২০১১ সালের ১৯শে নভেম্বর তারিখে জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধনী) বিল, ২০১১ সালের পাসের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত করা হয়। এর ফলে ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামে স্বতন্ত্র দুইটি কর্পোরেশন গঠন করা হয়। তন্মধ্যে – ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৪টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫৬টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়।
নিম্নে আপনাদের অবগতির জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের থানা সমূহের নাম দেওয়া হল-
ওয়ার্ড নং ০১: হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক নং অঞ্চলের একটি প্রশাসনিক ওয়ার্ড। মেগাসিটি ঢাকার উত্তরাংশের উত্তরা পশ্চিম এ আংশিক ও পূর্ব থানায় ওয়ার্ড নং ১ অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের অন্তর্গত।
ওয়ার্ড নং ২: এই ওয়ার্ডটি মিরপুর-১২ ও পল্লবী থানার অর্ন্তভূক্ত। এই ওয়ার্ডটির পূর্বে মানিকদি, পশ্চিমে পল্লবী প্রধান সড়ক, উত্তরে হারিরামপুর ইউনিয়ন ও দক্ষিণে সাংবাদিক প্লট। এই ওয়ার্ডটির আয়তন ১২ বর্গকিলোমিটার।
ওয়ার্ড নং ৩: এই ওয়ার্ডটি পল্লবী ও মিরপুর থানার অর্ন্তভূক্ত। এই ওয়ার্ডটির অর্ন্তভূক্ত এলাকা হলো মিরপুর ১০,ব্লক-এ, বি,সি। মিরপুর ১১ ব্লক-সি,এভিনিউ ৫,মেহেদী বাগ,সবুজবাগ হুইপ। এ ওয়ার্ডে প্রায় ৩৫ হাজার বিহারী বসবাস করে।
ওয়ার্ড নং ৪: ওয়ার্ড নং ৪ হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-২ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৪ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৪ ঢাকা মহানগরের কাফরুল থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৫ আসনের অন্তর্গত।
ওয়ার্ড নং ৫: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫ নাম্বার ওয়ার্ডটি পূর্বেও ছিল ৫ নাম্বার ওয়ার্ড। পল্লবী থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডটি মিরপুর ১১-এ, ১১-বি, ১১-ডি, ১১-ই, ১১-এফ নিয়ে গঠিত। এই ওয়ার্ডটিতে আবাসিক এলাকার পাশাপাশি বাণিজ্যিক ভবন রয়েছে।
ওয়ার্ড নং ৬: হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-২ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৬ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৬ ঢাকা মহানগরের পল্লবী থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৬ আসনের অন্তর্গত।
ওয়ার্ড নং ৭: হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-২ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৭ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৭ ঢাকা মহানগরের মিরপুর থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৪ আসনের অন্তর্গত।
ওয়ার্ড নং ৮ : হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-২ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৮ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৮ ঢাকা মহানগরের শাহআলী থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৪ আসনের অন্তর্গত।
থানা সমূহ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
ওয়ার্ড নং ৯ হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৪ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৯ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৯ ঢাকা মহানগরের দারুস সালাম থানায় অবস্থিত।
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ১০ নম্বর ওয়ার্ডটি আগেও ১০ নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। মিরপুর ও গাবতলীর বিভিন্ন জায়গা নিয়ে এই ওয়ার্ডটি অবস্থিত। দারুসসালাম থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডটির আয়তন প্রায় ৬ বর্গ কিলোমিটার।
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ১১ নম্বর ওয়ার্ডটি আগেও ১১ নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। মিরপুর, পাইকপাড়া, কল্যাণপুর এলাকার বিভিন্ন জায়গা নিয়ে এই ওয়ার্ডটি অবস্থিত। এই ওয়ার্ডটি মিরপুর থানার অর্ন্তভূক্ত।
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ১২ নম্বর ওয়ার্ডটি আগেও ১২ নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। মিরপুর ও দারুসসালাম থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্ডটির আয়তন ৩.৫০ বর্গ কি:মি।
ওয়ার্ড নং ১৩ হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৪ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ১৩ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ১৩ ঢাকা মহানগরের মিরপুর থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৫ আসনের অন্তর্গত।
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ১৪ নম্বর ওয়ার্ডটি আগেও ১৪ নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। মিরপুর ও কাফরুল থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডের আয়তন ৬ কিলোমিটার।
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ১৫ নম্বর ওয়ার্ডটি আগেও ১৫ নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। কাফরুল ও পল্লবী থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডটির আয়তন ২.৫ কিলোমিটার।
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ১৬ নম্বর ওয়ার্ডটি আগেও ১৬ নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। কাফরুল থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডটির আয়তন ২.৫ কিলোমিটার।
ওয়ার্ড নং ১৭ হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-১ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ১৭ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ১৭ ঢাকা মহানগরের খিলক্ষেত থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের অন্তর্গত।
ওয়ার্ড নং ১৮ হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৩ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ১৮ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ১৮ ঢাকা মহানগরের ভাটারা থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের অন্তর্গত।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোন কোন থানার আওতা ভুক্ত
ওয়ার্ড নং ১৯ হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৩ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ১৯ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ১৮ ঢাকা মহানগরের বনানী থানা ও গুলশান থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের অন্তর্গত।
ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ২০ নম্বর ওয়ার্ডটি আগেও ২০ নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। এই ওয়ার্ডটি রাজধানীর অভিজাত ওয়ার্ড হিসেবে সুপরিচিত। মহাখালী, গুলশান ও এর আশ পাশের এলাকা নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। গুলশান থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডের আয়তন ২ বর্গ কিলোমিটার।
২১নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৩ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ২১ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ২১ ঢাকা মহানগরের বাড্ডা থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১১ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন মাসুম গনি।
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ২২ নম্বর ওয়ার্ডটি আগেও ২২ নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল।রামপুরা ও বনশ্রী এলাকা নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। থানা: রামপুরা।
২৩নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৩ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ২৩ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ২৩ ঢাকা মহানগরের রামপুরা থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১১ আসনের অন্তর্গত।
২৪নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৩ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৩৭ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ২৪ ঢাকা মহানগরের তেজগাঁও থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১২ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন সফিউল্লাহ।
নব-নির্ধারিত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ২৫ নম্বর ওয়ার্ডটি আগে ৩৮ নম্বর ওয়ার্ড নামে পরিচিত ছিল। এই ওয়ার্ডটির আয়তন ২ বর্গকিলোমিটার। এই ওয়ার্ডটিতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থিত। ঢাকা মহানগরের তেজগাঁও থানায় অবস্থিত।
আরও পড়ুন
চাকরি দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) 2023 বিস্তারিত জানতে – ভিজিট করুন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২ বিস্তারিত জানতে – ভিজিট করুন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওয়ার্ড সমূহ বিস্তারিত জানতে – ভিজিট করুন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল সমূহ বিস্তারিত জানতে – ভিজিট করুন
২৬নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৫ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৩৯ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ২৬ ঢাকা মহানগরের তেজগাঁও থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১২ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন শামীম হাসান।
২৭নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৫ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৪০ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ২৭ ঢাকা মহানগরের শেরে বাংলা নগর থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১২ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন ফরিদুর রহমান খান ইরান।
২৮নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৫ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৪১ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ২৮ ঢাকা মহানগরের শেরে বাংলা নগর থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৩ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন ফোরকান হোসেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৯ নাম্বার ওয়ার্ডটি পূর্বে ছিল ৪২ নাম্বার ওয়ার্ড । রাজধানীর এই ওয়ার্ডটিকে অন্যরকম এক পরিচয় দিয়েছে ওয়ার্ডের হস্তশিল্পের কারখানাগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য মেয়েদের হাতের চুড়ি,শাড়িতে কারচুপির কাজ,এমব্রয়ডারি,হাজার বুটিকের কাজ ইত্যাদি। এই ওয়ার্ডটির আয়তন ১.০২৯ বর্গকিলোমিটার। এই ওয়ার্ডটি মোহাম্মদপুর থানার অর্ন্তভূক্ত।
ওয়ার্ড নং ৩০ পুরাতন ওয়ার্ড নং ৪৩ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নাম্বার ওয়ার্ডটি পূর্বে ছিল ৪৩ নাম্বার ওয়ার্ড। আদাবর থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডের ৪.৫০ বর্গকিলোমিটার।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নাম্বার ওয়ার্ডটি পূর্বে ছিল ৪৪ নাম্বার ওয়ার্ড। মোহাম্মদপুর থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডের লোক সংখ্যা প্রায় দেড় লাখ।
৩২নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৫ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৪৫ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৩২ ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৩ আসনের অন্তর্গত।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নাম্বার ওয়ার্ডটি পূর্বে ছিল ৪৬ নাম্বার ওয়ার্ড। এটি ঢাকার ঐতিহ্যবাহী ওয়ার্ডের অন্যতম। কারণ এখানে রয়েছে ঢাকার পুরার্কীতির অন্যতম সাত গম্বুজ মসজিদ। মোহাম্মদপুর থানার অর্ন্তভূক্ত এই ওয়ার্ডের আয়তন ৩ বর্গ কি.মি।
৩৪নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৫ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৪৭ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৩৪ ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৩ আসনের অন্তর্গত।
৩৫নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৩ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৫৪ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৩৫ ঢাকা মহানগরের হাতিরঝিল থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১২ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন মোক্তার সরদার।
৩৬নং ওয়ার্ড হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৩ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৫৫ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৩৬ ঢাকা মহানগরের হাতিরঝিল থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১২ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন তৈমুর রেজা।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.dncc.gov.bd/
3 thoughts on “ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থানা সমূহ”