ফ্রিল্যান্সিং করে কি সফল ক্যারিয়ার গড়া যায়? কিভাবে শুরু করবো?

Spread the love

বর্তমানে যুগ হলো ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং এক জনপ্রিয়  কর্মসংস্থান হয়ে দাড়িয়েছে । 

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বড়  বড় ব্যাবসিক এর চেয়েও বেশি উপার্জন করা সম্ভব। তার জন্য থাকতে  হবে অধিক ধৈর্য এবং প্রবল ইচ্ছা।

 কেননা অনেকেই অনেক সপ্ন নিয়ে ফ্রিল্যান্সিং এর দিকে অগ্রসর হয়ে থাকে, কিন্তু মাঝ পথে থেমে যায়। কেননা এই কাজের জন্য দরকার প্রবল ধৈর্য শক্তি। ফ্রিল্যান্সিং স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিলেও প্রতিযোগিতার মাধ্যমে এখানে টিকে থাকতে হবে।

তো এখন আমরা জানবো, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আসলেই সফল ক্যারিয়ার গড়া সম্ভব কি না এবং তা আমরা  কিভাবে শুরু করবো

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কি ক্যারিয়ার গড়া যায়?

নিজের প্রতিভাকে বিশ্বময় তুলে ধরতে নিজেকে স্বাবলম্বী করতে কিংবা পরিশ্রমের সম্মানজনক আর্থিক মূল্য পেতে এ  সময়ের সবচেয়ে বড় প্লাটফর্ম এর নাম ফ্রিল্যান্সিং। বড় বড় চাকরি ও ব্যাবসার চেয়েও অধিক উপার্জন করা সম্ভব ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। 

বিশ্বের অনেক বিখ্যাত ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল  ক্যারিয়ার গড়েছেন। বাংলাদেশেও এর বাইরে নয় , বাংলাদেশী অনেক ফ্রিল্যান্সার তাদের জীবণ পরিবর্তন করেছেন এইপেশার মাধ্যমে । সিন্থিয়া লিজার নাম এখন মুখে মুখে, অর্ডিনারী আইটির কাউসার এখন পরিচিত মুখ এমন বহু মানুষের গল্প আছে এই পেশা নিয়ে।

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল  ক্যারিয়ার গড়তে চাইলে সর্বপ্রথম জানতে হবে ফ্রিল্যান্সিং টা কি? আর এর মাধ্যমে কাজ কিভাবে শুরু করতে হবে?

ফ্রিল্যান্সিং কি?

বর্তমানে ফ্রিল্যান্সিং প্রতিটি বেকার মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। ফ্রিল্যান্সিং মুলত এমন এক পেশা যার মাধ্যমে ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে  নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা সম্ভব। এটি কিছুটা চাকরির মতো হলেও পার্থক্য হলো নিজের অবসর সময়ে কাজগুলো করা সম্ভব এবং অর্থ উপার্জন করা সম্ভব। 

তাহলে ফ্রিল্যান্সিং এর মানে হলো মুক্তপেশা অর্থাৎ যেখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে। 

একজন ফ্রিল্যান্সারকে মুক্ত পেশাজীবী বলা হয়ে থাকে এবং সে তার পছন্দ মতো সময়ে কাজ করে অথবা পছন্দের মতো করে কাজ সম্পাদন করার সুযোগ পাচ্ছে। যে কোনো ব্যক্তি যখন মুক্ত পেশা হিসেবে তার জীবিকা নির্বাহ করে তখন সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। 

আরও সহজভাবে বলা যায় যে, যেই কাজের বিষয়ে বিশেষ দক্ষতা  আপনার রয়েছে, তার সাথে সম্পৃক্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে করে দেয়া এবং তার বিনিময়ে টাকা নেওয়া।

বিভিন্ন ধরণের কাজ এখানে করা যাবে।

যেমনঃ writing, designing, digital services, selling services ইত্যাদি। 

এই কাজগুলি, ঘন্টায় (hourly), ডেইলি (daily), সপ্তাহিক (weekly) বা মাস (monthly) হিসেবে করা যাবে। 

ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবো?

ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সর্বপ্রথম দরকার-  স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং যে বিষয়ে কাজ করা হবে তার উপর জ্ঞান ও দক্ষতা। প্রাথমিক ভাবে ইউটিউব বা গুগল থেকে ধারণা নিতে পারেন কারণ এর মাধ্যমে বিভিন্ন ব্যাসিক জিনিসগুলো জানা যাবে। 

তবে কোর্স করে নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করলে সেটা বেশি ভালও হয় ,তবে দক্ষতার বাড়ানোর জন্য অবশ্যই ভালকোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করতে হবে  এবং বেশি বেশি চর্চা করতে হবে। 

কেননা কাজ শিখে রেখে দিলে দক্ষতা বারবেনা বরং ধিরে ধিরে ভুলে যাবে সেই জন্য কাজ শেখার পর সেই রিলেটেড আরও ভিডিও দেখা যেতে পারে আর প্রাক্টিস করা যেতে পারে।

ফ্রিল্যান্সিং এর মধ্যে বিভিন্ন রকম টপিক বিদ্যমান। যেমনঃ content write, web designing, coding এর কাজ, Logo designing, SEO services, Video creating, video editing, content marketing ইত্যাদি।

এর ভেতর  আপনি কোনটা ভালো পারবেন তা বুঝে নিয়ে তার পর কাজ শুরু করতে হবে  তা না হলে এক সাথে সব বিষয় শিখতে গেলে ফোকাস নষ্ট হবে আর কোনোটাতেই পারদর্শি হওয়া যাবে না ।

এইসব  টপিক নিয়ে কাজ শুরু করার জন্য অবশ্যই আগে কিছু বিষয় এর উপর লক্ষ্য রাখতে হবে।

সেগুলো হলঃ

  • বাছাই করা টপিক এর উপরে জ্ঞান এবং অভিজ্ঞতা আছে কি না
  • মার্কেটপ্লেসে কোন জিনিসের চাহিদা বেশি
  • এমন বিষয়ের উপর কাজ করতে হবে যে কাজের উপর আগ্রহ আছে
  • যে কাজের মাধ্যমে নতুনত্ব ফুটিয়ে তোলা যাবে সেই কাজের  উপর অগ্রাধিকার দেয়াই সবচেয়ে ভালো হবে।
  • নিজের লক্ষ্য নির্ধারণ করে কাজ শুরু করতে হবে।
  • পার্ট টাইম নাকি ফুল টাইম কাজ করা হবে তার উপর নির্ভর করে টপিক বাছাই করা উত্তম।

ফ্রিল্যান্সিং কাজের জন্য বিখ্যাত কিছু ওয়েবসাইট রয়েছে। 

সেগুলো হলঃ 

  • Fiverr
  • Upwork
  • Freelancer
  • Guru
  • 99design 

বর্তমানে এই ওয়েবসাইট গুলো তে লক্ষ লক্ষ মানুষ কাজ করছে এবং অর্থ উপার্জন করছে। এই ধরণের সাইট গুলিতে বিভিন্ন clients রা বিভিন্ন ধরণের কাজ করানোর জন্য ফ্রিল্যান্সারদের খুজেঁ বের করে এবং ফ্রিল্যান্সাররা নতুন নতুন কাজ খোঁজার জন্য এই সাইট গুলিকে ব্যবহার করে থাকে ।

বিশেষ কোনো কাজের উপর যত বেশি অভিজ্ঞতা (experience) থাকবে, তত বেশি টাকা প্রত্যেক কাজের জন্য নেয়া যাবে। 

Clients দের যদি আপনার আচরণ এবং কাজ পছন্দ হয়ে যায় তাহলে আপনার প্রায়োরিটি বাড়বে সাথে আরও বেড়ে যাবে কাজের সুযোগ। তাই এই কাজের মাধ্যমে যতটা সম্ভব Clients দের খুশি রাখতে হবে।

মনে রাখতে হবে যে, ফ্রিল্যান্সিং এর জগতে আপনার কাজের ভালো নাম, কাজের অভিজ্ঞতা, ভালো দক্ষতা এগুলি হবে আপনার পরিচয়।

আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একটি ভালো নাম তৈরি করতে পারলেই অধিক clients রা সহজে আপনার ওপরে ভরসা করে কাজ দিবেন। এতে করেই সুন্দরভাবে কাজ শুরু করা সম্ভব।

তবে সাথে আরেকটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে আর সেটা হলো ফ্রিল্যান্সিং করে ইনকাম তবে সেটা অবশ্য অবশ্যই হালাল ইনকাম হতেহবে। কারণ অনলাইন ইঙ্কামের অধিকাংশই হারামের সাথে সম্পৃক্ত এর মাঝে থেকেই হালাল টা খুজে বের করেই অনেক অর্থ উপার্জন করা সম্ভব ইনশা আল্লাহ।

ফ্রিল্যান্সিং করে কি আসলেই সফল ক্যারিয়ার গড়া যায়?

এতক্ষন আমরা ফ্রিল্যান্সিং নিয়ে বিভিন্ন ধরনের কথা জানলাম। এবার আসি মুল বিষয়ে। অনেকের কাছেই প্রশ্ন থাকে, ‘ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কি আসলেই সফল ক্যারিয়ার গড়া যায়?’ 

এর উত্তর হল- হ্যা অবশ্যই যায়।

আধুনিক বিশ্বে সফল ক্যারিয়ার গড়ার এক অন্যতম মাধ্যম হল ফ্রিল্যান্সিং। চাকরি বা ব্যাবসার পাশাপাশি ফ্রিল্যান্সিংও এখন সফল ক্যারিয়ার এর হাতিয়ার হিসেবে পরিচিতি লাভ করেছে। 

এছাড়া চাকরি বা ব্যাবসা করার পাশাপাশি এক্সট্রা ইনকামের জন্য ফ্রিল্যান্সিং এর গুরুত্ব রয়েছে।

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের বুদ্ধি, কাজের অভিজ্ঞতা এবং কৌশল কে কাজে লাগিয়ে সহজেই কাজ করা যাচ্ছে এবং টাকা আয় হচ্ছে। তাই একজন ফ্রিল্যান্সার এর জন্য রয়েছে উজ্জল ভবিষ্যৎ।  আজকের এই  বিশ্বের লোকেরা অনলাইনে কাজ করে প্রচুর লাভ নিচ্ছে। অনেকে পড়াশুনা শেষ করেও কোনো চাকরি করতে পারে না তাদের জন্য ফ্রিল্যান্সিং আলো হিসেবে ছড়িয়ে পরেছে।

বিভিন্ন অফিসে, দপ্তরে দপ্তরে গিয়ে কাজের খোঁজ করার সাথে সাথে যদি ফ্রীল্যানসিং করা হয় , তাহলে এক সময় ঠিকই  ফ্রীল্যানসিং এর কাজটাই ফুলটাইম কাজ হয়ে যেতে পারে এবং তখন অফলাইন এর চেয়ে অনলাইন এই বেশি অর্থ উপার্জন করা সম্ভব। চাকরিতে অর্থ উপার্জন এর পরিসীমা থাকলেও ফ্রিল্যান্সিং করে টাকা আয় করার কোনো সীমা নেই। যত বেশি কাজ আসবে এবং যত বেশি কাজ করে দেয়া হবে, ততটাই বেশি ইনকাম করা সম্ভব হবে।

তবে, ফ্রিল্যান্সিংয়ে সফলতার মূলশর্ত হলো দক্ষতা অর্জন। এখানে যেই কাজই করা হোক না কেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ ফ্রিল্যান্সারদের সাথে প্রতিযোগিতা করতে হবে। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেকে সেভাবেই  দক্ষ গড়ে তুলতে হবে।তাই সহজভাবে বললে, ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার বানালে অবশ্যই লাভ আছে এবং এর থেকে লক্ষ লক্ষ টাকা ঘরে বসেই আয় করা যাবে।কিন্তু, আপনাকে ভরসা করে কতজন কাজ দিচ্ছে এবং কতটা কাজ আপনি সম্পূর্ণ করতে পারছেন, সেটার ওপরেই আপনার আয় নির্ভর করবে।

শেষকথা

উপরোক্ত আলোচনা থেকে উপলব্ধি করা যাই যে, ফ্রিল্যান্সিং বর্তমানে জনগনের মাঝে এক আশীর্বাদ স্বরুপ। এর মাধ্যমে যেমন সফল ক্যারিয়ার গড়া সম্ভব তেমনি অবসর সময়ে বাড়তি ইনকামের এক সুবর্ণ সুযোগ। তবে কোন কিছুই সহজ নয়। প্রতিটি কাজের জন্যই প্রয়োজন অধ্যবসায় এবং প্রচুর ধৈর্য। ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে।  

তাই, এই ধৈর্যের সাথে যারা কাজ করতে পারবে তারাই এক সময় সফলতা লাভ করবে। হাল ছেড়ে দিলে সফলভাবে কোনো কাজ করাই সম্ভব নয়। 

100 thoughts on “ফ্রিল্যান্সিং করে কি সফল ক্যারিয়ার গড়া যায়? কিভাবে শুরু করবো?”

  1. বর্তমানে যুগ হলো ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং এক জনপ্রিয় কর্মসংস্থান হয়ে দাড়িয়েছে, প্রতিটি কাজের জন্যই প্রয়োজন অধ্যবসায় এবং প্রচুর ধৈর্য। ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে। মাশাল্লাহ এই কন্টন্টি থেকে মানুষ ফিন্যান্সিংয়ের এ টু জেড জানতে পারবে, ইনশাআল্লাহ ।

    Reply
  2. ফ্রিল্যান্সিং বর্তমানে জনগনের মাঝে এক আশীর্বাদ স্বরুপ। এর মাধ্যমে যেমন সফল ক্যারিয়ার গড়া সম্ভব তেমনি অবসর সময়ে বাড়তি ইনকামের এক সুবর্ণ সুযোগ। মাশাআল্লাহ কনটেন্টটি অনেক সুন্দর ছিল।সবাই ফ্রিল্যান্সিং সম্পর্কে এ টু জেড জানতে পারবে, ইনশাআল্লাহ ।

    Reply
  3. এই ডিজিটাল যুগে ফ্রীল্যান্সিং একটি জনপ্রিয় এবং সম্ভাবনাময় পেশা। তবে কোন কিছুই সহজ নয়। প্রতিটি কাজের জন্যই প্রয়োজন অধ্যবসায় এবং প্রচুর ধৈর্য। ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে জীবনে ভাল কিছু হবে বলে আশা করা যায়।

    Reply
  4. বর্তমানে একজন ফ্রিল্যান্সার এর জন্য রয়েছে উজ্জল ভবিষ্যৎ। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের বুদ্ধি, কাজের অভিজ্ঞতা এবং কৌশল কে কাজে লাগিয়ে সহজেই কাজ করা যাচ্ছে এবং টাকা আয় হচ্ছে।ফ্রিল্যান্সিং করে সফল ক্যারিয়ার গড়ার এই করটেন্ট টি খুবই গুরুত্বপূর্ণ ছিল।আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কন্টেন্ট টি উপস্থাপন করার জন্য।

    Reply
  5. ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। এই পেশাটি বর্তমানে খুবই জনপ্রিয় একটি ক্ষেত্র।বর্তমানে তরুণ তরুণীরা বিশেষ করে মেয়েরা বেশি এই পেশাকে নিজেদের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করছে।সঠিক গাইডলাইন এবং ধৈর্য্য নিয়ে যদি কাজ করা যায় তাহলে এই সেক্টরে সফল হওয়া যায়।

    Reply
  6. বর্তমান এই প্রতিযোগিতা মূলক বিশ্বে নিজের জীবনকে সফলতার জায়গায় দার করাতে ফ্রিলানসিং এর গুরুত্ব অপরিসীম । যারা নিজের প্রবল ইচ্ছা থেকে ফ্রিলানসিং শুরু করে এবং ধর্যধরে টিকে থাকে তারাই নিজেকে সফল ফ্রিলানসার হিসাবে তৈরি করতে পারে। অনেকে মাঝ পথে এসে হাল ছেড়ে দেয় তারা কিছুই করতে পারেনা । যুবক ও যুবতিরা তাদের লালিত স্বপ্নকে বাস্তবে পরিনত করতে ফ্রিলানসিং এর মত এ সুবর্ন সুযোগকে কাজে লাগিয়ে এবং তাদের দক্ষতা দিয়ে ক্যারিয়ার গড়তে পারে । তাই বলা চলে ফ্রিলানসিং কে ক্যারিয়ার হিসেবে বেছে নিলে এটা মনে রাখতে হবে ধর্য ধরে দক্ষতা নিয়ে তারপর এগিয়ে গেলে সফলতা আসতে পারে।

    Reply
  7. মূলত সব কাজের জন্যই ধৈর্য্য থাকাটা প্রয়োজন। কারণ আপনি যদি নিজের কাজে সফলতা নিয়ে আসতে চান তাহলে অবশ্যই দৃঢ়তার সাথে আপনাকে সেই কাজের পেছনে এগিয়ে যেতে হবে। বর্তমান যুগে ফ্রিল্যানসিং এমন একটা বিষয় হয়ে দাড়িয়েছে যার মাধ্যমে বেকারত্বকে দুর করে, অনেকেই নিজের জীবনের সফলতাটাকে খুজে পেয়েছেন।এবং এর মাধ্যমে নিজের ক্যারিয়ায় গড়ে তুলছেন। অন্যান্য কাজের চাইতে ফ্রিল্যানসিং করে দ্বিগুণ টাকা আয় করছেন। অবসর সময়েও ঘরে বসে টাকা ইনকাম করা যায়। সুতরাং জীবনে কোন কিছুই হাত বাড়ালেই পাওয়া যায়না। বরং ধৈর্য্যের সাথে সেই জিনিসটার পিছনে লেগে থাকতে হয়, তবেই সেটা আপনার হাতে ধরা দিবে।

    Reply
  8. ফ্রিল্যান্সিং বর্তমানে জনগনের মাঝে এক “আশীর্বাদ স্বরুপ। এর মাধ্যমে যেমন সফল ক্যারিয়ার গড়া সম্ভব তেমনি অবসর সময়ে বাড়তি ইনকামের এক সুবর্ণ সুযোগ। তবে কোন কিছুই সহজ নয়। প্রতিটি কাজের জন্যই প্রয়োজন অধ্যবসায় এবং প্রচুর ধৈর্য। ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে।”
    সত্যিই যেকোনো কাজে যদি ধৈর্য আর অধ্যাবসায় থাকে তাহলে সফলতা আসবেই। আর বর্তমানে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় পেশা। এই পেশায় সম্পূর্ণ ডেডিকেটেড হয়ে লেগে থাকলে সফলতা আসবেই, ইনশাআল্লাহ।

    Reply
  9. ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় পেশা।ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হবার জন্য প্রয়োজন অধ্যবসায় এবং ধৈর্য্য। সেই সাথে কাজে দক্ষ হওয়াও জরুরী। কন্টেন্টটি আমার জন্য অনেক উপকারী ছিল।ধন্যবাদ লেখককে।

    Reply
  10. বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং ফলপ্রসূ পেশার নাম হলো ফ্রিল্যান্সিং পেশা। যার অর্থ হলো মুক্তপেশা যেখানে ব্যক্তি তার স্বাধীনমতন কাজ করে অর্থ উপার্জন করতে পারে।একজন সফল ফ্রিল্যান্সার কোন অংশে একজন বড় সফল ব্যবসায়ী কিংবা অন্য কোন প্রফেশনের মানুষ থেকে কম হতে পারেনা।এমন অনেক ফ্রিল্যান্সিং সাইট আছে যেখানে কাজ করে ফ্রিল্যান্সার মাসে লাখ লাখ টাকা আয় করতে পারছে।প্রতিবেদকের লেখায় এতো সুন্দর তথ্যগুলো তুলে ধরা হয়েছে যা বর্তমান বেকারত্ব সমস্যা কমাতে অনেককে অনুপ্রেরণা দিতে পারে।একজন ফ্রিল্যান্সার হিসাবে নিজে যা উপলব্ধি করতে পারছি তা সবটা আপনার লেখাতে ফুটে উঠেছে।এমন প্রতিবেদন উপহার দেয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। প্রায়ই আপনার লেখা পড়া হয় যা একজন পাঠককে আকর্ষণ করে পরবর্তী লেখা পড়ার অপেক্ষায় থাকতে।প্রতিটি বিষয় এবং পয়েন্ট একজন ফ্রিল্যান্সার এর ক্যারিয়ারে দারুন কাজে দিবে।সর্বোপরি আপনার সাথে আমিও একাত্মতা প্রকাশ করতে চাই এই বলে যে, ফ্রিল্যান্সিং পেশায় সবচেয়ে বেশি দরকার ধৈর্য্য এবং তার সাথে ভালোমানের দক্ষতা।যেটা ছাড়া ফ্রিল্যান্সিং কেবল স্বপ্নের মুক্তপেশা হিসাবেই থেকে যাবে।আবারো রাইটারকে ধন্যবাদ জানাই এতো চমৎকার লেখাটা আমাদেরকে পড়ার সুযোগ করে দেয়ার জন্য।

    Reply
  11. মাশাল্লাহ, খুবইগুরুত্বপূর্ণ কনটেন্ট ছিল।
    ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হবার জন্য প্রয়োজন অধ্যবসায় এবং ধৈর্য্য। সেই সাথে কাজে দক্ষ হওয়াও জরুরী। কন্টেন্টটি আমার জন্য অনেক উপকারী ছিল।ধন্যবাদ লেখককে বিষয়টি এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য।

    Reply
  12. ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং এক জনপ্রিয় কর্মসংস্থান হয়ে দাড়িয়েছে ।ফ্রিল্যান্সিং বর্তমানে জনগনের মাঝে এক আশীর্বাদ স্বরুপ। এর মাধ্যমে যেমন সফল ক্যারিয়ার গড়া সম্ভব তেমনি অবসর সময়ে বাড়তি ইনকামের এক সুবর্ণ সুযোগ।

    Reply
    • বর্তমানে ফ্রিল্যান্সিং প্রতিটি বেকার মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। ফ্রিল্যান্সিং মুলত এমন এক পেশা যার মাধ্যমে ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা সম্ভব।
      বিশ্বের অনেক বিখ্যাত ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার গড়েছেন। বাংলাদেশী অনেক ফ্রিল্যান্সার তাদের জীবণ পরিবর্তন করেছেন এইপেশার মাধ্যমে। ফ্রিল্যান্সিং কাজের জন্য প্রয়োজন ধৈর্য, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। মাশাআল্লাহ কনটেন্টটি খুব সুন্দর এবং উপকারী । ধন্যবাদ জানাই লেখক কে এত সুন্দর কনটেন্ট উপস্থাপন করার জন্য।

      Reply
  13. ফ্রিল্যান্সিং নিয়ে মানুষের সব বিভ্রান্তি দূর হবে এই অসাধারণ কন্টেন্টি পড়ার মাধ্যমে।বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং পেশা একটি আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছে।দেশের বেকার সমস্যা সমাধানে ফ্রিল্যান্সিং কার্যকর ভূমিকা পালন করছে।তবে প্রতিযোগিতামূলক এই বাজারে টিকে থাকতে হলে একজন ফ্রিল্যান্সার এর প্রচুর ধৈর্য্য ও ইচ্ছাশক্তি থাকতে হবে।

    Reply
  14. যতটা বেকারত্ব বেড়ে ততটা চাকরি পরিমাণ বাড়েনি,, তাই বেকার মানুষ গুলো ফ্রিল্যান্সিং নিয়ে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখে,,এই কন্টেন্টি তাদের আরো বেশি ফ্রিল্যান্সিং এর প্রতি আত্মবিশ্বাসী করে তুলবে,,ধন্যবাদ এত সুন্দর করে সহজ ভাষায় বুঝিয়ে লেখার জন্য।

    Reply
  15. মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ একটা কনটেন্ট পড়লাম। প্রত্যেকটি কাজে সফল হওয়ার জন্য দরকার প্রচুর ধৈর্য্যশক্তি আর অধ্যবসায়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও তাই।
    ফ্রিল্যান্সিং করে সফল ক্যারিয়ার গড়ার জন্য ফ্রিল্যান্সিং কি তা জানতে হবে ভালোভাবে। তারপর যে বিষয়টা নিয়ে কাজ করবো সেই বিষয়ে ভালো দক্ষতা নিয়ে ধৈর্যের সাথে কাজে লেগে থাকলে সফলতা আসবেই ইনশাআল্লাহ।

    Reply
  16. মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট পড়লাম। বর্তমান যুগ ডিজিটাল যুগ।এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং পেশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা।ফ্রিল্যান্সিং এর মাধ্যমে একটি সফল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। আর তার জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য্য ও অধ্যবসায়।তবেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফলতা অর্জন করা সম্ভব হবে।

    Reply
    • খুব গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট। বর্তমানে বেকার সমাজের জন্য ফ্রিল্যান্সিং আশীর্বাদস্বরূপ। বর্তমান যুগের বেশিরভাগ মানুষ অনলাইনে ঘরে বসে কাজ করতে আগ্রহী তাদের জন্য ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। বর্তমানে বহু মানুষ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তাদের বেকারত্ব দূর করেছে। একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে অবশ্যই তাকে ধৈর্যশীল হতে হবে। উপরের কন্টেন্টের মাধ্যমে যারা ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহী তারা তাদের আগামী লক্ষ্য সম্পর্কে জানতে পারবে।লেখক কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কন্টেন্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

      Reply
  17. ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা। নিজের দক্ষতা ও সময়কে কাজে লাগিয়ে যে কেউ ঘরে বসে ভালো উপার্জন করতে পারে। কিন্তু এর জন্য দরকার প্রচুর অধ্যবসায় ও ধৈর্য্য।তাই, এই ধৈর্যের সাথে যারা কাজ করতে পারবে তারাই এক সময় সফলতা লাভ করবে। হাল ছেড়ে দিলে সফলভাবে কোনো কাজ করাই সম্ভব নয়। লেখকের এ কথাটি অসাধারণ লেগেছে।

    Reply
  18. 👩‍👨‍💼🤷‍♀️নিজের প্রতিভাকে বিশ্বময় তুলে ধরতে নিজেকে স্বাবলম্বী করতে কিংবা পরিশ্রমের সম্মানজনক আর্থিক মূল্য পেতে এ সময়ের সবচেয়ে বড় প্লাটফর্ম এর নাম ফ্রিল্যান্সিং।
    🌷🌼বড় বড় চাকরি ও ব্যবসার চেয়েও অধিক উপার্জন করা সম্ভব ফ্রিল্যান্সিং এর মাধ্যমে।
    🌷🌷ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সর্বপ্রথম দরকার- স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং যে বিষয়ে কাজ করা হবে তার উপর জ্ঞান ও দক্ষতা।
    🌷🌷প্রাথমিক ভাবে ইউটিউব বা গুগল থেকে ধারণা নিতে পারেন কারণ এর মাধ্যমে বিভিন্ন ব্যাসিক জিনিসগুলো জানা যাবে।

    🌷🌷যেই কাজের বিষয়ে বিশেষ দক্ষতা আপনার রয়েছে, তার সাথে সম্পৃক্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে করে দেয়া এবং তার বিনিময়ে টাকা নেওয়া।

    🌸🌼বিভিন্ন ধরণের কাজ এখানে করা যাবে।🌼🌸

    যেমনঃ writing, designing, digital services, selling services ইত্যাদি।

    🍁🍁এই কাজগুলি, ঘন্টায় (hourly), ডেইলি (daily), সাপ্তাহিক (weekly) বা মাস (monthly) হিসেবে করা যাবে।

    🌺🌺বর্তমানে ফ্রিল্যান্সিং প্রতিটি বেকার মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। ফ্রিল্যান্সিং মুলত এমন এক পেশা যার মাধ্যমে ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা সম্ভব।
    বিশ্বের অনেক বিখ্যাত ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার গড়েছেন।
    🌷🌷বাংলাদেশী অনেক ফ্রিল্যান্সার তাদের জীবণ পরিবর্তন করেছেন এইপেশার মাধ্যমে। ফ্রিল্যান্সিং কাজের জন্য প্রয়োজন ধৈর্য, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়।
    🌼🌼মাশাআল্লাহ কনটেন্টটি খুব সুন্দর এবং উপকারী । ধন্যবাদ জানাই লেখক কে এত সুন্দর কনটেন্ট উপস্থাপন করার জন্য।🌼🌼

    Reply
  19. ফ্রিল্যান্সিং এর অর্থ হল মুক্ত পেশা। এই ডিজিটাল যুগে ফ্রীল্যান্সিং একটি জনপ্রিয় এবং সম্ভাবনাময় পেশা। তবে কোন কিছুই সহজ নয়। প্রতিটি কাজের জন্যই প্রয়োজন অধ্যবসায় এবং প্রচুর ধৈর্য। ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে জীবনে ভাল কিছু হবে বলে আশা করা যায়।

    কনটেন্টইটি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে সবাইকে অনুপ্রাণিত করবে

    Reply
  20. ফ্রিল্যান্সিং বর্তমানে জনগনের মাঝে এক আশীর্বাদ স্বরুপ। এর মাধ্যমে যেমন সফল ক্যারিয়ার গড়া সম্ভব তেমনি অবসর সময়ে বাড়তি ইনকামের এক সুবর্ণ সুযোগ। তবে কোন কিছুই সহজ নয়। প্রতিটি কাজের জন্যই প্রয়োজন অধ্যবসায় এবং প্রচুর ধৈর্য। ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে। যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাদের জন্য এই কন্টেন্ট অনেক উপকারী। কারণ প্রচুর ধর্য্য আর ইচ্ছা শক্তি ছাড়া ফ্রিল্যান্সিং এ সফল ক্যারিয়ার গড়া সম্ভব নয়।

    Reply
  21. বর্তমান ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং করে অনেকেই সফল হচ্ছে এবং এই পেশায় ক্যারিয়ার গড়ছে। তবে বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংয়ে প্রচুর প্রতিযোগিতা, তাই এই পেশায় টিকে থাকতে হলে ধৈর্যের সাথে লেগে থাকতে হবে তাহলেই সফলতা আসবে। সময়োপযোগী এবং গুরুত্বপূর্ন একটি কন্টেন্ট।

    Reply
  22. ফিল্যান্সিং হলো স্বাধীন ভাবে কাজ করা। তবে এ পেশায় দরকার অধ্যবসায় ও প্রবল ধৈর্যশক্তি। এ গুণগুলো যার মধ্যে বিদ্যমান সে-ই সফল ফ্রিল্যান্সার হতে পারবে।
    মা শা আল্লাহ। অসাধারণ লেখনী।

    Reply
  23. বর্তমানে যুগ হলো ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং এক জনপ্রিয় কর্মসংস্থান হয়ে দাড়িয়েছে । ফিল্যান্সিং হলো স্বাধীন ভাবে কাজ করা প্ল্যাটফর্ম।বড় বড় চাকরি ও ব্যবসার চেয়েও অধিক উপার্জন করা সম্ভব ফ্রিল্যান্সিং এর মাধ্যমে।
    ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সর্বপ্রথম দরকার- স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং যে বিষয়ে কাজ করা হবে তার উপর জ্ঞান ও দক্ষতা। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংয়ে প্রচুর প্রতিযোগিতা, তাই এই পেশায় টিকে থাকতে হলে ধৈর্যের সাথে লেগে থাকতে হবে তাহলেই সফলতা আসবে। সময়োপযোগী এবং গুরুত্বপূর্ন একটি কন্টেন্ট।

    Reply
  24. উপরোক্ত লেখনী সত্যি অনুপ্রেরণা মুলক।
    ডিজিটাল দুনিয়ায়, বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে ফ্রিল্যান্সিং হয়ে উঠেছে জনপ্রিয় এক পেশা।
    ফ্রিল্যান্সারদের অন্যান্য সকল পেশার মানুষের তুলনায়, বেশি অধ্যবসায় ও প্রবল ধৈর্যশক্তি প্রয়োজন আছে। যে যত নিজেকে দক্ষ করতে পারবে সে তত ফ্রিল্যান্সিং এর লড়াইয়ে বিজয়ী হবে।

    Reply
  25. ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। এর মাধ্যমে নিজের বুদ্ধি, কাজের অভিজ্ঞতা এবং কৌশল কে কাজে লাগিয়ে সহজেই কাজ করা যাচ্ছে এবং টাকা আয় হচ্ছে। বর্তমানে তরুণ তরুণীরা এই পেশাকে নিজেদের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করছে। এই পেশায় সফলতার জন্য প্রয়োজন প্রচুর ধৈর্য্য ও অধ্যবসায়। তবেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফলতা অর্জন করা সম্ভব হবে।

    Reply
  26. বর্তমানে যুগ হলো ডিজিটাল যুগ।এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং এক জনপ্রিয় কর্মসংস্থান হয়ে দাড়িয়েছে । ফ্রিল্যান্সিং এর মানে হলো মুক্তপেশা।যে কোনো ব্যক্তি যখন মুক্ত পেশা হিসেবে তার জীবিকা নির্বাহ করে তখন সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। ফ্রিল্যান্সিং বর্তমানে জনগনের মাঝে এক আশীর্বাদ স্বরুপ। এর মাধ্যমে যেমন সফল ক্যারিয়ার গড়া সম্ভব তেমনি অবসর সময়ে বাড়তি ইনকামের এক সুবর্ণ সুযোগ। ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে।
    ধন্যবাদ লেখককে দারুণ একটা কনটেন্ট আমাদের জন্য তৈরি করার জন্য।

    Reply
  27. আপনার কন্টেন্ট টি পড়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক অজানা বিষয় জানা হলো ।। ফ্রিল্যান্সিং করে অনেকেই তাদের ক্যারিয়ার সফলভাবে দাড় করিয়েছেন। ফ্রিল্যান্সিং এর জন্য দরকার প্রচুর ধৈর্য ও পরিশ্রম। যারা লেগে থাকে তারাই একদিন সফলতার মুখ দেখে,,।বর্তমান যুগে প্রতিযোগিতা করে নিজকে গড়ে তুলতে হবে। তাই লেখা পড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং এর দক্ষতাই হতে পারে জীবনে সফলতার চাবিকাঠি।

    Reply
  28. বর্তমান ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় কর্মসংস্থানের মাধ্যম। এ কর্মসংস্থানের মাধ্যমে সফল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব কিন্তু তার জন্য থাকতে হবে প্রচুর ধৈর্য ও অধ্যাবসায়। ফ্রিল্যান্সিং এর কাজ মূলত ধৈর্যের উপর টিকে থাকে। কনটেন্টি আমাদের জন্য অনেক উপকারী ছিল । ধন্যবাদ লেখককে।

    Reply
  29. বর্তমানে যুগ হলো ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং এক জনপ্রিয় কর্মসংস্থান হয়ে দাড়িয়েছে । ফ্রিল্যান্সিং এর জন্য দরকার প্রচুর ধৈর্য ও পরিশ্রম। যারা লেগে থাকে তারাই একদিন সফলতার মুখ দেখে,,।বর্তমান যুগে প্রতিযোগিতা করে নিজকে গড়ে তুলতে হবে। তাই লেখা পড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং এর দক্ষতাই হতে পারে জীবনে সফলতার চাবিকাঠি।

    Reply
  30. ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। এর মাধ্যমে নিজের বুদ্ধি, কাজের অভিজ্ঞতা এবং কৌশল কে কাজে লাগিয়ে সহজেই কাজ করা যাচ্ছে এবং টাকা আয় হচ্ছে।ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে। যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাদের জন্য এই কন্টেন্ট অনেক উপকারী।সময়োপযোগী এবং গুরুত্বপূর্ন একটি কন্টেন্ট।

    Reply
  31. ফ্রিল্যান্সিং পেশা হলো এমন একটি পেশা যা একজন মানুষ নিজের ইচ্ছে মতো করতে পারে। ফ্রিল্যান্সিং হলো স্বাধীনভাবে কাজ করার প্লাটফর্ম। তাই এ পেশাতে যারা রয়েছে তাদের মুক্ত পেশাজীবী বলা হয়। বর্তমান ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় কর্মসংস্থান হয়ে দাঁড়িয়েছে। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনেক বড় বড় চাকরি বা ব্যবসার চেয়েও অধিক উপার্জন করা সম্ভব। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য প্রথমে প্রয়োজন স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং যে বিষয়ে কাজ করা হবে তার ওপর জ্ঞান ও দক্ষতা। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং পেশায় রয়েছে প্রচুর পরিমাণে প্রতিযোগিতা তাই এ পেশায় টিকে থাকতে হলে প্রয়োজন প্রচন্ড ধৈর্য ও ইচ্ছা শক্তি। ধৈর্য ও ইচ্ছা শক্তির মাধ্যমেই আসবে সফলতা। ধন্যবাদ লেখক কে এমন একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী লেখা উপহার দেয়ার জন্য। আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে বলতে পারি, যারা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান তারা লেখাটি পড়ে খুবই উপকৃত হবেন।

    Reply
  32. ✍️🌍 নতুন বিশ্ব,‌ নতুন ভাবে জীবনকে উপলব্ধি করতে হবে।
    গৎবাঁধা কাজ/চাকরির দিন শেষ। স্কিল বেজড কাজের দিকে নজর দিতে হবে। যেমন দক্ষতা, তেমনি অর্থ উপার্জন।

    🌐 ফ্রিল্যান্সিং এর এই যুগে সবার জন্যই উন্মোচন হয়েছে ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বিভিন্ন সুযোগ-সুবিধা। যার যার পছন্দনীয় কাজ ভালভাবে শিখুন এবং নিজের স্কিল গুরুত্বসহকারে প্রমানের ভিত্তিতে আর্থিক ভাবে নিজেকে স্বাবলম্বী হতে সাহায্য করুণ।

    ✒️ এই বার্তাটি অন্তত সহজ‌ ও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে উক্ত লেখাটিতে। সময়োপযোগী আর্টিকেল। ধন্যবাদ।

    Reply
  33. আধুনিক বিশ্বে সফল ক্যারিয়ার গড়ার এক অন্যতম মাধ্যম হল ফ্রিল্যান্সিং।বর্তমানে ওয়েবসাইট গুলো তে লক্ষ লক্ষ মানুষ কাজ করছে এবং অর্থ উপার্জন করছে।নিজের প্রতিভাকে বিশ্বময় তুলে ধরতে নিজেকে স্বাবলম্বী করতে কিংবা পরিশ্রমের সম্মানজনক আর্থিক মূল্য পেতে এ সময়ের সবচেয়ে বড় প্লাটফর্ম এর নাম ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর মানে হলো মুক্তপেশা অর্থাৎ যেখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে। তার জন্য থাকতে হবে অধিক ধৈর্য এবং প্রবল ইচ্ছা।ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার গড়তে চাইলে সর্বপ্রথম জানতে হবে ফ্রিল্যান্সিং টা কি? আর এর মাধ্যমে কাজ কিভাবে শুরু করতে হবে?প্রতিটি কাজের জন্যই প্রয়োজন অধ্যবসায় এবং প্রচুর ধৈর্য। ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে। ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান তারা লেখাটি পড়ে খুবই উপকৃত।

    Reply
  34. বর্তমানে যুগ হলো ডিজিটাল যুগ, যেখানে প্রযুক্তির প্রভাবে সমাজের ব্যবহার ও অবস্থানে দ্রুত পরিবর্তন ঘটছে। এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং একটি অত্যন্ত জনপ্রিয় কর্মসংস্থান হয়ে উঠেছে। ফ্রিল্যান্সিং মাধ্যমে মানুষ বড় পরিমাণে আয় উপার্জন করতে পারে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে। তবে, এটি সহজ কাজ নয় এবং প্রতিটি কাজের জন্য ধৈর্য প্রয়োজন। অনেকেই ফ্রিল্যান্সিং এর সুযোগ পেয়ে থাকতে হলেও মাঝ পথে থেমে যেতে পারেন কারণ এটি প্রতিযোগিতামূলক। সুতরাং, সফলতা অর্জনে ধৈর্য ও সঠিক পরিকল্পনার প্রয়োজনীয়। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বেশি আয় উপার্জনের সুযোগ থাকলেও, হাল ছেড়ে যাবার আশংকা রয়েছে। তাই, ধৈর্যের সাথে পরিকল্পিত কাজ করলেই সফলতা অর্জনের সম্ভাবনা বেশি থাকে।

    Reply
  35. অনেক বেশি ধৈর্য আর অধধাবসায় নিয়ে ফ্রিলান্সিং এর কাজে লেগে থাকলে অবশ্যই এই পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব ।

    Reply
  36. আমরা যারা বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে বাইরে চাকরি করতে পারছি না তাদের জন্য ফ্রিল্যান্সিং একটি আশীর্বাদ স্বরূপ। ঘরে বসেই যেমন ঘর দুয়ার সামলানো যায় ঠিক তেমনি ফ্রিল্যান্সিং করে বাড়তি আয় ও করা যায়। আর যদি এতে প্রবল ইচ্ছা শক্তি, ধৈর্য এবং সময় দিয়ে লেগে থাকা যায় তাহলে তো সেটা আরো ভালোই।

    Reply
    • বর্তমানে যুগ হলো ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং এক জনপ্রিয় কর্মসংস্থান হয়ে দাড়িয়েছে ।
      যুগোপযোগী একটি কন্টেন্ট। ধন্যবাদ লেখককে।

      Reply
  37. বর্তমান যুগে ক্যারিয়ার গঠনে ফ্রিল্যান্সিং একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। এই পেশায় নিজেকে নিয়োজিত করার একটি সুবিধা হল বাড়িতে বসে অবসর সময়ে এখানে কাজ করা যায়। বাংলাদেশে দিনদিন যেমন বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে তেমনি ফ্রিল্যান্সিং কে পেশা হিসেবে অনেকেই বেছে নিয়েছে। তবে এই পেশায় কাজ করতে হলে প্রচুর পরিমানে ইচ্ছা শক্তি ও ধৈর্যের প্রয়োজন। যে ব্যক্তি ধৈর্য নিয়ে কাজ করেছে সে সফল হয়েছে।

    Reply
  38. ফ্রিল্যান্সিং বর্তমানে জনগনের মাঝে এক আশীর্বাদ স্বরুপ। এর মাধ্যমে যেমন সফল ক্যারিয়ার গড়া সম্ভব তেমনি অবসর সময়ে বাড়তি ইনকামের এক সুবর্ণ সুযোগ।
    তবে আপনার দক্ষতা, ডেডিকেশন, ধৈর্য সবকিছুকেই হাতিয়ার করে মাঠে নামতে হবে। আজ অথবা কাল সফলতা অবশ্যই পাবেন, একটি সফল ক্যারিয়ার গড়তে পারবেন। কিন্তু লেগে থাকাটাই সবথেকে বড় বিষয়। তবে এতটুকু বলতে পারি, অন্য ১০ টা পরিচিত চাকুরি থেকে এখানে অনেক বেশি স্বাধীনতা পাবেন, অনেক বেশি উপার্জন করতে পারবেন… কিন্তু আপনার যদি ধৈর্য বা অপেক্ষা করার সময় না থাকে, আপনি যদি রাতারাতি অনেক বড় কিছু করতে চান, তাহলে বলব এই সেক্টরে আসার দরকার নাই, আপনি হতাশ হবেন…..!!!!

    Reply
  39. ফ্রিল্যান্সিং হলো বেকার যুবক-যুবতীদের জন্য একটি সম্ভাবনার দ্বার। ধৈর্য্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পেশায় সফল হওয়া সম্ভব। শুরুতেই হাল ছেড়ে না দিয়ে কেউ যদি নিজের সময়কে কাজে লাগিয়ে এই পেশায় শ্রম দেয় তাহলে তার জন্য সফল হওয়া সহজ হবে। ফ্রিল্যান্সিং পেশার মাধ্যমেও সফল ক্যারিয়ার গড়া সম্ভব তা উপরোক্ত কনটেন্টটি দ্বারা লেখক চমৎকার ভাবে তুলে ধরেছেন।

    Reply
  40. যারা ১০- ৫ টা বাধা অফিস টাইম থিউরিতে খুশি নন এবং যারা বাসায় থেকেই কিছু করতে চান,বিশেষ করে যে সকল নারীরা পর্দায় থেকে কিছু করতে চান তাদের জন্য ফ্রীল্যান্সিং বেস্ট পেশা। যে কোন স্থান থেকে যেমন এটি করা যায় তেমনি নিজের সুবিধেমত সময়েও ফ্রীল্যান্সিংয়ের কাজ করার সুবিধা রয়েছে। তবে তার জন্য দরকার একটি ভালো ডিভাইস,যেমন কম্পিউটার, ইন্টারনেট ও কাজের দক্ষতা। হ্যাঁ এই পেশায় শুধু কাজে দক্ষ হলেই হবে না প্রচুর প্র‍্যাক্টিস ও ধৈর্যের ও প্রয়োজন আছে।

    Reply
  41. বর্তমানে যুগ হলো ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় পেশা। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হবার জন্য প্রয়োজন অধ্যবসায় এবং ধৈর্য্য। সেই সাথে কাজে দক্ষ হওয়াও জরুরী।
    অনেক বেশি ধৈর্য আর অধ্যবসায় নিয়ে ফ্রিলান্সিং এর কাজে লেগে থাকলে অবশ্যই এই পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব ।ধন্যবাদ লেখক কে এমন একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী লেখা উপহার দেয়ার জন্য। আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে বলতে পারি, যারা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান তারা লেখাটি পড়ে খুবই উপকৃত হবেন।

    Reply
  42. ফ্রিল্যান্সিং মুক্ত পেশা বিধায় জনপ্রিয়তার দিক দিয়ে ও এই পেশা সবার উর্ধ্বে। অনান্য বড় বড় চাকরি ও ব্যবসার চেয়ে এই পেশায় ও বেশি উপার্জন করা সম্ভব। তবে ফ্রিল্যান্সিং পেশায় সফলতার জন্য প্রয়োজন ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক জ্ঞান, প্রচুর ইচ্ছাশক্তি ও ধৈর্য।উপরোক্ত কনটেন্টটি একজন ফ্রিল্যান্সারকে এবং যারা ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হতে চায় তাদের ফ্রিল্যান্সিং এ সফলতার জন্য অনুপ্রেরণা জোগাতে যথেষ্ট বলে আমি মনে করি।

    Reply
  43. বর্তমানে ফ্রিলান্সিং খুব জনপ্রিয় একটি পেশায় পরিণত হয়েছে। ফ্রিলান্সিং এর কারনে বাংলাদেশে বেকারত্বের হার অনেকটাই কমে গেছে। কারন পড়াশোনার পাশাপাশি এই কাজটি ঘরে বসেই করা যায়। তবে কাজটি দূর থেকে যতটা সহজ মনে হয় ততটা সহজ মোটেও নয়। ফ্রিলান্সিং স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিলেও এখানে টিকে থাকাটা চ্যালেঞ্জিং। এখানে প্রতিযোগীতার মাধ্যমে টিকে থাকতে হবে।কেনোনা এই কাজের জন্য প্রয়োজন প্রবল ধৈর্য্য শক্তির। ধৈর্য্য ধরে যদি লেগে থাকা যায় তাহলেই ফ্রিলান্সিং এ সফল ক্যারিয়ার গড়া সম্ভব। ফ্রিলান্সিং এর কাজ মুলত ধৈর্য্যর উপরেই টিকে থাকে।

    Reply
  44. ফ্রিল্যান্সিং মানে মুক্তপেশা, কারো অধীনে না থেকে নিজেদের সময় অনুযায়ী কাজ শেষ করা, ডিজিটাল প্রযুক্তির যুগে ফ্রিল্যান্সিং বেকারত্ব দূর করতে আর্শীবাদ স্বরুপ, শুধু তার জন্য প্রয়োজন প্রচন্ড ইচ্ছা শক্তি, ধৈর্য,প্ররিশ্রম।
    বর্তমানে অনলাইন ভিত্তিক এবং অফলাইন ভিত্তিক ব্যাক্তি বা প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং এর কোর্স গুলো শিখিয়ে থাকেন, আমাদের সমাজের বেকারত্ব ঘুচাতে ফ্রিল্যান্সিককে গুরত্ব দেওয়া উচিৎ।

    Reply
  45. ফ্রীলান্সিং মানে মুক্ত পেশা। এখানে কাজ করতে হলে চরম ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়।অন্যথায় ফ্রিলান্সিং শাখায় সফল হওয়া সম্ভব না।এটি বাড়তি ইনকামের একটি উৎস।অনেকে এটিকে নিজের পেশার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে।
    ধন্যবাদ লেখককে এতো সুন্দরভাবে কনটেন্টটি উপস্থাপন করার জন্য।কনটেন্টটি অনেক উপকারী ভূমিকা পালন করবে সবার জন্য আশাকরি

    Reply
  46. নিজের প্রতিভাকে বিশ্বময় তুলে ধরতে নিজেকে স্বাবলম্বী করতে কিংবা পরিশ্রমের সম্মানজনক আর্থিক মূল্য পেতে এ সময়ের সবচেয়ে বড় প্লাটফর্ম এর নাম ফ্রিল্যান্সিং।ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। বর্তমানে ফ্রিল্যান্সিং প্রতিটি বেকার মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ।চাকরি বা ব্যাবসার পাশাপাশি ফ্রিল্যান্সিংও এখন সফল ক্যারিয়ার এর হাতিয়ার হিসেবে পরিচিতি লাভ করেছে।
    এছাড়া চাকরি বা ব্যাবসা করার পাশাপাশি এক্সট্রা ইনকামের জন্য ফ্রিল্যান্সিং এর গুরুত্ব রয়েছে।ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বড় বড় ব্যাবসিক এর চেয়েও বেশি উপার্জন করা সম্ভব। তার জন্য থাকতে হবে অধিক ধৈর্য এবং প্রবল ইচ্ছা। প্রতিটি কাজের জন্যই প্রয়োজন অধ্যবসায় এবং প্রচুর ধৈর্য। ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে।

    Reply
    • আধুনিক বিশ্বে সফল ক‍্যারিয়ার গড়ার এক অন্যতম মাধ্যম হল ফ্রিল্যান্সিং।বর্তমানে ফ্রিল্যান্সিং প্রতিটি বেকার মানুষের জন‍্য আশীর্বাদ স্বরূপ।নিজের প্রতিভা কে বিশ্বময় তুলে ধরতে নিজেকে সাবলম্বি করতে এ সময়ের সবচেয়ে বড় প্লাটফর্ম হল ফ্রিল্যান্সিং।ফ্রিল‍্যান্সিং এর সকল বিষয় বস্তু লেখক এই কন্টেন্টটির মধ্যে অসাধারন ভাবে তুলে ধরেছেন।

      Reply
  47. বর্তমান প্রজন্মে বাংলাদেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। সঠিক কর্মসংস্থানের অভাবে এই বেকার সমাজ গুলো দিন দিন হতাশায় ভুগছে ও ভেঙ্গে পড়ছে। আর এই হতাশা কাটিয়ে বেকারত্ব দূর করতে ফ্রিল্যান্সিং এর কোন তুলনা নেই। শুধু দরকার প্রবল ধৈর্য ও ইচ্ছাশক্তির। এ সকল বিষয়ে এই কন্টেন্টে বিস্তারিত বলা হয়েছে যা পড়ে বিস্তারিত জানতে পারলাম। আপনাদের কন্টেন্ট গুলো পড়তে খুব ভালো লাগে কারণ কন্টেন্ট গুলো শিক্ষনীয় কন্টেন্ট অনেক কিছু জানা যায়। ধন্যবাদ এতো সুন্দর ভাবে কন্টেন্ট উপস্থাপন করার জন্য।

    Reply
  48. ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা।নিজের দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে বর্তমানে হাজারো তরুণ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল হয়েছে। নিজের বেকারত্ব ঘুচিয়ে অনেকে এখন সাবলম্বী। কোন কাজই সহজ নয়।এই পেশায় সফলতা পেতে অনেক ধৈর্য্য ধারণ শিখতে হবে। তাহলে সফলতা সম্ভব। খুবই উপকারী একটি কন্টেন্ট। লেখককে ধন্যবাদ এমন কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। কেউ ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে এটি পড়া অবশ্যই উচিত।

    Reply
  49. ফ্রিল্যান্সিং সম্পর্কে এই লেখাটি পড়ে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি! এটা সত্যিই একটি চমৎকার মাধ্যম যেখানে আমরা স্বাধীনভাবে কাজ করে নিজের স্বপ্ন পূরণ করতে পারি। এই পেশায় সাফল্যের জন্য ধৈর্য্য এবং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাইটারকে এই অসাধারণ লেখার জন্য ধন্যবাদ জানাতে চাই।

    Reply
  50. নিজের প্রতিভাকে তুলে ধরতে বা নিজেকে স্বাবলম্বী করতে এ সময়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্মের নাম ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর স্বাধীনভাবে কাজ করে সম্মানজনক পারিশ্রমিক পাওয়ার সুযোগ থাকলেও এখানে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হয়। তাই এই কাজের জন্য প্রয়োজন অধ্যাবসায় আত্মবিশ্বাস ও প্রচুর ধৈর্য।

    কনটেন্টটিতে নতুন ফ্রিল্যান্সারদের সুবিধার জন্য ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করার মৌলিক বিষয়গুলো ও ফ্রিল্যান্সিং শুরু করার উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে।

    Reply
  51. ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় পেশা।ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হবার জন্য প্রয়োজন অধ্যবসায় এবং ধৈর্য্য। সেই সাথে কাজে দক্ষ হওয়াও জরুরী।বর্তমান প্রজন্মে বাংলাদেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। সঠিক কর্মসংস্থানের অভাবে এই বেকার সমাজ গুলো দিন দিন হতাশায় ভুগছে ও ভেঙ্গে পড়ছে। আর এই হতাশা কাটিয়ে বেকারত্ব দূর করতে ফ্রিল্যান্সিং এর কোন তুলনা নেই। শুধু দরকার প্রবল ধৈর্য ও ইচ্ছাশক্তির। কন্টেন্টটি অনেক উপকারী ।

    Reply
  52. ফ্রিল্যান্সিং এর মানে হলো মুক্তপেশা অর্থাৎ যেখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে। বর্তমানে ফ্রিল্যান্সিং প্রতিটি বেকার মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। ফ্রিল্যান্সিং মুলত এমন এক পেশা যার মাধ্যমে ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা সম্ভব।চাকরি বা ব্যাবসার পাশাপাশি ফ্রিল্যান্সিংও এখন সফল ক্যারিয়ার এর হাতিয়ার হিসেবে পরিচিতি লাভ করেছে। নতুন ফ্রিল্যান্সাররা কিভাবে তাদের ক্যারিয়ারের সফল হবে তা লেখক খুব সুন্দর করে এই কনটেন্টটির মাধ্যমে তুলে ধরেছেন।

    Reply
  53. ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার গড়া যায় তার জন্য প্রয়োজন ধৈর্য ।ফ্রিল্যান্সিং স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিলেও এখানে প্রতিযোগিতার মাধ্যে টিকে থাকতে হবে। নতুন ফ্রিল্যান্সারের জন্য খুবই উপকারি কন্টেন্ট।

    Reply
  54. বর্তমান ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় কর্মসংস্থানের মাধ্যম।ফ্রিল্যান্সিং বর্তমানে জনগনের মাঝে এক আশীর্বাদ স্বরুপ। এর মাধ্যমে যেমন সফল ক্যারিয়ার গড়া সম্ভব তেমনি অবসর সময়ে বাড়তি ইনকামের এক সুবর্ণ সুযোগ। কিন্তু তার জন্য থাকতে হবে প্রচুর ধৈর্য ও অধ্যাবসায়। ফ্রিল্যান্সিং এর কাজ মূলত ধৈর্যের উপর টিকে থাকে। কনটেন্টটি আমাদের জন্য অনেক উপকারী ছিল । ধন্যবাদ লেখককে।

    Reply
  55. বর্তমান যুগে একটি জনপ্রিয় কর্মসংস্থানের মাধ্যম হলো ফ্রিল্যান্সিং।ফ্রিল্যান্সিং বর্তমানে জনগনের মাঝে এক আশীর্বাদ স্বরুপ।ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বড় বড় ব্যাবসিক এর চেয়েও বেশি উপার্জন করা সম্ভব। তার জন্য থাকতে হবে অধিক ধৈর্য এবং প্রবল ইচ্ছা।ধৈর্যের মাধ্যমে মানুষ অনেক বড় কিছু অর্জন করতে পারে।ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যেমন অনেক বেকারত্ব কমেছে তেমনি অনেক ফ্রিল্যান্সিং কিভাবে করবে তা জানে না। আপনার এই কনটেন্ট এ সুন্দর করে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে দিয়া আছে। যা পড়ে একজন মানুষ ফ্রিল্যান্সিং এর ব্যাপারে ধারণা নিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি কনটেন্ট আমাদের উপহার দিয়ার জন্য।

    Reply
  56. ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে। ধৈর্যের সাথে যারা কাজ করতে পারবে তারাই এক সময় সফলতা লাভ করবে।

    Reply
  57. কনটেন্টটি আমার জন্য অনেক উপকারী ছিল । লেখককে অসংখ্য ধন্যবাদ ।

    Reply
  58. আধুনিক বিশ্বে সফল ক‍্যারিয়ার গড়ার এক অন্যতম মাধ্যম হল ফ্রিল্যান্সিং।বর্তমানে ফ্রিল্যান্সিং প্রতিটি বেকার মানুষের জন‍্য আশীর্বাদ স্বরূপ।নিজের প্রতিভা কে বিশ্বময় তুলে ধরতে এবং নিজেকে সাবলম্বি করতে এ সময়ের সবচেয়ে বড় প্লাটফর্ম হল ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এ স্বাধীনভাবে কাজ করে সম্মানজনক পারিশ্রমিক পাওয়ার সুযোগ থাকলেও এখানে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হয়। তাই এই কাজের জন্য প্রয়োজন অধ্যাবসায় , আত্মবিশ্বাস ও প্রচুর ধৈর্য। ফ্রিল‍্যান্সিং এর সকল বিষয় বস্তু লেখক এই কন্টেন্টটির মধ্যে অসাধারন ভাবে তুলে ধরেছেন।

    Reply
  59. ফ্রিল্যান্সিং একটি অনলাইন ভিত্তিক মুক্তপেশা । যার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে । অন্য যেকোনো পেশার পাশাপাশি মে কেউ ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে পারেন।

    Reply
  60. বর্তমানে ফ্রিল্যান্সিং প্রতিটি বেকার মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। ফ্রিল্যান্সিং এর মানে হলো মুক্তপেশা অর্থাৎ যেখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে । এর মাধ্যমে যেমন সফল ক্যারিয়ার গড়া সম্ভব তেমনি রয়েছে অবসর সময়ে বাড়তি ইনকামের সুযোগ । ধৈর্য ধরে লেগে থাকলে ফ্রিল্যান্সিং করে জীবনে সফল হওয়া সম্ভব । কনটেন্ট টি বেকার তরুন – তরুণী দের অনেক উপকারে আসবে।

    Reply
  61. এই ডিজিটাল যুগে ফ্রীল্যান্সিং একটি জনপ্রিয় এবং সম্ভাবনাময় পেশা। তবে কোন কিছুই সহজ নয়। প্রতিটি কাজের জন্যই প্রয়োজন অধ্যবসায় এবং প্রচুর ধৈর্য। ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে জীবনে ভাল কিছু হবে বলে আশা করা যায়।ফ্রিল‍্যান্সিং এর সকল বিষয় বস্তু লেখক এই কন্টেন্টটির মধ্যে অসাধারন ভাবে তুলে ধরেছেন।

    Reply
  62. বর্তমানে ফ্রিল্যান্সিং একটি গুরুত্বপূর্ণ পেশা। আর এর মাধ্যমে ক্যারিয়ার গড়া সম্ভব। অনেক বেকার মানুষের জন্য এটি এখন আশীর্বাদস্বরুপ। তাই অনায়াসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ক্যারিয়ার গরে তোলা যাবে। এই কন্টেন্টটির মাধ্যমে ফ্রিল্যান্সিং সম্পর্কে খুব ভালো তথ্য পাওয়া গেছে, যার ফলে অনেকেই উপকৃত হবে।

    Reply
  63. বর্তমান এই ডিজিটাল যুগে জনপ্রিয় স্বাধীন পেশার মধ্যে অন্যতম নাম হলো ফ্রিল্যান্সিং। যার জন্য প্রয়োজন পরিশ্রম এবং ধৈর্য্য। পরিশ্রম এবং ধৈর্য্য ধারণ করে টিকে থাকতে পারলে এই পেশার মাধ্যমে যেমনি অর্থ উপার্জন সম্ভব তেমনই সফল ক্যারিয়ার গড়ে তোলা ও সম্ভব।

    Reply
  64. বর্তমানে যুগ হলো ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং এক জনপ্রিয়  কর্মসংস্থান । ফ্রিল্যান্সিং স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিলেও প্রতিযোগিতার মাধ্যমে এখানে টিকে থাকতে হবে।শেষকথা, প্রতিটি কাজের জন্যই প্রয়োজন অধ্যবসায় এবং প্রচুর ধৈর্য। ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে। তাই আমারা চেষ্টা চালিয়ে যাব। আর বিস্তারিত জানতে এই লেখাটা মনযোগ দিয়ে পড়তে হবে।

    Reply
  65. ফ্রিল্যান্সিং করে সফলতা পেতে প্রয়োজন প্রবল ধৈর্য। যা সবার থাকে না। তবে যাদের ধৈর্য ধরে কোনো কাজে লেগে থাকার মানসিকতা আছে তাদের জন্য ফ্রিল্যান্সিং করে সফলতা পেতে সময় কম লাগে। যারা শুরু করতে চাচ্ছেন তাদের আর্টিকেল টি কাজে দিবে।

    Reply
  66. ফ্রিল্যান্সিং নিয়ে বলতে গেলে এটা বতর্মান সময়ের জন্য খুবই জনপ্রিয় একটা পেশা। এটা পুরুষের তুলনাই নারীদের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেছে।কারণ যুগ যতই আধুনিক হোক আমাদের মত অনুন্নত দেশে নারীদের পক্ষে সংসার চাকরি সব কিছু সামলানো দায় হয়ে যায়।ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানা না থাকলেও কন্টেনটি আমাকে পুরাপুরি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে সহযোগিতা করেছে।ধন্যবাদ কন্টেনটির জন্য।

    Reply
  67. যে কোনো কাজে সফল হওয়ার মূলমন্ত্র হলো ধৈর্য আর অধ্যবসায়। ফিল্যান্সিং পেশা র ও সফলতা নির্ভর করে ধৈর্যের উপর। যে ধৈর্য নিয়ে লেগে থাকতে পেরেছে সে ই সফল হয়েছে।মা-শা-আল্লাহ এই কন্টেন্ট টি র মাধ্যমে ফিল্যান্সিং সম্পর্কে আরো বেশি তথ্য জানার সুযোগ হয়েছে।

    Reply
  68. বর্তমান যোগ ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং একটা জনপ্রিয় কর্মসংস্থান। ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা হলেও প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হয়। এর জন্য প্রয়োজন ধৈর্য, দক্ষতা, এবং প্রবল ইচ্ছা শক্তি। এইসব নিয়ে টিকে থাকতে পারলেই ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়া সম্ভব।

    Reply
  69. আলহামদুলিল্লাহ কনটেন্টটি আমার জন্য অনেক উপকারী হয়েছে। বর্তমান জীবন যাত্রার মান উন্নত করার জন্য ফ্রিল্যান্সিং এর কোন। অন্যের অধীনে কাজ করা থেকে ফিরোজকে টাকা উপার্জন করা অধিক স্বাচ্ছন্দ্যের। সকলের উচিত এই কনটেন্টটি একবার হলেও পড়া এবং নিজের জীবনে ফ্রিল্যান্সিং এর গুরুত্ব।

    Reply
  70. লেখনীটি অনেক সময়োপযোগী। ফ্রিল্যান্সিং খুবই সম্ভাবনাময় একটি পেশা।ধৈর্য নিয়ে এগিয়ে যেতে পারলে এখানে সফলতার হার অনেক।তাছাড়া এটি আমাদের দেশের বেকারত্বের হার কমাতে সাহায্য করতে পারে এবং বৈদেশিক মুদ্রা উপার্জন করতে সহায়ক।গৃহিণী ও শিক্ষার্থীদের জন্য এটি হতে পারে নিজের পায়ে দাঁড়ানোর এক অনন্য মাধ্যম। ফ্রিল্যান্সিং কে তারা তাদের পার্ট টাইম হিসেবে বেছে নিতে পারে।যেহেতু কাজটি ঘরে বসেই করা যায়, এই কাজটি অন্য কাজ/ব্যাবসা থেকে তুলনামূলক সহজ ও লাভজনক। কিন্তু এই কাজে সাফল্যের জন্য দরকার কঠোর ধৈর্যশক্তি ও পরিশ্রম।

    Reply
  71. বর্তমানে ফ্রিল্যান্সিং জনপ্রিয় একটি পেশা।
    বেকারত্ব দুরিকরনের জন্য টি বিরুপ ভুমিকা পালন করে। আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি। বেকার না থেকে যদি সবাই ফ্রিল্যান্সিং এ গুরত্ব দেয় তাহলে হয়ত বেকারত্বের সং্খ্যা অনেকটাই কমে আসবে ইন শা আল্লহ। ইতিমধ্যেই আমাদের দেশের অনেক মানুষ ই ফ্রিল্যান্সিং পেশায় জরিত আছে।

    ফ্রিল্যান্সিং করতে ২ টি জিনিস খুবই প্রোয়জন এক ইচ্ছাশক্তি আর প্রচুর ধৈর্য ।

    এই ২ টা জিনিস নিয়ে আগালেই সফলতা আসবেই ইনশাআল্লহ।

    Reply
  72. বর্তমান যুগ ডিজিটাল যুগ।প্রায় সবকিছুই ডিজিটালভাবে করা সম্ভব।তাই ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা খুব ই জনপ্রিয় হয়ে উঠেছে।এবং এরমাধ্যমে বিশ্বব্যাপী অনেকেই সফল ক্যারিয়ার গড়ে তুলেছে।যদিও তারজন্য প্রয়োজন ধৈর্য ও পরিশ্রম।এমন সময় উপযুক্ত একটি কনটেন্ট এর জন্য লেখক কে ধন্যবাদ।

    Reply
  73. মাশাআল্লাহ কনটেন্টি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। এই যুগে বেকারদের কর্মসংস্থান হিসেবে ফ্রিল্যান্সিং এক নতুন সম্ভাবনা তৈরী করেছে।কন্টেন্ট টি থেকে ফ্রিল্যান্সিং এর অনেক অজানা বিষয়ে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ লেখিকাকে।

    Reply
  74. মাশাল্লাহ সময় উপযোগী একটি উপযুক্ত কনটেন্ট। যারা ফ্রিল্যান্সি করতে চায় ফ্রিল্যান্সিং সম্পর্কে এই কনটেন্ট থেকে আইডিয়া নিতে পারবেন। ফ্রিল্যান্সিং মূলত ধৈর্যের উপরে টিকে থাকে তাই প্রবল ধৈর্য শক্তি এবং আত্মবিশ্বাসী সফল ক্যারিয়ার গড়া সম্ভব।

    Reply
  75. ফ্রিল্যান্সিং করে যে সফল ক্যারিয়ার গড়া সম্ভব তা এই কনটেন্টিতে সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। এটি বর্তমান সময়ে অনেকের জন্য বাড়তি ইনকামেরও এক সুবর্ণ সুযোগ। তবে ফ্রিল্যান্সিং এ সফলতার মূলে রয়েছে ধৈর্য শক্তি।

    Reply
  76. এই ডিজিটাল যুগে ফ্রীল্যান্সিং একটি জনপ্রিয় এবং সম্ভাবনাময় পেশা। তবে কোন কিছুই সহজ নয়। প্রতিটি কাজের জন্যই প্রয়োজন অধ্যবসায় এবং প্রচুর ধৈর্য।
    বর্তমানে তরুণ তরুণীরা বিশেষ করে মেয়েরা বেশি এই পেশাকে নিজেদের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করছে।সঠিক গাইডলাইন এবং ধৈর্য্য নিয়ে যদি কাজ করা যায় তাহলে এই সেক্টরে সফল হওয়া যায়।

    Reply
  77. ফ্রিল্যান্সিং হলো মুক্তপেশা অর্থাৎ যেখানে স্বাধীনভাবে কাজ করা যায়। বড় বড় চাকরি ও ব্যাবসার চেয়েও অধিক উপার্জন করা সম্ভব ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। এর জন্য প্রয়োজন অধিক ধৈর্য ও প্রবল ইচ্ছাশক্তি।
    মাশাআল্লাহ অনেক সুন্দর ও সময়োপযোগী একটি কন্টেন্ট। বর্তমান বেকারদের জন্য প্রয়োজনীয় একটি কন্টেন্ট।

    Reply
  78. এই ডিজিটাল যুগে ফ্রীল্যান্সিং একটি জনপ্রিয় এবং সম্ভাবনাময় পেশা। তবে কোন কিছুই সহজ নয়। প্রতিটি কাজের জন্যই প্রয়োজন অধ্যবসায় এবং প্রচুর ধৈর্য। ফ্রিল্যান্সিং এর কাজ মুলত ধৈর্যের উপরেই টিকে থাকে। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে জীবনে ভাল কিছু হবে বলে আশা করা যায়।ধন্যবাদ আপনাকে এমন একটা কন্টেন্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

    Reply
  79. অসাধারণ কন্টেন্ট। আমার জন্য অনেক উপকারী। মূলত ফ্রিল্যান্সিং একটি মুক্ত ও স্বাধীন পেশা। যার জন্য প্রয়োজন পরিশ্রম ও ধ্যৈর্য।

    Reply
  80. বর্তমানে একজন ফ্রিল্যান্সার এর জন্য রয়েছে উজ্জল ভবিষ্যৎ। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের বুদ্ধি, কাজের অভিজ্ঞতা এবং কৌশল কে কাজে লাগিয়ে সহজেই কাজ করা যাচ্ছে এবং টাকা আয় হচ্ছে।ফ্রিল্যান্সিং করে সফল ক্যারিয়ার গড়ার এই কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল

    Reply
  81. This will be a great guideline for the new comers in the sector but the writer should be aware of the use of য় and ই।

    Reply
  82. বর্তমান যুগে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা।কিন্তু তবুও মানুষের মধ্যে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক নেতিবাচক ধারণা কাজ করে।এই আর্টিকেলটি পড়লে ফ্রিল্যান্সিং নিয়ে ইতিবাচক ধারণা তৈরি হবে আশা করা যায়।

    Reply
  83. ফ্রিল্যান্সিং বর্তমানে বেকারত্ব দূরীকরণের আশীর্বাদ স্বরূপ। অন্যান্য কাজের চাইতে ফ্রিল্যানসিং করে দ্বিগুণ টাকা উপার্জন করা যায়। তাছাড়া এটি  বর্তমানে অবসর সময়েও ঘরে বসে বাড়তি ইনকাম করার সুবর্ণ সুযোগ তৈরি করেছে। তবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অধ্যবসায় এবং ধৈর্য ছাড়া সফলতা সম্ভব নয়। যারা ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে  নিতে চায় তাদের জন্য  এই কনটেন্টটি  খুবই গুরুত্বপূর্ণ। লেখককে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কন্টেন্ট টি উপস্থাপন করার জন্য।

    Reply
  84. ফ্রিল্যান্সিং সফল ক্যারিয়ারের গঠনে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। এটি ব্যক্তিগত স্বাধীনতা, সময় নিয়ন্ত্রণ এবং আর্থিক স্বাধীনতা প্রদান করে। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, লেখাপড়া, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি পেশাগুলিতে দক্ষতা অর্জন করে সম্প্রতি ফ্রিল্যান্সিং এর চাহিদা বেড়েই চলেছে।ডিজিটাল এই যুগে ফ্রিল্যান্সিং জনপ্রিয় কর্মসংস্থান হিসেবে বর্তমানে বড় উপার্জনের সুযোগ তৈরি করছে। তবে, এতে সফল হতে হলে অধিক ধৈর্য এবং প্রচুর ইচ্ছাশক্তি প্রয়োজন। ফ্রিল্যান্সিং অনেকের স্বপ্ন, কিন্তু মাঝপথে থেমে গেলে সম্ভব নয়। এটি প্রতিযোগিতামূলক, তবে এতে সফলতার সুযোগ অনেক। ফ্রিল্যান্সিং বর্তমানে একজন ব্যাক্তির জন্য আশীর্বাদ, যা সফল ক্যারিয়ার ও অবসরে অতিরিক্ত আয়ের সুযোগ করে দেয়। তবে, এটি সহজ নয় এবং প্রচুর ধৈর্য এবং প্রচন্ড ইচ্ছাশক্তির মাধ্যমে এর সফলতা ধরে রাখা সম্ভব যা প্রদত্ত আর্টিকেলে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।ধন্যবাদ লেখককে পাঠককে বোধগম্য করে বিষয়টি তুলে ধরার জন্য

    Reply
  85. আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করা দুঃসাধ্য মনে হতে পারে, তবে সঠিক মানসিকতা এবং একটি দৃঢ় পরিকল্পনার সাথে আপনি নিজেকে সফলতার জন্য সেট করতে পারেন।আপনার দক্ষতা এবং অনন্য বিক্রয় পয়েন্ট সনাক্ত করে, একটি অনলাইন উপস্থিতি প্রতিষ্ঠা, সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে নেটওয়ার্কিং এবং ক্রমাগত আপনার নৈপুণ্যকে সম্মানিত করার মাধ্যমে শুরু করুন।মনে রাখবেন, ফ্রিল্যান্সিং সাফল্যের জন্য কোনো এক-আকার-ফিট-সমস্ত পদ্ধতি নেই – এটি আপনার জন্য সবচেয়ে ভাল কাজ করে তা খুঁজে বের করা।এই আর্টিকেলটি পড়লে ফ্রিল্যান্সিং নিয়ে ইতিবাচক ধারণা তৈরি হবে আশা করা যায়।

    Reply
  86. বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিংএকটি জনপ্রিয় আয়ের মাধ্যম। এই কাজের জন্য দরকার প্রবল ধৈর্য শক্তি। ফ্রিল্যান্সিং স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিলেও প্রতিযোগিতার মাধ্যমে এখানে টিকে থাকতে হবে।তাই, এই ধৈর্যের সাথে যারা কাজ করতে পারবে তারাই এক সময় সফলতা লাভ করবে। হাল ছেড়ে দিলে সফলভাবে কোনো কাজ করাই সম্ভব নয়।

    Reply
  87. বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং করে বড় বড় ব্যবসায়ীদের থেকে অধিক আয় সম্ভব। কিন্তু ধৈর্য হারিয়ে ফেললে হবেনা,লেগে থাকতে হবে।কারন সব সফলতার মূলে রয়েছে ধৈর্য ও পরিশ্রম।

    Reply
  88. ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি কাজ । এই জাগায় মানুষ নিজের ইচ্ছা অনুযায় কাজ করতে পারে এইজন্য এই কাজকে মুক্ত পেশা বলা হয় ।এই জাগায় কাজ করে খুব কম সময় সাফলের উচ্চশিখরে পোঁছান যায় কিন্তু এই জন্য দরকার অনেক ধৈর্য শক্তি এবং কঠোর পরিশ্রম।

    Reply
  89. আধুনিক বিশ্বের অন্যতম উপার্জনের মাধ্যম ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে বেকারত্ব সমস্যা অনেক টা কমে এসেছে। ফ্রিল্যান্সিং এর সম্পর্কে অধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা এটাতেই ক্যারিয়ার গঠন করেন। এটাতে ভালো করতে হলে অবশ্যই ধৈর্য ও কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।

    Reply
  90. আধুনিক বিশ্বের অন্যতম উপার্জনের মাধ্যম ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে বেকারত্ব সমস্যা অনেক টা কমে এসেছে। ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে হলে অবশ্যই দৃঢ়তার সাথে কাজ করতে হবে। ধৈর্য্য ও পরিশ্রমের মাধ্যমেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানো সম্ভব হবে।

    Reply
  91. বর্তমানে যুগ হলো ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং এক জনপ্রিয় কর্মসংস্থান হয়ে দাড়িয়েছে।
    ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বড় বড় ব্যাবসিক এর চেয়েও বেশি উপার্জন করা সম্ভব। তার জন্য থাকতে হবে অধিক ধৈর্য এবং প্রবল ইচ্ছা।মাশাআল্লাহ খুব ভালো কন্টেন্ট। পড়ে উপকৃত হলাম।

    Reply
  92. ফ্রিল্যান্সিং মুক্ত পেশা হওয়ায় বর্তমানে এর প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। ফ্রিল্যান্সিং এর বিষয়ে অসাধারণ একটি কন্টেন্ট। যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছে তারা কন্টেন্ট টির মাধ্যমে ফ্রিল্যান্সিং সম্পর্কে একটি পুর্নাঙ্গ ধারণা পাবে।

    Reply
  93. বড় বড় চাকরি ও ব্যবসার চেয়েও অধিক উপার্জন করা সম্ভব ফ্রিল্যান্সিং এর মাধ্যমে।বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ।ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বড়  বড় ব্যাবসিক এর চেয়েও বেশি উপার্জন করা সম্ভব। তার জন্য থাকতে  হবে অধিক ধৈর্য এবং প্রবল ইচ্ছা।ফ্রিল্যান্সিং স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিলেও প্রতিযোগিতার মাধ্যমে এখানে টিকে থাকতে হবে।
    মাশা-আল্লাহ এই কনটেন্ট টি মানুষের উপকার বয়ে আনবে।

    Reply
  94. ডিজিটাল যুগে, যারা আর্থিক স্বাধীনতা চান তাদের জন্য ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে।বর্তমানে ফ্রিল্যান্সিং প্রতিটি বেকার মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। যদিও এটি স্বাধীনভাবে কাজ করার স্বাধীনতা প্রদান করে, এটি সফল হওয়ার জন্য ধৈর্য এবং দৃঢ় ইচ্ছার প্রয়োজন। কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার সাথে, ফ্রিল্যান্সিং একটি সফল ক্যারিয়ার এবং আর্থিক স্বাধীনতার পথ হতে পারে।
    পবিত্র কোরআনে এসেছে : ‘অতএব আপনি ধৈর্যধারণ করুন, শুভ পরিণতি তো মুত্তাকিদের জন্য নির্দিষ্ট।’ (সুরা হুদ : ৪৯)।

    Reply
  95. ফ্রিল্যান্সিং সম্পর্কে এই লেখাটি বেকারদের জন্য একটি অনুপ্রেরণা। যেকোনো পেশায় নিজের সময়কে কাজে লাগিয়ে অধিক পরিমাণ শ্রম দিয়ে সফলতা অর্জন করতে হয়। তেমনি বাড়িতে বসে অবসর সময়কে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং পেশায় অধিক ধৈর্য শক্তি ও প্রবল ইচ্ছা শক্তির মাধ্যমে সফল ক্যারিয়ার গড়া সম্ভব।

    Reply
  96. বর্তমানে যুগ হলো ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং এক জনপ্রিয় কর্মসংস্থান হয়ে দাড়িয়েছে।ফ্রিল্যান্সিং মুক্ত পেশা হওয়ায় বর্তমানে এর প্রতি আগ্রহ বাড়ছে মানুষের।ফ্রিল‍্যান্সিং এর সকল বিষয় বস্তু লেখক এই কন্টেন্টটির মধ্যে অসাধারন ভাবে তুলে ধরেছেন।মাশাআল্লাহ খুব ভালো কন্টেন্ট। পড়ে উপকৃত হলাম।

    Reply

Leave a Comment

You cannot copy content of this page