ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওয়ার্ড সমূহ

Spread the love

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ২৩.৪৪° থেকে ২৩.৫৪° উত্তর অক্ষাংশ ও ৯০.২০° থেকে ৯০.২৮° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। ঢাকা শহরের উত্তরাংশে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়তন প্রায় ১৯৬.২২বর্গ কিলোমিটার।

১৯৪৭ সালে দেশ বিভাগের পর হতে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৭ সালের পৌরসভা অধ্যাদেশ জারি হবার পর হতেই চেয়ারম্যানের সাথে সাথে ওয়ার্ড কমিশানার নির্বাচিত হবার পদ্ধতি চালু হয়। ঐ অধ্যাদেশ বলে ১৯৭৮ সালে ঢাকা মিউনিসিপ্যালিটিকে ঢাকা সিটি কর্পোরেশনে পরিবর্তিত হয়।

২০১১ সালের ১৯শে নভেম্বর তারিখে জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধনী) বিল, ২০১১ সালের পাসের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত করা হয়। এর ফলে ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন  নামে স্বতন্ত্র দুইটি কর্পোরেশন গঠন করা হয়। তন্মধ্যে – ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৪টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫৬টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়।

ছকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড সমূহের বিবরন দেওয়া হল

           ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

অবস্থানঃ ঢাকা উত্তর।

দ্রাঘিমাংশঃ ৯০o২০’ – ৯০o২৮’।

অক্ষাংশঃ ২৩o৪৪’ – ২৩o৫৪।

অঞ্চল সংখ্যাঃ ১০।

ওয়ার্ড সংখ্যাঃ ৫৪।

আয়তনঃ ১৯৬.২২ বর্গ কিঃ মিঃ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড ও এলাকাসমূহ:

অঞ্চল-১

ক্রমিক নংওয়ার্ড নংওয়ার্ডের আওতাধীন এলাকা
উত্তরা মডলে টাউন ১ হতে ১০নং সেক্টর, আব্দুল্লাপুর (আংশিক), পুরাকরৈ (আংশিক), শৈলপুর (আংশিক), ফায়দাবাদ (আংশিক), বাউনিয়া (আংশিক), দক্ষিণ খান (আংশিক), ও রানাভোলা (আংশিক)। 
১৭খিলক্ষেত, কুড়িল, কুড়াতলী, জোয়ারসাহারা, অলিপাড়া (আংশিক), জগন্নাথপুর, , নিকুঞ্জ-১ ও ২, ও টানপাড়া।

অঞ্চল-২

ক্রমিক নংওয়ার্ড নংওয়ার্ডের আওতাধীন এলাকা
সেকশন-১২, ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি, ব্লক-ডি, ব্লক-ই, ব্লক-ত, ব্লক-ধ, ব্লক-প (উত্তর কালশী), সেকশন-৯, ব্লক-খ, বুড়ির টেক। কালশী সরকার বাড়ী, ব্লক-প সম্প্রসারিত সাগুপ্তা।
সেকশন-১০, ব্লক-এ, ব্লক-সি, ব্লক-ডি, সেকশন -১১, ব্লক-সি, রোড/এভিঃ-৫ মদিনা নগর । এভিনিউ -৩।
সেকশন -১৩, সেকশন১৩/এ, ১৩/বি, ১৩/সি, টিনসেড, সেকশন-১৪, বাইশটেকী, সেকশন-১৫।
সেকশন-১১ , সেকশন-১১ ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি, ব্লক-ডি, ব্লক-ই, ব্লক-এফ, পলাশনগর । 
পল্লবী, বর্ধিত পল্লবী, নতুন পল্লবী সেকশন-৭, মিল্কভিটা রোড, সুজাতনগর, হরুনাবাদ, মল্লিকা হাউজিং আরামবাগ, আরিফাবাদ, ছায়ানীড়, সেকশন-৬, ব্লক-সি, ব্লক-ডি, ব্লক-ই, ব্লক-ট, ব্লক-ঝ, আলু্ব্দী, দুয়ারীপাড়া, ৬-জ, রূপনগর টিনশেড ও ইষ্টান হাউজিং এর  দ্বিতীয় পর্ব  এলাকা ।
সেকশন-২, ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি, ব্লক-ডি, ব্লক-ই, ব্লক-এফ, ব্লক-জি,(১), ব্লক-এইচ, ব্লক-কে, ব্লক-জে রূপরগর আবাসিক এলাকা, সেকশন -৭ ব্লক-এ, সেকশন-২, ব্লক-চ, ফ্ল্যাট ৫টি বিল্ডিং, দূয়ারীপাড়া।     ৬-এ, ৬-বি, ৬-ট, ৬-জ।
সেকশন-১, ওয়াপদা কলোণী, ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি, ব্লক-ডি, ব্লক-ই, ব্লক-এফ, ব্লক-জি, ব্লক-এইচ, বানিজ্যিক প্লট, স্থানীয় বাড়ী ,গৃহ-খ, গৃহ-গ, আল কামাল হাউজিং, চিড়িয়াখানা আবাসিক এলাকা, নবাবের বাগ, গোড়ান চটবাড়ী, বি.আই.এস.এফ স্টাফ কোয়াটার, কুমীরশাহ মাজার ও বক্স নগর, উত্তর বিশিল, প্রিয়াংকা হাউজিং (সেকশন-১) নিউ সি ব্লক, বোটানিক্যাল গার্ডেন আবাসিক এলাকা। 
১৫মানিকদী, মাটিকাটা, বালুঘাট, লালারসই, ধামালকোর্ট, আলুব্দীরটেক, বাইগারটেক, বারনটেক, ভাষানটেক।

অঞ্চল- ৩

ক্রমিক নংওয়ার্ড নংওয়ার্ডের আওতাধীন এলাকা
১৮বারিধারা আবাসিক এলাকা ব্লক- আই, কে এবং জে কালাচাঁদপুর, নর্দ্দা, শাহাজাদপুর (ক, খ ও গ) ।
১৯বনানী, গুলশান ১ ও ২, এবং কড়াইল।
২০মহাখালী, মহাখালী- গুলশান ১ লিংক রোড, জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও নিকেতন
২১উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, মধ্য বাড্ডা, পূর্ব মেরুল বাড্ডা, পশ্চিম মেরুল বাড্ডা এবং গুপিপাড়া বাড্ডা।
২২রামপুরা, উলন, বাগিচার টেক, নাছিরের টেক, ওমর আলী লেন, পশ্চিম হাজীপাড়া, বাড্ডা টু গুলশান-১ লিংক রোড।
২৩খিলগাঁও ‘বি’ জোন, খিলগাঁও পূর্ব হাজীপাড়া, মালিবাগ চৌধুরী পাড়া (নূর মসজিদের উত্তর মহল্লাসহ), মালিবাগ ও মালিবাগ বাজার রোড, (সবুজবাগ অংশ)
২৪তেজগাঁওশিল্পএলাকা, বেগুনবাড়ী, কুনিপাড়া
২৫নাখালপাড়া, আরজতপাড়া, সিভিল এভিয়েশন ষ্টাফ কোয়ার্টার।
৩৫বড়মগবাজার, দিলুরোড, নিউ ইস্কাটন রোড, পশ্চিম মগবাজার, মধ্য পেয়ারাবাগ, গ্রীনওয়ে, উত্তর নয়াটোলা ১ম ভাগ।
১০৩৬মিরেরটেক, মিরবাগ, মধুবাগ, উত্তর নয়াটোলা ২য় ভাগ, পূর্ব নয়াটোলা, দক্ষিণ নয়াটোলা, মগবাজার ওয়ারলেস কলোনী।

আরও পড়ুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি-২০২২ বিস্তারিত জানতে – ভিজিট করুন

চাকরি দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) 2023  বিস্তারিত জানতে – ভিজিট করুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থানা সমূহ বিস্তারিত জানতে – ভিজিট করুন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল সমূহ বিস্তারিত জানতে –  ভিজিট করুন

অঞ্চল- ৪

ক্রমিক নংওয়ার্ড নংওয়ার্ডের আওতাধীন এলাকা
গোলারটেক, ছোট দয়িাবাড়ী, বড় দয়িাবাড়ী, জহুরাবাদ, আনন্দনগর, কোটবাড়ী, চারআনী পাড়া, বারআনীপাড়া, বাগবাড়ী, হরিরামপূর, কড় বাজার, জাহানাবাদ, ঋশিপাড়া, র্বধন বাড়ী, গাবতলী বাস টার্মিনাল, গাবতলী গরুর হাট, সুইপার কলোনী, গাবতলী (আমিন বাজার) পাইকারী কাঁচা বাজার।
১০মাজার রোড, মিরপুর রোড (আংশিক), ১ম কলোনী ২য় কলোনী, ৩য় কলোনী, দারুস সালাম এলাকা, গৈদারটেক, লালকুঠী, বাতেন নগর আবাসিক এলাকা।
১১কল্যানপুর, পাইকপাড়া, মধ্য পাইকপাড়া, দারুস সালাম রোড (আংশিক) ।
১২আহম্মদনগর, (আংশিক),শাহআলীবাগ, দক্ষিণ বিশিল,পাইকপাড়া, টোলারবাগ (উত্তর,মধ্য ও দক্ষিণ)।
১৩বড়বাগ, মনীপুর, পীরেরবাগ, (উত্তর –দক্ষিণ, পশ্চিম ওপূর্ব), শেওড়াপাড়া (পশ্চিম ও মধ্য)
১৪রোকেয়া স্মরণী, মিরপুর রোড, সেনপাড়া র্পবতা, কাজীপাড়া (পশ্চিম ও র্পূব), শেওড়াপাড়া (পশ্চিম ও র্পূব)।
১৬কাফরুল, উত্তর কাফরুল, দক্ষিণ কাফরুল, পশ্চিম কাফরুল (তালতলা), ইব্রাহিমপুর, কচুক্ষেত রোড । 

অঞ্চল- ৫

ক্রমিক নংওয়ার্ড নংওয়ার্ডের আওতাধীন এলাকা
২৬কারওয়ান বাজার বানিজ্যিক এলাকা, কারওয়ান বাজার লেন, কাজী নজরুল ইসলাম এভিনিউ, গ্রীন রোড, তেজতুরী বাজার পূর্ব, তেজতুরী বাজার পশ্চিম, স্টেশন রোড, তেজকুনীপাড়া (শহীদ বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, বসুন্ধারা সিটি মার্কেট।
২৭তেস্তুরী বাজার চক, তেস্তুরী বাজার চকলেন, সজল স্কয়ার, গ্রীন রোড, বীর উত্তম কে, এম,শফিউল্লাহ সড়ক, মনিপুরী পাড়া, বীর উত্তম শহীদ জিয়াউর রহমান সড়ক।
২৮শ্যামলী বাগ, পশ্চিম আগারগাঁও, আগারগাঁও প্রশাসনিক এলাকা।
২৯মোঃপুর ব্লক-সি, তাজমহল রোড ব্লক-এফ, শাহজাহান রোড, মেট্রো পলিটন হাউজিং, কো-অপারেটিভ হাউজিং সোসাইটি, মোঃপুর –এফ, জুহুরী মহল্লা।
৩০বায়তুল আমান হাউজিং, পিসিকালচার হাউজিং, নবোদয় হাউজিং, প্রমিন্যান্ট পান্থশালা হাউজিং, তুরাগ হাউাজিং, আক্কাছ হাউজিং, বেরীবাধ ইবনেসিনা হাউজিং, শ্যামলী হাউজিং, একতা হাউজিং, উত্তর আদাবর, মোহাম্মদপুর, ঢাকা হাউজিং, রফিক হাউজিং, মুনসুরাবাদ হাউজিং, সুনিবিড় হাউজিং, আলিফ হাউজিং, মফিজ হাউজিং, মেহেদী বাগ হাউজিং, ইউনিক হাউজিং, আদর্শ ছায়ানীড়, মোহাম্মদপুর হাউজিং, আদাবর ও সেকেরটেক।
৩১আযম রোড, আসাদ এভিনিউ, রাজিয়া সুলতানা রোড়, তাজমহল রোড, শেরাশাহসুরী রোড, নুরজাহান রোড, জাকির হোসেন রোড, শাহাজাহান রোড, আওরঙ্গজেব রোড ও কাজী নজরুল ইসলাম রোড ব্লক-ই।
৩২লালমাটিয়া ব্লক-এ, লালমাটিয়া ব্লক-বি, লালমাটিয়া ব্লক-সি, লালমাটিয়া ব্লক-ডি, লালমাটিয়া ব্লক-ই, লালামাটিয়া ব্লক -এফ, লালমাটিয়া ব্লক-জি, স্যার সৈয়দ রোড, হুমায়ন রোড, বাবর রোড, ইকবাল রোড, আওরঙ্গজেব রোড, খিলজী রোড, আসাদ এভিনিউ, মোঃপুর কলোনী , মোঃ পুর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ ব্লক-ক, গজনবী রোড, (পিসিকালচার) লালমাটিয়া হাউজিং এস্টেট নিউকলোনী।
৩৩মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, কাদেরাবাদ হাউজিং এস্টেট, কাটাসুর ,বাশবাড়ী, চানমিয়া হাউজিং ও চাঁদ হাউজিং, চাঁদ উদ্যান বছিলা, বছিলা রোড, নবীনগর হাউজিং, ঢাকা উদ্যান, ঢাকা উদ্যান, ঢাকা রিয়েল এস্টট, আলী এন্ড নুর রিয়েল এস্টেট, আরাম মডেল টাউন, বেড়ী বাঁধ,বছিলা মডেল টাউন, চন্দ্রিমা মডেল টাউন, বছিলা সিটি ডেভেলপার্স, সাতমসজিদ গৃহনির্মাণ সম্ববায় সমিতি লিঃ, জাপান গার্ডেন সিটি, বিজ্ঞবিভর হাউজিং, নবোদয় হাউজিং, ব্রাদার্স, ফিউচার টাউন, লতিফ রিয়েল এস্টেট, অনিন্দ হাউজিং, বাঁশ বাড়ী।
৩৪পশ্চিম ধানমন্ডি, মাদার কেয়ার হাসপাতাল, সুলতানগঞ্জ, রায়ের বাজার পূর্ব, জাফরাবাদ, মেট্রো হাউজিং।

অঞ্চল- ৬

ক্রমিক নংওয়ার্ড নংওয়ার্ডের আওতাধীন এলাকা
৫১উত্তরা মডেল টাউন ১১ হতে ১৪নং সেক্টর, বাইলজুড়ী (আংশিক)।
৫২বাইলজুড়ী (আংশিক), বাউনিয়া (আংশিক), দলিপাড়া, আহালিয়া, পাকুড়িয়া, বাদালদি, উলুদাহা, চান্দুরা, তাফলিয়া, মান্দুরা, ষোলাহাটি।
৫৩নলভোগ, নয়ানগর, শুক্রভাঙ্গা, ধরাঙ্গারটেক, পুরানকালিয়া, শেখদিরটেক, দিয়াবাড়ী, তারারটেক, নিমতলীরটেক, চন্ডালভোগ, রানাভোলা (আংশিক), ফুলবাড়িয়া, ধউর (আংশিক), বামনারটেক।
৫৪রোশাদিয়া (আংশিক), কামারপাড়া, কালিয়ারটেক, খায়েরটেক, ভাটুলিয়া, নয়ানীচালা, রাজাবাড়ী, ধউর (আংশিক), আশুতিয়া, গ্রাম ভাটুলিয়া।

অঞ্চল- ৭

ক্রমিক নংওয়ার্ড নংওয়ার্ডের আওতাধীন এলাকা
৪৭ফায়দাবাদ, কোটবাড়ী, মৌশাইর ও চালাবন।
৪৮দক্ষিণখান, সোনার খোলা, হলান, আনল, বরুয়া ও জামুন।
৪৯কাওলার, আশকোনা ও গাওয়াইর।
৫০মোল্লারটেক, ইরশাল ও আজমপুর।

অঞ্চল- ৮

ক্রমিক নংওয়ার্ড নংওয়ার্ডের আওতাধীন এলাকা
৪৪আমাইয়া, বড়বাড়ী, চামুরখান, কাঁচকুড়া, স্নানঘাটা, ভাটুরিয়া, পলাশিয়া, ছোট পলাশিয়া, পোড়াদিয়া, রাতুটি, ভারারদি, আক্তারটেক, বাওথার, বেতুলী, করিমের বাগ ও দোবাদিয়া।
৪৫উত্তরখান (দক্ষিণ অংশ) ও উত্তরখান (উত্তর অংশ)।
৪৬বাবুর পাড়া, বড়বাগ, ওজা পাড়া, রাজাবাড়ী, মুন্ডা, পুলার টেক, ভাটুলিয়া, মাউছাইদ, বাদুরী পাড়া, চানপাড়া, ফৌজারবাড়ী, গোবিন্দপুর, খঞ্জুরদিয়া, কমুদ খোলা, মৈনারটেক, নিন্নিরটেক, নোয়াখোলা, সাওরারটেক ও উজানপুর।

অঞ্চল- ৯

ক্রমিক নংওয়ার্ড নংওয়ার্ডের আওতাধীন এলাকা
৩৯নূরেরচালা পশ্চিম, নূরেরচালা পূর্ব, খিলবাড়িরটেক পশ্চিম ও খিলবাড়িরটেক পূর্ব।
৪০ভাটারা (আংশিক), ছোলমাইদ, নয়ানগর উত্তর ও নয়ানগর দক্ষিণ।
৪৩তলনা, ঢেলনা, নকুনী, মৈঞ্জারটেক, মস্তুল, পাতিরা, ডুমনি, কাঁঠালদিয়া, বাগদিয়া ও আমদিয়া।

অঞ্চল- ১০

ক্রমিক নংওয়ার্ড নংওয়ার্ডের আওতাধীন এলাকা
৩৭দাওকান্দি, টেকপাড়া বাড্ডা, সোনা কাটরা, সেকান্দারবাগ, মধ্যবাড্ডা, মোল্লাপাড়া, বেপারীপাড়া, পোস্ট অফিস রোড ও লৌহেরটেক।
৩৮মধ্যপাড়া, মোল্লাপাড়া, মোল্লাপাড়া আদর্শ নগর, উত্তরবাড্ডা পূর্বপাড়া, উত্তরবাড্ডা ময়নারটেক, বাওয়ালীপাড়া, উত্তরবাড্ডা পূর্বপাড়া (আব্দুল্লাহবাগ), উত্তরবাড্ডা মিছরী টোলা, উত্তরবাড্ডা হাজীপাড়া।
৪১পুকুরপাড়া, দক্ষিণপাড়া, তালতলা, উত্তরপাড়া পশ্চিমাংশ, উত্তরপাড়া পূর্বাংশ, পাঁচখোলা, মেরুলখোলা, মগারদিয়া, পূর্ব পদরদিয়া, পশ্চিম পদরদিয়া।
৪২বড় বেরাইদ পূর্বপাড়া, বড় বেরাইদ ভূঁইয়াপাড়া, বড় বেরাইদ ঋষিপাড়া, বড় বেরাইদ আরাদ্দাপাড়া, ছোট বেরাইদ ডগরদিয়া, আশকারটেক, চান্দারটেক, পাঁচদিরটেক, হারারদিয়া, বড় বেরাইদ মোড়লপাড়া (উত্তর), বড় বেরাইদ মোড়লপাড়া (দক্ষিণ), বড় বেরাইদ আগারপাড়া, বড় বেরাইদ চটকিপাড়া, বড় বেরাইদ চিনাদিপাড়া, নিগুর অ্যাপ্লাইদ (ফকিরখালী)

আরও বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.dncc.gov.bd/ 

1 thought on “ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওয়ার্ড সমূহ”

  1. ২০১১ সালের পাসের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত করে দুইটি স্বতন্ত্র কর্পোরেশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিলো। এর মাধ্যমে ঢাকা শহরকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করা হয়েছিল, যা নগরের বৃদ্ধি এবং নিরাপত্তার দিক থেকে একটি উত্তম পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়। উপরিউল্লিখিত প্রস্তাব অনুসারে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে শহরের বিকাশ ও উন্নতি উন্নত হতে পারে।

    উক্ত কন্টেন্টে ঢাকা উত্তর সিটির থানা সমূহ উল্লেখ করা হয়েছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা এখন থেকে থানাসমূহ সম্পর্কে অবগত হতে পারছি।

    আমাদের এত সুন্দর কনটেন্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

    Reply

Leave a Comment

You cannot copy content of this page