সহজেই সারে ছোটদের থাইরয়েড

Spread the love

পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।

থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না।

মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। কারণ, ‘কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম’ সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।

ছোটদের থাইরয়েড হরমোনের সমস্যা, রোগের লক্ষণ ও চিকিৎসা নিয়ে বুঝিয়ে দিলেন ক্যালকাটা মেডিক্যাল কলেজের শিশুরোগ বিভাগের অধ্যাপক ডা. দিব্যেন্দু রায়চৌধুরী। তিনি জানাচ্ছেন, থাইরয়েডের সমস্যা দুই রকমের হয়। হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন কম ক্ষরণজনিত সমস্যা ও হাইপারথাইরয়েডিজম অর্থাৎ এই হরমোন বেশি ক্ষরণের সমস্যা। বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমই বেশি দেখা যায়। 

প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের কারণ 

 ১। কোনও ‘অটোইমিউন’ (যেখানে অনাক্রম্যতা শক্তি শরীরকেই আক্রমণ করে) কারণে হতে পারে।

২। বাচ্চার থাইরয়েড গ্রন্থি ভালো করে তৈরি না হলে স্বাভাবিক ভাবেই থাইরয়েডের ক্ষরণ কম হয়।

৩। থাইরয়েডের সংক্রমণ বা কোনও অসুখের কারণে শল্যচিকিৎসা করে বাচ্চার থাইরয়েড গ্রন্থির কিছুটা বাদ দিলেও হাইপোথাইরয়েডিজম হয়।

৩। গর্ভাবস্থায় মা কিছু বিশেষ ধরনের ওষুধ খেলেও বাচ্চার হাইপোথাইরয়েডিজম হয়।

৪। বাচ্চা ‘লিথিয়াম’, ‘অ্যামিয়োডারোন’ জাতীয় ওষুধ খেলেও তার এই সমস্যা হতে পারে।

৫। এছাড়া কোনও কারণে রেডিয়েশন দেওয়া বা জোরে আঘাত লাগলেও সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হতে পারে।.

৬। দেহের ‘হরমোন রিসেপ্টর সিস্টেম’ ঠিক ভাবে কাজ না করলেও বাচ্চার শরীর থাইরয়েড হরমোনের কার্যকারিতার সুফল গ্রহণ করতে পারে না।

হাইপোথাইরয়েডিজ়মের রোগলক্ষণ কী কী

  •  বাচ্চার সার্বিক বিকাশে খামতি থাকে। একে বলে ক্রেটিনিজ়ম।
  • বাচ্চার জিহ্বা বড় হতে পারে, মুখটা ফোলা ফোলা লাগে।
  •  পেশিতে শৈথিল্য থাকে। পেটটা ফোলা লাগে। থাইরয়েডের কারণেও খুব ছোট বাচ্চার আম্বিলিক্যাল হার্নিয়া (নাড়ি ফুলে থাকা)হতে দেখা যায়। হাড়ের গঠনে সমস্যা হতে পারে।
  • ·ত্বক খসখসে হয়।
  •  কোষ্ঠকাঠিন্য দেখা যায়।
  •  অল্পতেই বাচ্চার শীত করবে।
  •  কনজেনিটাল হাইপোথাইরয়েডিজ়মের ক্ষেত্রে (যেখানে জন্ম থেকেই থাইরয়েড গ্রন্থি ঠিক মতো কাজ না করার ফলে থাইরয়েড ক্ষরণ কম থাকে) মস্তিষ্কের বিকাশে প্রভাব পড়তে পারে। মানসিক গঠন ঠিক মতো হয় না, আই কিউ লেভেল কমের দিকে থাকতে পারে। এর ফলে বাড়বৃদ্ধি সময় মতো হয় না। ব্রহ্মতালু সময়মতো বন্ধ হয় না (অর্থাৎ জন্মের পর যেমন ছিল, স্ক্যাল্পের একটি গোলাকার অংশ সে রকমই দপদপ করতে থাকে।

থাইরয়েডের পরীক্ষা ও চিকিৎসা 

বিভিন্ন গাইডলাইন অনুযায়ী, জন্মের সঙ্গে সঙ্গে সব শিশুর কর্ড ব্লাড বা ৭২ ঘণ্টার মধ্যে রক্তে টিএসএইচ পরীক্ষা করে স্ক্রিনিং করতে হবে। এ ছাড়া স্বল্প ওজন ও অতি অসুস্থ নবজাতকের ক্ষেত্রে সাত দিনের মাথায় বা কিছুটা সুস্থ হলে পুনরায় পরীক্ষা করে নিশ্চিত হতে হবে।

তবে আমাদের দেশের প্রেক্ষাপটে ঝুঁকিতে থাকা নবজাতকের থাইরয়েড সমস্যা নির্ণয়ের জন্য তিন-চার দিনের সময় এফটিফোর ও টিএসএইচ পরীক্ষা করাই উত্তম। এ ছাড়া যেকোনো শিশুর মধ্যে থাইরয়েড সমস্যার কোনো উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা বাঞ্ছনীয়।

কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম রোগ নির্ণীত হলে দেরি না করে দ্রুত লিভোথাইরক্সিন খাওয়াতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে সারা জীবন ওষুধ চালিয়ে যেতে হয়। ওষুধের মাত্রা রোগীভেদে ভিন্ন, তবে প্রাথমিকভাবে ১ মাস বয়স পর্যন্ত প্রতি কেজি ওজনের জন্য ১০-১৫ মাইক্রোগ্রাম হিসেবে শুরু করা যেতে পারে।

তবে বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজনে আরও পরীক্ষা করে সঠিক কারণ নির্ণয় করবেন এবং নির্দিষ্ট সময় ব্যবধানে পরীক্ষা করে ওষুধের মাত্রা ঠিক করবেন। মনে রাখতে হবে, যেকোনো ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া আছে, তাই অবশ্যই নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

আরও পড়ুন

ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য জেনে নিন

চুল পড়া রোধে প্রাকৃতিক উপায়

স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি সহজ উপায়

স্কুলপড়ুয়া সন্তানের দিকেও লক্ষ রাখুন

জন্মের সময়ে থাইরয়েডের সমস্যা না থাকলেও পরে ওষুধ খাওয়া, সার্জারি বা কোনও কারণে এই অসুখ হতে পারে। একে ‘অ্যাকোয়ারড হাইপোথাইরয়েডিজ়ম’ বলা হয়। অনেক সময়ই দেখা যায় বয়ঃসন্ধির কোনও স্কুলপড়ুয়ার শারীরিক গঠন সমবয়সিদের থেকে একটু আলাদা। হয়তো, তার চোখমুখ ফোলা, চেহারাটা ভারী এবং গলার কাছে ফোলা ভাব আছে। এর জন্য বন্ধুদের সামনে সে গুটিয়ে থাকতে পারে। অভিভাবক বা স্কুলের শিক্ষক-শিক্ষিকা এমন ছেলেমেয়ের দিকে একটু বিশেষ নজর দিন। হতে পারে, তারও থাইরয়েডের সমস্যা হয়েছে। সে ক্ষেত্রে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। ডা. রায়চৌধুরী জানাচ্ছেন, একটু বড় বয়সে কিন্তু রোগলক্ষণগুলি সূক্ষ্ম হয়। তিনি স্কুলপড়ুয়ার শরীরে থাইরয়েডের সমস্যার লক্ষণগুলি চিনিয়ে দিলেন। বললেন, মেয়েদের ক্ষেত্রে ওজন বেশির দিকে হয়, ঋতুচক্র অনিয়মিত থাকে, শীত করে এবং কোষ্ঠকাঠিন্যে ভোগে। এদের গয়টারও হয়। অর্থাৎ, গলার সামনের দিকটা ফুলে যায়। এ ক্ষেত্রে থাইরয়েড কম সংশ্লেষ হলে গ্ল্যান্ডটা নিজেকে আরও বড় করে আরও হরমোন সংশ্লেষের চেষ্টা করে। এ সব ক্ষেত্রেও চিকিৎসার মাধ্যমে সমস্যা উধাও হবে। পরিপূর্ণ সুস্থ, স্বাভাবিক জীবন লাভ করা সম্ভব হবে।

উপসংহার

মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে। আবার অনেক ক্ষেত্রে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এমন ঘটনা নবজাতকের মধ্যে দেখা না গেলেও, ছোট বাচ্চাদের মধ্যে ঘটে থাকে।

735 thoughts on “সহজেই সারে ছোটদের থাইরয়েড”

  1. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।
    খুবই উপকারী একটি কনটেন্ট,পড়ে খুব ভালো লাগলো।

    Reply
    • ছোটদের থাইরয়েড সমস্যা দ্রুত নির্ণয় এবং সঠিকভাবে চিকিৎসা করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়।উক্ত কন্টেন্ট টিতে শিশুদের থাইরয়েড সমস্যার কারণ ও প্রতিকার খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। যার দ্বারা সবাই অনেক উপকৃত হবে।ধন্যবাদ লেখক কে।

      Reply
      • শিশুদের ক্ষেত্রে থাইরয়েড সমস্যা বেশি দেখা দেয়। শিশুদের এই থাইরয়েড সমস্যা সমাধানের জন্য যা যা প্রয়োজন তা কনটেন্ট টিতে ভালো ভাবে লেখা রয়েছে এটা পড়ে অনেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ।

        Reply
  2. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।

    Reply
    • শরীরে থাইরয়েড হরমোন কম উৎপন্ন হলে বলা হয় হাইপোথাইরয়েডিজম এবং বেশি উৎপন্ন হলে বলা হয় হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড সমস্যা হলে শরীরে কিছু পরিবর্তন লক্ষ করা যায়।
      অত্যধিক সক্রিয় থাইরয়েড-এর (হাইপারথাইরয়েডিজম) লক্ষণগুলি হলো:
      উদ্বেগ, বিরক্তি এবং স্নায়ুদৌর্বল্য অনুভব করা।
      ঘুমাতে সমস্যা হওয়া।
      ওজন কমে যাওয়া।
      বৃদ্ধি পাওয়া থাইরয়েড গ্রন্থি অথবা গলগন্ড।
      পেশী দুর্বলতা এবং কম্পন থাকা।
      মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিকের অভিজ্ঞতা বা আপনার মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়া।
      এই কনটেন্টটি পড়লে থাইরয়েড রোগের সমাধান পাবেন। ধন্যবাদ লেখককে।

      Reply
      • ছোটদের থাইরয়েড সমস্যা দ্রুত নির্ণয় এবং সঠিকভাবে চিকিৎসা করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়।উক্ত কন্টেন্ট টিতে শিশুদের থাইরয়েড সমস্যার বিষয়ে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ লেখক কে এত সুন্দর কনটেন্ট লেখার জন্য।

        Reply
  3. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।
    থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।
    এই আর্টিকেলটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। লেখককে ধন্যবাদ।

    Reply
  4. থাইরয়েড একটি রোগ।জানতাম এটি বড়দের হয়। আজ এই কনটেন্ট টি পড়ে জানতে পারলাম ছোটদের ও এই রোগ হয়। এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সচেতন হলাম। আশাবাদী অনেকে ই উপকৃত হবেন।

    Reply
  5. ১২ সতাংশ মানুষ পৃথিবীতে থাইরয়েড সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। পুরুষের চেয়ে এই রোগটি মহিলাদের বেশি হয়ে থাকে।থাইরয়েড গ্ল্যান্ড শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে এবং অনেক শারীরিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।থাইরয়েড ডিজঅর্ডার: ছোটদের মধ্যে থাইরয়েডের সমস্যা দুই ধরনের হতে পারে – হাইপোথাইরয়েডিজম (যেখানে থাইরয়েড হরমোন কম উৎপন্ন হয়) এবং হাইপারথাইরয়েডিজম (যেখানে থাইরয়েড হরমোন অতিরিক্ত উৎপন্ন হয়)।লক্ষণ: হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে ক্লান্তি, স্বাভাবিকের চেয়ে ধীর বৃদ্ধি, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, এবং ঠান্ডায় সংবেদনশীলতা। হাইপারথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে অস্থিরতা, দ্রুত হৃদস্পন্দন, ঘাম বেশি হওয়া, এবং বেড়ে যাওয়া ক্ষুধা।পরীক্ষা ও নির্ণয়: থাইরয়েডের সমস্যার নির্ণয় সাধারণত রক্ত পরীক্ষা দ্বারা করা হয়। TSH (থাইরয়েড স্টিমুলেটিং হরমোন) ও T4 এবং T3 হরমোনের মাত্রা পরীক্ষা করা হয়।চিকিৎসা: থাইরয়েড সমস্যার চিকিৎসা সঠিক ওষুধ দিয়ে করা হয়, যা থাইরয়েড হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

    Reply
  6. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। কি কি কারনে এই থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন । কারা আক্রান্ত হন তার বিস্তারিত এ কন্টেন্ট টিতে বলা হয়েছে । অনেক উপকারী একটা কন্টেন্ট লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  7. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।পুরুষের তুলনায় এ রোগটি মহিলাদের বেশি হয়ে থাকে।শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে হয়।বাচ্চাদের মধ্যে থাইরয়েডের সমস্যা দুই ধরনের হতে পারে – হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। এই কন্টেন্ট এর মাধ্যমে থাইরয়েড সম্বন্ধে অনেক কিছু জানা যাবে।

    Reply
  8. থাইরয়েড একটি রোগ।জানতাম এটি বড়দের হয়। আজ এই কনটেন্ট টি পড়ে জানতে পারলাম ছোটদের ও এই রোগ হয়। এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সচেতন হলাম। আশাবাদী অনেকে ই উপকৃত হবেন।

    Reply
  9. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।
    থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।অনেক উপকারী একটা কন্টেন্ট লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  10. বেশিরভাগ ক্ষেত্রেই থাইরয়েড রোগ বংশানুক্রমিকভাবে হয়ে থাকে। এটা খুবই কমন একটি রোগ, এটি শিশুদেরও হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই বাবা-মা না বুঝেই অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন। এই কনটেন্ট টিতে খুব সুন্দরভাবে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড রোগ হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।

    Reply
    • জন্মের পর সাধারণত প্রথম তিন বছরে একটি শিশুর মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয়, যার বেশির ভাগই ঘটে প্রথম বছরে। শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি আর মানসিক বিকাশে থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তাই সকল‌কে এ বিষ‌য়ে স‌চেতন থাক‌তে হ‌বে। ধন‌্যবাদ লেখক‌কে এই আর্টিকেল‌টি লিখার জন‌্য

      Reply
      • থাইরয়েড সমস্যা হলে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। থাইরয়েড গ্লান্ড শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। শিশুরা কি কি কারনে এই থাইরয়েড জনিত সমস্যা ভোগেন। বাচ্চাদের মধ্যে থাইরয়েডের সমস্যা দুই ধরনের হয়ে থাকে।বেশিরভাগ ক্ষেত্রে মা-বাবারা ভুল করে থাকেন। তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। তাই লেখক কে অনেক ধন্যবাদ

        Reply
  11. সাধারণ এবং অতি পরিচিত একটি রোগ হলো থাইরয়েডের সমস্যা। মহিলা, পুরুষ ও শিশু নির্বিশেষে সবাই থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা যায়। বিপাকের ক্ষেত্রে ও শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ হলেও এই হরমোনের মাত্রা অত্যাধীক কম বা বেশি হলে বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। জেনেটিক কারণে অথবা আয়োডিন এর অভাবে শিশুদের এ ধরনের সমস্যা হয়ে থাকে।এই কন্টেন্ট এ শিশুদের থাইরয়েড সমস্যা সমাধানের উপায় দেওয়া আছে।

    Reply
  12. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। আমাদের এই পৃথিবীতে অন্তত প্রায় ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলা যায় , থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না। মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা যেতে পারে। অনেক ক্ষেত্রে এটা বংশানুক্রমিক। বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। লেখক কনটেন্টটিতে খুব সুন্দর ভাবে থাইরয়েড সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছেন। লেখক কে অনেক অনেক ধন্যবাদ কনটেন্টটির জন্য।

    Reply
  13. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।ছোটদের থাইরয়েড কিভাবে সারানো যায় সে বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এই কনটেন্টে।

    Reply
  14. বর্তমানে থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। থাইরয়েড হলো শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত এমন একটি হরমোন যার অভাবে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে।পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ এমনকি শিশুদেরও থাইরয়েড গ্রন্থির সমস্যা হতে পারে। মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।
    উক্ত কনটেন্টটি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ লেখককে।

    Reply
    • বর্তমানে থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। থাইরয়েড হলো শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত এমন একটি হরমোন যার অভাবে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে।পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন।মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে। আবার অনেক ক্ষেত্রে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এমন ঘটনা নবজাতকের মধ্যে দেখা না গেলেও, ছোট বাচ্চাদের মধ্যে ঘটে থাকে।

      Reply
  15. থাইরয়েড একটা পরিচিত রোগ হলেও ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি নিরাময় যোগ্য। যা এই আর্টিকেলে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

    Reply
  16. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।
    থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়।
    এই আর্টিকেলটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন।

    Reply
  17. থাইরয়েড রোগটির কথা কম বেশি সকলেই শুনেছি। এটি বড়দের পাশাপাশি ছোটদের ও হতে পারে।ছোটদের ক্ষেত্রে এটি সহজেই সারে। এই রোগটি সম্পর্কে আরো ভালো ভাবে জানা এবং বোঝার জন্য লিংকে গিয়ে বিস্তারিত পড়ুন। ধন্যবাদ।

    Reply
    • আসসালামুয়ালাইকুম ও রহমতুল্লাহ
      এই কনটেন্ট টি পড়ে বিশেষ করে ছোটদের হাইরোড সহজেই ছাড়বে ।

      Reply
  18. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ।কনটেন্ট টি খুব উপকারী।

    Reply
  19. থাইরয়েড হরমোন রোগে পৃথিবীতে অধিকাংশ মানুষ ভোগেন, মূলত জেনেটিক কারনে শিশুদের মধ্যে এই থাইরয়েড সমস্যা দেখা যায়।এক্ষেত্রে একটি শিশু জন্মের আগে বাবা-মায়ের থাইরয়েড আছে কিনা পরিক্ষা করা এবং শিশু জন্মের সাথে সাথে পরিক্ষা করানো নতুবা পরবর্তীতে শিশু ঝুঁকিতে থাকবে।অনেক সময় আয়োডিনের অভাবে এই রোগ দেখা যায়।লেখাটি খুবই গুরুত্বপূর্ণ এবং সচেতনামূলক। ধন্যবাদ লেখককে।

    Reply
  20. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।
    থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়।এই আর্টিকেলটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। কন্টেন্টটি খুবই উপকারী,গুরুত্বপূর্ণ এবং সচেতনামূলক।লেখককে অনেক ধন্যবাদ।

    Reply
  21. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।
    এই আর্টিকেলটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। লেখককে ধন্যবাদ।

    Reply
  22. থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে।থাইরয়েড হরমোনের মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণজনিত সমস্যায় বেশি দেখা যায়। রোগ জটিল হয়ে যাওয়ার আগে দ্রুত নিরাময় এর জন্য প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা জরুরি।এক্ষেত্রে একটি শিশু জন্মের আগে বাবা-মায়ের থাইরয়েড আছে কিনা পরিক্ষা করা এবং শিশু জন্মের সাথে সাথে পরিক্ষা করানো নতুবা পরবর্তীতে শিশু ঝুঁকিতে থাকবে।
    কনটেন্টটিতে শিশুদের থাইরয়েডের সমস্যার দ্রুত সমাধানের উপায় বর্ণনা করা হয়েছে

    Reply
    • পৃথিবীর প্রায় ১২ শতাংশ মানুষই থাইরয়েড সমস্যায় ভোগেন। এটি একটি সাধারণ এবং অতিপ্রয়োজনীয় সমস্যা। একটি পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে। তবে পুরুষ ও মহিলার উভয়ের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। শিশুদেরও হয়ে থাকে। থাইরয়েডের সমস্যা মূলত হরমোনের পরিমাণ কম বা বেশি থাকার কারণে হয়ে থাকে। এক্ষেত্রে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আমরা অনেকেই জানিনা এই সমস্যা কিভাবে নির্মূল করতে হয়। আর্টিকেলটি পড়লে আমরা বুঝতে পারবো কিভাবে সহজেই সমস্যাটি সমাধান করা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল লেখার জন্য, আর্টিকেলের লেখককে অসংখ্য ধন্যবাদ

      Reply
  23. জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। কন্টেন্টটিতে থাইরয়েড-এর কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

    Reply
  24. পৃথিবীর প্রায় ১২ শতাংশ মানুষই থাইরয়েড সমস্যায় ভোগেন। এটি একটি সাধারণ এবং অতিপ্রয়োজনীয় সমস্যা। একটি পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে। তবে পুরুষ ও মহিলার উভয়ের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। শিশুদেরও হয়ে থাকে। থাইরয়েডের সমস্যা মূলত হরমোনের পরিমাণ কম বা বেশি থাকার কারণে হয়ে থাকে। এক্ষেত্রে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আমরা অনেকেই জানিনা এই সমস্যা কিভাবে নির্মূল করতে হয়। আর্টিকেলটি পড়লে আমরা বুঝতে পারবো কিভাবে সহজেই সমস্যাটি সমাধান করা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল লেখার জন্য, আর্টিকেলের লেখককে অসংখ্য ধন্যবাদ

    Reply
  25. এই আর্টিকেলটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন। তাই সকলে কন্টেন্টটি পড়ে উপকৃত হবেন ইংশাআল্লাহ।

    Reply
  26. সাধারনত জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক একটি রোগ।আশার কথা,ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি নিরাময় যোগ্য।উক্ত কন্টেন্টটিতে থাইরয়েড-এর কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।লেখককে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কন্টেন্ট লেখার জন্য।

    Reply
    • থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন এর মধ্যে শিশুরাও আছে। সাধারনত জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক একটি রোগ।আশার কথা,ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি নিরাময় যোগ্য।উক্ত কন্টেন্টটিতে সহজেই সারে ছোটদের থাইরয়েড। থাইরয়েড-এর কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।লেখককে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কন্টেন্ট লেখার জন্য।

      Reply
  27. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়।থাইরয়েড শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।
    খুবই উপকারী একটি কনটেন্ট,পড়ে খুব ভালো লাগলো।

    Reply
  28. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।আর্টিকেলটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন।

    Reply
    • বর্তমান সময়ে থাইরয়েড একটি পরিচিত সমস্যা।তাই সহজেই ছোটদের থাইরয়েড সারানোর জন্য কনটেন্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

      Reply
    • বর্তমান সময়ে থাইরয়েড একটি পরিচিত সমস্যা।যেটি মূলত একটি জেনেটিক রোগ হিসেবে ধরা হয়। তাই সহজেই ছোটদের থাইরয়েড সারানোর জন্য কনটেন্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

      Reply
  29. থাইরয়েড এমন একটি রোগ যা শুধু নারীদের নয়,পুরুষের ও এই রোগ হয়ে থাকে।তবে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হয়।আমরা সবাই কম বেশি জানি আয়োডিনের অভাবে এই রোগ হয়ে থাকে।কিন্তু এই রোগের প্রতিকার আমাদের অনেকের ই অজানা।যার কারণে আমরা সর্তকতা অবলম্বন করতে পারিনা।ধন্যবাদ লেখককে এত সুন্দর একটি কন্টেন্ট উপস্থাপন করার জন্য।এই কন্টেন্টটি থেকে খুব সহজেই থাইরয়েড প্রতিকার সর্ম্পকে জানতে পারি।যে বিষয়গুলো আমাদের জেনে রাখা উচিত সে বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি এই কন্টেন্টের মাধ্যমে।

    Reply
  30. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।
    থাইরয়েড হরমোনের সমস্যা, রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের কারণ , হাইপোথাইরয়েডিজ়মের রোগলক্ষণ কী কী,থাইরয়েডের পরীক্ষা ও চিকিৎসা ইত্যাদি সম্পর্কে খুব সচ্ছ ধারণা দেওয়া আছে ।

    Reply
  31. থাইরয়েড পরিচিত একটি রোগ হলেও তুচ্ছ নয়।এই রোগের কারণে অনেক সমস্যায় ভুগতে হয়।শিশুরাও এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এই কনটেন্টে শিশুদের থাইরয়েড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং পরিত্রাণের উপায় উল্লেখ করা হয়েছে।

    Reply
  32. থাইরয়েড সমস্যা বর্তমানে অত্যন্ত পরিচিত একটি রোগ। বড়দের পাশাপাশি ছোটদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। আমাদের শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের কম বা বেশি ক্ষরণ শরীরে নানা ধরনের সমস্যা সৃষ্টি করে। এই হরমোন শরীরের বিপাক ও বিভিন্ন অংশের সুষম গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে থাইরয়েডের সমস্যায় শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তবে সঠিক চিকিৎসার ও সচেতনতার মাধ্যমে ছোটদের থাইরয়েডের সমস্যা সহজেই সমাধান করা যায়। উপরের লেখাটিতে ছোটদের থাইরয়েড সমস্যা,লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ক্যালকাটা মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের অধ্যাপক ডা. দিব্যেন্দু রায়চৌধুরীর পরামর্শ খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। লেখাটি পড়ে আমি খুবই উপকৃত হয়েছি। তাই আপনিও এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এখনি লেখাটি পড়ে নিন।

    Reply
  33. আজকাল থাইরয়েডে সমস্যাটা কমন বা পরিচিত রোগ হয়ে গেছে। পৃথিবীর অনন্ত ১২ শতাংশ মানুষ এ রোগে ভোগছে।প্রয়োজনে নিয়মিত ওষুধ ও খাচ্ছেন।কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে এ রোগ শুধু প্রাপ্তবয়স্কদের হয়, এ সমস্যা এখন শিশুদের ও হয়ে থাকে।পাশাপাশি পুরুষদের তুলনায় মহিলাদের এ সমস্যা বেশি হচ্ছে। আয়োডিনে অভাবে এ রোগ দেখা দিতে পারে।কন্সিভ অবস্থায় এ সমস্যা হলে বাচ্চার উপর প্রভাব পেলে।আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে।উপরোক্ত আর্টিকেলে সহজেই সারে ছোটদের থাইরয়েড সম্পর্কে আলোচনা করেছেন।

    Reply
  34. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন।বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়।  সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়।মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে। আবার অনেক ক্ষেত্রে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এমন ঘটনা নবজাতকের মধ্যে দেখা না গেলেও, ছোট বাচ্চাদের মধ্যে ঘটে থাকে।

    Reply
  35. মায়ের গর্ভ থেকেই অনেক শিশু থাইরয়েড এর সমস্যার কারণে শারীরিক বা মানসিক বৃদ্ধিতে বাধাগ্রস্ত হয়। মায়েদের উচিত এক্ষেত্রে সঠিক চিকিৎসা সেবা গ্রহণ করা এবং পারিবারিক সাপোর্ট এক্ষেত্রে সবার আগে প্রয়োজন। এছাড়া স্কুল পড়ুয়া বাচ্চাদের দিকেও রাখতে হয় বিশেষ নজর।থাইরয়েড মানেই যে দীর্ঘস্থায়ী চিকিৎসা এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রথম দিকে সঠিক উপায়ে চিকিৎসার মাধ্যমে চিরতরে মুক্তি মেলে থাইরয়েড থেকে।

    Reply
  36. থাইরয়েড আজ কাল অনেক মানুষের মধ্যে দেখা যায়। প্রায় ১২%মানুষের এই থাইরয়েড রোগ আছে। থাইরয়েড জেনেটিক ভাবে হয় আবার অনেক সময় অন্য অনেক কারণেও হয়ে থাকে। অনেক সময় মায়ের পেট থেকে থাইরয়েডের সমস্যা নিয়ে জন্ম নেয়। বাচ্চাদের থাইরয়েড ভালো হয়ে যায় সঠিকভাবে চললে ঠিকমতো ঔষধ নিলে। থাইরয়েড মুলত হরমোন তৈরি করতে সাহায্য করে। থাইরয়েড সম্পর্কে সকল কথা এই কন্টেন্ট এর মধ্যে বিস্তারিত লিখেছেন লেখক কি করতে হবে কি ভাবে সকল কিছু। এটি খুব উপকারী একটি কনটেন্ট।

    Reply
  37. থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে পৃথিবীতে থাইরয়েডের সমস্যা অতি পরিচিত একটি রোগ, পৃথিবীর অন্তত ১২ শতাংশ মানুষ এই থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে মানুষের বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে এর অভাবে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। উন্নত বিশ্বে শিশুর জন্মের পরপরই থাইরয়েডের পরীক্ষাটি বাধ্যতামূলক আর ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আমাদের দেশে জন্মের পরপরই থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করা অতি জরুরি। বেশিরভাগ ক্ষেত্রেই জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয় আর এই রোগটি জন্মের পরপরই কিছু পরীক্ষার মাধ্যমে কিভাবে শণাক্ত করতে হবে এবং কিভাবে চিকিৎসা নিতে হবে তার নানাদিক এই আর্টিকেলটিতে লেখক বিস্তারিতভাবে আলোচনা করেছেন যা অনুসরণ করলে ভবিষ্যতে শিশুদের থাইরয়েডের সমস্যা দূর করে শিশুর ব্রেইনের গঠন, মেধা বিকাশ এবং বেড়ে ওঠা সফলভাবে নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ।

    Reply
  38. পৃথিবীর প্রায় ১২ শতাংশ মানুষই থাইরয়েড সমস্যায় ভোগেন।জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।এই পোষ্টটি পড়ে থাইরয়েড সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম।আশা করি আপনারাও উপকৃত হবেন।

    Reply
  39. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। আয়োডিনের অভাবে এ রোগ দেখা দিতে পারে। উপরোক্ত আর্টিকেলে ছোটদের থাইরয়েড সমস্যা কিভাবে সহজেই নিরাময় সম্ভব সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। উপকারি একটি পোস্ট।

    Reply
  40. সাধারণত সকল বয়সী মানুষেরই থাইরয়েডের সমস্যা দেখা দিলেও অনেকেই এর কারণ ও এর প্রতিকার সম্পর্কে জানেনা। এ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে বাচ্চাদের উপর। যথাযথভাবে এই সঠিক সময়ে চিকিৎসা না করালে শারীরিক ও মানসিকভাবে বাচ্চাদের প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। ধন্যবাদ লেখক কে এই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য।

    Reply
  41. “শিরোনামটি থাইরয়েড সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। ছোটদের সমস্যার সমাধান সহজে জানার জন্য এটি উপযোগী।”

    Reply
  42. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।থা্ইরয়েড হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।শিশুদের ক্ষেত্রে এই রোগের প্রকোপ বেশি।তবে ‘কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম’ সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিকার করা সম্ভব। হাইপোথাইরয়েডিজম রোগের,কারণ লক্ষণ,চিকিৎসা সম্পর্কিত এই লেখাটি পড়ে অজানা অনেক তথ্য জানতে পারলাম।

    Reply
  43. থাইরয়েড একটি রোগ।জানতাম এটি বড়দের হয়। আজ এই কনটেন্ট টি পড়ে জানতে পারলাম ছোটদের ও এই রোগ হয়। এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সচেতন হলাম।

    Reply
  44. থাইরয়েড একটা পরিচিত রোগ হলেও ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি নিরাময় যোগ্য। যা এই আর্টিকেলে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ধন্যবাদ লেখক কে এত সুন্দর একটা কন্টেন্ট দেওয়ার জন্য।

    Reply
  45. থাইরয়েড একটা পরিচিত রোগ হলেও ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি নিরাময় যোগ্য। যা এই আর্টিকেলে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

    Reply
  46. কন্টেন্ট টি পড়ে অনেকেই উপকৃত হবে বলে আমি মনে করি। এ রকম তথ্যবহুল কন্টেন্ট লেখক কে অনেক ধন্যবাদ।

    Reply
  47. এই কনটেন্টটিতে নবজাতক ও শিশুদের থাইরয়েড সমস্যার গুরুত্ব এবং এর সঠিক চিকিৎসার প্রয়োজনীয়তা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থেকে শুরু করে অ্যাকোয়ারড হাইপোথাইরয়েডিজম পর্যন্ত বিভিন্ন ধরনের থাইরয়েড সমস্যার লক্ষণ ও সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে, যা অভিভাবকদের সচেতন হতে সাহায্য করবে। সময়মতো সঠিক পরীক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করতে পারলে শিশুদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা সম্ভব। এই ধরনের সচেতনতা বৃদ্ধির তথ্যসমূহ সত্যিই প্রশংসনীয়।

    Reply
  48. থাইরয়েড সমস্যা সাধারণ কোন সমস্যা নয়। পৃথিবীতে প্রায় ১২ শতাংশ মানুষ এই সমস্যায় জড়িত। শিশু থেকে শুরু করে বয়স্করা সাধারণত এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা না করলে এই সমস্যা বৃদ্ধি পেতে থাকে দিনে দিনে। তাই থাইরয়েড জনিত সমস্যাগুলো চিহ্নিত করে এগুলো উপযুক্ত সময়ে চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব।

    Reply
  49. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। সঠিক চিকিৎসায় থাইরয়েড ভালো হয়।

    Reply
  50. এই কনটেন্টটিতে নবজাতক ও শিশুদের থাইরয়েড সমস্যার গুরুত্ব এবং এর সঠিক চিকিৎসার প্রয়োজনীয়তা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে।
    থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না। মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা যেতে পারে। অনেক ক্ষেত্রে এটা বংশানুক্রমিক। বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। সময়মতো সঠিক পরীক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করতে পারলে শিশুদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা সম্ভব। এই ধরনের সচেতনতা বৃদ্ধির তথ্যসমূহ সত্যিই প্রশংসনীয়।
    লেখক কনটেন্টটিতে খুব সুন্দর ভাবে থাইরয়েড সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছেন। লেখক কে অনেক অনেক ধন্যবাদ কনটেন্টটির জন্য।

    Reply
  51. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।

    Reply
  52. আসসালামু আলাইকুম।
    গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট। এই কন্টেন্টিতে থাইরয়েড জনিত সমস্যা সমাধান, এবং এর চিকিৎসা সম্পর্কে তুলে ধরা হয়েছে।
    পৃথিবীতে অন্তর ১২% মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগে থাকেন।
    বেশির ভাগ সময়ে মহিলারা আক্রান্ত হলেও এখন শিশুদের মাঝেও এই রোগ দেখে যাচ্ছে। থাইরয়েড মূলত, থাইরয়েডের গ্রন্থির যেই থাইরয়েড হরমোন সৃষ্টি করে,তার মাএা প্রয়োজন থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যা গুলো দেখা দেয়।
    লেখকে অনেক ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ পোস্ট তুলে ধরার জন্য। আমি মনে করে যারা থাইরয়েড সমস্যায় আছেন, তারা এই কন্টেন্টির বিষয় গুলো অনুসরণ করলে সমস্যার সমাধান খুজে পাবেন।

    Reply
  53. থাইরয়েডের সমস্যা মূলত হরমোনের পরিমাণ কম বা বেশি থাকার কারণে হয়ে থাকে। এক্ষেত্রে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আমরা অনেকেই জানিনা এই সমস্যা কিভাবে নির্মূল করতে হয়। আর্টিকেলটি পড়লে আমরা বুঝতে পারবো কিভাবে সহজেই সমস্যাটি সমাধান করা যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল লেখার জন্য, আর্টিকেলের লেখককে অসংখ্য ধন্যবাদ

    Reply
  54. মহিলা, পুরুষ ও শিশু নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা যায়। বিপাকের ক্ষেত্রে ও শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ হলেও এই হরমোনের মাত্রা বেশি হলে বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। জেনেটিক কারণে অথবা আয়োডিন এর অভাবে শিশুদের এ ধরনের সমস্যা হয়ে থাকে।
    এই আর্টিকেলটিতে থাইরয়েড জনিত সমস্যা ও এর প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে।

    Reply
  55. থাইরয়েড সমস্যাটি শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হতে পারে। থাইরয়েড গ্রন্থি শরীরের মেটাবলিজম, বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণে সহায়ক। শিশুরা যদি থাইরয়েড সমস্যায় ভোগে, তবে তা দ্রুত সনাক্ত করে সঠিক চিকিৎসা করা প্রয়োজন। থাইরয়েড সমস্যার প্রাথমিক লক্ষণগুলো হলো ওজন বৃদ্ধি বা হ্রাস, অস্বাভাবিক ক্লান্তি, শীতলতা, এবং মানসিক ও শারীরিক বিকাশে দেরি। এই সমস্যা সমাধানের জন্য প্রথমেই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। নিয়মিত থাইরয়েড টেস্ট এবং ডাক্তারি পরামর্শ মেনে চললে থাইরয়েড সমস্যা সহজেই সামলানো যায়। শিশুর স্বাস্থ্যের জন্য সুষম খাদ্য ও নিয়মিত শরীরচর্চাও গুরুত্বপূর্ণ।

    Reply
  56. অনেক মানুষের মধ্যে আজকাল থাইরয়েড সমস্যা দেখা যায়। পৃথিবীতে প্রায় ১২% মানুষ এই সমস্যায় ভোগেন।থাইরয়েড গ্রন্থি যে থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হলেই  থাইরয়েডের  সমস্যাগুলি দেখা দেয়। এই কনটেন্ট টিতে লেখক  খুব সুন্দর করে বর্ণনা করেছেন কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।খুবই উপকারী একটি কনটেন্ট,পড়ে খুব ভালো লাগলো।

    Reply
  57. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। শিশু, নারী -পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।উক্ত কন্টেন্টটিতে থাইরয়েড জনিত সমস্যা এবং এর সমাধান নিয়ে সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে।

    Reply
  58. মাশাআল্লাহ,, “””সহজেই সারে ছোটদের থাইরয়েড””” কনটেন্টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না। তবে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম’ সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। আর এই কনটেন্টিতে লেখক এই রোগের কারণ ও লহ্মণসহ এর প্রতিকার কীভাবে করা সম্ভব তার সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। আশা করছি, আমরা এই কনটেন্টে উল্লেখিত রোগের কারণ ও লহ্মণ জানার মাধ্যমে সঠিক সময়ে এর চিকিৎসা গ্রহণ করে এর প্রতিরোধ করতে সহ্মম হব। ইনশাআল্লাহ।।

    Reply
  59. থাইরয়েড একটি সাধারণ এবং পরিচিত রোগ। বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ মহিলাদের হলেও শিশু, নারী, পুরুষ সবারই এই রোগ হতে পারে। থাইরয়েড গ্রন্থি যে থাইরয়েড হরমোনের সৃষ্টি করে তার মাত্রা প্রয়োজনের তুলনায় কম বা বেশি হলে থাইরয়েড জনিত রোগ হয়। থাইরয়েডের অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। থাইরয়েডের সমস্যা দুই রকমের হতে পারে যেমন হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডডিজম। শিশুদের ক্ষেত্রে প্রাথমিক এবং সেকেন্ডারি পর্যায়ে হাইপোথাইরয়েডিজমই বেশি দেখা যায়। জেনেটিক কারণেও বাচ্চাদের থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। তাই রোগ সনাক্ত হলে দ্রুত চিকিৎসা করে নেওয়া উচিৎ।

    Reply
  60. থাইরয়েডের সমস্যা এখন অনেক মানুষের মধ্যেই দেখা যায়।এটি সব বয়সের মানুষের ই হতে পারে। সেক্ষেত্রে শিশুরাও এ রোগে আক্রান্ত হয়।
    এই কন্টেন্ট টি তে মূলত থাইরয়েডের লক্ষণ চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।এটি সকলের জন্যই উপকারী।
    লেখক কে ধন্যবাদ।

    Reply
  61. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়।পৃথিবীতে প্রায় ১২% মানুষ এই সমস্যায় ভোগেন।থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিক বিকাশে প্রতিবন্ধী হতে পারে।অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন সৃষ্টি হয় যা কম বেশি হলে শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করে।এই সমস্যা সমাধানের জন্য প্রথমেই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। নিয়মিত থাইরয়েড টেস্ট এবং ডাক্তারি পরামর্শ মেনে চললে থাইরয়েড সমস্যা সহজেই সামলানো যায়।শিশুদের থাইরয়েড অনেক সময় জেনেটিক কারণে, আয়োডিনের অভাবে এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও হতে পারে।আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে।ধন্যবাদ লেখককে এ ধরনের গুরুত্বপূর্ণ কন্টেন্ট শেয়ার করার জন্য।এ কন্টেন্টে থাইরয়েড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

    Reply
  62. বর্তমানে থাইরয়েড একটি পরিচিত স্বাস্থ্য সমস্যা। এই রোগটি সকল বয়সের মানুষেরই হতে পারে। নিচের কন্টেন্ট টি তে থাইরয়েড এর লক্ষন, কারন এবং প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি কন্টেন্ট টি পড়ে সকলেই খুব উপকৃত হবেন।

    Reply
  63. থাইরয়েড খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন, যা থাইরয়েড গ্রন্থি থেকে কম বা বেশি নিঃসৃত হওয়ার কারণে বিভিন্ন শারীরিক ও মানসিক জটিল থেকে জটিলতর সমস্যা দেখা দেয় বা হয়। একজন গর্ভবতী মায়ের যদি থাইরয়েড এর সমস্যা থাকে তবে শিশুটি গর্ভাবস্থায় বেড়ে ওঠার ক্ষেত্রে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। আয়োডিনের অভাব বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে অনেক সময় থাইরয়েড সমস্যা দেখা দিলেও মূলত এটি জেনেটিক কারণেই হয়। এজন্য আগেই সতর্ক হওয়া উচিত, মায়ের থাইরয়েডের সমস্যা থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে শিশুটির থাইরয়েড সমস্যা প্রতিরোধ করা সম্ভব। থাইরয়েড সম্পর্কিত এটি গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। যেহেতু বর্তমানে নারী-পুরুষ এবং শিশু প্রচুর পরিমাণ থাইরয়েড সমস্যায় আক্রান্ত রোগী বৃদ্ধি পাচ্ছে। তাই সচেতনতা খুব প্রয়োজন। এ আর্টিকেলটিতে থাইরয়েড এর কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়েছে যা সচেতনতা বৃদ্ধি করতে ও রোগটি প্রতিরোধ করতে আমাদের সাহায্য করবে।

    Reply
  64. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিক ভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না। মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কিনা তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক কারণ ” কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম” সময় মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। তাই আমাদের উচিত এই কনটেন্টি পড়া।

    Reply
  65. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়।মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে। আবার অনেক ক্ষেত্রে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এমন ঘটনা নবজাতকের মধ্যে দেখা না গেলেও, ছোট বাচ্চাদের মধ্যে ঘটে থাকে।

    Reply
  66. আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকেন। কখনো তার জানের উপর আবার কখনো তার মালের উপর। অনুরূপভাবে থাইরয়েড নামক রোগটিও তাঁর দেয়া একটি পরীক্ষা। যার ভুক্তভোগীর সংখ্যা প্রায় ১২ শতাংশ মানুষ। তাই সর্বাবস্থায় আল্লাহর কাছে অনিষ্ট রোগ থেকে পানাহার চাওয়া। আল্লাহ আমাদের সবাইকে বিভিন্ন বিপদ-আপদ থেকে হেফাজত করুন।

    Reply
  67. পৃথিবীতে অন্তত ১২ % মানুষ থাইরয়েড জনিত সমস্যায় আক্রান্ত।বড়দের পাশাপাশি শিশুরা ও এই রোগে আক্রান্ত হচ্ছে। কনটেন্টিতে থাইরয়েডের কারন,লক্ষন, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই প্রত্যেকের কনটেন্টি পড়া উচিত।

    Reply
  68. থাইরয়েড একটি গুরুত্বপূর্ণ হরমোন যা বেশি বা কম ক্ষরিত হলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সঠিক সময়ে চিকিৎসা করলে ছোটদের থাইরয়েড সমস্যা সহজেই সেরে যেতে পারে যা এই কনটেন্ট টিতে সুন্দর করে আলোচনা করা হয়েছে।

    Reply
  69. থাইরয়েড হলো হরমোনজনিত একটি রোগ। উক্ত হরমোনের পরিমাণের চেয়ে কম বা অনেক বেশি হলে থাইরয়েড সমস্যার সৃষ্টি হয়ে থাকে।আমরা জানতাম থাইরয়েড শুধু ছেলেমেয়েদের হয় কিন্তু জানার স্বল্পতার জন্য এটা যে বাচ্চাদের ও হয় সেইটা জানতাম না।নিম্নোক্ত কন্টেন্টটি পড়তে আমরা থাইরয়েড কি,কেন হয়, কাদের কাদের হয়,এর থেকে পরিত্রাণের উপায় জানতে পারবো।

    Reply
  70. বর্তমানে দেখা যায় প্রায় ৭০% এর উপরে মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত। শিশুদের ক্ষেত্রেও এ রোগ প্রকট আকারে ধারণ করেছে। তাই বাচ্চারা ছোট থাকতেই থাইরয়েড টেস্ট করানো এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা করানো প্রত্যেক বাবা-মার উচিত।

    Reply
  71. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন।কি কারণে থাইরয়েড হয় এবং এর প্রতিকার সম্পর্কে কন্টেন্টিতে আলোচনা করা হয়েছে। কন্টেন্টি পড়ার মাধ্যমে অনেকে উপকৃত হবেন আশা করি।

    Reply
  72. জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।তাই বাচ্চারা ছোট থাকতেই থাইরয়েড টেস্ট করানো এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা করানো প্রত্যেক বাবা-মার উচিত।কন্টেন্টটিতে থাইরয়েড-এর কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

    Reply
  73. থাইরয়েড রোগটা যে ছোটদেরও হয় সেটা জানতাম না।তাছাড়া হলেও বুঝার উপায়,কেন হয়, এসকল বিষয়ে খুব সুন্দর করে বুঝানো আছে কনটেন্ট টি তে। একজন মা হিসাবে আমার বেশ উপকার হলো পড়ে।

    Reply
  74. থাইরয়েড রোগ তা জানতাম। কিন্তু এর বেশি আমার কোনো ধারণা ছিল না। এই রোগটাকে নিয়ে খুব একটা কথা বলতেও দেখা যায় না। যদিও প্রত্যেক রোগই ভয়ানক হয়ে থাকে। কন্টেন্টটি আমার মতো যারা এতদিন থাইরয়েড সম্পর্কে জানতো না তাদের জন্য খুনই উপকারী। ধন্যবাদ

    Reply
  75. থাইরয়েড একটি ভয়ংকর গুপ্ত রোগ।এ রোগে আক্রান্ত হলে বড় মানুষ ই সঠিকভাবে বুঝতে পারে না শিশু বাচ্চা কীভাবে বুঝবে? এ কনটেন্টে থাইরয়েড রোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক,প্রতিকার প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়েছে।এ কন্টেন্ট পড়ে ইনশাআল্লাহ অনেকে উপকৃত হবেন।ধন্যবাদ এতো সুন্দর কথা বলে সকলকে অবগত করার জন্য।

    Reply
  76. থাইরয়েড কি? থাইরয়েড হচ্ছে একটি ছোট প্রজাপতির আকারের গ্রন্থি যা শরীরের বেশকয়েকটি বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আজকাল অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগছেন।এটি শুধু প্রাপ্তবয়স্কদের হয় সেটি সঠিক নয়। পুরুষদের তুলনায় যেমন নারীরা বেশি থাইরয়েডে আক্রান্ত হন, তেমনি কম বয়সী বা শিশুদের মধ্যে এই রোগ দেখা দিতে পারে। নবজাতকের মধ্যে থাইরয়েডের সমস্যা নতুন ঘটনা নয়। ছোটদের থাইরয়েড হরমোনের সমস্যা, রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে এই কনটেন্টটিতে আলোচনা করা হয়েছে। আশা করি আপনাদের উপকারে আসবে।

    Reply
  77. প্রথম দুই থেকে তিন বছরে একটি শিশুর মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয়, যার বেশির ভাগই ঘটে প্রথম বছরে। শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি আর মানসিক বিকাশে থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ সময় কোনো কারণে থাইরয়েড হরমোনের ঘাটতি হলে শিশুটি শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হিসেবে বেড়ে ওঠে।
    রোগের লক্ষণ হিসেবে প্রাথমিকভাবে দেখা যায়, শিশুরা খুব শান্ত প্রকৃতির হয়, যা অস্বাভাবিক। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে জন্মের পরপরই শিশুর থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করা অতি জরুরি।
    রোগ নির্ণয় হলে দ্রুত ওজন অনুযায়ী সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ, নিয়মিত ফলোআপ আর প্রয়োজনমতো ওষুধের মাত্রা পরিবর্তনের মাধ্যমে পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন সম্ভব। প্রয়োজন শুধু একটুখানি সদিচ্ছা আর সচেতনতা।
    লেখক এই কন্টেন্টটিতে থাইরেড রোগ তারাতারি সারানোর ব্যাবস্থা ফুটিয়ে তুলেছে।
    আশা করি বাচ্চাদের থাইরয়েড নিরাময়ে কন্টেন্টটি খুবই সহায়ক হবে,ইনশা-আল্লাহ।।

    Reply
  78. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।

    Reply
  79. থাইরয়েড এমন একটি রোগ যা বাচ্চাদের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার বিঘ্ন ঘটায়।
    ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্যে জন্মের পরপরই শিশুর থাইরয়েড পরীক্ষা করা উচিত।
    রোগ নির্নয় করে সঠিক মাত্রায় ওষুধ এবং নিয়মিত ফলোআপের মাধ্যমে থাইরয়েড নিরাময় সম্ভব। শুধু একটু সচেতনার দরকার।লেখক এই কন্টেন্টটিতে থাইরেড রোগ তারাতারি সারানোর ব্যাবস্থা ফুটিয়ে তুলেছে।
    আশা করি বাচ্চাদের থাইরয়েড নিরাময়ে কন্টেন্টটি খুবই সহায়ক হবে,ইনশা-আল্লাহ।।

    Reply
  80. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।
    থাইরয়েড পরিচিত একটি রোগ হলেও তুচ্ছ নয়।এই রোগের কারণে অনেক সমস্যায় ভুগতে হয়।শিশুরাও এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এই কনটেন্টে শিশুদের থাইরয়েড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং পরিত্রাণের উপায় উল্লেখ করা হয়েছে।

    Reply
  81. থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না। তাই
    মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। কারণ, ‘কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম’ সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। এমন একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট লেখার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

    Reply
  82. This text is talking about thyroid disease, which is a common health problem, especially among children. The author explains that parents often make mistakes when dealing with thyroid issues in their children due to lack of knowledge. The content aims to provide clear information on the causes of thyroid disease and offer insights on how to recover from it quickly.

    Reply
  83. থাইরয়েড একটি রোগ।পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন।কি কারণে থাইরয়েড হয় এবং এর প্রতিকার সম্পর্কে কন্টেন্টিতে আলোচনা করা হয়েছে। কন্টেন্টি পড়ার মাধ্যমে অনেকে উপকৃত হবেন আশা করি।ধন্যবাদ লেখককে এই ধরনের কন্টেন্ট দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খায়রন।

    Reply
  84. থাইরয়েড হচ্ছে একটি ছোট প্রজাপতির আকারের গ্রন্থি যা শরীরের বেশকয়েকটি বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আজকাল অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগছেন।এটি শুধু প্রাপ্তবয়স্কদের হয় সেটি সঠিক নয়। পুরুষদের তুলনায় যেমন নারীরা বেশি থাইরয়েডে আক্রান্ত হন, তেমনি কম বয়সী বা শিশুদের মধ্যে এই রোগ দেখা দিতে পারে। নবজাতকের মধ্যে থাইরয়েডের সমস্যা নতুন ঘটনা নয়। ছোটদের থাইরয়েড হরমোনের সমস্যা। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না। তাই
    মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। কারণ, ‘কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম’ সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। এমন একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট লেখার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

    Reply
  85. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। আজকাল অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগছেন।এটি শুধু প্রাপ্তবয়স্কদের হয় সেটি সঠিক নয়। পুরুষদের তুলনায় যেমন নারীরা বেশি থাইরয়েডে আক্রান্ত হন, তেমনি কম বয়সী বা শিশুদের মধ্যে এই রোগ দেখা দিতে পারে।লেখক এই কন্টেন্ট এ বিস্তারিত ভাবে আলোচনা করেছেন।

    Reply
  86. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়।যেকোনো শিশুর মধ্যে থাইরয়েড সমস্যার কোনো উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা বাঞ্ছনীয়।এ বিষয়ে বিস্তারিত জানতে কনটেন্ট টি পড়ে উপকার পাওয়া যেতে পারে।

    Reply
  87. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।

    Reply
  88. কন্টেন্টিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আমি মনে করি, সকলেই কন্টেন্টটি পড়ে উপকৃত হবেন ইংশাআল্লাহ।

    Reply
  89. বর্তমান সময়ে থাইরয়েড একটি কমন সমস্যা হিসেবে বিবেচিত হয়ে থাকে। এটি ছোট থেকে বড় যেকোন বয়সেই হতে পারে। তবে এই আর্টিকেলটিতে ছোটদের থাইরয়েড রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে।

    Reply
  90. থাইরয়েড সমস্যা একটি পরিচিত রোগ। পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন। শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়। সঠিক সময়ে সঠিক পরীক্ষায় এবং চিকিৎসার ব্যবস্থা করলে স্বাভাবিকভাবে জীবন যাপন করা যায়। উপরোক্ত কন্টেন্টের খুবই উপকারী। লেখাকে অনেক অনেক ধন্যবাদ।

    Reply
  91. অনেক উপকারী কনটেন্ট ছিল। আমরা অনেকেই জানিনা থাইরয়েড হওয়ার পর কি কি করতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা এজন্য আরও বেশি উপকারী।

    Reply
  92. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।
    বেশিরভাগ ক্ষেত্রেই থাইরয়েড রোগ বংশানুক্রমিকভাবে হয়ে থাকে। এটা খুবই কমন একটি রোগ, এটি শিশুদেরও হয়ে থাকে।

    উক্ত আর্টিকেল টিতে লেখক থাইরয়েড হরমোনের এবং রোগের বিশ্লেষণধর্মী আলোচনা করেছেন

    Reply
  93. থাইরয়েড একটা পরিচিত রোগ হলেও ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি নিরাময় যোগ্য। যা এই কনটেন্টটিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

    Reply
  94. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ সকলেই এ রোগের শিকার হয়ে থাকেন। আমি নিজেও এর ভুক্তভোগী। বাচ্চাদের ক্ষেত্রে এটি বেসি মারাত্মক হয়ে যায় যদি সঠিক সময়ে ধরা না পরে এবং চিকিৎসা না হয়। আমার দুটো বাচ্চার ক্ষেত্রেই আমি বেশি চিন্তিত ছিলাম। এই লক্ষনগুলো জেনে আমার অনেক উপকার হলো।লেখকের এই সুন্দর লেখাটি হতে আমিসহ অনেকেই উপকৃত হবে ইনশাল্লাহ।

    Reply
  95. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।কন্টেন্টিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আমি মনে করি, সকলেই কন্টেন্টটি পড়ে উপকৃত হবেন ইংশাআল্লাহ।

    Reply
  96. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। কি কি কারনে এই থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন । কারা আক্রান্ত হন তার বিস্তারিত এ কন্টেন্ট টিতে বলা হয়েছে । “শিরোনামটি থাইরয়েড সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। ছোটদের সমস্যার সমাধান সহজে জানার জন্য এটি উপযোগী।”অনেক উপকারী একটা কন্টেন্ট লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  97. থাইরয়েড রোগ বর্তমানে সাধারন একটি সমস্যা। মহিলা, পুরুষ ও শিশু নির্বিশেষে সবাই থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা যায়। বিপাকের ক্ষেত্রে ও শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ হলেও এই হরমোনের মাত্রা অত্যাধীক কম বা বেশি হলে বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। জেনেটিক কারণে অথবা আয়োডিন এর অভাবে শিশুদের এ ধরনের সমস্যা হয়ে থাকে।জেনেটিক কারনেও এ সমস্যা শিশুদের হয়ে থাকে।এই কন্টেন্ট এ শিশুদের থাইরয়েড সমস্যা সমাধানের উপায় দেওয়া আছে।

    Reply
  98. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।আর্টিকেলটিতে
    লেখক থাইরয়েড জনিত সমস্যা ও এর প্রতিকার নিয়ে খুব সুন্দর করে আলোচনা করছেন।

    Reply
  99. থাইরয়েডের সমস্যা একটি গুরুত্বপূর্ণ ও সাধারণ স্বাস্থ্য সমস্যা, যা সঠিক সময়ে শনাক্ত ও চিকিৎসা না করলে শরীরের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে থাইরয়েড সমস্যার প্রভাব গুরুতর হতে পারে, কারণ এটি গর্ভস্থ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম সময়মতো শনাক্ত করে চিকিৎসা করলে শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা সম্ভব। তাই, থাইরয়েড সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং নিয়মিত চেকআপ করা অত্যন্ত জরুরি।

    Reply
  100. থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।আর্টিকেলটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন।

    Reply
  101. আগে মনে করতাম থাইরয়েড রোগটি বড় দেরি হয়। এখন দেখছি ছোটদেরও হতে পারে। তাই সকলকে থাইরয়েড রোগটির কারণ ও বৈশিষ্ট্য সম্পর্কে জেনে রাখা ভালো। কনটেন্টি অনেক উপকারী।

    Reply
  102. আর্টিকেলটি থাইরয়েড সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। ছোটদের সমস্যার সমাধান সহজে জানার জন্য এটি উপযোগী।

    Reply
  103. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। কি কি কারনে এই থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন । কারা আক্রান্ত হন তার বিস্তারিত এ কন্টেন্ট টিতে বলা হয়েছে । অনেক উপকারী একটা কন্টেন্ট লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  104. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। ছোটদের মধ্যে থাইরয়েড সমস্যার বিষয়টি বিশদভাবে আলোচনা করা হয়েছে। এখানে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার প্রভাব এবং এর কারণে সৃষ্ট সমস্যাগুলি তুলে ধরা হয়েছে। মূল পয়েন্টগুলি নিচে দেওয়া হলো:
    1. থাইরয়েডের প্রভাব: থাইরয়েড হরমোনের মাত্রা বেশি বা কম হলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।
    2. প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসা: কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে সময়মতো শনাক্তকরণ এবং দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি।
    3. লক্ষণসমূহ: বাচ্চাদের মধ্যে থাইরয়েড সমস্যার লক্ষণগুলির মধ্যে সার্বিক বিকাশে খামতি, মুখ ফোলা, ত্বক খসখসে হওয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি অন্তর্ভুক্ত।
    4. পরীক্ষা ও চিকিৎসা পদ্ধতি: শিশুর জন্মের পরপরই থাইরয়েড স্ক্রিনিং করা গুরুত্বপূর্ণ। সমস্যা নির্ণীত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানো আবশ্যক।
    5. অভিভাবকদের জন্য সতর্কতা: অভিভাবক এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের থাইরয়েড সমস্যার লক্ষণগুলির দিকে বিশেষ নজর দেওয়া উচিত, বিশেষ করে বয়ঃসন্ধির সময়কালে।
    6. সমস্যার সমাধান: চিকিৎসার মাধ্যমে এই সমস্যাগুলি সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য, এবং একজন শিশু সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হবে।

    Reply
  105. থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।পৃথিবীতে প্রায় ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। শিশুদের ক্ষেত্রে এই রোগের মূল কারণ মূলত জেনেটিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে। আবার কিছু কিছু সময় কোনো ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে।লেখক আর্টিকেলটিতে থাইরয়েড সমস্যার কারণ,লক্ষণ,প্রতিকার ও প্রতিরোধ নিয়ে সুন্দর আলোচনা করেছেন।যা আমাদের প্রত্যেকের জন্যই জানা জরুরি।

    Reply
  106. থাইরয়েড একটি রোগ।জানতাম এটি বড়দের হয়। আজ এই কনটেন্ট টি পড়ে জানতে পারলাম ছোটদের ও এই রোগ হয়। এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সচেতন হলাম। আশা করি অনেকে ই উপকৃত হবেন।

    Reply
  107. বর্তমানে থাইরয়েড সমস্যা খুবই মারাত্মক ভাবে দেখা যাচ্ছে।শিশু সহ সকল বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হচ্ছে।এই রোগে মৃত্যুঝুঁকি রয়েছে।নিন্মোক্ত কন্টেন্টটিতে থাইরয়েড সমস্যার লক্ষন রোগের প্রতিকার সর্ম্পকে বিশদভাবে আলোচনা করা হয়েছে

    Reply
  108. থাইরয়েড সমস্যা শুধু বড়দের নয় ছোটদেরও হতে পারে। কনটেন্টটি পড়ে থাইরয়েড সমস্যা এবং এর প্রতিকার সম্পর্কে জানতে পেরেছি।

    Reply
  109. স্বরযন্ত্রের নিচে অবস্হিত থাইরয়েড গ্রন্থি বিপাক ও বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে থাকে। আয়োডিনের অভাব বা বংশগত কারণে থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রোগ হতে পারে যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে। তাই এর প্রতিকার ও প্রতিরোধে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে পরিবেশিত আলোচ্য আর্টিকেলটি অভিভাবকদের মনযোগ সহকারে পড়া উচিত।

    Reply
  110. বর্তমানে থাইরয়েডের আক্রান্ত রোগীর সংখ্যা অধিক পরিমাণে দেখা যায়। উপরোক্ত আলোচনা থাইরয়েড সম্পর্কে অনেক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জান থাইরয়েড নিয়ন্ত্রণ এবং তার থেকে প্রতিকারের উপায় সহজেই পাওয়া যেতেপারে।

    Reply
  111. Thyroid is a disease. I knew it was in adults. After reading this content today, I came to know that children also get this disease. The symptoms, side effects and remedies of this disease are all highlighted in this content. I became aware. Hopefully many will benefit.

    Reply
  112. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।আর্টিকেলটি পড়ে থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার সম্পর্কে জানতে পারলাম। আশাকরি সবাই কন্টেন্ট টি পড়ে উপকৃত হবে।
    লেখক অসংখ্য ধন্যবাদ।

    Reply
  113. আমি জানতাম না যে শিশুর থাইরয়েড সমস্যা এত গুরুতর হতে পারে। আপনার আর্টিকেলটি পড়ে অনেক কিছু শিখলাম। গর্ভবতী মায়েদের জন্য এটি একটি জরুরি চেকআপ বলে মনে হচ্ছে।এটি অভিভাবকদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ গাইডলাইন হতে পারে।

    Reply
  114. থাইরয়েড একটি কমন রোগ, শিশুরা জেনেটিকভাবে এটা পেয়ে থাকে আবার বড় হওয়ার সাথে সাথেও এই রোগ দেখা দেয়,আমাদের বাচ্চাদের এই রোগ হওয়ার লক্ষণগুলি খেয়াল রাখতে হবে,এই কন্টেন্ট টিতে সুন্দর করে গুছিয়ে লিখেছেন ধন্যবাদ লেখককে,প্রত্যেক বাবা মায়ের এই কন্টেন্ট টি পড়া উচিত।

    Reply
  115. থাইরয়েড অনিয়ন্ত্রিত হরমোনজনিত একটি সাধারণ রোগ। সাধারণত মহিলাদের এটিতে আক্রান্ত হতে বেশি দেখা যায়। তবে মহিলা-পুরুষ উভয়ের থাইরয়েডের সমস্যা হতে পারে।পৃথিবীতে প্রায় ১২ শতাংশ মানুষ এই রোগে ভোগেন।আমার জানা মতে এটি বাচ্চাদের হয় না, তবে এই আর্টিক্যালটি পড়ে জানতে পারলাম বাচ্চারা শুধু আক্রান্তই হয় না, এটি জেনেটিক ভাবে এবং বংশানুক্রমেও হয়ে থাকে।হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে ক্লান্তি, স্বাভাবিকের চেয়ে ধীর বৃদ্ধি, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, এবং ঠান্ডায় সংবেদনশীলতা। হাইপারথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে অস্থিরতা, দ্রুত হৃদস্পন্দন, ঘাম বেশি হওয়া, এবং বেড়ে যায় ক্ষুধা।অনেক কিছুই জানতে পারলাম এই আর্টিক্যালটির মাধ্যমে। এটির চিকিৎসা সম্পর্কেও লেখক সুন্দর ধারণা দিয়েছেন। আশা করি আমার মতো অনেকেই অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছেন,যা ভবিষ্যতে আমাদের সচেতন হতে সাহায্য করবে।ধন্যবাদ।

    Reply
  116. পৃথিবীর প্রায় ১২ শতাংশ মানুষই থাইরয়েড সমস্যায় ভোগেন। পুরুষের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে। শিশুদেরও হয়ে থাকে, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়।
    বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েডের সমস্যা মূলত হরমোনের পরিমাণ কম বা বেশি থাকার কারণে হয়ে থাকে।
    কন্টেন্টটিতে থাইরয়েড-এর কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। লেখককে ধন্যবাদ।

    Reply
  117. থাইরয়েড নিয়ে আমার অনেক কিছুই অজানা ছিল যা আজ এই কনটেন্টের মাধ্যমে জানতে পারলাম।একটু সচেতনতাই বাঁচাতে পারে আপনার শিশুর জীবন। ধন্যবাদ রাইটার কে এত সুন্দর করে বেপারটা তুলে ধরার জন্য।

    Reply
  118. থাইরয়েড একটি হরমোনাল রোগ। এটি ছোট বড় সবারই হতে পারে। সতর্কতা ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। এই কন্টেন্টটিতে এর বিশদ বর্ণনা দেওয়া আছে।

    Reply
  119. লেখক কে ধন্যবাদ জানাই এত সুন্দর করে সহজ ভাষায় কিভাবে ছোটদের থাইরয়েড রোগ সারানো যায় সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা করার জন্য ।

    Reply
  120. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। এর ফলে হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।

    Reply
  121. থাইরয়েড অনিয়ন্ত্রিত হরমোনজনিত একটি সাধারণ রোগ। সাধারণত মহিলাদের এটিতে আক্রান্ত হতে বেশি দেখা যায়। তবে মহিলা-পুরুষ উভয়ের থাইরয়েডের সমস্যা হতে পারে।পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে ক্লান্তি, স্বাভাবিকের চেয়ে ধীর বৃদ্ধি, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, এবং ঠান্ডায় সংবেদনশীলতা। হাইপারথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে অস্থিরতা, দ্রুত হৃদস্পন্দন, ঘাম বেশি হওয়া, এবং বেড়ে যায় ক্ষুধা।অনেক কিছুই জানতে পারলাম এই আর্টিক্যালটির মাধ্যমে। এটির চিকিৎসা সম্পর্কেও লেখক সুন্দর ধারণা দিয়েছেন। আশা করি আমার মতো অনেকেই অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছেন,যা ভবিষ্যতে আমাদের সচেতন হতে সাহায্য করবে।ধন্যবাদ।

    Reply
  122. জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। উক্ত কন্টেন্টটিতে থাইরয়েড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।যা সকলের জানা প্রয়োজন।

    Reply
  123. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়।কন্টেন্টটিতে থাইরয়েড সম্পর্কে
    বিভিন্ন প্রয়োজনীয় বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে।যা সকলের জানা গুরুত্বপূর্ণ।

    Reply
  124. থাইরয়েডের সমস্যা একটি পরিচিত রোগ।পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। বেশির ভাগ সময়ে মহিলারা আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে। আবার অনেক ক্ষেত্রে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে।

    Reply
  125. ১২ সতাংশ মানুষ পৃথিবীতে থাইরয়েড সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। পুরুষের চেয়ে এই রোগটি মহিলাদের বেশি হয়ে থাকে।থাইরয়েড গ্ল্যান্ড শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে এবং অনেক শারীরিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।থাইরয়েড ডিজঅর্ডার: ছোটদের মধ্যে থাইরয়েডের সমস্যা দুই ধরনের হতে পারে – হাইপোথাইরয়েডিজম (যেখানে থাইরয়েড হরমোন কম উৎপন্ন হয়) এবং হাইপারথাইরয়েডিজম (যেখানে থাইরয়েড হরমোন অতিরিক্ত উৎপন্ন হয়)।লক্ষণ: হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে ক্লান্তি, স্বাভাবিকের চেয়ে ধীর বৃদ্ধি, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, এবং ঠান্ডায় সংবেদনশীলতা। সচেতনতামূলক অসাধারণ কন্টেন্ট।

    Reply
  126. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। এটি ছোট থেকে বড় যেকোন বয়সেই হতে পারে। তবে এই আর্টিকেলটিতে ছোটদের থাইরয়েড রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে।

    Reply
  127. থাইরয়েড একটি হরমোনাল রোগ। এটি ছোট বড় সবারই হতে পারে। সতর্কতা ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়।আশাকরি সবাই কন্টেন্ট টি পড়ে উপকৃত হবে।লেখক কে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  128. বর্তমানে থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা
    বংশানুক্রমিক।বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।এই আর্টিকেলটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। লেখককে ধন্যবাদ।

    Reply
  129. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন।বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়।থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে।ছোটদের থাইরয়েড হরমোনের সমস্যা, রোগের লক্ষণ ও চিকিৎসা নিয়ে বুঝিয়ে দিলেন ক্যালকাটা মেডিক্যাল কলেজের শিশুরোগ বিভাগের অধ্যাপক ডা. দিব্যেন্দু রায়চৌধুরী। তিনি জানাচ্ছেন, থাইরয়েডের সমস্যা দুই রকমের হয়। হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন কম ক্ষরণজনিত সমস্যা ও হাইপারথাইরয়েডিজম অর্থাৎ এই হরমোন বেশি ক্ষরণের সমস্যা। বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমই বেশি দেখা যায়।মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। এই কন্টেন্ট টি পড়ে আমরা শিশুর থাইরয়েড রোগের লক্ষ্মণ ও প্রতিকার সম্পর্কে জানতে পারি। ধন্যবাদ লেখককে।

    Reply
  130. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।কি কি কারনে এই থাইরয়েড জনিত সমস্যায় হয়। কারা আক্রান্ত হন তার বিস্তারিত এ কন্টেন্টটিতে বলা হয়েছে ।

    Reply
  131. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন। জেনেটিক ভাবে শিশুদের মাঝে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারলে সহজেই নিরাময় সম্ভব হয়।তাই সঠিক সময়ে রোগ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্ৰহণ করতে হবে।

    Reply
  132. থাইরয়েডের সমস্যা মূলত হরমোনের পরিমাণ কম বা বেশি থাকার কারণে হয়ে থাকে। সতর্কতা ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়। কন্টেন্টটিতে থাইরয়েড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা সকলের জানা প্রয়োজন। আর্টিকেলটিতে থাইরয়েড এর কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়েছে যা সচেতনতা বৃদ্ধি করতে ও রোগটি প্রতিরোধ করতে আমাদের সাহায্য করবে।

    Reply
  133. দেশের শতকরা ২০ ভাগ মানুষ থাইরয়েডের সমস্যায় ভুগছেন। থাইরয়েডের সমস্যা পুরুষের তুলনায় নারীদের বেশি হয়। এই হরমোনের ঘাটতি বা আধিক্যের কারণে ব্যাপক শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। এটি বড়দের হয় জানতাম। আজ এই কনটেন্ট টি পড়ে জানতে পারলাম ছোটদের ও এই রোগ হয়। এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে।আলহামদুলিল্লাহ, আমি নতুন কিছু জানতে পারলাম এবং সচেতন হলাম।
    ধন্যবাদ লেখক কে।

    Reply
  134. থাইরয়েড হরমোন মানব শরীরের অত্যাবশ্যকীয় হরমোনের একটি।যার ঘাটতি হওয়া বা বাড়তি হওয়া দুটোই ক্ষতিকর। থায়রয়েড জনিত সমস্যা অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের মধ্যে পাওয়া যায়,তবে সেটা পূরুষ ও বাচ্চাদের ও হতে পারে, বাচ্চাদের থায়রয়েড জনিত সমস্যার কারন, লক্ষন ও প্রতিকার সম্পর্কে জানতে পড়তে পারেন তথ্য বহুল এই কন্টেন্টি

    Reply
  135. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।

    Reply
  136. আজকাল অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগছেন। প্রয়োজনে নিয়মিত ওষুধ খাচ্ছেন। তবে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে যে এটা শুধু প্রাপ্তবয়স্কদের হয়। সেটি সঠিক নয়। পুরুষদের তুলনায় যেমন নারীরা বেশি থাইরয়েডে আক্রান্ত হন, তেমনই কম বয়সি বা শিশুদের মধ্যেও এই রোগ দেখা দিতে পারে। নবজাতকের মধ্যে থাইরয়েডের সমস্যা নতুন ঘটনা নয়। জন্মের সময়ে বা একটু বড় হলে বাচ্চাদেরও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। কী ভাবে তা প্রতিকার করা যায়, আসুন তা সবাই জেনে রাখি।

    Reply
  137. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হতে দেখা যায় । সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়।
    জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না।
    মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। কারণ, ‘কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম’ সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।এই আর্টিকেল টিতে থাইরয়েড হওয়ার কারণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হইয়েছে। ধন্যবাদ লেখককে।

    Reply
  138. থাইরয়েড একটি অত্যন্ত সাধারণ এবং পরিচিত রোগ। পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। মূলত জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েড সমস্যা দেখা দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানু ক্রমিক হয়ে থাকে। এই কনটেন্টটি পড়লে আপনারা থাইরয়েডের সমস্যার সমাধান পেতে পারেন। ইনশাআল্লাহ

    Reply
  139. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারন এবং পরিচিত একটি রোগ। বিশেষ করে মহিলাদের মাঝে এই রোগটি বেশি হতে দেখা যায়।
    থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।থায়রয়েডের কারণ ও চিকিৎসা সম্পর্কে এই কনটেন্টটি তে বিস্তারিত আলোচনা করা হয়েছে।লেখককে অসংখ্য ধন্যবাদ প্রয়োজনীয় একটি আর্টিকেল উপস্থাপন করার জন্য।

    Reply
  140. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।
    থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।অনেক উপকারী একটা কন্টেন্ট লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  141. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।পুরুষের তুলনায় এ রোগটি মহিলাদের বেশি হয়ে থাকে।শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে হয়।বাচ্চাদের মধ্যে থাইরয়েডের সমস্যা দুই ধরনের হতে পারে – হাইপোথাইরয়েডিজম।
    জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না।
    মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। কারণ, ‘কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম’ সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।এই আর্টিকেল টিতে থাইরয়েড হওয়ার কারণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হইয়েছে। ধন্যবাদ লেখককে।

    Reply
  142. সকলকে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে ধারনা পেতে কনটেন্টটি অনেক বেশি সহায়ক হবে। সকলের এ বিষয়ে ধারনা থাকলে অনেক শিশুর প্রাণ বেঁচে যাবে। ধন্যবাদ।

    Reply
  143. থাইরয়েড এর সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ| ১২ শতাংশ মানুষ পৃথিবীতে থাইরয়েড সমস্যায় ভোগেন, ছোটদের মধ্যে থাইরয়েডের সমস্যা দুই ধরনের হতে পারে, যেমন’ থাইরয়েড হরমোন কম উৎপন্ন হয়, দ্বিতীয়তঃ থাইরয়েড হরমোন অতিরিক্ত উৎপন্ন হয়, জেনেটিক কারণে অথবা আয়োডিনের অভাবে শিশুদের এ ধরনের সমস্যা হয়ে থাকে, থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্বপূর্ণ, বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক, একটি শিশুর জন্মের আগে কিনা, পরীক্ষা করা এবং জন্মের সাথে সাথে শিশুকে পরীক্ষা করানো নতুবা শিশু ঝুঁকিতে থাকে| লেখককে অসংখ্য ধন্যবাদ এমন একটি উপকারী ও গুরুত্বপূর্ণ আর্টিকেল লিখার জন্য, যা অনেকের অজানা ছিল এবং অনেকের উপকারে আসবে|

    Reply
  144. থাইরয়েড শুধু প্রাপ্তবয়স্কদের হয়, তা নয়। কম বয়সি বা শিশুদেরও এই রোগ হতে পারে। এবিষয়ে ভালোভাবে ধারনা পেতে এই কন্টেন্টটি খুব সহায়ক হবে ইনশাআল্লাহ্‌।

    Reply
  145. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,, থাইরয়েড এর সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ|
    থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।এটি বড়দের পাশাপাশি ছোটদের ও হতে পারে।ছোটদের ক্ষেত্রে এটি সহজেই সারে। এই রোগটি সম্পর্কে আরো ভালো ভাবে জানা এবং বোঝার জন্য লিংকে গিয়ে বিস্তারিত পড়ুন। ধন্যবাদ।

    Reply
  146. মাশাআল্লাহখুব সুন্দর একটা টপিক।যা পড়ে আমি থাইরয়েড সম্পর্কে জানতে পারলাম এবং আমার যারা শুভাকাঙ্ক্ষীরা এই টপিকটা পড়বে তারাও বেশ উপকৃত হবে ইনশাআল্লাহ ।লেখক স্যার কে ধন্যবাদ এত সুন্দর একটা টপিক নিয়ে কনটেন্ট বানানোর জন্য ।

    Reply
  147. !!!!!!!!!!!! থাইরয়েড!!!!!!!!!
    বর্তমান সময়ে থাইরয়েড সমস্যা খুবই কমন একটা বিষয়। এর কমন লক্ষণ হচ্ছে গলা ফুলে যাওয়া। ছোট বয়সে এটা ধরা পড়লে এটা চিকিৎসার মাধ্যমে সারা সম্ভব। কীভাবে বুঝতে পারবেন আপনার শিশুর থাইরয়েড সমস্যা আছে, জানতে হলে
    “সহজেই সারে ছোটদের থাইরয়েড ” এই আর্টিক্যালটি অনুসরণ করুন। ইনশাআল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে।

    Reply
  148. থাইরয়েডের সমস্যা অত্যন্ত ভয়াবহ একটি রোগ।আর্টিকেলটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন।

    Reply

    Reply
  149. আমার মতে থাইরয়েড একটি গুপ্ত রোগ। অনেকেই জানে না সে থাইরয়েড রোগে আক্রান্ত। বর্তমানে ১২ শতাংশ ব্যক্তি এই রোগে আক্রান্ত। চিকিৎসা পদ্ধতির উন্নতির ফলে আমরা এখন এই রোগ সম্পর্কে অনেক বেশি জানি।মা যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে নবজাতকের ও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে।সেজন্য নবজাতকের জন্মের পর TSH পরীক্ষা করে দেখতে হবে।যদি নবজাতক থাইরয়েড এ আক্রান্ত হয় তাহলে ডাক্তারের পরামর্শ মতে চিকিৎসা নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ব্যতিত কোন ঔষধ খাওয়ানো যাবে না। কন্টেন্ট উপস্থাপনকারীকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ রোগটি তুলে ধরার জন্য।

    Reply
  150. থাইরয়েড সম্পর্কিত কনটেন্ট টিতে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে অনেক কিছু। লেখক কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কনটেন্ট উপহার দেওয়ার জন্য। তাই আসুন আমরা সচেতন হই।

    Reply
  151. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।থাইরয়েড একটি রোগ।জানতাম এটি বড়দের হয়। আজ এই কনটেন্ট টি পড়ে জানতে পারলাম ছোটদের ও এই রোগ হয়। এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে।

    Reply
  152. বর্তমান সময়ে থাইরয়েড সমস্যা খুবই কমন একটা বিষয়। এর কমন লক্ষণ হচ্ছে গলা ফুলে যাওয়া। ছোট বয়সে এটা ধরা পড়লে এটা চিকিৎসার মাধ্যমে সারা সম্ভব। কীভাবে বুঝতে পারবেন আপনার শিশুর থাইরয়েড সমস্যা আছে, জানতে হলে
    “সহজেই সারে ছোটদের থাইরয়েড ” এই আর্টিক্যালটি অনুসরণ করুন। ইনশাআল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে।

    Reply
  153. মহিলা, পুরুষ ও শিশু নির্বিশেষে প্রায় সবারই শরীরে থাইরয়েড গ্রন্থির সমস্যা দেখা দিতে পারে । বিপাকের ক্ষেত্রে ও শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ হলেও এই হরমোনের মাত্রা অত্যাধীক কম বা বেশি হলে বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। জেনেটিক কারণে অথবা আয়োডিন এর অভাবে শিশুদের এ ধরনের সমস্যা হয়ে থাকে।তবে তা সঠিক চিকিৎসা ও ওষুধ সেবন এর মাধ্যমে সেরে উঠা যায়। এই কন্টেন্ট এ শিশুদের থাইরয়েড সমস্যা ও সমাধান বা প্রতিকার সম্পর্কে লেখক খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। লেখক কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় কনটেন্ট আকারে তুলে ধরার জন্য।

    Reply
  154. সাধারণ এবং অতি পরিচিত একটি রোগ হলো থাইরয়েডের সমস্যা। তবে অতি পরিচিত হলেও এই রোগটি সম্পর্কে তেমন বেশী কিছু জানতাম না। শুধু নামই শুনেছি।
    মহিলা , পুরুষ ও শিশু নির্বিশেষে সবাই থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা যায়। বিপাকের ক্ষেত্রে ও শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ হলেও এই হরমোনের মাত্রা অত্যাধীক কম বা বেশি হলে বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। জেনেটিক কারণে অথবা আয়োডিন এর অভাবে শিশুদের এ ধরনের সমস্যা হয়ে থাকে।
    এই আর্টিকেলটি পড়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম থায়রয়েড সম্পর্কে।এই কন্টেন্ট এ শিশুদের থাইরয়েড সমস্যা সমাধানের উপায় দেওয়া আছে।ধন্যবাদ লেখককে।

    Reply
  155. বর্তমান সময়ে থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা আক্রান্ত হলেও মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই এই রোগে আক্রান্ত হয়।এর পাশাপাশি শিশুদেরও এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। শিশুদের ক্ষেত্রে বিভিন্ন কারণে থাইরয়েডে আক্রান্ত হতে দেখা যায়। যেমন – বংশানুক্রমিকভাবে, আয়োডিনের অভাবে, বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে। এই কন্টেন্টটির মাধ্যমে ছোটদের কোন কোন কারণে থাইরয়েড হয় এবং তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো

    Reply
  156. থাইরয়েড রোগটি বংশানুক্রমিকভাবে হয়ে থাকে এবং খুবই কমন একটি রোগ, এই রোগটি বড়দের সাথে সাথে অনেকক্ষেত্রে শিশুদেরও হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই বাবা-মা না বুঝেই অনেক ভুল পদক্ষেপ নিয়ে নেন। এই কনটেন্টটি পড়ে আমরা জানতে পারি রোগটি কি কারণে হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।ধন্যবাদ লেখককে।

    Reply
  157. “থাইরয়েড ” বর্তমান সময়ে খুবই সাধারণ ও পরিচিত একটি সমস্যা বা রোগ যার দ্বারা বেশির ভাগই মহিলারা আক্রান্ত হয়ে থাকেন । কিন্তু জেনেটিক বা বংশানুক্রমে এই সমস্যা শিশুদেরও আক্রান্ত করে । কিন্তু কিছু পদক্ষেপ বা সঠিক উপায়ে এর চিকিৎসার মাধ্যমে সহজেই শিশুদের এই রোগ সারানো সম্ভব । তাই সঠিক উপায় অবলম্বন করে এর চিকিৎসা খুবই জরুরি । এই ক্ষেত্রে উক্ত কনটেন্টটি খুবই ফলপ্রসূ ও উপকারী ।
    অনেক ধন্যবাদ লেখককে এমন একটি গুরুত্বপূর্ণ ও উপকারী কনটেন্ট লেখার জন্য ।

    Reply
  158. থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না।তাই সময় থাকতেই শিশুর থাইরয়েড আছে কিনা তা নির্ণয় করতে পারলে সহজেই থাইরয়েড থেকে মুক্তি পাওয়া যাবে ,ইনশাল্লাহ।

    Reply
  159. থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। নবজাতকের থাইরয়েড সমস্যা বলতে মূলত ‘কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম’ বা থাইরয়েড হরমোনের ঘাটতিকেই বোঝানো হয়। যদিও অল্প কিছু ক্ষেত্রে নবজাতকের হাইপারথাইরয়েডিজমও হতে পারে, যাকে ‘নিওনাটাল থাইরোটক্সিকসিস’ বলা হয়।শিশুদের ক্ষেত্রে বিভিন্ন কারণে থাইরয়েডে আক্রান্ত হতে দেখা যায়। যেমন – বংশানুক্রমিকভাবে, আয়োডিনের অভাবে, বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে। জন্মের পাঁচ-ছয় দিন পরে রক্ত পরীক্ষার মাধ্যমে খুব দ্রুত এ রোগ নির্ণয় করা যায়। শুরু থেকে ওষুধ প্রয়োগের মাধ্যমে খুব সহজে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার হাত থেকে আগামী দিনের ভবিষ্যৎ এ দেশের কোমলমতি শিশুদের রক্ষা করা সম্ভব। তাই কনটেন্টটি পড়ে বাবা – মায়েরা সামান্য হলেও উপকৃত হবেন, ইন শা আল্লাহ্, , কারন এখানে শিশুদের থাইরয়েডজনিত সমস্যা ও সমাধান বা প্রতিকার সম্পর্কে লেখক খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। রোগ নির্ণয় হলে দ্রুত ওজন অনুযায়ী সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ, নিয়মিত ফলোআপ আর প্রয়োজনমতো ওষুধের মাত্রা পরিবর্তনের মাধ্যমে পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন সম্ভব। প্রয়োজন শুধু একটুখানি সদিচ্ছা আর সচেতনতা।

    Reply
  160. বর্তমান সময়ে থাইরয়েড একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে।বাচ্চাদের থাইরয়েডের সমস্যা আছে কিনা বা এই সমস্যা থাকলে করনিয় কি তা এই কন্টেন্টটিতে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে।

    Reply
  161. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। আবার অনেক ক্ষেত্রে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এমন ঘটনা নবজাতকের মধ্যে দেখা না গেলেও, ছোট বাচ্চাদের মধ্যে ঘটে থাকে।

    Reply
  162. মাশাআল্লাহখুব সুন্দর একটা টপিক।যা পড়েআমি থাইরয়েড সম্পর্কে জানতে পারলাম এবং আমার যারা শুভাকাঙ্ক্ষীরা এই টপিকটা পড়বে তারাও বেশ উপকৃত হবে ইনশাআল্লাহ ।লেখক স্যার কে ধন্যবাদ এত সুন্দর একটা টপিক নিয়ে কনটেন্ট বানানোর জন্য ।

    Reply
  163. জন্মের সময়ে বা একটু বড় হলে বাচ্চাদের থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। কী ভাবে প্রতিকার করা যায়, জেনে রাখুন।অনেক সময়েই দেখা যায়, ছোট বাচ্চার বাড়বৃদ্ধি যেন এক জায়গায় আটকে আছে। সে ক্রমাগত ঘ্যানঘ্যান করছে, নাভির অংশটা ফুলে আছে, মানসিক বিকাশেও যেন জড়তা রয়েছে। মা-বাবা চিকিৎসকের কাছে নিয়ে গেলে, তিনি হয়তো বললেন ওর থাইরয়েড হরমোনের সমস্যা রয়েছে। তখন মা-বাবা ভয় পেয়ে যান। তবে, বাচ্চাদের থাইরয়েডের সমস্যা হলে তা একেবারে নির্মূল করে তাকে পুরোপুরি সুস্থ জীবন ও ভবিষ্যৎ উপহার দেওয়া সম্ভব। ছোটদের থাইরয়েড হরমোনের সমস্যা, রোগলক্ষণ ও চিকিৎসা নিয়ে বিশদে বুঝিয়ে দিলেন ক্যালকাটা মেডিক্যাল কলেজের শিশুরোগ বিভাগের অধ্যাপক ডা. দিব্যেন্দু রায়চৌধুরী।

    Reply
  164. মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি কনটেন্ট। এই কনটেন্টে বলা হয়েছে কী কারনে থাইটয়েড হয়। এর ঝুঁকির মাত্রা কেমন এবং কীভাবে
    প্রতিরোধ করা যায়।

    Reply
  165. বর্তমানে থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ ক্ষেত্রে মহিলারা আক্রান্ত হলেও এখন শিশুদের মাঝেও এই রোগ দেখে যাচ্ছে। এই আর্টিকেলটিতে ছোটদের থাইরয়েড রোগের কারণ, লক্ষণ ও প্রতিকারে করনীয় সম্পর্কে তুলে ধরা হয়েছে। আশা করি অনেকেই উপকৃত হবেন।

    Reply
  166. মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে। আবার অনেক ক্ষেত্রে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এমন ঘটনা নবজাতকের মধ্যে দেখা না গেলেও, ছোট বাচ্চাদের মধ্যে ঘটে থাকে।

    Reply
  167. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। বর্তমানে থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। নবজাতকের থাইরয়েড সমস্যা নির্ণয়ের জন্য তিন-চার দিনের সময় এফটিফোর ও টিএসএইচ পরীক্ষা করাই উত্তম। এ ছাড়া যেকোনো শিশুর মধ্যে থাইরয়েড সমস্যার কোনো উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা বাঞ্ছনীয়।এই কনটেন্টটিতে আরো বিস্তারিত উল্লেখ করা হয়েছে যার মাধ্যমে ছোটদের থাইরয়েড সমস্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

    Reply
  168. থাইরয়েড একটি রোগ।জানতাম এটি বড়দের হয়। আজ এই কনটেন্ট টি পড়ে জানতে পারলাম ছোটদের ও এই রোগ হয়। এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সচেতন হলাম। আশাবাদী অনেকে ই উপকৃত হবেন।

    Reply
  169. থাইরয়েড রোগ একটি খুবই স্পর্শকাতর রোগ। আর এটা যে ছোট বাচ্চাদেরও হতে পারে তা অনেকেরই ধারনার অতীত। যদি ছোট বয়সে এই রোগ নির্নয় ও নিয়ন্ত্রণ না করা যায়, ভবিষ্যতে আরো ক্রিটিকাল আকার ধারন করতে পারে। এই লেখাটি এই রোগ সম্পর্কে একটি বিষদ ধারণা নিয়ে উপযুক্ত স্টেপ গ্রহন করতে খুবই সহায়ক হতে পারে।

    Reply
    • থাইরয়েড একটি রোগ।জানতাম এটি বড়দের হয়। আজ এই কনটেন্ট টি পড়ে জানতে পারলাম ছোটদের ও এই রোগ হয়।অনেক উপকারী একটা কন্টেন্ট লেখককে অসংখ্য ধন্যবাদ।

      Reply
  170. বর্তমানে থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণএবং
    পরিচিত একটি রোগ।পৃথিবীতে অন্তত১২ শতাংশ
    মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।বেশির ভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়।বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।এ আর্টিকেলে
    থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে।

    Reply
  171. ছোটদের থাইরয়েড সমস্যা দ্রুত নির্ণয় এবং সঠিকভাবে চিকিৎসা করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়।কন্টেন্ট টিতে শিশুদের থাইরয়েড সমস্যার কারণ ও প্রতিকার খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে।

    Reply
  172. থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে।থাইরয়েড হরমোনের মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণজনিত সমস্যায় বেশি দেখা যায়। রোগ জটিল হয়ে যাওয়ার আগে দ্রুত নিরাময় এর জন্য প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা জরুরি।এক্ষেত্রে একটি শিশু জন্মের আগে বাবা-মায়ের থাইরয়েড আছে কিনা পরিক্ষা করা এবং শিশু জন্মের সাথে সাথে পরিক্ষা করানো নতুবা পরবর্তীতে শিশু ঝুঁকিতে থাকবে।
    কনটেন্টটিতে শিশুদের থাইরয়েডের সমস্যার দ্রুত সমাধানের উপায় বর্ণনা করা হয়েছে।
    মাশাআল্লাহ কনটেন্ট টি অনেক সুন্দর।

    Reply
  173. থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ হলেও এর প্রভাব খুবই গভীর। থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক রাখা শরীরের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য। গর্ভাবস্থায় থাইরয়েড পরীক্ষা ও চিকিৎসা শিশুদের সুস্থ ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে এই সমস্যার প্রভাব কমানো সম্ভব।

    Reply
  174. মাশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট। কন্টেন্টটিতে ছোটদের থাইরয়েড সমস্যা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে।।আজকাল অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগছেন। প্রয়োজনে নিয়মিত ওষুধ খাচ্ছেন। তবে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে যে এটা শুধু প্রাপ্তবয়স্কদের হয়। সেটি সঠিক নয়। পুরুষদের তুলনায় যেমন নারীরা বেশি থাইরয়েডে আক্রান্ত হন, তেমনই কম বয়সি বা শিশুদের মধ্যেও এই রোগ দেখা দিতে পারে। নবজাতকের মধ্যে থাইরয়েডের সমস্যা নতুন ঘটনা নয়। আমাদের গলায় থাকে থাইরয়েড গ্রন্থি। এর মধ্যেই তৈরি হয় গুরুত্বপূর্ণ কিছু হরমোন। থাইরয়েড গ্রন্থি হয় অতিরিক্ত পরিমাণ থাইরয়েড উৎপন্ন করে, নয়তো পরিমাণের তুলনায় কম হরমোন উৎপন্ন করে।জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে। আবার অনেক ক্ষেত্রে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এমন ঘটনা নবজাতকের মধ্যে দেখা না গেলেও, ছোট বাচ্চাদের মধ্যে ঘটে থাকে।ডা. রায়চৌধুরীর মতে, খুব সহজেই কনজেনিটাল হাইপোথারয়েডিজম রুখে দেওয়া সম্ভব। শিশুর জন্মের পর থাইরয়েড স্ক্রিনিং করা হয়। তাতে সেরাম টি-ফোর আর টিএসএইচ-এর মাত্রা দেখে নেওয়া হয়। সেরাম টি-ফোর কম বা টিএসএইচ বেশি থাকলেই বোঝা যায় যে, বাচ্চার হাইপোথাইরয়েডিজম হচ্ছে। তখনই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি শুরু করে দেওয়া হয়। এর ফলে বাচ্চা একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে যায়। তার কোনও মানসিক সমস্যা থাকে না। অন্য বাচ্চাদের সঙ্গে শারীরিক বা মানসিক কোনও পার্থক্য থাকে না। কিন্তু এই সময়ে যদি রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করা না হয়, তবে বাচ্চার মস্তিষ্ক স্থায়ী ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং স্বাভাবিক অবস্থায় আর ফিরিয়ে দেওয়া সম্ভব হয় না। লেখক কে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর করে গুছিয়ে কন্টেন্টি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আশাকরি অনেকেই থাইরয়েড হরমোনের সমস্যা সম্পর্কে অবগত হবেন এবং উপকৃত হবেন।

    Reply
  175. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।
    থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।
    এই আর্টিকেলটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। লেখককে ধন্যবাদ।

    Reply
  176. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ হলেও এর প্রভাব খুবই গভীর। থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক রাখা শরীরের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য। গর্ভাবস্থায় থাইরয়েড পরীক্ষা ও চিকিৎসা শিশুদের সুস্থ ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে এই সমস্যার প্রভাব কমানো সম্ভব।

    অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি কনটেন্ট।

    Reply
  177. 🗣️“থাইরয়েড” হচ্ছে একটি রোগের নাম যা হরমোন জনিত সমস্যা। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। 🧑‍🦯
    🤰মাতৃগর্ভে শিশু বেড়ে ওঠার জন্য এই হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট বড় সকলেরই এই সমস্যা হতে পারে। সময় মত শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে এর নিরাময় পুরোপুরি সম্ভব।👌
    🧑‍💼 লেখককে অসংখ্য ধন্যবাদ তিনি তার লেখনীতে থাইরয়েড সম্পর্কে খুব সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করেছেন। ❤️ আশা করছি কনটেন্টটি পড়ে আমরা সকলেই উপকৃত হব।👌

    Reply
  178. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। বর্তমান সময়ে থাইরয়েড একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।থাইরয়েড গ্রন্থি থেকে যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। শিশু থেকে শুরু করে বয়স্করা সাধারণত এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। শিশুদের থাইরয়েডের সমস্যা আছে কিনা বা এই সমস্যা এর প্রতিকার কি তা নিয়ে এই কন্টেন্টটিতে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে।

    Reply
  179. থাইরয়েডজনিত সমস্যা অতি পরিচিত একটি রোগ।বিশ্বের প্রায় ১২ শতাংশ মানুষ এই রোগে ভুগছে।শিশুরা যাতে এ রোগ থেকে সহযে পরিত্রান পেতে পারে এর জন্য শিশু মায়ের গর্ভে থাকাকালীন এ বিষয়ে সচেতন থাকা জরুরি ।এই কন্টেন্ট এ লেখক শিশুদের থাইরয়েড হওয়ার কারণ,লক্ষণ,কীভাবে এর থেকে পরিত্রান পাওয়া যায় তার উপায়গুলো সুন্দর করে বর্ণ্না করেছেন।

    Reply
  180. আমরা সবাই থাইরয়েড নামের সাথে পরিচিত। এই সমস্যা আমাদের অনেকেরই হয়।ছোটদের থাইরয়েড সমস্যা দ্রুত নির্ণয় এবং সঠিকভাবে চিকিৎসা করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়।এই কনটেন্ট এ শিশুদের থাইরয়েড সমস্যার কারণ ও প্রতিকার খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। যার দ্বারা সবাই অনেক উপকৃত হবে।লেখক কে ধন্যবাদ। ❤️

    Reply
  181. থাইরয়েড একটি পরিচিত রোগ। এটা মহিলা-পুরুষ ও শিশুদের মধ্যে ও দেখা যায়। থাইরয়েড হরমোন শরীররের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান। যার অভাবে শিশু শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। মূলত জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েড সমস্যা দেখা দেয়। শিশুদের থাইরয়েড হরমোনের সমস্যা, রোগের উপসর্গ ও এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ। এই আর্টিকেল থেকে আমরা কিছু সাবধানতা অবলম্বন করতে পারি। যেমন, গর্ভাবস্থায় এই বিষয়ে মা কে সাবধান থাকতে হবে। শিশুদের এই রোগ হলে ত্বক খসখসে হয়,শীত করে,কোষ্ঠকাঠিন্য দেখা যায় এবং স্কুল পুড়ুয়া সন্তানের চোখ মুখ ফোলা,চেহারাটা ভারী এবং গলার কাছে ফোলাভাব দেখা যায়। এসব কিছুর দিকে আমাদের নজর দিতে হবে। লেখক কে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  182. থাইরয়েড একটি খুব পরিচিত রোগ।ছোট-বড় সকলেরই এই রোগ হয়ে থাকতে পারে। সঠিক সময় এবং সঠিক চিকিৎসা করলে এই রোগ নিরাময় যোগ্য। এই লেখনিটিতে খুব সুন্দরভাবে ছোটদের থাইরয়েড চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। লেখোনিটির প্রতিটি ধাপ সুন্দরভাবে অনুসরণ করলে খুব সহজেই ছোটদের থাইরয়েড থেকে মুক্তি পাওয়া যাবে। ধন্যবাদ লেখক কে এত সুন্দর একটি লেখনী উপহার দেওয়ার জন্য।

    Reply
  183. বর্তমান সময়ে থাইরয়েড একটি পরিচিত সমস্যা।যেটি মূলত একটি জেনেটিক রোগ হিসেবে ধরা হয়। এই আর্টিকেলটিতে কিভাবে সহজেই ছোটদের থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার সম্পকে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।

    Reply
  184. আমরা সবাই প্রায় থাইরয়েড নামের সাথে পরিচিত। এই সমস্যা আমাদের অনেকেরই হয়। জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। কন্টেন্টটিতে থাইরয়েড-এর কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

    Reply
  185. থাইরয়েড সমস্যা বিশ্বব্যাপী একটি সাধারণ বিষয়, যার প্রভাব নারী ও পুরুষ উভয়ের উপরই পড়তে পারে। এই হরমোনের স্বাভাবিক মাত্রা বজায় রাখা জরুরি, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য, কারণ শিশুর শারীরিক ও মানসিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ। থাইরয়েডের সমস্যাগুলি দুই ধরনের—হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম—যা প্রাথমিকভাবে শিশুদের মধ্যে বেশি দেখা যায়। সঠিক সময়ে চিকিৎসা করলে অধিকাংশ সমস্যা প্রতিরোধযোগ্য।
    আশা করি,বাচ্চাদের থাইরয়েড নিরাময়ে কনটেন্টটি খুবই সহায়ক হবে।

    Reply
  186. কমবেশি অনেকেই থাইরয়েড জনিত সমস্যায় ভুগেন। কিন্তু আমরা সবাই এই রোগটির সাথে পরিচিত না।পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। বড়দের পাশাপাশি শিশুদেরও এই রোগটি হয়ে থাকে। তবে সঠিক সময় সঠিক চিকিৎসার মাধ্যমে খুব সহজেই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। শিশুরা যাতে এই রোগে আক্রান্ত না হয় সেজন্য মায়ের গর্ভে থাকতেই মায়ের থাইরয়েড পরীক্ষা করে নিশ্চিত হওয়া উচিত।

    Reply
  187. বিশ্বজুড়ে প্রায় ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন। এটি একটি সাধারণ এবং পরিচিত রোগ, যা নারী-পুরুষ উভয়ের মধ্যেই দেখা যায়, যদিও নারীদের মধ্যে এই সমস্যার প্রবণতা বেশি। এই কন্টেন্টে থাইরয়েড সমস্যার কারণ এবং এর ঝুঁকিতে কারা রয়েছেন, তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। লেখককে এমন একটি মূল্যবান এবং তথ্যবহুল কন্টেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।

    Reply
  188. Thyroid hormone illness affects most individuals worldwide; it is primarily a hereditary condition that affects children. In this instance, it’s critical to determine whether either parent has thyroid disease prior to giving birth and to have a thyroid test performed at that time to avoid putting the child at risk. This is frequently caused by insufficient iodine. The illness is visible.
    This is a really insightful and significant article. Thanks to the writer.

    Reply
  189. থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন! বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না। মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। কারণ, ‘কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম’ সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। অসংখ্য শুকরিয়া লেখককে এমন একটা ইম্পর্ট্যান্ট টপিক আমাদের সামনে তুলে ধরার জন্য।

    Reply
  190. বিশ্বর প্রায় নারী পুরুষের মাঝে থাইরয়েড রোগটি রয়েছে। শিশুদের ও হতে পারে। যদিও এই রোগক অধিকাংশ মানুষ রোগের পর্যায়ে ধরে না তাই রোগী কে অনেক কষ্ট সহ্য করতে হয়। তাই আমাদের সকলের উচিত থাইরয়েড রোগী যে বয়েসেরই হোক মা কেন সঠিক যত্ন নেওয়া এবং সঠিক চিকিৎসায় তা সহজেই নিরাময় সম্ভব।

    Reply
  191. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়।শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।এই আর্টিকেলটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন।

    Reply
  192. থাইরয়েড একটি রোগ। এটি একটি হরমোন জনিত রোগ। এর মাত্রা প্রয়োজন থেকে বেশি বা কম হলে এ রোগ সৃষ্টি হয় এ কনটেন্টটি পড়ে আমরা থাইরয়েড রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম এবং অনেক উপকার হবে। ধন্যবাদ অনেক সচেতনতামূলক একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

    Reply
  193. পৃথিবীতে অন্তত অনেক মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। এর সঠিক বর্ণনা, প্রতিকার আছে এখানে যা আমদেরকে সহজে চিহ্নিত করতে এবং প্রতিকার করতে সাহায্য করবে।

    Reply
  194. থাইরয়েডের সমস্যা পরিচিত একটি রোগ । থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না। তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। কারণ সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। থাইরয়েড সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে কন্টেন্টিতে যা আমাদের জন্য খুবই উপকারী।

    Reply
  195. থাইরয়েড হল একটি গলিত গ্রন্থি যা গলার সামনে অবস্থিত এবং শরীরের মেটাবলিজম, বৃদ্ধি ও বিকাশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই গ্রন্থিটি থাইরয়েড হরমোন উৎপাদন করে, যা শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে, যেমন শক্তি উৎপাদন, তাপমাত্রা, ও হৃদস্পন্দন। থাইরয়েডের কার্যকারিতা ঠিকমতো না হলে হাইপোথাইরয়ডিজম বা হাইপারথাইরয়ডিজমের মতো সমস্যা দেখা দিতে পারে। হাইপোথাইরয়ডিজমে শরীরে থাইরয়েড হরমোনের অভাব হয়, ফলে ক্লান্তি, ওজন বৃদ্ধি, এবং অবসাদ দেখা দিতে পারে। অন্যদিকে, হাইপারথাইরয়ডিজমে অতিরিক্ত হরমোন উৎপাদনের ফলে হৃদস্পন্দন বৃদ্ধি, উদ্বেগ, ও ওজন হ্রাস হতে পারে। সঠিক ডায়াগনোসিস এবং চিকিৎসার মাধ্যমে এই সমস্যাগুলোর মোকাবেলা করা সম্ভব।

    Reply
  196. থাইরয়েডের সমস্যা আজকাল অহরহ দেখা যাচ্ছে। এর জন্য দরকার সঠিক চিকিৎসা এবং অবশ্যই সচেতনতা। এখানে বেশ সুন্দরভাবে থাইরয়েডের লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ গুরুত্বপূর্ণ লেখাটার জন্য।

    Reply
  197. থাইরয়েড সমস্যা এখন খুব পরিচিত একটি অসুখ। ছোট-বড় সকলের সমস্যা হতে পারে। তবে সময় মত চিকিৎসা গ্রহণ করলে সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এজন্য আমাদের জানতে হবে কি কারণে থাইরয়েড হয় ও এর চিকিৎসার উপায় কি..এই কন্টেন্টে খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে যা সকলের জন্য উপকারী হবে।

    Reply
  198. আসসালামু আলাইকুম।
    থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়।

    এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না।
    বিভিন্ন কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।

    বিভিন্ন গাইডলাইন অনুযায়ী, জন্মের সঙ্গে সঙ্গে সব শিশুর কর্ড ব্লাড বা ৭২ ঘণ্টার মধ্যে রক্তে টিএসএইচ পরীক্ষা করে স্ক্রিনিং করতে হবে।সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুদের থাইরয়েডের সমস্যা দূর করা সম্ভব।
    এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর্টিকেলটি লেখার জন্য লেখককে অনেক ধন্যবাদ।

    Reply
  199. থাইরয়েড অনিয়ন্ত্রিত হরমোনজনিত অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।পৃথিবীতে প্রায় ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে।থাইরয়েড হরমোনের মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা যেতে পারে। অনেক ক্ষেত্রে এটা বংশানুক্রমিক। বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। সময়মতো সঠিক পরীক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করতে পারলে শিশুদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা সম্ভব। এই ধরনের সচেতনতা বৃদ্ধির তথ্যসমূহ সত্যিই প্রশংসনীয়।
    লেখক কনটেন্টটিতে খুব সুন্দর ভাবে থাইরয়েড সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছেন। লেখক কে অনেক অনেক ধন্যবাদ কনটেন্টটির জন্য।

    Reply
  200. থাইরয়েড সমস্যা একটি কমন সমস্যা। ছোট বড় সকলের এ রোগ হতে পারে। তাই প্রাথমিকভাবে এ রোগের চিকিৎসা করতে পারলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। এই কন্টেন্টে এ সম্পর্কে বিস্তারিত দেয়া আছে।

    Reply
  201. নারী-পুরুষ ভেদে একটি অতি পরিচিত অসুখ হল থাইরয়েড এর সমস্যা। মূলত থাইরয়েড হরমোন স্বাভাবিক মাত্রার চেয়ে কম অথবা বেশি হলে এই সমস্যার সৃষ্টি হয়। কিন্তু প্রাথমিকভাবে শিশুদের এই সমস্যার চিকিৎসা করা গেলে তা সহজেই দূর করা সম্ভব, তা হয়তো আমরা অনেকেই জানিনা। এই আর্টিকেলটিতে শিশুদের থাইরয়েড সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে, এসব বিষয়ে আমাদের জানা থাকা উচিত।

    Reply
  202. থাইরয়েড জনিত সমস্যা সাধারণত ছোট বড় সকলের ক্ষেত্রে দেখা যায়। বিভিন্ন কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। উপরোক্ত আর্টিকেলটি থাইরয়েড জনিত সমস্যা এবং এর সমাধান নিয়ে বিস্তারিত বলা হয়েছে।

    Reply
  203. জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে। আবার অনেক ক্ষেত্রে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এমন ঘটনা নবজাতকের মধ্যে দেখা না গেলেও, ছোট বাচ্চাদের মধ্যে ঘটে থাকে।

    Reply
  204. উপকারী একটি কনটেন্ট | শিশুদের থাইরয়েড সমস্যার কারণ ও প্রতিকার খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। যার দ্বারা সবাই অনেক উপকৃত হবে।ধন্যবাদ |

    Reply
  205. থাইরয়েড একটি রোগ।জানতাম এটি বড়দের হয়। আজ এই কনটেন্ট টি পড়ে জানতে পারলাম ছোটদের ও এই রোগ হয়। এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে।

    Reply
  206. থাইরয়েড বতমানে খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়।এটি একটি সাধারণ এবং পরিচিত রোগ, যা নারী-পুরুষ উভয়ের মধ্যেই দেখা যায়।থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়।শিশুরা যাতে এ রোগ থেকে সহযে পরিত্রান পেতে পারে এর জন্য শিশু মায়ের গর্ভে থাকাকালীন এ বিষয়ে সচেতন থাকা জরুরি ।উপরের কনটেন্টে শিশুদের থাইরয়েড সমস্যার কারণ ও প্রতিকার খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে।

    Reply
  207. বর্তমান সময়ে থাইরয়েডজনিত সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। নারীদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা দিলেও নারী-পুরুষ উভয়ই এতে আক্রান্ত হয়। তাছাড়া শিশুরাও এতে আক্রান্ত হচ্ছে হরহামেশাই। থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরয়েড হরমোন নির্গত হয় তার প্রয়োজনীয় মাত্রার কম বা বেশি উৎপাদনিত হওয়াই এই রোগের জন্য দায়ী। শিশুদের ক্ষেত্রে সাধারণত বংশগত কারণেই এই রোগটি বেশি হয়ে থাকে তাছাড়াও গর্ভকালীন ও পরবর্তী সময়ে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, আয়োডিনের অভাব ইত্যাদি কারণে থাইরয়েডজনিত সমস্যা হয়ে থাকে। শিশুদের মধ্যে সাধারণত প্রাইমারি ও সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম বেশি দেখা যায়। যথাযথ চিকিৎসার মাধ্যমে এ রোগ নির্মূল করা সম্ভব। এই সময়োপযোগী লেখার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির এই মহতী প্রয়াসের জন্য লেখককে সাধুবাদ জানাই।

    Reply
  208. আস সালামু আলাইকুম!! মূলত,জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে। আবার অনেক ক্ষেত্রে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এমন ঘটনা নবজাতকের মধ্যে দেখা না গেলেও, ছোট বাচ্চাদের মধ্যে ঘটে থাকে। মাশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি কন্টেন্ট লেখার জন্য ধন্যবাদ লেখক কে।

    Reply
  209. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। এই কন্টেন্টটি আমার জন্য খুবই উপকারী ছিলো। অসংখ্য ধন্যবাদ লেখককে।

    Reply
  210. অসুস্থতা আল্লাহর দান। যা মানুষের জন্য পরীক্ষা স্বরুপ। অসুস্থতার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়। দুনিয়াতে হাজার রকমের রোগ আছে তন্মধ্যে থাইরয়েড একটি। যা মানুষের শারীরিক অবস্থাকে খারাপ পর্যায়ে নিয়ে যায়। কিন্তু যদি এই রোগের সঠিক চিকিৎসা ও রোগীর প্রতি যত্নবান হওয়া হয় ইনশাআল্লাহ মানুষ সুস্থ হয়ে উঠবে ।

    Reply
  211. থাইরয়েড একটি হরমোনাল রোগ। এটি ছোট বড় সবারই হতে পারে।থাইরয়েড গ্রন্থি থেকে যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে আমার অনেক সময় বোঝতে পারি না যে থাইরয়েড এর সমস্যা হয়েছে নাকি। তাই উপরের কনটেন্ট টি তে কি কি লক্ষণ দেখলে বোঝা যায় থাইরয়েড রোগ হয়েছে সব বলা রয়েছে। না জানা মানুষদের জন্য অনেক উপকারে আসবে ধন্যবাদ লেখক কে।

    Reply
  212. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।

    Reply
  213. থাইরয়েড বর্তমানে খুবই বহুল আলোচিত রোগ।শিশুদের বেশি হয় এই রোগ।তবে একটু সতর্ক থাকলে টা প্রতিরোধ করা সম্ভব। খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল এটি বর্তমান সময়।কিভাবে আমরা এই রোগ থেকে প্রতিরোধ পেতে পারি টা এই আর্টিকেল এই বলা হয়েছে।ধন্যবাদ লেখককে।

    Reply
  214. থাইরয়েড সম্পর্কিত এই কনটেন্টটি সকলের জানা এবং সচেতন হওয়া উচিত।

    Reply
  215. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। এটি শিশুদের বেশি হয়। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। উক্ত অনুচ্ছেদটিতে লেখক এই রোগের সমস্যা ও প্রতিকার নিয়ে খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন ।

    Reply
  216. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। এটি শিশুদের বেশি হয়। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এত সুন্দর একটি কন্টেন্ট আমাদের উপহার দেওয়ার জন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  217. থাইরয়েড রোগটি কমন একটি রোগ,সাধারণত শিশুদের ক্ষেত্রে এই রোগটি বেশি হয়,
    মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।তাই সকলকে এই রোগটি ব্যাপারে সচেতন হওয়া উচিত,
    থাইরয়েড সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।
    কনটেন্টটিতে থাইরয়েড সম্পর্কিত সকল তথ্য তুলে ধরা হয়েছে, যা আমাদের জন্য খুবই উপকারী।

    Reply
  218. লেখককে অনেক ধন্যবাদ কারন বেশির ভাগ মানুষি এসব ব্যপারে জানেনা তাই তারা বাচ্চাদির প্রতি খেয়াল রাখেনা। পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।পুরুষের তুলনায় এ রোগটি মহিলাদের বেশি হয়ে থাকে।শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে হয়।বাচ্চাদের মধ্যে থাইরয়েডের সমস্যা দুই ধরনের হতে পারে – হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। এই কন্টেন্ট এর মাধ্যমে থাইরয়েড সম্বন্ধে অনেক কিছু জানা যাবে।

    Reply
  219. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।
    থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।অনেক উপকারী একটা কন্টেন্ট লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  220. মাশাল্লাহ চমৎকার ও জনগুরুত্বপূর্ণ একটি কনটেন্ট তৈরি করার জন্য আমি সর্বপ্রথমই রাইটারকে ধন্যবাদ জানাই।থাইরয়েড একটি অতি সাধারণ ও পরিচিত রোগ। এই রোগ থেকে কিভাবে খুব সহজে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়ে এই কনটেন্টটিতে তুলে ধরেছেন। তাই আমি সকলকে অনুরোধ করছি এই কনটেন্টটি পড়ে নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন।ধন্যবাদ

    Reply
  221. থাইরয়েড অত্যন্ত কমন এবং পরিচিত হরমোন জনিত একটি রোগ। পৃথিবীতে প্রায় ১২ শতাংশ মানুষ এই সমস্যায় ভুগেন। এই রোগটি নারী পুরুষ উভয়ের শরীরেই দেখা যায়। বর্তমানে শিশুদের মধ্যেও এই রোগ পরিলক্ষিত হয়। তবে ভয়ের কিছু নেই কারণ, ছোটদের থাইরয়েড হরমোনের সমস্যা, রোগের লক্ষণ ও চিকিৎসা বিষয়ে কলকাতা মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের অধ্যাপক ডাক্তার দিব্যেন্দু রায় চৌধুরী অত্যন্ত সুন্দর পরামর্শ দিয়েছেন । যদি এই সমস্যা বিষয়ে কেউ জানতে চান, তাহলে আমি মনে করি এই কনটেন্টটি তাদের জন্য অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ।

    Reply
  222. আজকাল অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগছেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। প্রয়োজনে নিয়মিত ওষুধ খাচ্ছেন। তবে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে যে এটা শুধু প্রাপ্তবয়স্কদের হয়। সেটি সঠিক নয়। পুরুষদের তুলনায় যেমন নারীরা বেশি থাইরয়েডে আক্রান্ত হন, তেমনই কম বয়সি বা শিশুদের মধ্যেও এই রোগ দেখা দিতে পারে। নবজাতকের মধ্যে থাইরয়েডের সমস্যা নতুন ঘটনা নয়। মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।
    কারা আক্রান্ত হোন তার বিস্তারিত এ কন্টেন্ট টিতে বলা হয়েছে । অনেক উপকারী একটা কন্টেন্ট লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  223. থাইরয়েড যা অতি পরিচিত একটি রোগ। পৃথিবীর অন্তত ১২ শতাংশ মানুষ এই রোগে ভুগছেন। মূলত আয়োডিন এর অভাবে এই রোগটি হয়ে থাকে।

    কীভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব তা আরো বিস্তারিত জানতে উপরোক্ত কন্টেন্ট টি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এই কনটেন্ট টি পড়ার মাধ্যমে উপকৃত হতে পারেন।

    Reply
  224. বর্তমান সময়ে থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা আক্রান্ত হলেও মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই এই রোগে আক্রান্ত হয়।এর পাশাপাশি শিশুদেরও এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। শিশুদের ক্ষেত্রে বিভিন্ন কারণে থাইরয়েডে আক্রান্ত হতে দেখা যায়। যেমন – বংশানুক্রমিকভাবে, আয়োডিনের অভাবে, বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে। এই কন্টেন্টটির মাধ্যমে ছোটদের কোন কোন কারণে থাইরয়েড হয় এবং তার প্রতিকার সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো

    Reply
  225. বর্তমান এ থাইরয়েড একটি কমান রোগ হয়ে দাড়িয়েছে। তবে ছোটদের ক্ষেত্রে আমরা এটির গুরুত্ব দেই না। এই কন্টেন্ট এ এই রোগের সিন্টম, কারন, চিকিৎসা খুব ভালো ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা সবার অনেক উপকার এ আসবে। ধন্যবাদ লেখক কে।

    Reply
  226. থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।
    কারা আক্রান্ত হোন তার বিস্তারিত এ কন্টেন্ট টিতে বলা হয়েছে । ছোটদের থাইরয়েড কিভাবে সারানো যায় সে বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এই কনটেন্টে।অনেক উপকারী একটা কন্টেন্ট লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  227. থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। থাইরয়েড সমস্যায় নারী-পুরুষ নির্বিশেষে সবাই ভুগলেও নারীরা বেশি আক্রান্ত হয়। তবে শিশুদের ক্ষেত্রে সঠিক সময়ে সনাক্ত করা গেলে থাইরয়েড সমস্যা সম্পূর্ণভাবে নির্মুল করা সম্ভব।

    Reply
  228. থাইরয়েডজনিত সমস্যা একটি সাধারণ এবং পরিচিত রোগ যা মহিলাদের মধ্যে বেশি হলেও, পুরুষদেরও আক্রান্ত করতে পারে। থাইরয়েড গ্রন্থির হরমোনের মাত্রা বেশি বা কম হলে শরীরে বিপাকসহ বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হয়, যা শিশুদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা ঘটাতে পারে। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা প্রধানত জেনেটিক কারণে এবং আয়োডিনের অভাবের কারণে দেখা দেয়। দ্রুত চিকিৎসার শরণাপন্ন হলে তা নিরাময় করা সম্ভব। উক্ত তথ্যগুলো এই কনটেন্টটিতে বিস্তারিত লেখা হয়েছে। আশা করি সবার উপকারে আসবে।

    Reply
  229. বর্তমানে থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।
    পৃথিবীর অন্তত ১২ শতাংশ মানুষ এই রোগে ভুগছেন।

    Reply
  230. সহজেই সারে ছোটদের থাইরয়েড নিয়ে লেখাটি লিখা হয়েছে। লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  231. থাইরয়েড একটি রোগ।জানতাম এটি বড়দের হয়। আজ এই কনটেন্ট টি পড়ে জানতে পারলাম ছোটদের ও এই রোগ হয়। এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সচেতন হলাম। আশাবাদী অনেকে ই উপকৃত হবেন।

    Reply
  232. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ কারণ
    পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষই থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন।সহজ করে বলতে গেলে,থাইরয়েড হরমোন শরীরের গ্রন্থি থেকে নিঃসৃত এমন একটি উপাদান,যার অভাব হলে শারীরিক ও মানসিক ভাবে প্রতীবন্ধি হতে পারে।
    মাতৃগর্ভ থাকেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। বিভিন্ন গাইডলাইন অনুযায়ী, জন্মের সঙ্গে সঙ্গে সব শিশুর কর্ড ব্লাড বা ৭২ ঘণ্টার মধ্যে রক্তে টিএসএইচ পরীক্ষা করে স্ক্রিনিং করতে হবে।তবে আমাদের দেশের প্রেক্ষাপটে ঝুঁকিতে থাকা নবজাতকের থাইরয়েড সমস্যা নির্ণয়ের জন্য তিন-চার দিনের সময় এফটিফোর ও টিএসএইচ পরীক্ষা করাই উত্তম।কীভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব তা আরো বিস্তারিত জানতে উপরোক্ত কন্টেন্ট টি খুবই গুরুত্বপূর্ণ।ধন্যবাদ লেখককে।

    Reply
  233. থাইরয়েডের সমস্যাতে সাধারণ এবং পরিচিত একটি রোগ পৃথিবীতে প্রায় ১২ শতাংশ মানুষ এ রোগে ভোগেন। সহজ করে বলতে গেলে থাইরয়েড গ্রন্থি যে থাইরয়েড হরমোন সৃষ্টি করে তার মাত্রার প্রয়োজনীয় থেকে বেশি বা কম হওয়াতে এই সমস্যা দেখা দেয় থাইরয়েড হরমোন এর মাত্রা শরীরের অতিক বেশি বা কম হয়ে গেলে তো বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে কনজেনিটাল থাইপো থাইরয়েডিজিয়াম সময়মতো সনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পন্ন প্রতিরোধ করা সম্ভব বিভিন্ন গাইলেন যে জন্মের সঙ্গে সব শিশুরই ক্লক বার্ড বা ৭২ ঘণ্টার মধ্যে রক্তের টিএসএইচ পরীক্ষা করে স্ক্যানিং করতে হবে এছাড়া স্বল্প ওজনও অতি অসুস্থ নবজাতকের ক্ষেত্রে সাত দিনের মধ্যে কিছুটা সুস্থ হলে পুনরায় পরীক্ষা করে নিশ্চিত করতে হবে যে নবজাতকের মধ্যে সমস্যা আছে কিনা মূলত জেনেটিক্যাল কারণে শিশুর মধ্যে থাইরয়েড সমস্যা দেখা দেয় তবে অনেক ক্ষেত্রে আবার বাস্তবে শরীরে আয়োজনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দেয় আবার অনেক ক্ষেত্রে কোন ওষুধের পার্শ্বপ্রতিক হিসেবে থাইরয়েডে হরমোন মিশ্রণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে এমন ঘটনা নবজাতকের মধ্যে দেখা না গেলেও ছোট বাচ্চাদের মধ্যেই ঘটে উপরে তো কনটেন্টিংতে লেখক খুব সুন্দর ভাবে বাচ্চাদের থাইরয়েড চিকিৎসা কিভাবে সাহায্য করতে পারবেন তার একটা সুন্দর গাইডলাইন দিয়েছেন কনটেন্টি থাইরয়েডের চিকিৎসার জন্য জন্য খুবই উপকারী একটি কন্টেন্টিং।

    Reply
  234. থাইরয়েড অত্যন্ত পরিচিত একটি রোগ। এই রোগে মহিলা-পুরুষ নির্বিশেষে শিশুদেরও আক্রান্ত হতে দেখা যায়। জেনেটিক কারণে এবং আয়োডিনের অভাবে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে সৃষ্ট হরমোনের মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হলে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তবে সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে এই রোগ সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। থাইরয়েড সমস্যা সমাধানের ক্ষেত্রে আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ।

    Reply
  235. থাইরয়েডের সমস্যা সকলেরই পরিচিত একটি রোগ। পৃথিবীতে প্রায় ১২ শতাংশ মানুষ এ রোগে ভোগেন। এই কনন্টেইন না পড়লে জানতাম না ছোটদের ও এই রোগ হয়।লেখক এই কনন্টেইনে খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ লেখককে।

    Reply
  236. থাইরয়েড একটি হরমোনজনিত রোগ। এটি বড়দের হয়– এই প্রচলনটাই আমাদের মাঝে আছে। তাই ছোটদের হতে পারে আমরা সেটা জানি না। এই কনটেন্টে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে ছোটদের থাইরয়েড সমস্যা, লক্ষ্মণ ও প্রতিকার সম্পর্কে।

    Reply
  237. থাইরয়েড জনিত সমস্যা শুধু মাত্র বড়দের নয়, ছোট শিশুদের মধ্যে এই সমস্যা ব্যাপক আকারে দেখা দিয়েছে যা খুবই চিন্তনীয়। সময়মত সঠিক পদক্ষেপ নিলে শিশুদের থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ এ রাখা যায় ।তাই আমাদের সবার এই থাইরয়েডিজম সম্পর্কে সচেতন হতে হবে।

    Reply
  238. যে গ্রন্থি থাইরয়েড হরমোন সৃষ্টি করে তাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি যে থাইরয়েড হরমোন সৃষ্টি করে তা পরিমাণে কম বা বেশি হলেই সৃষ্টি হয় সমস্যা,দেখা দেয় শরীরে নান রকম জটিলতা। মূলত জেনেটিক কারণেই থাইরয়েড সমস্যা দেখা দেয় তবে এই পোস্ট এ থাইরয়েড নিয়ে বিস্তারিত আলোচনা কর হয়েছে , থাইরয়েড এর কারণ সমূহ, কী কী উপায়ে এই সমস্যা থেকে নিস্তার পাওয়া যায় ,যারা এই সমস্যায় ভুগছেন বা ভুগছেন না সবার জন্য ই এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ ।

    Reply
  239. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।
    খুবই উপকারী একটি কনটেন্ট,পড়ে খুব ভালো লাগলো। লেখককে অনেক ধন্যবাদ।

    Reply
  240. বর্তমান সময় থাইরয়েড এই শব্দ টির সাথে আমরা সবাই পরিচিত । থাইরয়েড শিশু থকে বৃদ্ধ সব বয়সের মানুষের হয়ে থাকে তবে শিশুদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে বংশগত কারনে। শিশুদের থাইরয়েড নিরাময়ের ব্যাপারে এই কন্টেন্টটি ভালভাবেই আলোচনা করা হয়েছে।

    Reply
  241. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়।জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়।এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে।

    Reply
  242. থাইরয়েড বর্তমানে মহামারী আকার ধারণ করেছে।থাইরয়েড সমস্যার কোনো উপসর্গ দেখা গেলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা বাঞ্ছনীয়।শিশু জন্মের তিন থেকে চার দিনের মধ্যে টিএসএইচ ও টি ফোর হরমোন পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকেই থাইরয়েডের চিকিৎসা করালে প্রতিরোধ করা সহজ হয়। এই কনটেন্টটিতে থাইরয়েড সম্পর্কে চমৎকার ভাবে বর্ণনা করা হয়েছে। লেখক কে আন্তরিক ধন্যবাদ কনটেন্টটি শেয়ার করার জন্য।

    Reply
    • থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না। মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। কারণ, ‘কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম’ সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।থাইরয়েডের সমস্যা দুই রকমের হয়। হাইপোথাইরয়েডিজ়ম বা থাইরয়েড হরমোন কম ক্ষরণজনিত সমস্যা এবং হাইপারথাইরয়েডিজ়ম অর্থাৎ এই হরমোন বেশি ক্ষরণের সমস্যা। বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজ়মই বেশি দেখা যায়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।
      বাচ্চার থাইরয়েড গ্রন্থি ভাল করে তৈরি না হলে স্বাভাবিক ভাবেই থাইরয়েডের ক্ষরণ কম হয়।থাইরয়েডের সংক্রমণ বা কোনও অসুখের কারণে শল্যচিকিৎসা করে বাচ্চার থাইরয়েড গ্রন্থির খানিকটা বাদ দিলেও হাইপোথাইরয়েডিজ়ম হয়। গর্ভাবস্থায় মা কিছু বিশেষ ধরনের ওষুধ খেলেও বাচ্চার হাইপোথাইরয়েডিজ়ম হয়। ছোটদের থাইরয়েড সমস্যা দ্রুত নির্ণয় এবং সঠিকভাবে চিকিৎসা করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়। এই কন্টেন্ট এর মাধ্যমে থাইরয়েড সম্বন্ধে অনেক কিছু জানা যাবে।এই কনটেন্ট টিতে খুব সুন্দরভাবে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড রোগ হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়। অসংখ্য ধন্যবাদ লেখককে। কিভাবে সারানো যায় সে বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ লেখককে।

      Reply
  243. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন।থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়।
    মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পার
    লেখক এই কন্টেন্ট এ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ লেখককে।

    Reply
  244. থাইরয়েড রোগটি সম্পর্কে সবাই জানলেও বাচ্চাদের থাইরয়েড সম্পর্কে অনেকেই অজানা। এটি এক ধরনের হরমোনাল প্রবলেম যা শরীরে কম বেশি হলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আর্টিকেলটিতে সে বিষয়ে সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে এবং অনেকে এখান থেকে ধারণা নিতে পারবেন

    Reply
  245. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।

    Reply
  246. থাইরয়েডের সমস্যায় বর্তমানে শিশুসহ প্রাপ্ত বয়স্ক অধিকাংশ লোক আক্রান্ত।বাচ্চাদের থাইরয়েড সমস্যার ফলে মানসিক এবং শারীরিক বিকাশ ব্যহত হয়।বংশানুক্রমেও থাইরয়েডের সমস্যা দেখা যায়।আয়োডিনের অভাবেও থাইরয়েড গ্রন্থির কার্যক্রম বাধা গ্রস্ত হতে পারে।ধন্যবাদ লেখককে এতো সুন্দর একটি কনটেন্ট লেখার জন্য।

    Reply
  247. থাইরয়েডের সমস্যায় বর্তমানে শিশুসহ প্রাপ্ত বয়স্ক অধিকাংশ লোক আক্রান্ত।বাচ্চাদের থাইরয়েড সমস্যার ফলে মানসিক এবং শারীরিক বিকাশ ব্যহত হয়।বংশানুক্রমেও থাইরয়েডের সমস্যা দেখা যায়।আয়োডিনের অভাবেও থাইরয়েড গ্রন্থির কার্যক্রম বাধা গ্রস্ত হতে পারে।ধন্যবাদ লেখককে এতো সুন্দর একটি কনটেন্ট লেখার জন্য।থাইরয়েড শিশুদের ক্ষেএে চিকিৎসার মাধ্যমে ভালো হয়।

    Reply
  248. থাইরয়েডের সমস্যায় বর্তমানে শিশুসহ প্রাপ্ত বয়স্ক অধিকাংশ লোক আক্রান্ত।বাচ্চাদের থাইরয়েড সমস্যার ফলে মানসিক এবং শারীরিক বিকাশ ব্যহত হয়।এটি খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।ধন্যবাদ লেখককে এতো সুন্দর একটি কনটেন্ট লেখার জন্য।

    Reply
  249. পৃথিবীতে কমপক্ষে ১২ শতাংশ মানুষের থাইরয়েডজনিত সমস্যা আছে। থাইরয়েড পরিচিত একটি রোগ। পুরুষ-মহিলা উভয়েই সাধারণত এই রোগে আক্রান্ত হয় তবে মহিলারা বেশি আক্রান্ত হয়। থাইরয়েড হরমোন শরীরের জন্য প্রয়োজন কিন্তু এর মাত্রা কম বা বেশি হলে শরীরে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়। মাতৃগর্ভে থাকাকালীন মায়ের থাইরয়েড সমস্যা হলে বাচ্চারও সমস্যা হয়। তাই গর্ভবতী মায়ের থাইরয়েড টেস্ট খুবই জরুরী। জেনেটিক কারণেই শিশুদের থাইরয়েড সমস্যা দেখা দেয়। আবার আয়োডিনের অভাবেও বাচ্চাদের থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এই রোগের সৃষ্টি হয়। এই জন্য বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে এবং কোনো লক্ষণ দেখামাত্র চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

    Reply
  250. অসুখ যদি শুরুতে নির্ণয় করা যায় তাহলে, অল্পতেই রক্ষা পাওয়া সম্ভব। শিশু প্রাপ্তবয়স্ক সবার এই রোগ হয়ে থাকে। জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। এই লেখনীটি মূলত শিশুদের থাইরয়েড সমস্যা নিয়ে লেখা। তথ্যগুলো খুবই উপকারী।

    Reply
  251. শিশুদের থাইরয়েড সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।থাইরয়েড সমস্যার কারন, লক্ষণ,প্রতিকার ও চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে।ধন্যবাদ লেখককে।

    Reply
  252. বর্তমান সময়ে থাইরয়েড একটি অতি পরিচিত রোগের নাম। এ রোগে আক্রান্ত হচ্ছে নারী, পুরুষ এবং শিশুরা।মাতৃগর্ভে থাকাকালীন সময়ে থাইরয়েড হরমোনের প্রভাবের কারণে শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে। একটু সচেতন হলে এ রোগ এর প্রভাব থেকে ভালো থাকা যায়। এই কনটেন্ট টি পড়লে আমরা থাইরয়েড হরমোনের বিষয় এ অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ।

    Reply
  253. সুস্বাস্থ্য সকলের কাম্য, তাই থাইরয়েড থেকে একটু নিরাময় পেতে এই কন্টেন্ট টি একটি উপকারী কন্টেন্ট।

    Reply
  254. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হয়। কিন্তু এখন পুরুষদের শরীরে এ রোগ দেখা দেয়। জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়।বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।অনেক উপকারী একটা কন্টেন্ট লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  255. অতি পরিচিত একটি রোগ হলো থাইরয়েডের সমস্যা।মহিলা, পুরুষ ও শিশু নির্বিশেষে সবাই থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা যায়। বিপাকের ক্ষেত্রে ও শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ হলেও এই হরমোনের মাত্রা অত্যাধীক কম বা বেশি হলে বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। জেনেটিক কারণে অথবা আয়োডিন এর অভাবে শিশুদের এ ধরনের সমস্যা হয়ে থাকে।বিভিন্ন ওষুধ সেবনের কারনে প্রতিকৃযা এই হরমনের সমস্যা দেখা দিচ্ছে। এতে করে স্কুলে যাচ্ছে এমন বাচ্চাদের থাইরয়েড সমস্যা বেশি দেখা দিচ্ছে। আমি নিজে হাইপোথাইরযেডে ভুগছিলাম। এই কন্টনটি পড়ে অনেক কিছু শিক্ষা গ্রহন করতে পারলাম।

    Reply
  256. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়।আজকাল অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগছেন।এটি শুধু প্রাপ্তবয়স্কদের হয় সেটি সঠিক নয়। পুরুষদের তুলনায় যেমন নারীরা বেশি থাইরয়েডে আক্রান্ত হন, তেমনি কম বয়সী বা শিশুদের মধ্যে এই রোগ দেখা দিতে পারে। নবজাতকের মধ্যে থাইরয়েডের সমস্যা নতুন ঘটনা নয়। ছোটদের থাইরয়েড হরমোনের সমস্যা,থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না। তাই
    মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক।ধন্যবাদ কন্টেন্ট রাইটার কে এমন গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য।

    Reply
  257. থাইরয়েডের সমস্যায় বর্তমানে শিশুসহ প্রাপ্ত বয়স্ক অধিকাংশ লোক আক্রান্ত।বাচ্চাদের থাইরয়েড সমস্যার ফলে মানসিক এবং শারীরিক বিকাশ ব্যহত হয়।এটি খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।ধন্যবাদ লেখককে এতো সুন্দর একটি কনটেন্ট লেখার জন্য।

    Reply
  258. থাইরয়েডের সমস‍্যা অত‍্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান,যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে।এই কনটেন্টে থাইরয়েড সম্পর্কে খুব চমৎকারভাবে আলোচনা করা হয়েছে এবং ছোটদের থাইরয়েড সহজে কিভাবে সারানো যায় সেটিও বিশদভাবে আলোচনা করা হয়েছে।

    Reply
  259. আজকাল থাইরয়েড খুবই পরিচিত একটি রোগের নাম। ছোট শিশুরাও থাইরয়েডের শিকার হচ্ছে। এই রোগের কারনে শিশু শারিরীক বা মানসিক ভাবে প্রতিবন্ধী হতে পারে।তাই নিজের শিশুর প্রতি খেয়াল রাখা উচিত ও থাইরয়েডের লক্ষন দেখা গেলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা নেওয়া দরকার।

    Reply
  260. যেকোনো বয়সী মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত হতে পারে। শিশু, বয়স্ক এবং স্কুল পডুয়া যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান,যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে।বেশিরভাগ মানুষই থাইরয়েড হওয়ার পর এর সঠিক চিকিৎসা সম্পর্কে জানা থাকে না। কনটেন্ট রাইটারকে অসংখ্য ধন্যবাদ এত উপযোগী এবং সুন্দরভাবে গুছিয়ে সমাধান সহ একটি কন্টেন্ট উপহার দেয়ার জন্য।

    Reply
  261. থাইরয়েড একটি রোগের নাম। এই কনটেন্টটিতে থাইরয়েড নিয়ে আলোচনা করা হয়েছে। তাই এই কনটেন্টটি সকলকেই পড়া উচিত সুস্বাস্থ্য সকালের কাম্য।

    Reply
  262. থাইরয়েড একটি রোগের নাম। এই কনটেন্টটিতে থাইরয়েড নিয়ে আলোচনা করা হয়েছে। তাই এই কনটেন্টটি সকলকেই পড়া উচিত।

    Reply
  263. বর্তমান সময়ে থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে শিশুদের ও এ রোগটি হয়ে থাকে।এই কনটেন্ট এ থাইরয়েড সম্পর্কে খুব চমৎকারভাবে আলোচনা করা হয়েছে এবং ছোটদের থাইরয়েড কিভাবে সহজে সারানো যায় সেটিও বিশদভাবে আলোচনা করা হয়েছে।

    Reply
  264. আসসালামু আলাইকুম থাইরয়েডের সমস্যায় বর্তমানে শিশুসহ প্রাপ্ত বয়স্ক অধিকাংশ লোক আক্রান্ত।বাচ্চাদের থাইরয়েড সমস্যার ফলে মানসিক এবং শারীরিক বিকাশ ব্যহত হয়। তাই উপরে কন্টেন্ট টা খুব সুন্দর করে বর্ণনা করা আছে।

    Reply
  265. বিপাকের ক্ষেত্রে ও শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ হলেও এই হরমোনের মাত্রা অত্যাধীক কম বা বেশি হলে বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। জেনেটিক কারণে অথবা আয়োডিন এর অভাবে শিশুদের এ ধরনের সমস্যা হয়ে থাকে।বিভিন্ন ওষুধ সেবনের কারনে প্রতিকৃযা এই হরমনের সমস্যা দেখা দিচ্ছে। এতে করে স্কুলে যাচ্ছে এমন বাচ্চাদের থাইরয়েড সমস্যা বেশি দেখা দিচ্ছে।বেশিরভাগ মানুষই থাইরয়েড হওয়ার পর এর সঠিক চিকিৎসা সম্পর্কে জানা থাকে না। কনটেন্ট রাইটারকে অসংখ্য ধন্যবাদ এত উপযোগী এবং সুন্দরভাবে গুছিয়ে সমাধান সহ একটি কন্টেন্ট দেয়ার জন্য।

    Reply
    • বর্তমানে থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। থাইরয়েড হলো শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত এমন একটি হরমোন যার অভাবে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে।পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন।মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে। আবার অনেক ক্ষেত্রে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এমন ঘটনা নবজাতকের মধ্যে দেখা না গেলেও, ছোট বাচ্চাদের মধ্যে ঘটে থাকে।

      Reply
  266. একজন শিশু বেড়ে ওঠার ক্ষমতা হারায় থাইরয়েডের কারণে। এই থারয়েড ছোট বড় সবার এই হয়ে থাকে। এই কন্টেন্ট টির মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।

    Reply
  267. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।ছোটদের থাইরয়েড সমস্যা দ্রুত নির্ণয় এবং সঠিকভাবে চিকিৎসা করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়।উক্ত কন্টেন্ট টিতে শিশুদের থাইরয়েড সমস্যার কারণ ও প্রতিকার খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। যার দ্বারা সবাই অনেক উপকৃত হবে।ধন্যবাদ লেখক কে।

    Reply
  268. থাইরয়েড খুবই কমন একটি রোগ। পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত। থাইরয়েড একটি হরমোনাল রোগ। এটি ছোট বড় সবারই হতে পারে।জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। এই আর্টিকেলটিতে ছোটদের থাইরয়েড সারানোর সহজ ও কার্যকর উপায়গুলো লেখক খুব সুন্দরভাবে আলোচনা করেছেন।

    Reply
  269. থাইরয়েড অনিয়ন্ত্রিত হরমোনজনিত একটি সাধারণ রোগ। সাধারণত মহিলাদের এটিতে আক্রান্ত হতে বেশি দেখা যায়। তবে মহিলা-পুরুষ উভয়ের থাইরয়েডের সমস্যা হতে পারে।পৃথিবীতে প্রায় ১২ শতাংশ মানুষ এই রোগে ভোগেন। শিশুদের ও এরোগ হয়ে থাকে। এরজন্য গর্ভবতী মহিলার আগে থেকেই সচেতন হয়ে চেকাপ করার প্রয়োজন।
    এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সচেতন হলাম। আশাবাদী অনেকে ই উপকৃত হবেন।

    Reply
  270. থাইরয়েড খুবই কমন একটি রোগ। বর্তমানে এই রোগের আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এটি যেমন একদিকে বিপদজনক তেমনি অন্যদিকে প্রতিকার ও সহজ। এই কনটেন্টি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে মনে করি। ধন্যবাদ লেখক কে।

    Reply
  271. ধন্যবাদ আপনার তথ্যপূর্ণ পোস্টের জন্য! থাইরয়েড সম্পর্কিত বিষয়গুলো জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছোটদের জন্য। আশা করি, এই তথ্যগুলো অভিভাবকদের সাহায্য করবে তাদের সন্তানদের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে।আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো।

    Reply
  272. থাইরয়েড অনিয়ন্ত্রিত হরমোনজনিত একটি সাধারণ রোগ। সাধারণত মহিলাদের এটিতে আক্রান্ত হতে বেশি দেখা যায়। তবে মহিলা-পুরুষ উভয়ের থাইরয়েডের সমস্যা হতে পারে।পৃথিবীতে প্রায় ১২ শতাংশ মানুষ এই রোগে ভোগেন। শিশুদের ও এরোগ হয়ে থাকে। এরজন্য গর্ভবতী মহিলার আগে থেকেই সচেতন হয়ে চেকাপ করার প্রয়োজন।
    এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সচেতন হলাম। আশাবাদী অনেকে ই উপকৃত হবেন।

    Reply
    • খুবই সচেতনতামূলক একটি পোস্ট। এ বিষয়ে সকল বাবা মায়ের সচেতন থাকা উচিত। থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।
      খুবই উপকারী একটি কনটেন্ট,পড়ে খুব ভালো লাগলো।লেখক কে ধন্যবাদ এত উপকারী একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

      Reply
  273. আর্টিকেলটিতে ছোটদের থাইরয়েড সারানোর উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে

    Reply
  274. থাইরয়েড খুবই কমন একটি রোগ । এই রোগে বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা দেখা দেয়। থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে । থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না । এই কন্টেন্টটিতে শিশুদের থাইরয়েড সমস্যার কারণ ও প্রতিকার খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। যার দ্বারা সবাই অনেক উপকৃত হবে । ধন্যবাদ লেখক কে ।

    Reply
  275. শিশুদের থাইরয়েড রোগের ঝুঁকি থেকে বাঁচতে হলে কন্টেন্ট টি মনোযোগ সহকারে পড়তে হবে

    Reply
  276. থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়।এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।

    Reply
  277. অনেকেই থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়।এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।

    Reply
  278. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়।শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।ছোটদের থাইরয়েড সমস্যা দ্রুত নির্ণয় এবং সঠিকভাবে চিকিৎসা করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এই আর্টিকেলটিতে লেখক থাইরয়েডের চিহ্নিতকরণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করেছেন। সুন্দর করে তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ। এজন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  279. থাইরয়েড অনিয়ন্ত্রিত হরমোনজনিত একটি সাধারণ রোগ। সাধারণত মহিলাদের এটিতে আক্রান্ত হতে বেশি দেখা যায়। তবে মহিলা-পুরুষ উভয়ের থাইরয়েডের সমস্যা হতে পারে। বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলে থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। নবজাতকের মধ্যে দেখা না গেলেও, ছোট বাচ্চাদের মধ্যে ঘটে থাকে।

    Reply
  280. থাইরয়েড একটি পরিচিত রোগের নাম। বড়দের পাশাপাশি শিশুরাও এই রোগে আক্রান্ত হতে পারে। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা গ্রহণ করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

    Reply
  281. বর্তমানে থাইরয়েড একটি অতি পরিচিত রোগের নাম। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত উপাদান, যার অভাবে শিশু শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী হতে পারে। শিশুর মাতৃগর্ভে বেড়ে উঠার জন্য এ হরমোন খুব প্রয়োজন। এজন্য মাতৃগর্ভে থাকাকালীন শিশুর মায়ের থাইরয়েড সমস্যা আছে কিনা তা জেনে চিকিৎসা গ্রহণ করা খুব জরুরী।এই আর্টিকেলটিতে খুব সুন্দর ভাবে থাইরয়েডের সমস্যা লক্ষণ চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা সকলের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ।

    Reply
  282. লেখককে আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ছোটদের থাইরয়েড সমস্যা নিয়ে এই কনটেন্টটি সত্যিই অত্যন্ত সহায়ক এবং তথ্যবহুল। থাইরয়েড সমস্যা একটি সাধারণ কিন্তু জটিল রোগ, যা সঠিক সময়ে নির্ণয় এবং চিকিৎসা করা না হলে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে বাবা-মায়ের মধ্যে এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা যেন ভুল পদক্ষেপ না নেন। লেখক অত্যন্ত সুসংহতভাবে থাইরয়েড সমস্যার কারণ, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা করেছেন। এটি পড়ে যে কেউ সহজেই থাইরয়েড সমস্যা সম্পর্কে সচেতন হতে পারবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হবে। আশা করি, এই ধরনের আরও কনটেন্ট আমাদের সামনে আসবে যা আমাদের জীবনকে আরও সহজ এবং সুরক্ষিত করতে সহায়ক হবে। ধন্যবাদ লেখককে, আপনার লেখাটি অনেকের জন্যই উপকারী প্রমাণিত হবে।

    Reply
  283. বর্তমানে থাইরয়েড একটি অতি পরিচিত রোগের নাম। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত উপাদান, যার অভাবে শিশু শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী হতে পারে। শিশুর মাতৃগর্ভে বেড়ে উঠার জন্য এ হরমোন খুব প্রয়োজন। এজন্য মাতৃগর্ভে থাকাকালীন শিশুর মায়ের থাইরয়েড সমস্যা আছে কিনা তা জেনে চিকিৎসা গ্রহণ করা খুব জরুরী।

    Reply
  284. বর্তমানে থাইরয়েড একটি অতি পরিচিত রোগের নাম। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত উপাদান, যার অভাবে শিশু শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী হতে পারে। শিশুর মাতৃগর্ভে বেড়ে উঠার জন্য এ হরমোন খুব প্রয়োজন।

    Reply
  285. At least 12 percent of people in the world suffer from thyroid problems. Thyroid problem is very common and known disease. Many people are suffering from thyroid problems these days. It is not true that it only happens to adults.As women are more affected by thyroid than men, this disease can occur in young or children. The author has discussed in detail in this content.

    Reply
  286. ছোট বাচ্চারা থাইরয়েড রোগ হতে কীভাবে সহজেই পরিত্রাণ পেতে পারে সে বিষয়ে কন্টেন্ট টি তে আলোচনা করা হয়েছে।ধন্যবাদ জানাই লেখককে।

    Reply
  287. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।জেনেটিক কারণে শিশুদের মধ্যেও থাইরয়েডের সমস্যা দেখা দেয়।এই কনটেন্ট এ শিশুদের থাইরয়েড সমস্যার কারণ ও প্রতিকার খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। যার দ্বারা সবাই অনেক উপকৃত হবে।লেখক কে ধন্যবাদ।

    Reply
  288. ছোটদের থাইরয়েড সমস্যা দ্রুত নির্ণয় এবং সঠিকভাবে চিকিৎসা করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়।
    এজন্য মাতৃগর্ভে থাকাকালীন শিশুর মায়ের থাইরয়েড সমস্যা আছে কিনা তা জেনে চিকিৎসা গ্রহণ করা খুব জরুরী। উক্ত কন্টেন্ট টিতে শিশুদের থাইরয়েড সমস্যার কারণ ও প্রতিকার খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। যার দ্বারা সবাই অনেক উপকৃত হবে।ধন্যবাদ লেখক কে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য,

    Reply
  289. থাইরয়েডের সমস্যা ছোট বড় প্রায় সবারই হয়ে থাকে। এটি একটি খুবই কমন রোগ। পৃথিবীর প্রায় ১২ শতাংশ মানুষ থাইরয়েডের সমস্যায় ভোগে। ছোটদের ক্ষেত্রে এই রোগ খুব দ্রুত নির্ণয় ও চিকিৎসা করলে তা নিয়ন্ত্রণ করা যায়। নিম্নোক্ত কনটেন্টটিতে ছোটদের থাইরয়েড এর সমস্যার কারণ লক্ষণ এবং নানাবিদ বিষয়ে আলোচনা করা হয়েছে। লেখককে অসংখ্য ধন্যবাদ ছোটদের বিষয়ে এত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট লেখার জন্য।

    Reply
  290. থাইরয়েড রোগ সাধারণত মহিলা , মেয়ে ও শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে সহজে সেরে যায়। কন্টেন্টে থাইরয়েডের লক্ষণ , চিকিৎসা, নিরাময় ও প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাঠকদের জন্য প্রয়োজন একটি কন্টেন্ট।

    Reply
  291. থাইরয়েড হরমোন বিপাকের জন্য এবং শরীরের বিভিন্ন অংশ গঠনের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের পরিমাণ বেশি হয়ে গেলে নানা শারীরিক সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় জেনেটিক কারনেও থাইরয়েডের সমস্যা হয়ে থাকে।
    এই কনটেন্টে শিশুদের থাইরয়েড সমস্যার কারণ ও প্রতিকার খুব সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। ধন্যবাদ লেখককে এতো সুন্দর একটি কনটেন্ট সবার মাঝে তুলে ধরার জন্য।

    Reply
  292. থাইরয়েড রোগটি মহিলা,পুরুষ এমনকি শিশুদেরও হতে পারে।শিশুটি তার মাতৃগর্ভে থাকাকালীন সময়ে এই রোগে আক্রান্ত হতে পারে,যদি মাও এই রোগে আক্রান্ত থাকে। ছোট অবস্থাতেই যদি এই রোগ দ্রুত নির্ণয় ও চিকিৎসা করা যায় তবে শিশুরা এই রোগ থেকে মুক্তি পেতে পারে।
    আজকের কন্টেন্টটিতে শিশুরা কিভাবে এ রোগে আক্রান্ত হয়,এর লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি সুন্দরভাবে আলোচনা করা হয়েছে।লেখককে ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ বিষয়টিকে তুলে ধরার জন্য।

    Reply
  293. থাইরয়েড হরমোন রোগে পৃথিবীতে অধিকাংশ মানুষ ভোগেন, মূলত জেনেটিক কারনে শিশুদের মধ্যে এই থাইরয়েড সমস্যা দেখা যায়।এক্ষেত্রে একটি শিশু জন্মের আগে বাবা-মায়ের থাইরয়েড আছে কিনা পরিক্ষা করা এবং শিশু জন্মের সাথে সাথে পরিক্ষা করানো নতুবা পরবর্তীতে শিশু ঝুঁকিতে থাকবে।অনেক সময় আয়োডিনের অভাবে এই রোগ দেখা যায়।লেখাটি খুবই গুরুত্বপূর্ণ এবং সচেতনামূলক। ধন্যবাদ লেখককে।

    Reply
  294. থাইরয়েডের সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে নারীদের হলেও বাচ্চারাও এই রোগটি থেকে নিরাপদ নয়। সাধারণত বাচ্চাদের আয়োডিনের অভাবে এই রোগ হতে পারে। তাছাড়া আরো কিছু কারণ এবং বিশেষ কিছু লক্ষণ দেখা দিলেই বাচ্চাদের এই রোগ হয়েছে বলে ধারণা করা হয়।এই আর্টিকেলে এই রোগের লক্ষণ,কারণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

    Reply
  295. অধিকাংশ ক্ষেত্রেই জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দিলেও অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।
    এই কন্টেন্টি ছোটদের থাইরয়েডের কারণ, লক্ষন, পরিক্ষা ও চিকিৎসা নিয়ে লেখা হয়েছে। যা এখন খুবই উপযোগী একটি কন্টেন্ট।

    Reply
  296. আসসালামু আলাইকুম। লেখক কে ধন্যবাদ।এমন একটি কনটেন্ট উপহার দেওয়া জন্য। থাইরয়েড রোগটির কথা কম বেশি সকলেই শুনেছি। এটি বড়দের পাশাপাশি ছোটদের ও হতে পারে সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে নারীদের হলেও বাচ্চারাও এই রোগটি থেকে নিরাপদ নয়। সাধারণত বাচ্চাদের আয়োডিনের অভাবে এই রোগ হতে পারে। তাছাড়া আরো কিছু কারণ এবং বিশেষ কিছু লক্ষণ দেখা দিলেই বাচ্চাদের এই রোগ হয়েছে বলে ধারণা করা হয়।এই আর্টিকেলে এই রোগের লক্ষণ,কারণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

    Reply
  297. মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়।

    Reply
  298. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। এটি ছোট থেকে বড় যেকোন বয়সেই হতে পারে। থাইরয়েড অনিয়ন্ত্রিত হরমোনজনিত একটি সাধারণ রোগ। জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়।অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।কি কি কারনে এই থাইরয়েড জনিত সমস্যায় হয়।বেশির ভাগ সময়ে মহিলারা আক্রান্ত হলেও মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই এই রোগে আক্রান্ত হয়।

    Reply
  299. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন। মহিলা পুরুষ সকলের থাইরয়েড সমস্যা হতে পারে, এমনকি শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। থাইরয়েড সম্পর্কিত অনেক উপকারী এবং তথ্য বহুল একটা কন্টেন্ট, যা সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ।

    Reply
  300. থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।

    থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না।

    মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক।

    Reply
  301. থাইরয়েড খুবই কমন একটি রোগ,এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।এই কনটেন্ট টিতে খুব সুন্দর করে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।

    Reply
  302. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। এ রোগ মায়ের থাকলে সন্তানেরও হয়। ছোটদের থাইরয়েড নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে , এর মাধ্যমে আমরা সচেতন থাকতে পারবো।

    Reply
  303. ছোটদের থাইরয়েড সমস্যা নিয়ে সচেতনতা তৈরি করা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। থাইরয়েড সমস্যা সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশি দেখা যায়, তবে শিশুদের মধ্যেও এটি হতে পারে। যথাযথ সচেতনতা না থাকলে এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলতে পারে।প্রতিবেদনে পর্যবেক্ষণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করার কারনে প্রাথমিক সচেতনতা, সঠিক পরীক্ষা এবং চিকিৎসার পরামর্শ প্রতিবেদনে থাইরয়েড সমস্যার সঠিক পরীক্ষা এবং চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা অত্যন্ত প্রয়োজনীয়।সমাজের বিভিন্ন স্তরের লোকদের মধ্যে সচেতনতা ছড়ানোর ব্যাপারে যে দিকনির্দেশনা দিয়েছেন, তা প্রশংসনীয়।সামগ্রিক ভাবে, প্রতিবেদনটি অত্যন্ত ভালো এবং এর মাধ্যমে থাইরয়েড সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি করা সম্ভব।এটি পাঠকদের থাইরয়েড সমস্যার প্রাথমিক সংকেত চিহ্নিত করতে সাহায্য করবে।

    Reply
  304. থাইরয়েড হরমোন মানবদেহের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান। মানবদেহের বিপাক ক্রিয়া এবং সঠিক শারীরিক বৃদ্ধির জন্য থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। থাইরয়েড হরমোন এর অভাব হলে শিশুদের মানসিক এবং শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্থ হতে পারে এবং শিশু প্রতিবন্ধী হতে পারে। নিবন্ধটিতে শিশুদের থাইরয়েড হরমোনজনিত রোগের লক্ষণ এবং চিকিৎসা বিষয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে। লেখাটি পড়ে অনেকেই উপকৃত হবেন বলে আমার বিশ্বাস। ধন্যবাদ লেখককে এমন একটি গুরুত্বপূর্ন বিষয়ে আলোকপাত করার জন্য।

    Reply
  305. বর্তমানে থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। থাইরয়েড হলো শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত এমন একটি হরমোন যার অভাবে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে।পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ এমনকি শিশুদেরও থাইরয়েড গ্রন্থির সমস্যা হতে পারে। মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।

    Reply
  306. থাইরয়েড একটি অতি সাধারণ রোগ।জানতাম এটি বড়দের হয়। আজ এই কনটেন্ট টি পড়ে জানতে পারলাম ছোটদের ও এই রোগ হয়। তবে আমার ধারণা জেনেটিক কারণে ও শিশুরা এই রোগে আক্রান্ত হয় হয়।এই রোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সচেতন হলাম। আশাবাদী অনেকে ই উপকৃত হবেন।

    Reply
  307. থাইরয়েড মূলত একটি হরমোন জনিত রোগ। বর্তমানে অনেকেই এই রোগে আক্রান্ত। অথচ তারা জানেই না তাদের এই রোগ আছে। কারন এই রোগের লক্ষন খুব একটা বোঝা যায় না। একমাত্র ব্লাড টেস্টের মাধ্যমে এই রোগ ধরা পরে। থাইরয়েড মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই সমস্যা বেশি হয়। গর্ভকালীন সময়ে থাইরয়েড নিয়ন্ত্রণে না থাকলে গর্ভের শিশু বিকলাঙ্গ হতে পারে। তাই গর্ভকালীন সময়ে সতর্ক থাকতে হবে।
    তবে পুরুষ এবং শিশুদের ও হয়।
    মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।
    থাইরয়েড সম্পর্কে এতো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য লেখককে ধন্যবাদ জানাই।

    Reply
  308. থাইরয়েড সম্পর্কিত কন্টেন্ট টি আমাদের জন্য অনেক উপকারী কারণ কন্টেন্ট টি তে থাইরয়েড সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য দেওয়া হয়েছে।
    থাইরয়েড বর্তমান সময়ে একটি সাধারণ রোগ যা বিশেষ করে ছোট বাচ্চাদের হয়ে থাকে।
    লেখক কে অনেক ধন্যবাদ জানাই থাইরয়েড সম্পর্কে এতো সুন্দর তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য। জাজাকাল্লাহু খয়রন 🤲

    Reply
  309. বর্তমান পৃথিবীতে থাইরয়েড একটি পরিচিত রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। তবে সঠিক সময়ে চিকিৎসা নিলে খুব সহজেই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। ইনশাআল্লাহ।

    Reply
  310. থাইরয়েড রোগের নাম শুনলেই সবাই ভয় পান,এই রোগ সম্পর্কে বেশী না জানার জন্য শিশুদের এই রোগ হওয়াতে আমরা ভয় পাই এটা সারবে কি না এই ভেবে,আলোচ্য আর্টিকেলটিতে সুক্ষাতিসুক্ষ ও পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করা হয়েছে শিশুদের এই রোগ হলে কি করনীয়,কিভাবে সারে ইত্যাদি,তাই লেখককে শুকরিয়া

    Reply
  311. থাইরয়েড একটি কমন রোগ। পৃথিবীতে ১২ শতাংশ মানুষ থাইরয়েডের সমস্যা ভোগেন। পুরুষের তুলনায় এ রোগটি মহিলাদের বেশি হয়। থাইরয়েডে গ্ল্যান্ড শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে এবং অনেক শারীরিক প্রতিক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোটদের মধ্যে থাইরয়েড দুই ধরনের হতে পারে -হাইপো,, থাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম।মাতৃগর্ভে থাকতে শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ে থাইরয়েডের সমস্যা আছে কিনা তা জানা এবং হলে সঠিক চিকিৎসা করা আবশ্যক। তবে সঠিক গাইডলাইন ও ডাক্তারের নিয়ম মেনে চলে থাইরয়েড ভালো হয়ে যায়।

    Reply
  312. যে কোন বয়সী মানুষেরই থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। এই ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা না করালে শারীরিক ও মানসিকভাবে শিশুদের প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে। এই হরমোনের অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। তবে ‘কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম’ সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিকার করা সম্ভব। হাইপোথাইরয়েডিজম রোগের,কারণ লক্ষণ এবং সঠিক চিকিৎসার প্রয়োজনীয়তা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এই কন্টেন্টটিতে।

    Reply
  313. থাইরয়েড মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ হরমোন।কিন্তু এর পরিমানে আধিক্য কিংবা স্বল্পতা উভয় অবস্থাই মানব শরীরের নানান জটিলতা সৃষ্টি করে। শিশুদের ক্ষেত্রেও থাইরয়েড হরমোনের ইমব্যালেন্সজনিত সমস্যা দ্রুতই বাড়ছে। এর ফলে শিশুরা শারিরীক সমস্যার সাথে সাথে মানসিক নানান সমস্যায় ভুগছে। তাই এই থাইরয়েড জনিত সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধি আশু প্রয়োজন।

    Reply
  314. থাইরয়েড একটি রোগ জানতাম এটি বড়দের হয়। আজ এই কনটেন্ট টি পড়ে জানতে পারলাম ছোটদের ও এই রোগ হয়। এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই লিখা
    টি তে তুলে ধরা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সচেতন হলাম। আশাবাদী অনেকে ই উপকৃত হবেন।

    Reply
  315. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়।

    Reply
  316. থাইরয়েড একটি গুরুত্বপূর্ণ হরমোন যা বেশি বা কম ক্ষরিত হলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। থাইরয়েড একটি পরিচিত রোগ হলেও ছোটদের ক্ষেত্রে এটি নিরাময় যোগ্য। সঠিক সময়ে ও উপায়ে চিকিৎসা করলে ছোটদের থাইরয়েড সমস্যা সহজেই নিরাময় করা সম্ভব। । যা এই কনটেন্টটিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

    Reply
  317. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন। থাইরয়েড সমস্যা পুরুষ, নারী এবং শিশুদের হয়ে থাকে। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়।এই কন্টেন্টটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। কন্টেন্টটি খুবই উপকারী। ধন্যবাদ লেখককে এত সুন্দর একটি কন্টেন্ট লিখার জন্য।

    Reply

    Reply
  318. থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বর্তমানে মহিলা পুরুষ শিশু সহ অনেকেই আক্রান্ত হচ্ছে। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে অতি প্রয়োজনীয় একটি উপাদান যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিক ভাবে প্রতিবন্দি হতে পারে সঠিক চিকিৎসা করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এ রোগের লক্ষন, ক্ষতিকারক দিক,কি কি কারণে থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন এবং কি ভাবে থাইরয়েড থেকে সহজে প্রতিকার পাওয়া
    যায়, এ কন্টেন্টটিতে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।
    এত সুন্দর একটা কন্টেন্ট উপহার দেওয়ার জন্য লেখককে অনেক অনেক ধন্যবাদ।

    Reply
  319. থাইরয়েড একটি কমন শারিরিক জটিলতা হলেও বর্তমানে অনেকেই এই ব্যপারে অজ্ঞ।মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। আর্টিকেলে থায়রয়েড নিয়ে আলোচনা ও এর থেকে বের হয়ে আসার নানান পদক্ষেপ সুন্দর বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি উপকৃত হবে সবাই

    Reply
  320. শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন অতি প্রয়োজনীয় একটি উপাদান যার অভাবে শিশু শারীরিক ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এটি জেনেটিক কারণে দেখা দেয় তবে বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব আবার কোন কোন ক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এ রোগটি হতে পারে। আলোচ্য কনটেন্টটিতে থাইরয়েড রোগের কারণ ও লক্ষণগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এছাড়াও সঠিক সময়ে পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে এটি কিভাবে প্রতিরোধ করা সম্ভব সে বিষয়টিও এখানে তুলে ধরা হয়েছে।

    Reply
  321. থাইরয়েড সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বর্তমানে মহিলা পুরুষ শিশু সহ অনেকেই আক্রান্ত হচ্ছে। থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে অতি প্রয়োজনীয় একটি উপাদান যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিক ভাবে প্রতিবন্দি হতে পারে সঠিক চিকিৎসা করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এ রোগের লক্ষন, ক্ষতিকারক দিক,কি কি কারণে থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন এবং কি ভাবে থাইরয়েড থেকে সহজে প্রতিকার পাওয়া
    যায়, এ কন্টেন্টটিতে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। এত সুন্দর একটা কন্টেন্ট উপহার দেওয়ার জন্য লেখককে অনেক অনেক ধন্যবাদ।

    Reply
  322. থাইরয়েড একটি অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশিরভাগ ক্ষেত্রেই এটি জেনেটিক কারণে দেখা দেয় তবে বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব আবার কোন কোন ক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এ রোগটি হতে পারে। আর্টিকেলে থায়রয়েড নিয়ে আলোচনা ও এর থেকে বের হয়ে আসার নানান পদক্ষেপ সুন্দর বিস্তারিত আলোচনা করা হয়েছে।

    Reply
  323. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন।যা আয়োডিনের অভাব বা জেনেটিক কারণে দেখা দিতে পারে।আবার অনেক ক্ষেত্রে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে থাইরয়েড হরমোন নিঃসরণ কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এমন ঘটনা নবজাতকের মধ্যে দেখা না গেলেও, ছোট বাচ্চাদের মধ্যে ঘটে থাকে। ছোটদের থাইরয়েড সমস্যা সমাধানের কয়েকটা সহজ উপায় এই কনটেন্ট এ লেখক সু্ন্দরভাবে তুলে ধরেছেন। তাই যারা ছোটদের থাইরয়েড সমস্যা নিয়ে চিন্তিত তাদের জন্য এই সমস্যা সমাধানের একটি উপকারী কনটেন্ট।

    Reply
  324. কয়েক বছর আগেও থাইরয়েড হরমোন সম্পর্কে মানুষের তেমন ধারনাই ছিল না বর্তমানে পুরো পৃথিবীতে প্রায় ১২ শতাংশ লোকের থাইরয়েড হরমোনের সমস্যাতে আক্রান্ত। মাতৃগর্ভে শিশুর বিকাশের থাইরয়েড হরমোনের প্রভাব রয়েছে।ইতিপূর্বে ধারনাই ছিল না বাচ্চাদেরও থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে এই আর্টিকেলটি পড়ার পর ধারণাটি পাল্টে গেছে। বয়স্কদের থেকে বাচ্চাদের থাইরয়েড হরমোন নিরাময় করা যায় সহজেই। এত সুন্দর আর্টিকেলটি লেখার জন্য লেখক কে অসংখ্য ধন্যবাদ। আর্টিকেলটির বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।

    Reply
  325. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত।থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।
    লেখককে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা আর্টিকেল উপস্থাপন করার জন্য।

    Reply
  326. পৃথিবীতে প্রায় ১২% মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।থাইরয়েড খুব সাধারণ এবং পরিচিত একটি রোগ। এটি শিশুদের বেশি হয় তখন না বুঝেই বাবা মায়ের ভুল পদক্ষেপ নিয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগ বংশানুক্রমিক হয়। থাইরয়েড জনিত রোগের লক্ষণ কি, কিভাবে সহজেই নিরাময় অর্থাৎ কিভাবে প্রতিকার করা যাবে সব কিছু সুন্দর ভাবে এই কনটেন্টটিতে উপস্থাপন করা হয়েছে, যা থেকে অনেকেই উপকৃত হবেন।

    Reply
  327. বাচ্চাদের থাইরয়েড সচেতনতা।।
    সবার জানা প্রয়োজন…

    Reply
  328. বর্তমানে থাইরয়েড খুবই কমন একটি রোগ। তবে জেনেটিক কারণে এটি শিশুদের মধ্যে ও দেখা যায়। আবার আয়োডিনের ঘাটতি হলেও শিশুদের এই রোগ হতে পারে। রোগটি প্রাথমিক পর্যায়ে সনাক্ত করতে পারলে দ্রুত এটি সেরে যায়। ধন্যবাদ লেখককে এমন একটি বিষয় নিয়ে লেখার জন্য।

    Reply
  329. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। কি কি কারনে এই থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন । কারা আক্রান্ত হন তার বিস্তারিত এ কন্টেন্ট টিতে বলা হয়েছে । অনেক উপকারী একটা কন্টেন্ট লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  330. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভোগেন।
    থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। সহজ করে বলতে গেলে,থাইরয়েড হরমোন শরীরের গ্রন্থি থেকে নিঃসৃত এমন একটি উপাদান,যার অভাব হলে শারীরিক ও মানসিক ভাবে প্রতীবন্ধি হতে পারে।
    মাতৃগর্ভ থাকেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা জেনেটিক কারণে দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।থাইরয়েড জনিত রোগের লক্ষণ কি, কিভাবে সহজেই নিরাময় অর্থাৎ কিভাবে প্রতিকার করা যাবে সব কিছু সুন্দর ভাবে এই কনটেন্টটিতে উপস্থাপন করা হয়েছে.l

    Reply
  331. থাইরয়েড সমস্যা বর্তমানে একটি কমন সমস্যা।এর উৎপত্তি হয় বিভিন্ন হরমোন জনিত সমস্যার কারনে। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়। সহজ করে বলতে গেলে, থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়।শিশুদের মধ্যে থাইরয়েডজনিত সমস্যা দেখা যায় যা জেনেটিক সমস্যার জন্য হয়।অনেক সময় আয়োডিনের ঘাটতির জন্যও থাইরয়েডের সমস্যা হয়ে থাকে।গবেষণায় দেখা যায় শতকরা ১২শতাংশ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগে।তাই সাবধানতা অবলম্বন করতে হবে।লেখককে ধন্যবাদ এই কন্টেন্টটি উপস্থাপন করার জন্য যা দ্বারা অনেক উপকৃত হলাম।

    Reply
  332. বর্তমানে থাইরয়েড জনিত সমস্যা গুলো সকলের কাছে বহুল পরিচিত। নারী, পুরুষ, শিশু সকলেরি এই সমস্যা দেখা দিতে পারে।

    মাশা-আল্লাহ লেখক সুন্দর ভাবে থাইরয়েড সমস্যা, এর লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে তুলে ধরেছেন। আশা করছি সকলেই উপকৃত হবে।

    Reply
  333. 🔈🔈থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।
    💢💢💢থাইরয়েড হরমোন শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত অতি প্রয়োজনীয় একটি উপাদান, যার অভাব হলে শিশু শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। পরবর্তী সময়ে চিকিৎসা করেও আর লাভ হয় না।
    💑মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার, তাই প্রত্যেক গর্ভবতী মায়ের থাইরয়েড সমস্যা আছে কি না, তা জানা এবং প্রয়োজনে চিকিৎসা করা আবশ্যক। কারণ, ‘কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম’ সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।

    👉👉থাইরয়েডের সমস্যা দুই রকমের হয়। হাইপোথাইরয়েডিজ়ম বা থাইরয়েড হরমোন কম ক্ষরণজনিত সমস্যা এবং হাইপারথাইরয়েডিজ়ম অর্থাৎ এই হরমোন বেশি ক্ষরণের সমস্যা। বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজ়মই বেশি দেখা যায়। থাইরয়েড হরমোন মূলত বিপাকের ক্ষেত্রে এবং শরীরের বিভিন্ন অংশের গঠনের জন্য গুরুত্ত্বপূর্ণ। কিন্তু এই হরমোনের মাত্রা শরীরে অত্যধিক বেশি বা কম হয়ে গেলে তা বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।

    👇👇বাচ্চার থাইরয়েড গ্রন্থি ভাল করে তৈরি না হলে স্বাভাবিক ভাবেই থাইরয়েডের ক্ষরণ কম হয়।থাইরয়েডের সংক্রমণ বা কোনও অসুখের কারণে শল্যচিকিৎসা করে বাচ্চার থাইরয়েড গ্রন্থির খানিকটা বাদ দিলেও হাইপোথাইরয়েডিজ়ম হয়। গর্ভাবস্থায় মা কিছু বিশেষ ধরনের ওষুধ খেলেও বাচ্চার হাইপোথাইরয়েডিজ়ম হয়। ছোটদের থাইরয়েড সমস্যা দ্রুত নির্ণয় এবং সঠিকভাবে চিকিৎসা করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়। এই কন্টেন্ট এর মাধ্যমে থাইরয়েড সম্বন্ধে অনেক কিছু জানা যাবে।এই কনটেন্ট টিতে খুব সুন্দরভাবে লেখা হয়েছে কি কারণে থাইরয়েড রোগ হয় এবং কিভাবে অল্পতেই সুস্থ হয়ে ওঠা যায়।

    🥀🥀 অসংখ্য ধন্যবাদ লেখককে। কিভাবে সারানো যায় সে বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে!

    Reply
  334. থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ।থাইরয়েড গ্রন্থি যেই থাইরয়েড হরমোনের সৃষ্টি করে, তার মাত্রা প্রয়োজনের থেকে বেশি বা কম হওয়াতেই এই সমস্যাগুলি দেখা দেয়।মাতৃগর্ভে থাকতেই শিশুর বেড়ে ওঠার জন্য এই হরমোন দরকার,জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয় বাচ্চাদের থাইরয়েড সমস্যা দ্রুত নির্ণয় এবং সঠিকভাবে চিকিৎসা করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়,ফলে শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়।উক্ত কন্টেন্টটিতে শিশুদের থাইরয়েড সমস্যার কারণ ও প্রতিকার খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে।

    Reply
  335. বর্তমানে থাইরয়েড খুব কমন একটা রোগ । এটি শিশুদেরও হতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই শুরুতেই সঠিক পদক্ষেপ নিলে তাড়াতাড়ি সেরে যায় । এইরোগের লক্ষ্মণ, ক্ষতিকর দিক এবং প্রতিকার সবই এই কনটেন্ট টি তে তুলে ধরা হয়েছে।

    Reply
  336. পৃথিবীতে অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভোগেন। থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ এবং পরিচিত একটি রোগ। বেশির ভাগ সময়ে মহিলারা বেশি আক্রান্ত হলেও মহিলা-পুরুষ নির্বিশেষে থাইরয়েড গ্রন্থির সমস্যা বহু মানুষের শরীরে দেখা দেয়।
    থাইরয়েড সম্পর্কে আমার ধারণা খুবই কম ছিল। আপনার লেখাটির মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। ছোট বেলায় অনেক মহিলাদের গলায় ঘ্যাগ দেখেছি। এটাই কি ইংরেজিতে থাইরয়েড বলে?
    আপনাকে অনেক ধন্যবাদ। এইরকম স্বাস্থ্য সম্পর্কিত লেখা পোস্ট করার জন্য।

    Reply
  337. জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক।এটি শিশুদের বেশি হয়। আর তখন না বুঝেই বাবা-মা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন।এই আর্টিকেলটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। লেখককে ধন্যবাদ।

    Reply
  338. নারী, পুরুষ, শিশু সকলেরই থাইরয়েড জনিত সমস্যা দেখা দিতে পারে। আর্টিকেলটিতে লেখক থাইরয়েড জনিত সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ লেখককে।

    Reply
  339. থাইরয়েড সমস্যা একটি সাধারণ রোগ যা মহিলাদের মধ্যে বেশি হয়, শিশুরা জেনেটিক কারণে ভোগে। কন্টেন্টটি থাইরয়েডের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য প্রদান করে। ধন্যবাদ লেখককে মূল্যবান কন্টেন্ট এর জন্য।

    Reply
  340. সুন্দর একটি উপস্থাপনা। এখানে শিশুদের থাইরয়েডজনিত সমস্যার বিভিন্ন কারণ সমাধানের উপায় ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে। এই প্রতিবেদনটি পড়লে যে কোন ব্যক্তি শিশুদের থাইরয়েডজনিত সমস্যা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবে।

    Reply
  341. ছোটদের থাইরয়েড সম্পর্কে এবং এর সঠিক চিকিৎসা সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কনটেন্টটি উপকারি।

    Reply
  342. ছোটদের থাইরয়েড সমস্যা দ্রুত নির্ণয় এবং সঠিকভাবে চিকিৎসা করলে তা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়।মূলত, জেনেটিক কারণে শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বংশানুক্রমিক। অনেক ক্ষেত্রে আবার বাচ্চাদের শরীরে আয়োডিনের অভাব থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যার কারনে অনেক বাবা-মা ঘাবড়ে যায় যার ফলে অনেক সময়ই ভুল পদক্ষেপ নিয়ে ফেলে।এই কন্টেন্ট টিতে খুব সুন্দর সাবলীল ভাবে রোগটির কারণ ও সমাধান ব্যাখ্যা করা হয়েছে। আমাদের প্রত্যেকের উচিত এই কন্টেন্ট টি পড়া।কন্টেন্ট টি পড়ে ভিষণ উপকৃত হলাম। ধন্যবাদ লেখককে।

    Reply
  343. থাইরয়েড খুব কমন একটা সমস্যা যেটা ছোট বড় সবার হয় কিন্তু শিশুদের বেশি হয়ে থাকে। সেই সময় অনেক মা বাবাই বুঝতে পারে না যে কি করলে ভালো হবে আর সেই সময়ই তারা ভুল পদক্ষেপ নিয়ে নেন। শিশুদের থাইরয়েড সমস্যা দ্রুত কিভাবে সারানো যায় এবং সঠিকভাবে কিভাবে চিকিৎসা নিলে তারা সহজেই ঠিক হয়ে যাবে এই কনটেন্টটিতে খুব সুন্দর করে লেখক তা তুলে ধরেছেন। আমি মনে করি এ কনটেন্টটি পড়লে অনেক অল্পতেই ছোটদের থাইরয়েড ঠিক হওয়া সম্ভব এবং এটি মানলে তারা সহজেই সুস্থ হয়ে উঠবে।

    Reply
  344. উক্ত কন্টেন্ট টিতে শিশুদের থাইরয়েড সমস্যার কারণ ও প্রতিকার খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। যার দ্বারা সবাই অনেক উপকৃত হবে।ধন্যবাদ লেখক কে এতো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

    Reply