামূল্যে। এই আর্টিকেলটিতে এমন ১০টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব।এবং ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।অনলাইনে পড়ালেখা করতে অভ্যস্ত শিক্ষার্থীদের জন্য খুব সুন্দর একটা গাইড লাইন হতে পারে এই কনটেন্ট টি।
    ধন্যবাদ লেখককে।

    Reply
  313. 🌟 অসাধারণ একটি তথ্যসমৃদ্ধ লেখা! 🌟

    এমন একটি সময়োপযোগী ও তথ্যবহুল লেখা পড়ে সত্যিই মুগ্ধ হয়েছি। লেখক অনলাইনে শিক্ষার অবারিত সুযোগগুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। 📚🌐

    বাংলাদেশের শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের জন্য এই তথ্যগুলো নিঃসন্দেহে অত্যন্ত মূল্যবান হবে। বিশেষ করে হার্ভার্ড, স্ট্যানফোর্ড, এমআইটি, গুগল ডিজিটাল গ্যারেজ, এবং খান একাডেমির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর ফ্রি কোর্সের তথ্য জানার পর শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনকে আরো সমৃদ্ধ করতে পারবেন। 🎓📖

    এছাড়া, স্কিলশেয়ার, লিন্ডা, ইউডেমি এবং টেড-এড এর মতো প্ল্যাটফর্মগুলোর ক্রিয়েটিভ কোর্সগুলোর মাধ্যমে নিজেদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সুযোগ পাবে সবাই। 🌟🖥️

    এই লেখাটি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে নতুন কিছু শেখার জন্য এবং তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। লেখককে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ও কার্যকরী একটি লেখা আমাদের সাথে শেয়ার করার জন্য। 🌺👏

    Reply
  314. ডিজিটাল এ যুগে আর্টিকেল টি অনেক গুরুত্বপূর্ণ।
    ঘরে বসে ফ্রি তে নিজের স্কীলের উন্নত করতে সহায়ক হবে এই কন্টেন্ট টি।

    Reply
  315. ইন্গুটারনেটের জগতে ইন্গটারনেটের সাহায্যে যে কোন দেশি বা আন্তর্জাতিক ডিগ্রী অর্জন করা যায়। গুগোল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। তবে জ্ঞান অর্জন যদি বিষয়ভিত্তিক হয়, তা হয়ে উঠে আরো উপভোগ্য এবং লক্ষযুক্ত। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।বাংলাদেশে ১০ মিনিট স্কুল অনেক ভালো কাজ করছে।বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন বেজ্ড কোর্স করিয়ে সার্টিফিকেটও প্রদান করে। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই কোর্সেরাতে বর্তমানে বিনামূল্যে শেখা যাচ্ছে।লেখককে ধন্যবাদ কিভাবে অনলাইনের মাধ্যমে কোর্স করে নিজেকে আরো মজবুতভাবে গঠন করা যায় সে সম্পর্কে তথ্য প্রদান করার জন্য।এর মাধ্যমে অনেক উপকৃত হলাম।

    Reply
  316. উপরোক্ত আলোচনায় খুব সুন্দর একটি বিষয় নিয়ে বর্ণনা করা হয়েছে। বর্তমান যুগে অনলাইন একটি জনপ্রিয় দিক। অনলাইনের মাধ্যমে আমরা নানাবিদ সমস্যা সমাধান এবং বিভিন্ন কার্যকলাপ সম্পূর্ণ করে থাকি।ঠিক তেমনি অনলাইনের শিক্ষাগ্রহণ করাটাও অধিক পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। যেমন লিন্ডা – লিংকডইন লার্নিং ফ্রি কোর্স,
    গুগল ডিজিটাল গ্যারেজ ফ্রি অনলাইন কোর্স,এডএক্স-কোর্সেরা ফ্রি ইউনিভার্সিটি কোর্স,হার্ভার্ড ইউনিভার্সিটি – ফ্রি অনলাইন ডিগ্রি ও কোর্স ইত্যাদি আরো অধিক প্রতিষ্ঠান বিদ্যমান। এ সম্পর্ক যাদের ধারণা নেই বা সামান্য তাদের জন্য খুবই উপকৃত একটি বিষয় নিয়ে উপরে আলোচনা করা হয়েছে। জানার কোন শেষ হয় না তাই উপরোক্ত আলোচনা সম্পর্কে আমরা সকলেই জেনে খুবই উপকৃত হয়েছে।

    Reply
  317. কমিউনিকেশন টেকনোলজির বদৌলতে একজন শিক্ষার্থী একাডেমিক পড়াশোনার বাইরে জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য অনলাইনে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের কোর্স গুলো সহজেই করতে পারছে।বিশ্বের সেরা দশটি ওয়েবসাইটের বিস্তারিত আলোচনা করার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ

    Reply
  318. গুগল কিংবা ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে।ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।উল্লিখিত অনলাইন লার্নিং প্লাটফর্মগুলো আপনার স্কিল বাড়াতে সহায়তা করবে।বিস্তারিত জানতে পড়ুন এই চমৎকার আর্টিকেল।

    1. হার্ভার্ড ইউনিভার্সিটি – ফ্রি অনলাইন ডিগ্রি ও কোর্স

    2. এডএক্স-কোর্সেরা ফ্রি ইউনিভার্সিটি কোর্স
    ডিউক ইউনিভার্সিটি, স্ট্যান্ডফোর্ড

    3. গুগল ডিজিটাল গ্যারেজ ফ্রি অনলাইন কোর্স

    4. লিন্ডা – লিংকডইন লার্নিং ফ্রি কোর্স
    লিংকডইন লার্নিং বা লিন্ডা ডটকম

    5. ইউডেমি – ফ্রি সার্টিফিকেশন্স
    ৩০০০ এর অধিক অপশন নিয়ে

    6. উসি বার্কলে – ফ্রি সার্টিফিকেশন

    7. বোনাস: স্কিলশেয়ার – ফ্রি ক্রিয়েটিভিটি ক্লাস অনলাইন

    8. এমআইটি ওপেন কোর্সওয়্যার

    9. খান একাডেমি – ফ্রি অনলাইন কোর্সেস

    10. টেড-এড কোর্সেস
    টেড টক কিংবা অন্য কোনো কারণে হয়ত

    11. কোর্সেরা – ফ্রি ইউনিভার্সিটি কোর্স

    ধন্যবাদ লেখককে।

    Reply
  319. বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। আর্টিকেলটিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  320. ইউটিউব এবং গুগলের বদৌলতে আমরা ঘরে বসেই অনলাইনে বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে কোর্স করতে পারি। অনেকগুলো আবার বিনামূল্যে এবং সার্টিফিকেট ও পাওয়া যায়। যাদের শিক্ষার প্রতি আগ্রহ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করে তারা এগুলো জেনে উপকৃত হবে ।

    Reply
  321. বর্তমান প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই বিশ্বের সেরা নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ রয়েছে,এবং তার অনেক গুলোই বিনামূল্যে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে যার মাধ্যমে ঘরে বসেই একাডেমিক শিক্ষা ছাড়াও নিজেদের চিন্তার জগৎ প্রসারিত করা যায়।
    আবার বিশ্বসেরা কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়। যা যেকোনো চাকরিক্ষেত্রে ব্যবহার করা যায়।
    হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি,ডিউক ইউনিভার্সিটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোর অনলাইন ভিত্তিক কোর্সের মাধ্যমে সহজেই নিজের অভিজ্ঞতা বাড়ানো যায়।
    অনলাইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায় তা আমরা অনেকেই জানি না।
    লেখককে ধন্যবাদ অজানা তথ্যকে খুব সুন্দর ভাবে উল্লেখ করার জন্য।

    Reply
  322. বর্তমানে এই প্রযুক্তি নির্ভর বিশ্বে শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হয়েছে।গুগোল ইউটিউবের সহযোগীতায় শিক্ষার্থীরা বিনামুল্যে অনেক কোর্সও করার সুযোগ পাচ্ছে।কয়েকটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্লাটফর্ম যেগুলো অনলাইন ভিত্তিক জ্ঞান বিতরণ করে থাকে সেগুলো সম্পর্কে এই কনটেন্ট টি সুন্দর ভাবে তুলে ধরেছে। তাই কন্টেন্টটি খুবই গুরুত্বপূর্ণ।

    Reply
  323. বর্তমানে নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং ইন্টারনেট সুবিধার কারনে শ্রেণিকক্ষের বিকল্প হিসেবে অনলাইন প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়। ইন্টারনেটে অসংখ্য কোর্সের মাধ্যমে ঘরে বসেই একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি ব্যাপক হারে প্রসারিত হচ্ছে আর এই অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের বিভিন্ন কোর্সের মাধ্যমে জ্ঞান অর্জন বিষয়ভিত্তিক, উপভোগ্য এবং লক্ষ্যযুক্ত হওয়ার কারণে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিনামূল্যে কোর্স গ্রহণ ও প্রফেশনাল সার্টিফিকেট পাওয়ার পাশাপাশি একাডেমিক দক্ষতা, পেশাগত দক্ষতা এবং সৃজনশীলতা কিভাবে বাড়ানো যায় তা অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট (ফ্রি) এই আর্টিকেলে লেখক বিস্তারিতভাবে তুলে ধরেছেন যা শিক্ষার্থীরা অনুসরণ করলে অনেক উপকৃত হবে এবং সফলতা লাভ করবে ইনশাআল্লাহ।

    Reply
  324. বর্তমান ডিজিটাল যুগে আমরা অনলাইন নির্ভর হওয়ায় অনলাইনে শিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ নানান দিক উন্মোচিত হয়েছে।গুগল আর ইউটিউবের বদৌলতে আমাদের তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। ইন্টারনেটে এমন অসংখ্য ফ্রী কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা জ্ঞানের প্রসার ঘটাতে পারি। বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে যেমন-হার্ভার্ড ইউনিভার্সিটি – ফ্রি অনলাইন ডিগ্রি ও কোর্স,এডএক্স-কোর্সেরা ফ্রি ইউনিভার্সিটি কোর্স,এমআইটি ওপেন কোর্সওয়্যার,টেড-এড কোর্সেস ইত্যাদি।উক্ত কন্টেন্টে অনলাইনে পড়াশোনা করার আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে ধারনা দেয়া হয়েছে যেখানে আপনি বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন। লেখককে অনেক ধন্যবাদ এই ধরনের আর্টিকেল লেখার জন্য।

    Reply
  325. ইউটিউব এবং গুগলের বদৌলতে আমরা ঘরে বসেই অনলাইনে বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয় গুলোতে কোর্স করতে পারি। অনেকগুলো আবার বিনামূল্যে এবং সার্টিফিকেট ও পাওয়া যায়। যাদের শিক্ষার প্রতি আগ্রহ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করে তারা এগুলো জেনে উপকৃত হবে ।

    Reply
  326. ইন্টারনেটের কল্যাণে এখন আমরা ঘরে বসে আন্তর্জাতিক প্লাটফর্মে থেকে জ্ঞান অর্জন করতে পারি।বাংলাদেশে অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।। ধন্যবাদ লেখক কে আমাদের কে এমন সব আন্তর্জাতিক লার্নিং প্লাটফর্ম এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

    Reply
  327. বর্তমান যুগে আমরা সকলে অনলাইন নির্ভর। অনেক শিক্ষার্থীরাই আছে অনলাইনে পড়াশোনা করে। তারা অনেকেই ভালো ভালো ওয়েবসাইটের নাম জানে না। অনলাইনে পড়াশোনা করছে কিন্তু ভালো ফল পাচ্ছে না। কারণ তারা বিশ্বস্ত অনলাইন ওয়েবসাইট সম্পর্কে জানেনা। এই কনটেন্টটি তাদের জন্য। আশা করি কনটেন্টটি পড়ে শিক্ষার্থীরা উপকৃত হবে। এমন উপকারী একটি কনটেন্ট লেখার জন্য কনটেন্ট এর লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  328. বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রযুক্তির বিস্ময়কর আবিস্কার আমাদের পড়াশোনাকে সহজ করে দিয়েছে। গুগল কিংবা ইউটিউবের মাধ্যমে তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ দিনদিন বেড়েই চলেছে। ইন্টারনেটে এমন অসংখ্য কোর্স রয়েছে, যেগুলো অধ্যয়নের মাধ্যমে ঘরে বসেই আমরা একাডেমিক জ্ঞানের গন্ডি পার করে নিজেদের জ্ঞানের প্রসার ঘটাতে পারি।বাংলাদেশে ১০ মিনিট স্কুল অনেক ভালো কাজ করছে। এই পোস্টে মাধ্যমে আমরা জানতে পারবো আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে যেখানে আপনি বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন। উল্লেখ্য, নিম্নোক্ত কিছু প্ল্যাটফর্মে কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেটও প্রদান করা হয়, যা আপনি চাইলে চাকরিক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।

    Reply
  329. In today’s online age, many things can be done at home, even studying. Thanks to current technology, it is possible to take classes at the world’s best universities from home, and many of them are free. There are numerous courses on the internet through which one can expand one’s world of thought apart from academic education at home. Read this article titled Top 10 Online Study Websites (Free) for more details. This article is very helpful thanks to the author.

    Reply
  330. এই বর্তমান যুগে শেখার কোন শেষ নেই। আমরা নানান ভাবে জ্ঞান অর্জন করতে পারি যেমন গুগল থেকে ইউটিউব থেকে আর সে সুবিধা দিন দিন বেড়েই চলছে।বর্তমান প্রযুক্তি আমাদের ঘরে বসেই নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ করে দিয়েছে। বিশ্বসেরা কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেট প্রদান করা হয় যেটা আমরা চাকরি খুঁজা কালীন বা চাকরির জন্য ব্যবহার করতে পারবো। অনলাইন থেকে ঘরে বসেই আমরা পৃথিবীর যেকোন প্রান্ত থেকে যেকোনো কিছু শিখতে পারি শিখা সম্ভব হয়ে উঠেছে। বর্তমান সময়ে অনলাইনে ঘরে বসে অনেক কোর্স করে স্বাবলম্বী হওয়া যায়।এই আর্টিকেলটিতে ১০ টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে আমরা কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে পারি আমার মনে হয় এই আর্টিকেলটি সবার পড়া উচিত। এই আর্টিকেলটিতে অনেক উপকারীতা তুলে ধরেছেন লেখক।

    Reply
  331. কনটেন্টি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সকল শিক্ষার্থী অর্থের অভাবে বা পারিপার্শ্বিক অবস্থার কারণে দেশের বাহিরে গিয়ে পড়ালেখা করতে পারে না তাদের জন্য অনলাইন এডুকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। কন্টেনটি আমার অনেক ভালো লেগেছে।

    Reply
  332. শেখার কোন শেষ নেই । অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোন কিছু শেখা সম্ভব। অনলাইনের মাধ্যমে পড়াশোনা করলে সময় সাশ্রয় সম্ভব। এই আর্টিকেলটিতে এমন দশটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে এই কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করা সম্ভব।জারাব অনলাইনের মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে চায় তাদের এই আর্টিকেলটি পড়া উচিত। এই আর্টিকেলটি এই অনেক উপকারী লেখককে অনেক ধন্যবাদ ।

    Reply
  333. ইন্টারনেট থাকা মানে পৃথিবীর সব কিছু এখন হাতের কাছে।অনেক শিক্ষার্থীরাই আছে এখন অনলাইনে পড়াশোনা করে।বাংলাদেশে ১০ মিনিট স্কুল অনেক ভালো কাজ করছে। এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পারবো আন্তর্জাতিক ১০+ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে যেখানে আপনি বিনামূল্যে কোর্সভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন।

    Reply
  334. বর্তমানের অনলাইনের যুগে ঘরে বসেই অনেক কিছু করা সম্ভব হচ্ছে, এমনকি পড়াশোনা ও। বিশ্বের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ দ্বারা পরিচালিত অধিকাংশ কোর্সগুলোই বর্তমানে অনলাইনে বিনামূল্যে শেখা যাচ্ছে।
    বাংলাদেশেও অনেক জনপ্রিয় অনলাইন শিক্ষার ওয়েবসাইট রয়েছে। আর্টিকেলটিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা জন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  335. বর্তমান প্রযুক্তি আমাদের ঘরে বসেই নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ করে দিয়েছে। বিশ্বসেরা কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইন ভিত্তিক কোর্স করার পর সার্টিফিকেট প্রদান করা হয় যেটা আমরা চাকরি খুঁজা কালীন বা চাকরির জন্য ব্যবহার করতে পারবো।এই আর্টিকেলটিতে ১০ টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে যেখানে আমরা কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে পারি। এই আর্টিকেলটি বর্তমান শীক্ষার্থীদের জন্য পড়া উচিত

    Reply
  336. শেখার কোনো শেষ নেই। কিন্তু আগ্রহ থাকলেও সব সময় সেই সুযোগ আমরা পাই না। এই লেখাটিতে অনলাইনে পড়াশোনা করার সেরা ১০টি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে যা আমাদের অনেকেরই অজানা। যারা নতুন নতুন কোর্স করতে আগ্রহী, এই লেখাটি তাদের জন্য খুবই উপকারী।

    Reply