বয়সের বাধা অতীত করে ক্যারিয়ারে সাফল্য

Spread the love

বহু প্রচলিত একটি কথা হলো – “পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি”।সঠিক বয়স সৌভাগ্যের চাবিকাঠি”, এমন কথা আজ পর্যন্ত কোথাও কেউ শুনে নি।

আমরা বয়স বলতে কি বুঝি? কোনো সংখ্যা, নাকি সময়, নাকি অস্তিত্বের কাল? সে যা ই হোক, বয়স  কেবলই  কিছু সংখ্যা। আর যদি বলি- ক্যারিয়ার কি? ক্যারিয়ার হলো সেই পেশা বা কাজ যা আমাদের জীবিকা নির্বাহের জন্য করে থাকি।

মানুষের জীবন চালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে- ক্যারিয়ার। প্রতিটি মানুষের লক্ষ্য ই থাকে তার ক্যারিয়ার গোছানো। আর তার পেছনের উদ্দেশ্য হলো ভালভাবে বাচা। ক্যারিয়ারে সাফল্যের মূল মন্ত্র  হলো-  নিজেকে  নিজের যোগ্যতা অনুসারে সঠিকভাবে  প্রকাশ  করা।  নিজের  যোগ্যতা ও দক্ষতা  প্রকাশ করার মাধ্যমে  এবং নিজের ইচ্ছার শক্তি সাথে কঠোর পরিশ্রম এর মিশ্রণের মাধ্যমে  মানুষ  ক্যারিয়ারে সফল হতে পারে। মানুষ যে  পেশাতেই হোক,  সেখানে থেকে হাল ছাড়া যাবে না।  সাফল্য অর্জনের ক্ষেত্রে মানুষের মনোবল, সাহস,ইচ্ছাশক্তি,  চিন্তা-ভাবনাই হচ্ছে মূল চালিকাশক্তি।

পৃথিবীতে বর্তমান সময় দাঁড়িয়ে আমরা অনেক ধরনের  ইতিহাসের  সাক্ষী হচ্ছি। এখানে  ক্যারিয়ার গড়া,  সাফল্য অর্জন করা, লক্ষ্যে পৌঁছানো,  এসবের পিছনে  বয়স কোন  ব্যাপারই না।  এমন অনেক মানুষ আছেন যারা  কেবলমাত্র ১৮ বছর পেরোতেই  নিজের ক্যারিয়ার বৃহৎভাবে তৈরি করে  নিজের  পথ গড়ে নিয়েছে  এবং সফলও হয়েছে। আবার এমনও দেখতে পাই, যাদের বয়স  ৫০ এরও বেশি হওয়ার পরেও তারা  সাফল্যের সাথে তাদের ক্যারিয়ার গঠন করতে পেরেছে।

ক্যারিয়ারে সাফল্য অর্জনে কি আদৌ বয়সের কোনো ভূমিকা আছে?  

সাফল্যের ক্ষেত্রে বয়স কোন বাধা নয় বা বয়স কোনো সহযোগী ও নয়। সাফল্য কখনো  বয়সের  সংখ্যা দেখে আসেনা। যদি তাই ই হতো তবে, বয়সের কোটার সাথে সব মানুষের সাফল্য অটোম্যাটিক যুক্ত হয়ে যেতো। বয়স তখনই  কারো জন্য বাধা হবে যখন, সেই মানুষটি  নিজেই তার বয়সকে বাধা মনে করবে।  বয়স কোন ভাবেই আমাদের কোন কাজে বাধা দেয় না। যদি কোন কিছু বাধা দিয়েই থাকে তবে সেটি আমাদের চিন্তা ভাবনা, আমাদের ধ্যান ধারণা। আর এই দোষ টি আমরা কখনোই বয়সের উপর চাপিয়ে দিতে পারি না।

ধরুন একজন মাঝ বয়সী মানুষের কথায ই বলি। যদি সেই মানুষটি তার বয়স কম বা বেশি বলে,  সব সময় এই ধরনের চিন্তা পোষণ করে যে, সে এখন এই কাজ করতে পারবে না অথবা সে তার ক্যারিয়ারে সাফল্য অর্জন করতে পারবেনা, তবে এটি তার ভুল ধারণা। তার এই ভুল ধারণাই তাকে ধীরে ধীরে  পেছনের দিকে ঠেলে নিয়ে যাবে। আর অগ্রগতির দিকে বাধা সৃষ্টি করবে। মানুষ যখন  তার বয়স নিয়ে  যতটুকু সময় চিন্তা করতে থাকে ঠিক ততটুকু সময় ই ধরতে গেলে সে নষ্ট করে।  কিন্তু  সে যদি এসব চিন্তা ভাবনা না করে তার ক্যারিয়ার গঠনের দিকে মনোনিবেশ  করতো, তবে সে সফল হয়ে যেত।

 বয়স কেবল ই অজুহাত মাত্র

আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা  বয়সের অজুহাতে  জীবন থেকে  পিছিয়ে পড়ে আছেন। যখন ই কোনো মানুষের সাফল্য সবার সামনে আসে, তখন অন্যরা মনে করে যে, সে লোক সেই বয়সের আছে বলেই পেরেছেন। আমি সেই বয়সে নেই,তাই পারবো না।  তারা সব সময়ই মনে করেন যে, এই কাজটি আমি করতে পারবো না অথবা আমার এই কাজটি করার সময় পেরিয়ে গিয়েছে বা সময় এখনো আসে নি। সেসব মানুষ আরো চিন্তা করে – সে যদি কোন নির্দিষ্ট বয়সের হতো  তবে সে কাজটি ঠিকই করতে পারতো।  কিন্তু তার এ সকল ধারণাই ভুল।  মানুষ চেষ্টা করলে কি না করতে পারে!  মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ পরিশ্রমের দ্বারা যেকোনো কাজই  সফল ভাবে করে নিতে পারে। এক্ষেত্রে বয়স কোন  গুরুত্বপূর্ণ  বিষয় নয়।

ক্যারিয়ারে সাফল্যের মূলমন্ত্র কি?

ক্যারিয়ার গঠনের মূল মন্ত্র  বয়স, এই কথাটি কেউ কোথাও দেখেনি,শোনেনি। এমনকি কেউই বলতে পারবে না যে, ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে বয়সের ভূমিকা থাকে। ক্যারিয়ার  গঠনে যদি কোন কিছুর ভূমিকা থাকে তবে সেটি হল- সেই মানুষটি  ইচ্ছা শক্তি, তার  চিন্তা ভাবনা আর তার কঠোর পরিশ্রম। আর এটিই ক্যারিয়ারে সাফল্যের মূলমন্ত্র

যদি বয়সের কথা চিন্তা করি তবে বলতে পারি যাদের বয়স কম তারা নতুন ধরনের জীবন ধারায় তাদের ক্যারিয়ার গড়ে তুলবে। আর যাদের বয়স বেশি হয়ে গিয়েছে তাদের জীবনে রয়েছে অভিজ্ঞতা নামক একটি বিশাল অধ্যায়। যেখানে, তারা অন্যদের থেকে বেশি অভিজ্ঞতা অর্জন করেছে। তারা পৃথিবীকে আরো বেশ  কয়েক বছর আগে থেকেই জানে। তারা অন্যদের থেকে খুব ভালো মতোই জানে যে, কোন পথটি  সুগম এবং কোন পথটি দুর্গম!

বয়সভেদে কিছু সফল মানুষজন

আমাদের চারপাশে খেয়াল করলে দেখা যাবে এমন অনেক মানুষ আছেন, তারা অনেক বয়স হয়েছে সত্ত্বে ও নিজেকে পূনরায় নতুন করে আবিষ্কার করে, নিজের ইচ্ছাশক্তি ও নিজের পরিশ্রাম ব্যয় করে একটা প্রতিষ্ঠীত জায়গায় নিজেকে নিয়ে যেতে পেরেছে। আবার কম বয়সী মানুষেরাও নতুন উদ্দীপনায় সফল হয়েছেন।

এখন যদি বলা হয়, বেশি বয়সের মানুষেরা আধুনিক জীবন যাত্রার সাথে তাল মিলিয়ে চলতে পারে না, তবে সে ভুল। আমরা যদি একটু চারপাশে খেয়াল করি, তবে দেখতে পাই- অনেক বয়ষ্ক মানুষ অনলাইন ভিত্তিক প্ল্যাটফরমের সাথে যুক্ত হয়ে নানা রকম কাজ করে নিজেকে সফল করে তুলতে পেরেছে। অনলাইন ব্যবসা হোক আর ফ্রিল্যান্সিং হোক, যেকোনোটিতেই সব বয়সের মানুষের অবাধ বিচরন দেখায় যায় এখন। এই পেশায় যুবক – বয়ষ্ক সবাই পুরোদমে কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে।

যদি ৭৪ বছর বয়সি “কে এফ সি” এর প্রতিষ্ঠাতা হারল্যান্ড স্যান্ডার্স এর কথা ই চিন্তা করি, তবে আমরা দেখতে পাই তার সাফল্যের পেছনে বয়স কোনো বাধাই নয়। বরং এই বয়সেই তিনি আর দশ জন যুবকের চেয়ে বেশি এগিয়ে। তিনিও শুরুর দিকে কখনো ই ভাবেন নি যে, তিনি একজন সুনামধন্য মিলিয়নিয়ার হয়ে বিশ্ব দরবারে সবাই কে তাক লাগিয়ে দিবেন।

যদি বিবর্তনবাদ ধারণার প্রবর্তক “চার্লস ডারউইনের” কথা চিন্তা করি, তবে দেখতে পাই, ৫০ বছর বয়সের পর তিনি  অঢেল  সম্পদের  অধিকারী হয়েছিলেন। যদিও তিনি উত্তরাধিকার সূত্রে বেশ সম্পদশালী ছিলেন। এর পরেও নিজ উদ্যোগে  ৫০ বছর  বয়সে  বিপুল সম্পদের অধিকারী  হয়েছিলেন।

কম বয়সে সফলতা অর্জনকারী দের মধ্যে  আমরা  এমন কিছু মানুষদের চিনি যারা শুধুমাত্র বয়সের দিকে গুরুত্ব না দিয়ে, নিজের কাজ এবং  নিজের ক্যারিয়ারের দিকে মনোনিবেশ করে  সফলতা অর্জন করেছে। এর মধ্যে একজন হলেন “কাইলি জেনার”  যিনি বর্তমান বিশ্বের সবথেকে কম বয়সে  ধনী  নারী।  মাত্র ২১ বছর বয়সে  তিনি  বিপুল সম্পদে অধিকারী হয়েছেন। ফেইসবুক প্রতিষ্ঠাতা, “মার্ক জাকারবার্গ “ মাত্র ২৩ বছর বয়সে বিপুল সম্পদের অধিকারী হয়েছেন।তার এই সাফল্যের পেছনে তার ইচ্ছাশক্তিই মূল ভিত্তি।

পরিশেষে  এটাই বলা যায় যে, জীবনে ক্যারিয়ার গঠন করা, সাফল্য অর্জন করা, কোনটির পেছনে নির্দিষ্ট কোন বয়স সীমা নেই। যদি  ব্যক্তির মনে  সত্যিকারের  সাফল্য অর্জনের ইচ্ছা থাকে তাহলে সে যেকোনো বয়সেই তার ক্যারিয়ার গঠন করতে পারে এবং  সাফল্য অর্জন করতে পারে। এখানে বয়সের বাধা বলে কিছু নেই।

42 thoughts on “বয়সের বাধা অতীত করে ক্যারিয়ারে সাফল্য”

  1. ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে বয়সের কোনো বাধা নেই। দৃঢ় ইচ্ছাশক্তি ও অপরিসীম মনোবল থাকলে যেকোনো বয়সে সাফল্য অর্জন করা যাবে। তাই সকলের উচিত হাল ছেড়ে না দিয়ে চেষ্টা করা।

    Reply
    • মানুষের জীবনে ক্যারিয়ারের সফলতা অর্জনে বয়স কোন বাধা হতে পারে না।মূলত মানুষের মনোবল, ইচ্ছাশক্তি, সাহস, চিন্তাভাবনাই সফলতা এনে দেয় বয়স নয়।

      Reply
  2. দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমই ক্যারিয়ার গঠনের মূল চালিকাশক্তি। ক্যারিয়ারের সাথে বয়সের কোনো সম্পর্ক নেই। এই লেখাটি পড়ার আগে ক্যারিয়ার নিয়ে চিন্তিত ছিলাম, এখন অনেকটা সাহস পাচ্ছি। ধন্যবাদ লেখককে।

    Reply
  3. আমরা আমাদের জীবন নির্বাহের জন্য যে পেশা বা কাজকে নির্বাচন করে সামনের দিকে অগ্রসর হই সেটিই মূলত ক্যারিয়ার।ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে বয়স কখনো বাধা হয়ে উঠতে পারে না।বয়স কেবলই একটি সংখ্যা মাত্র। নিজেকে নিজের যোগ্যতা অনুসারে সঠিকভাবে প্রকাশ করা, নিজের যোগ্যতা ও দক্ষতা প্রকাশ করার মাধ্যমে এবং নিজের ইচ্ছা শক্তির সাথে কঠোর পরিশ্রম এর মিশ্রণের মাধ্যমে মানুষ ক্যারিয়ারে সফল হতে পারে। এটাই মূলত ক্যারিয়ার গঠনের মূলমন্ত্র। মানুষ যে পেশাতেই হোক, সেখানে থেকে হাল ছাড়া যাবে না। সাফল্য অর্জনের ক্ষেত্রে মানুষের মনোবল, সাহস,ইচ্ছাশক্তি, চিন্তা-ভাবনাই হচ্ছে মূল চালিকাশক্তি। মানুষের মনে যদি সত্যিকারের সাফল্য অর্জনের ইচ্ছা থাকে তাহলে সে যেকোনো বয়সেই তার ক্যারিয়ার গঠন করতে পারে। এক্ষেত্রে বয়স কখনো বাধা হতে পারেনা।ধন্যবাদ লেখককে।এই লেখাটি আমার চিন্তাভাবনার প্রসার ঘটাতে সাহায্য করেছে।

    Reply
  4. উপরোক্ত উক্তিগুলো বিবেচনা করে পরিশেষে একটাই কথা বলা চলে,যে সফলতা যে কোন বয়সেই আসতে পারে আর এর পিছনে মূল মন্ত্র হচ্ছে ইচ্ছা শক্তি।একমাত্র ইচ্ছাশক্তি থাকলে মানুষ যে কোন অসাধ্য কাজ সাধন করতে পারে ।

    Reply
  5. পরিশ্রমে সাফল্য আসে, বয়সে নয়। ইচ্ছে শক্তিই যেকোনো সাফল্যের মূল চালিকা। সুতরাং বয়স যতই হোক না কেন, পরিশ্রম ও ইচ্ছে শক্তি থাকলে সফলতা আসবেই।

    Reply
  6. মানুষের জীবন চলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যারিয়ার।প্রতিটি মানুষের লক্ষ্য থাকে তার ক্যারিয়ার গুছানো। নিজের ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ ক্যারিয়ারে সফল হতে পারে।ক্যারিয়ারে সাফল্য অর্জনের ক্ষেত্রে বয়সের কোন বাধা নেই।বরং ক্যারিয়ারে সাফল্যের ক্ষেত্রে প্রয়োজন নিজের দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। যেকোন বয়সে উপনীত হয়েও যে ক্যারিয়ারে সাফল্য অর্জন করা যায় তা লেখকের চমৎকার লেখনীতে ফুটে উঠেছে। ধন্যবাদ লেখককে এর মাধ্যমে আমি অনুপ্রাণিত হয়েছি।

    Reply
  7. জীবনের সফলতা অর্জনের জন্য প্রয়োজন হলো ব্যক্তির প্রবল ইচ্ছা শক্তি, চিন্তাভাবনা এবং কঠোর পরিশ্রম।
    এই লেখাটি পড়ে অনুধাবন করতে পারলাম যে, “ক্যারিয়ারে সাফল্য অর্জনে বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায় না।”

    Reply
  8. সফলতা যেকেোনো বয়সেই আসতে পারে, যদি দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম করা হয়। এখানে বয়স কোনো ব্যাপার না। আমরা আমাদের চারপাশে এরকম অনেক মানুষের সাফল্যের গল্প শুনতে পাই। এছাড়া এই কন্টেন্ট থেকে আমি কেএফসি, ফেসবুক এদের ওনারদের গল্প, কাইলি জেনার এবং চার্লস ডারউইনের গল্প জানতে পেরেছি।

    Reply
  9. ’পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি ‘’ এটা আমরা ছোটকাল থেকে শুনে আসছি কিন্তু বর্তমান যুগে ’’ সঠিক বয়স সৌভাগ্যের চাবিকাঠি’’ কারণ এখনকার বর্তমান বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে যে কোন বয়সের মানুষ ফ্রিল্যান্সিং করে ও অনলাইন ব্যবসা করে নিজের ক্যারিয়ার গঠন করে থাকে | ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে বয়সের কোন বাধা নেই | তার জন্য থাকতে হবে প্রচুর ইচ্ছা শক্তি এবং দৃঢ় মনোবল| কঠোর পরিশ্রমই ক্যারিয়ার গঠনের মূল চালিকাশক্তি | তাই আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে , হাল ছেড়ে দিলে হবে না… চেষ্টা চালিয়ে যেতে হবে | এই লেখাটি পড়ে আমি অনেক সাহস পেয়েছি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তাই আমার বয়স যেটাই হোক না কেন বয়স মাত্র একটি সংখ্যা | সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য লেখককে ধন্যবাদ |

    Reply
  10. দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমই আনে সফলতা, আর সফলতা মানেই সুগঠিত ক্যারিয়ার। ক্যারিয়ার গড়তে কোনো নির্দিষ্ট বয়স লাগে না। তাইতো কেউ কম বয়সেই উচ্চ ক্যারিয়ার গড়তে পারে, কেউবা পঞ্চাশোর্ধ বয়সেও ক্যারিয়ারে সফলতা অর্জন করতে পারে।

    Reply
  11. বয়স এবং ক্যারিয়ার কখনও একে অপরের প্রতিবন্ধক হতে পারে না। দৃঢ় ইচ্ছাশক্তি নিয়ে পরিশ্রম করে লেগে থাকলে সাফল্য আসবে ইনশাআল্লাহ সেটা যে কোন বয়সেই হোক না কেনো।

    Reply
  12. দৃঢ় ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম জীবনে সফলতা নিয়ে আসে। জীবনে সফল হওয়ার জন্য নির্দিষ্ট কোন বয়স লাগে না।সুতরাং সফলতা লাভের জন্য বয়স কোন বাধা নয় । এই কনটেন্ট আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি আশা করছি, এবার আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ।

    Reply
    • নিজের যোগ্যতা ও দক্ষতা প্রকাশ করার মাধ্যমে এবং নিজের ইচ্ছা শক্তির সাথে কঠোর পরিশ্রম এর মিশ্রণের মাধ্যমে মানুষ ক্যারিয়ারে সফল হতে পারে।
      যদি ব্যক্তির মনে সত্যিকারের সাফল্য অর্জনের ইচ্ছা থাকে তাহলে সে যেকোনো বয়সেই তার ক্যারিয়ার গঠন করতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে। এখানে বয়সের বাধা বলে কিছু নেই।এই কন্টেন্টটা পড়ার পর আমার লক্ষ্যে পৌছানো সহজ হবে। এত সুন্দর একটি কন্টেন্ট উপহার দেওয়ার জন্য লেখককে অনেক ধন্যবাদ।

      Reply
  13. বয়স কেবলই একটা সংখ্যা মাত্র I জীবনে কঠোর পরিশ্রম এবং ইচ্ছাশক্তি হচ্ছে ক্যারিয়ার গঠনের মূল মন্ত্র I সুতরাং সফলতা অর্জনের ক্ষেত্রে বয়স কোন বাধা হতে পারে না I
    সাফল্য অর্জনের ক্ষেত্রে নির্দিষ্ট কোন বয়স সীমা নেই, প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলে যেকোনো বয়সেই সুন্দর একটি ক্যারিয়ার গঠন করা সম্ভব I

    Reply
  14. বয়স সে তো শুধুমাএ একটি সংখ্যা।ক্যারিয়ার গঠনের ক্ষেএে বয়স কখনোই বাধা হতে পারেনা।সব থেকে জরুরি ও প্রয়োজন হলো নিজের দৃঢ় ইচ্ছাশক্তি ও জীবনে সফল হওয়ার প্রবল মনোবল।দৃঢ় আত্মবিশ্বাস থাকলে সাফল্য জীবনে আসবেই সেটা যে বয়সেই হোক।হাল ছেড়ে না দিয়ে চেষ্টা চালিয়ে যেতেই হবে।

    Reply
  15. প্রত্যেক মানুষের জীবনে ক্যারিয়ারের সাফল্য নিয়ে একটা লক্ষ্য থাকে। আর সেই সাফল্য যে কোনো বয়সেই হতে পারে। নিজের ইচ্ছা শক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে সে তার কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এজন্য ধৈর্যের সাথে সেই কাজের পিছনে লেগে থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে সাফল্যের পেছনে বয়স কোনো বাঁধা নয়। ইচ্ছাশক্তিই হচ্ছে মূল চালিকাশক্তি।

    Reply
  16. সাফল্য অর্জনের ক্ষেত্রে মানুষের মনোবল, সাহস, ইচ্ছা-শক্তি, ও চিন্তা – ভাবনাই হচ্ছে মানুষের মূল চালিকাশক্তি । যদি কোনো ব্যক্তির মনে সাফল্য অর্জনের ইচ্ছা থাকে তাহলে সে যেকোনো বয়সেই তার ক্যারিয়ার গড়তে পারে । আমি মনে করি লেখকের এই কথাগুলো প্রত্যেকটি মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে।

    Reply
  17. ক্যারিয়ার গঠনে বয়স কোন বাধা নয়, পরিশ্রম ও ইচ্ছাশক্তি থাকাটাই জরুরী। ইচ্ছেশক্তি থাকলে ও পরিশ্রম করলে যে কোন বয়সেই যে কোন কাজে সফলতা আনা সম্ভব। আমি মনে করি যে, যারা বয়সের কারণে ক্যারিয়ার গঠনে থেমে গেছেন তারা এই আর্টিকেলটি পড়লে তাদের মনোবল ফিরে পাবেন।ইনশাল্লাহ।

    Reply
  18. “পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি ”
    এই উক্তিটির সাথে আমি মনে করি “ইচ্ছা শক্তি এবং ধৈর্য্য ” এই কথাটিও সাফল্যো অর্জন করার পেছনে অনেক বড় ভুমিকা রাখে।আরও একটি মূল বিষয় হলো বয়স,এখন ঠিক এই শতাব্দীতে দাড়িয়ে বয়স কখনওই সাফল্য অর্জনের পিছনে বাধা হতে পারে না।আপনার আগ্রহ এবং যেই কাজ করছেন,সেই কাজের প্রতি ভালোবাসা থাকলে বয়স কোন বাধা নয়।আপনার প্রবল ইচ্ছা শক্তি থাকলে, সকল বাধা বিপত্তি পার করে ধৈর্য্য ধারন করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি।তাহলেই যে কোন বয়সেই দেখবেন আপনার সাফল্য ধার প্রান্ত।

    Reply
  19. মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যারিয়ার।আর এই ক্যারিয়ার গঠনে বয়স কোন বাধা হতে পারে না।ক্যারিয়ার গঠেনর মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে দৃঢ় মনোবল, সাহস,ইচ্ছাশক্তি, চিন্তা-ভাবনা।অনেকক্ষেত্রে বেশি বয়সে সাফল্য আসতে পারে আবার পরিশ্রমের মাধ্যমে কম বয়সেই সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে। তাই বয়স দিয়ে সফলতা বিচার করা নিতান্ত বোকামি ছাড়া কিছু নয়।

    Reply
  20. ধন্যবাদ লেখককে।কারণ “পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি ” কথাটি বইয়ের পাতায় পড়েছি আর শুনেছি বারংবার। আজ এই কনটেন্টটি পড়ে বুঝলাম যে, পরিশ্রমই মানুষের জীবনের সফলতা অর্জনে মুল চালিকাশক্তি। বয়সের অযুহাতে বসে থাকলে সফলতা আসে না। অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমই পারে সফল আর সুন্দর জীবন গড়ার সহায়ক।

    Reply
  21. সাফল‍্য অর্জনের নির্ধারিত কোনো বয়স সীমা নেই। মনোবল, সাহস এবং ইচ্ছাশক্তি জাগ্রত থাকলে সাফল‍্য আসেই। বয়স যতোই হোক না কেনো তাতে কোনো বাধা নেই। কথায় একটি প্রবাদও আছে, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।

    Reply
  22. আমরা প্রত্যেকে আমাদের ক্যারিয়ার জীবনে সাফল্য অর্জন করতে চাই। কিন্তু কিছু নেতিবাচক মনোভাব আমাদের সফল ক্যারিয়ার গঠনে বাঁধা সৃষ্টি করে। তন্মধ্যে বয়স একটি। আসলে বয়স যে কিছুই না এটা নিতান্তই একটা সংখ্যা মাত্র এ-ই সহজ ব্যপারটা আমরা বুঝতে চাই না।
    যেকোনো বয়সের মানুষের ক্যারিয়ার জীবনে সফল হওয়ার মূল মন্ত্র হওয়া উচিত, তার লহ্ম্য ঠিক রাখা, প্রচন্ড ধৈর্য্য, ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। এ সকল গুনাবলি যার মধ্যে থাকবে সে যে তার ক্যারিয়ার জীবনে সাফল্য অর্জন করতে পারবেন তা লেখকের এই সুন্দর উপস্থাপনা থেকে আমরা বুঝতে পারছি।

    আমাদের বয়সের ব্যপারে যে ভুল মনোভাব ছিলো তা ভেঙে, আমাদের মনে সাহস সঞ্চার করার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  23. প্রতিটি মানুষের লক্ষ্যই থাকে তার ক্যারিয়ার গোছানো আর ভালোভাবে বাঁচা। ক্যারিয়ারে সাফল্যের পিছনে থাকে অদম্য ইচ্ছা শক্তি, পরিশ্রম, মনোবল, সাহস ও ধৈর্য্য। আর এই সাফল্য অর্জন করতে বয়স কোন বাধা নয়। যেকোনো বয়স থেকে শুরু করা যায়। পরিশেষে একটি কথাই বলব বয়সের অজুহাত দিয়ে জীবন থেকে পিছিয়ে না গিয়ে নিজেকে বিকশিত করা।

    Reply
  24. পরিশ্রমই সৌভাগ্যের এবং সাফল্যের একমাত্র চাবিকাঠি যা তার প্রতিদান ঠিক সময়ে দিবেই। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যারিয়ার।নিজের যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মনোবল দৃঢ় রেখে কঠোর পরিশ্রম এর মাধ্যমে মানুষ ক্যারিয়ারে সফল হতে পারে।মানুষের মনোবল, সাহস,ইচ্ছাশক্তি,চিন্তা-ভাবনাই হচ্ছে সাফল্য অর্জনের মূল চালিকাশক্তি।পৃথিবীতে অল্প বয়সে সফল হওয়া ব্যক্তির পাশাপাশি অনেক ব্যক্তি আছেন যারা জীবনের অনেকটা সময় কাটিয়ে দেয়ার পর কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যনামক সোনার হরিণ খুঁজে পেয়েছেন।তাদের প্রবল ইচ্ছাশক্তির কাছে বয়স হার মেনে নিয়েছে।জীবনে ক্যারিয়ার গঠন এবং সাফল্য অর্জন এর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সের সীমারেখা নেই।সাফল্য অর্জনের ইচ্ছা থাকলে যেকোনো বয়সেই ক্যারিয়ার গঠন করে সাফল্য অর্জন করা যায়।আমি ব্যক্তিগতভাবে মনে করি এই আর্টিকেলটি পরে সব বয়সী মানুষেরা অনেক অনুপ্রাণিত হবেন।

    Reply
  25. দৃঢ় ইচ্ছাশক্তি ও পরিশ্রম জীবনে সফলতা তথা ক্যারিয়ার গঠনের মূল চালিকাশক্তি। বয়স কেবল একটি সংখ্যা। কারো মনে যদি জীবনে সফলতা লাভের অদম্য ইচ্ছাশক্তি থাকে তাহলে সে যে কোনো বয়সে তার ক্যারিয়ার সুন্দরভাবে গঠন করতে পারে।লেখক কে অসংখ্য ধন্যবাদ বিষয়টি এত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে তুলে ধরার জন্য।

    Reply
  26. কথাগুলি আসলেই অসাধারন। একজন মানুষের ভিতরে প্রেরনা জোগানোর জন্য পর্যাপ্ত। বয়সের বাধা না মেনে ইচ্ছাশক্তি নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। তাহলেই সফলতা আশবে ইংশা আল্লাহ

    Reply
  27. বয়স হচ্ছে শুধুমাত্র একটি সংখ্যা। একজন ব্যাক্তির বয়স কখনও তার সফলতার পথে বাঁধা সৃষ্টি করতে পারে না। নিজের কঠোর পরিশ্রম, মনোবল, সাহস ও দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে যে কোন বয়সেই সফলতা অর্জন করা সম্ভব।

    Reply
  28. ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে বয়সের কোন সীমা নেই। সাফল্য অর্জন করা ও নিজের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কঠোর পরিশ্রম ও নিজের ইচ্ছাশক্তি। উদাহরণস্বরূপ কেএফসি এর মালিক ৫০ বছর বয়সে ব্যবসা সাফল্য অর্জন করে আবার বর্তমান সময়ে অনেক তরুণ ১৮ থেকে ২৫ বছরের মধ্যেই তাদের ক্যারিয়ার উন্নত করে ফেলেছে।সাফল্য অর্জনের তথা ক্যারিয়ার গঠনে বয়স হওয়া বা বয়সে বাধা বলে যে কিছু নেই তা এই কনটেন্ট টি তে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

    Reply
  29. একটি সুন্দর ক্যারিয়ার তৈরি করা সবার স্বপ্ন। কিন্তু নির্দিষ্ট একটি সময় পর আমারা ক্যারিয়ার নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পরি।কারন বয়স বাড়ছে কিন্তু ক্যারিয়ার তৈরি হচ্ছে না।কন্টেন্টটি পড়ার পর আর এই ভয় টা কাজ করছে না। কারন বয়স শুধুই একটি সংখ্যা। ধন্যবাদ লেখক কে আমার এই ভুল ধারনা ভাঙানোর জন্য।

    Reply
  30. জীবনে সাফল্য অর্জন করা এবং ক্যারিয়ার গঠন করার নির্দিষ্ট কোন বয়স সীমা নেই। কোন মানুষের মনের মধ্যে সাফল্য অর্জনের প্রবল ইচ্ছা শক্তি, ধৈর্য্য ও কঠোর পরিশ্রম করার মনোভাব থাকে তবে সে যেকোনো বয়সেই তার ক্যারিয়ার গঠন করতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে। পরিশেষে বলবো বয়সের অজুহাত দিয়ে জীবন থেকে পিছিয়ে না গিয়ে নিজেকে বিকশিত করা উচিত।

    লেখককে অনেক অনেক ধন্যবাদ ।আমার বয়সের ব্যাপারে যে ,ভুল ধারণা ছিল তা দূর করতে সাহায্য করে এবং মনে সাহস সঞ্চার করার জন্য কন্টেন্টটি আমার জন্য খুবই উপকারী ছিল।

    Reply
  31. যেকোন মানুষের মনের মধ্যে সাফল্য অর্জনের প্রবল ইচ্ছা শক্তি, ধৈর্য্য ও কঠোর পরিশ্রম করার মনোভাব থাকে তবে সে যেকোনো বয়সেই তার ক্যারিয়ার গঠন করতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে। পরিশেষে বলবো বয়সের অজুহাত দিয়ে জীবন থেকে পিছিয়ে না গিয়ে নিজেকে বিকশিত করা উচিত।

    লেখককে অনেক অনেক ধন্যবাদ ।কন্টেন্টটি আমার জন্য খুবই উপকারী ছিল।

    Reply
  32. ক্যারিয়ারে সাফল্যের মূল মন্ত্র হলো- নিজেকে নিজের যোগ্যতা অনুসারে সঠিকভাবে প্রকাশ করা। সাফল্য অর্জনের ক্ষেত্রে মানুষের মনোবল, সাহস,ইচ্ছাশক্তি, চিন্তা-ভাবনাই হচ্ছে মূল শক্তি। এখানে বয়সের বাধা বলে কিছু নেই।

    Reply
  33. ধন্যবাদ লেখককে ক্যারিয়ার নিয়ে এত সুন্দর আলোচনা করার জন্য। সত্যিকার অর্থেই ক্যারিয়ার গঠন করা আর সাফল্য অর্জন করা, কোনটির পেছনেই নির্দিষ্ট বয়স সীমা নেই। বয়স কখনো সাফল্য অর্জন করতে বাধা দিতে পারে না। প্রবল ইচ্ছাশক্তি আর মনমানসিকতা দিয়েই মানুষ জীবনে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারে।

    Reply
  34. ক্যারিয়ারে সাফল্যের মূল মন্ত্র হলো- নিজের যোগ্যতা ও দক্ষতা প্রকাশ করার মাধ্যমে এবং নিজের ইচ্ছার শক্তি সাথে কঠোর পরিশ্রম এর মিশ্রণের মাধ্যমে মানুষ ক্যারিয়ারে সফল হতে পারে।
    ক্যারিয়ার গঠন,সাফল্য অর্জন করা, কোনটির পেছনে নির্দিষ্ট কোন বয়স সীমা নেই।

    Reply
  35. “পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি” – এই কথাটির সাথে আমি একমত কারণ জীবনে সফলতা নিয়ে আসতে হলে অবশ্যই পরিশ্রম, ধৈর্য এবং ইচ্ছাশক্তি প্রয়োজন। বয়স কখনো সাফল্যের পথে বাধা হতে পারে না। তাই বলতে পারি যে, পরিশ্রম করলে যেকোনো বয়সে সফল হওয়া যায়। লেখককে ধন্যবাদ এত সুন্দর একটি কন্টেন্ট উপহার দেয়ার জন্য।

    Reply
  36. ছোটবেলা ভাব সম্প্রসারণ পড়েছিলাম “পরিশ্রম সাফল্যের চাবিকাঠি” “ইচ্ছা থাকলে উপায় হয় “,আসলেই তাই। জীবনের সফলতা পেতে হলে পরিশ্রম করতে হয়। মানুষ যে বয়সেরই থাকুক না কেন তার পরিশ্রম, অধ্যবসায় ও প্রবল ইচ্ছাশক্তির মাধ্যমে যেকোনো সময় জীবনে এগিয়ে যেতে পারে। শুধু তার নিজের কাজে মনোবল রেখে লেগে থাকতে হয়, তাহলেই আসবে সফলতা, ইনশাআল্লাহ।

    Reply
  37. বয়স নয়, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। বয়স কেবলই একটি সংখ্যা মাত্র।মানুষের জীবনে ভালোভাবে বাচার জন্য একটি সাফল্যময় ক্যারিয়ার খুবই গুরুত্বপূর্ণ। আর এই সাফল্যময় ক্যারিয়ার গড়তে দরকার কঠোর পরিশ্রম ও প্রবল ইচ্ছাশক্তির সাথে ব্যক্তির যোগ্যতা ও দক্ষতা। এক্ষেত্রে বয়স কখনোই কোনো প্রভাব ফেলে না।পৃথিবীর ইতিহাসে এমন অনেক সফল ব্যক্তি রয়েছেন যারা খুব কম থেকে শুরু করে মাঝামাঝি বা অনেক বেশি বয়সে ক্যারিয়ারে সফল হয়েছেন। যেমন : কাইলি জেনার, চার্লস ডারউইন, মার্ক জাকারবার্গ, হারল্যন্ড স্যার্ভাস ইত্যাদি। সুতরাং এটি প্রতীয়মান হয় যে সাফল্যময় ক্যারিয়ার গঠনে বয়সের কোনো ভূমিকা নেই, প্রয়োজন শুধু কঠোর পরিশ্রম ও মনোবল। এই কন্টেন্টটি যারা বয়স এবং ক্যারিয়ার নিয়ে সমস্যায় আছেন তাদের মনোবল বাড়াতে অনেক সহোযোগী হবে, ইনশাল্লাহ।

    Reply
  38. সফলতার শীর্ষে পৌছাতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম আর একাগ্রতা।হারল্যান্ড স্যান্ডার্স ৬৫ বছর বয়সে শুরু করে সফলতার শীর্ষে পৌছে সারা বিশ্বকে প্রমান করলেন যে `পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি`।সুতরাং বয়সটা একটা সংখ্যা মাত্র।সুতরাং আমাদের উচিৎ হাল ছেড়ে না দিয়ে নিষ্ঠা আর একাগ্রতার সাথে পরিশ্রম করা।তাহলেই আসবে সাফল্য।

    Reply
  39. মানুষের জীবন চালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে- ক্যারিয়ার। প্রতিটি মানুষের লক্ষ্য ই থাকে তার ক্যারিয়ার গোছানো। নিজের ক্যারিয়ার গড়তে পরিশ্রমের কোন বিকল্প নেই।
    জীবনের সুনির্দিষ্ট অংশই ক্যারিয়ার। নিজের যোগ্যতা ও দক্ষতা প্রকাশ করার মাধ্যমে এবং নিজের ইচ্ছার শক্তি সাথে কঠোর পরিশ্রম এর মিশ্রণের মাধ্যমে মানুষ ক্যারিয়ারে সফল হতে পারে। হাল ছেড়োনা, আজকের পরিশ্রমই গড়ে দিতে পারে, আজীবনের সফলতা।যেকোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হলো প্রখর ইচ্ছেশক্তি ও কঠোর পরিশ্রম।ক্যারিয়ার হল সব ধরনের কাজ,পেশা,চাকরি বা জীবন অভিজ্ঞতায় সমন্বিত রূপ যা একজন ব্যাক্তি তার সারা জীবনে অর্জন করে,এখানে কোনো বয়সসীমা নেই।এখানে ক্যারিয়ার গড়া, সাফল্য অর্জন করা, লক্ষ্যে পৌঁছানো, এসবের পিছনে বয়স কোন ব্যাপারই না।যে ব্যক্তি কঠোর চিন্তা ও পরিশ্রমের দ্বারা প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন তিনিই সফলতা অর্জন করতে পারবেন। এখানে কোনো বয়সের বাধা বলে কিছু নেই।
    তাই পরিশ্রম জীবনের সাফল্য জীবনে পরিশ্রমের ফলেই সাফল্য সম্ভব৷এতো সুন্দর একটি লেখা আমাকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ লেখককে।

    Reply
  40. ক্যারিয়ার হলো সেই পেশা বা কাজ যা আমাদের জীবিকা নির্বাহের জন্য করে থাকি। মানুষের জীবন চালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে- ক্যারিয়ার। প্রতিটি মানুষের লক্ষ্য ই থাকে তার ক্যারিয়ার গোছানো। আর তার পেছনের উদ্দেশ্য হলো ভালভাবে বাচা। এখনকার সময়ে ক্যারিয়ার গড়া, সাফল্য অর্জন করা, লক্ষ্যে পৌঁছানো, এসবের পিছনে বয়স কোন ব্যাপারই না। যদি কারো মনে সত্যিকারের সাফল্য অর্জনের ইচ্ছা থাকে তাহলে সে যেকোনো বয়সেই তার ক্যারিয়ার গঠন করতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে।

    Reply

Leave a Comment