গুগল এডসেন্স থেকে টাকা আয়

Spread the love

গুগল এডসেন্স থেকে টাকা আয়- অনলাইন থেকে ইনকাম করা যায় এ কথাটি যারা শুনেছেন অথবা যারা অনলাইনে ইনকাম করার উপায় খুঁজে থাকেন তাদের বেশিরভাগই গুগল এডসেন্স সম্পর্কে কমবেশী জানেন। কেননা, গুগল এডসেন্স হলো অনলাইনে ইনকাম করার অন্যতম উপায়। অনলাইন ইনকাম করার উপায় গুলোর মধ্যে গুগল এডসেন্সই সেরা, বিশ্বস্ত ও সহজ উপায়। যার মাধ্যমে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব।

কিন্তু এ কথাটি যারা নতুন তারা একদমই বিশ্বাস করতে চায়না। তারা মনে করেন, সত্যিই কি অনলাইন থেকে এতো টাকা ইনকাম করা যায়?

গুগল এডসেন্স থেকে টাকা আয় | গুগল এডসেন্স এর নিয়ম

নতুনদের উদ্দেশ্যে বলছি- ভাই বিশ্বাস করুন, গুগল এডসেন্স এমন একটি মাধ্যম, যে মাধ্যমে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কেননা, ইতিমধ্যে আমাদের দেশের অনেকেই এডসেন্সের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। এটা কোন বানোয়াট গল্প নয়। ভাই আপনিও পারবেন, বিশ্বাস করুন।

আপনার শুধুমাত্র একটু সঠিক গাইডলাইন প্রয়োজন। সঠিক দিক নির্দেশনা পেলে আপনিও এডসেন্সের মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

যাই হোক, আজ আমরা গুগল এডসেন্স থেকে টাকা আয় করার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। তো চলুন দেরী না করে শুরু করা যাক।

গুগল এডসেন্স কি | Google AdSense কি?

গুগল এডসেন্স ( Google AdSense) হলো গুগলের একটি নিজস্ব সার্ভিস বা প্রক্রিয়া। এটি এমনই একটি সার্ভিস বা প্রক্রিয়া যার মাধ্যমে advertiser বা বিজ্ঞাপন দাতারা গুগলকে টাকা দিয়ে তাদের বিভিন্ন প্রডাক্টের বিজ্ঞাপন প্রচার করে থাকে।

এখন প্রশ্ন হলো- গুগল তাদের বিজ্ঞাপনগুলো কোথায় বা কাদের মাধ্যমে প্রচার করে থাকে?

সারা পৃথিবীতে লক্ষ কোটি ওয়েবসাইট, ব্লগসাইট, ইউটিউব চ্যানেল রয়েছে। এখানে একটি কথা বলে রাখি তাহলো- ইউটিউবও গুগলের নিজস্ব একটি প্লাটফর্ম।

এসব ওয়েবসাইট, ব্লগসাইট, ইউটিউব চ্যানেলগুলো কার? এগুলো কি গুগলের? অবশ্যই না।

এগুলো আমার আপনার নিজস্ব ওয়েবসাইট, ব্লগসাইট, ইউটিউব চ্যানেল।

আমাদের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুগল বিজ্ঞাপন দাতাদের বিজ্ঞাপন প্রচার করে থাকে।

এতে আমাদের লাভ কি?

অবশ্যই আমাদের লাভ আছে। কিভাবে? বিজ্ঞাপন দাতাদের নিকট থেকে প্রাপ্ত টাকার একটা অংশ গুগল আমাদেরকে দিয়ে থাকে।

সহজ কথায় বলা যায়- এটি গুগলের একটি বিজ্ঞাপন প্রচারের প্লাটফর্ম, যার মাধ্যমে ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মালিকগণ ইনকাম করতে পারেন।

সারা বিশ্বে বিভিন্ন ধরণের অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্ক রয়েছে। এগুলোর মধ্যে গুগল এডসেন্স প্রথম স্থানে রয়েছে।

গুগল এডসেন্স থেকে টাকা আয় | গুগল এডসেন্স

আমাদের দেশে দিন দিন বেকারের সংখ্যা বেড়েই চলেছে। আবার যাদের চাকরি আছে তারাও কাঙ্খিত বা প্রয়োজনীয় ইনকাম করতে পারছেন না।

দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। অল্প আয়ের লোকদের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে।

বেকারের বেকারত্ব দূর করা, স্বল্প আয়ের মানুষের ইনকাম বৃদ্ধি করা, শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত, গৃহিণীদের ইনকামের উপায় হলো অনলাইন ইনকাম। আর অনলাইন থেকে ইনকাম করার সহজ এবং নির্ভরযোগ্য একটি উপায় হলো গুগল এডসেন্স।

গুগল এডসেন্সের মাধ্যমে বেকার, স্বল্প আয়ের মানুষ, শিক্ষার্থী, গৃহিণী, অবসরপ্রাপ্তরা তাদের কাঙ্খিত ইনকাম করতে পারেন।

এখান থেকে ইনকাম করে তারা তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারেন।

চলুন জেনে নেই গুগল এডসেন্স থেকে টাকা আয় করার উপায়।

Google AdSense কীভাবে কাজ করে | গুগল এডসেন্স থেকে টাকা আয়-

ক) গুগল এডসেন্স আমাদের প্রকাশিত আর্টিকেল বা কন্টেন্ট থেকে আমাদেরকে ইনকামের সুবিধা প্রদান করে থাকে।

খ) Google AdSense আমাদের সাইটে কি ধরণের বিজ্ঞাপন প্রচার করবে তা নির্ধারণ করে আমাদের লেখা আর্টিকেল এবং ভিজিটরদের উপর নির্ভর করে।

গ) বিজ্ঞাপনদাতারা তাদের যে সকল প্রোডাক্টের বিজ্ঞাপন প্রচার করতে চান, তারা তাদের বিজ্ঞাপনগুলি নিজেই তৈরি করেন এবং বিজ্ঞাপনগুলি প্রচারের জন্য গুগলকে পে করেন।

গুগল সেই বিজ্ঞাপনগুলি আমাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে প্রচার করে থাকে।

ঘ) গুগল বিজ্ঞাপন দাতাদের নিকট থেকে প্রাপ্ত টাকার একটা অংশ আমাদেরকে দিয়ে থাকে।

ঙ) বিজ্ঞাপনদাতারা প্রডাক্টের ভিন্নতা অনুযায়ী আলাদা আলাদা মূল্য নির্ধারণ করে গুগলকে পে করে। গুগল আমাদেরকেও সেভাবেই পে করে থাকে।

গুগল এডসেন্সের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করা যায় | গুগল এডসেন্স থেকে টাকা আয়-

আমাদের দেশে সরকারী চাকরিকে যেমন সোনার হরিণ মনে করা হয়, ঠিক তেমনই গুগল এডসেন্সকেও অনেকেই সোনার হরিণ মনে করে থাকে। একটা সময় গুগল এডসেন্স আসলেই সোনার হরিণ ছিল।

কিন্তু বর্তমানে আমাদের দেশে গুগল এডসেন্স পাওয়া অনেকটা সহজ হয়ে গেছে। তবে একেবারে যে সহজ তা কিন্তু নয়।

গুগল বেশ কয়েক বছর ধরে এডসেন্সের জন্য বাংলা ভাষাকে সাপোর্ট করছে। বাংলা ভাষাভাষি ব্লগারদের জন্য ইনকামের বিশাল একটি সুযোগ করে দিয়েছে।

গুগল আমাদেরকে এডসেন্সের মাধ্যমে ইনকামের একটা পথ তৈরী করে দিয়েছে।

২টি উপায়ে গুগল এডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। যথা-

১. ব্লগিং করে অর্থাৎ কন্টেন্ট বা আর্টিকেল লিখে আয়।

২. ইউটিউব ভিডিও তৈরী করে।

ব্লগিং করে বা আর্টিকেল লিখে ইনকাম কিভাবে আয় করা যায়? | ব্লগিং করে টাকা আয়

ব্লগিং করে ইনকাম করার পূর্বশর্ত হলো আপনার একটি ব্লগসাইট বা ওয়েবসাইট থাকতে হবে। আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে ইনকাম করতে পারেন।

আপনি যে বিষয়টি ভালো জানেন বা ভালো বুঝেন সে বিষয় সম্পর্কে কন্টেন্ট বা আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন।

আপনার সাইটে কন্টেন্ট পাবলিশ করার পর সেগুলোকে ভালভাবে এসইও করবেন।

কেননা, আপনার কন্টেন্টগুলোকে এসইও’র মাধ্যমে ভিজিটরের কাছে পৌঁছাতে হবে।

আপনার সাইটে ২০-২৫টি ভালো মানের ইউনিক কন্টেন্ট পাবলিশ করে এসইও করার পর আস্তে আস্তে ভিজিটর বাড়তে থাকবে।

ওয়েবসাইটের ভিজিটর হলো দোকানের কাষ্টমারের মতো। আর কন্টেন্ট হলো দোকানের পণ্য।

কাষ্টমার ছাড়া যেমন দোকানের পণ্য বিক্রি করা যায় না ঠিক তেমনই সাইটে ভিজিটর না আসলে ইনকাম করা সম্ভব হবে না।
প্রতিদিন আপনার সাইটে ২০০-৩০০ ইউনিক ভিজিটর আসলে আপনি গুগল এডসেন্সের জন্য আবেদন করতে পারেন। সবকিছু ঠিক থাকলে গুগল আপনার সাইটকে পর্যবেক্ষণ করার পর আপনাকে এডসেন্সের জন্য অনুমোদন দিবে।

অনুমোদন পাওয়ার পর এডসেন্সের কোড আপনার সাইটের বিভিন্ন জায়গায় বসাবেন।

এরপর ভিজিটর আপনার সাইটে আসলে ইনকাম শুরু হয়ে যাবে। আস্তে আস্তে ইনকাম বাড়তে থাকবে।

এই প্রক্রিয়ায় ইনকাম করাকে গুগল এডসেন্সের মাধ্যমে ব্লগিং করে আয় বলা হয়।

ব্লগিং করে আয় করার জন্য কি কি লাগবে তা নিচে দেওয়া হলো-

ক) কম্পিউটার, ল্যাপটপ।
খ) ইন্টারনেট সংযোগ।
গ) একটি ওয়েবসাইট বা ব্লগসাইট।
ঘ) ২০-২৫টি ভালো মানের ইউনিক কন্টেন্ট।
ঙ) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)।
চ) প্রতিদিন ২০০-৩০০ ইউনিক ভিজিটর।
ছ) গুগল এডসেন্সের অনুমোদন।

ব্লগিং করে গুগল এডসেন্সের মাধ্যমে কি পরিমান ইনকাম করা যায় | ব্লগিং করে টাকা আয়-

ব্লগিং করে গুগল এডসেন্সের মাধ্যমে কি পরিমান ইনকাম করা যায় তার সম্ভাব্য একটি চিত্র আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এখানে বার্ষিক হিসাবের একটি চিত্র দেখানো হয়েছে। চাকরি ও শিক্ষা ক্যাটাগরি নিয়ে যারা ব্লগিং করবেন তাদের মাসিক পৃষ্ঠা ভিউ এর সংখ্যা যদি ৫০০০০ (পঞ্চাশ হাজার) হয় তাহলে তাদের বৎসরে সম্ভাব্য ইনকাম হবে ৪২৭২ ডলার।

তার মাসিক সম্ভাব্য আয় হবে ৪২৭২ ÷ ১২ = ৩৫৬ ডলার।

অন্যান্য আরও ক্যাটাগরি রয়েছে যেগুলো থেকে ইনকাম আরও বৃদ্ধি পাবে। এখানে তো হিসাব দেখানো হয়েছে মাসিক পেজ ভিউ মাত্র পঞ্চাশ হাজার।

কোন কোন কন্টেন্ট তো এরকম হতে পারে যার ভিউ দিনে পঞ্চাশ হাজার হবে।

তাহলে মাসে কত হবে? ভিউ যত বাড়বে ইনকাম ততো বৃদ্ধি পাবে।

ইউটিউব ভিডিও তৈরী করে কিভাবে আয় করা যায়? | ইউটিউব থেকে আয়

ইন্টারনেট সহজলভ্য হওয়ায় এখন মানুষের হাতে হাতে ইউটিউব, ফেসবুক। এজন্য আমাদের দেশের অনেকেই জানেন ইউটিউব ভিডিও তৈরী করে এডসেন্সের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়। তবুও যারা জানেন না তাদের জন্য লিখছি।

আমাদের দেশে বর্তমানে অনেক ইউটিউবার আছেন যারা গুগল এডসেন্সের মাধ্যমে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। বিভিন্ন বিষয়ে তারা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে ইনকাম করছেন।

তো চলুন জেনে নেই ভিডিও বানিয়ে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়?

প্রথমে একটি ইউটিউব চ্যানেল তৈরী করবেন। আপনি যে বিষয় ভালো জানেন অথবা আপনার পছন্দমত ভিডিও তৈরী করে সেই চ্যানেলে আপলোড করতে থাকবেন।

আমি পূর্বেই বলেছি এডসেন্স এর অনুমোদন এবং ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার পূর্বশর্ত হলো সাইটে বা চ্যানেলে পর্যাপ্ত পরিমানে ইউনিক ভিজিটর আসা।

আপনার চ্যানেলের ভিডিওর কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আস্তে আস্তে ভিজিটর বাড়তে থাকবে। চ্যানেলের ভিজিটর বাড়াতে হলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। চ্যানেলের ভিডিও যত বাড়তে তত ভিউ হতে থাকবে।

ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার পূর্বশর্ত হলো- আপনার চ্যানেলের ভিডিওর টোটাল ওয়াচ টাইম ৪০০০ ঘন্টা এবং ১০০০ সাবস্ক্রাইবার হতে হবে।

ইউটিউব কর্তৃক মনিটাইজেশনের শর্তাবলী পূরণ হওয়ার পর আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তারা যাচাই করার পর চ্যানেলে বা ভিডিওতে কোন প্রকার ত্রুটি না থাকলে মনিটাইজেশনের অনুমোদন পেয়ে যাবেন।

মনিটাইজেশন পেলেই আপনার চ্যানেলের ইনকাম শুরু হয়ে যাবে।

বিঃদ্রঃ কোন অবস্থাতেই কপিরাইট কোন ভিডিও আপনার চ্যানেলে কখনোই আপলোড করবেন না। কেননা, ইউটিউব যদি আপনার চ্যানেলে কোন কপিরাইট কন্টেন্ট পায় তাহলে তারা আপনার চ্যানেলকে ব্যান্ড করে দিবে। অনেক ভিডিও রয়েছে আপনার চ্যানেলে এবং ইনকামও ভালোই হচ্ছে।

কিন্তু কপিরাইট ভিডিওর কারণে আপনার চ্যানেল ব্যান্ড হয়ে গেছে। আপনার চ্যানেলকে আর খুঁজে পাচ্ছেন না, আপনার তখন কেমন লাগবে?

এজন্য চ্যানেলে সবসময় ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করবেন।

ভাই ফাঁকিবাজির ফল কখনো ভাল হয়না। একটু কষ্ট করে ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করুন, দেখবেন তার ফল অনেক মিষ্টি হবে।

গুগল এডসেন্স পাওয়ার উপায় | গুগল এডসেন্স-

অনেকেই বার বার চেষ্টা করেও গুগল এডসেন্সের অনুমোদন পাচ্ছেন না। কিছুদিন চেষ্টা করার পর হতাশ হয়ে হাল ছেড়ে দেন অনেকেই।

অনেক পরিশ্রম করার পর এ লাইন থেকে ছিকে পড়ে যান। শুধু শুধু সময় নষ্ট।

গুগল এডসেন্স পাওয়ার ক্ষেত্রে গুগলের কিছু নীতিমালা রয়েছে। এডসেন্সের জন্য অবেদন করার পূর্বে অবশ্যই সেই নীতিমালাগুলো অনুসরণ করেই আবেদন করা উচিত।

গুগল এডসেন্স পাওয়ার উপায় জেনে নিন শিরোনামে আমাদের একটি পোষ্ট রয়েছে। আপনারা চাইলে পোষ্টটি পড়ে আসতে পারেন।

আশা করছি পোষ্টটি মনোযোগ সহকারে পড়লে এডসেন্স পাওয়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে।

শেষকথা | গুগল এডসেন্স থেকে টাকা আয়-

গুগল এডসেন্স থেকে টাকা আয় সম্পর্কে এই আর্টিকেলটিতে যা বলা হয়েছে সে অনুযায়ী চেষ্টা করলে প্রচুর পরিমানে ইনকামের সম্ভাবনা রয়েছে। অনলাইন থেকে ইনকামের যতগুলো প্রক্রিয়া রয়েছে সেগুলোর মধ্যে গুগল এডসেন্সই বেষ্ট।

গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করার জন্য খুব বেশী স্কিলের প্রয়োজন হয়না। শুধুমাত্র বাংলা ভাষায় একটু লেখালেখি করতে পারলেই হবে।

আরও একটি সুবিধা হলো এখানে খুব বেশী ইনভেষ্ট করতে হয়না। ইনভেষ্ট নেই বললেই চলে। শুধুমাত্র ওয়েবসাইট তৈরী করতে এবং কন্টেন্ট লেখা ও এসইও করা শিখতে অল্প কিছু টাকা প্রয়োজন হবে।

28 thoughts on “গুগল এডসেন্স থেকে টাকা আয়”

  1. আমার গুগল এডসেন্স পাওয়ার জার্নি সহজ ছিল না। জানতে হলে পড়তে হবে।

    Reply
  2. লেখককে অনেক বেশি ধন্যবাদ। কারণ এই আর্টিকেল আমার জন্য বেশ উপকারী কেননা আমি গুগল এডসেন্স সম্পর্কে জানতে চেয়েছিলাম কিন্তু ভালো কোনো আর্টিকেল পাচ্ছিলাম না। আপনার আর্টিকেল এর মাধ্যমে সহজেই আমি এ ব্যাপারে জানতে পারছি বিস্তারিতভাবে। গুগল এডসেন্স এ কাজ করার জন্য খুব বেশি ইচ্ছে আমার।

    Reply
  3. লেখককে ধন্যবাদ এতো সুন্দর করে উপস্থাপন করার জন্যে গুগল এড সেন্স থেকে টাকা আয় সম্পর্কে।

    Reply
  4. অনলাইন থেকে ইনকাম করার অনেক উপায় আছে। আজকাল গুগল অ্যাডসেন্স ফ্রিল্যান্সারদের জন্য জনপ্রিয় ইনকামিং সলিউশনগুলির মধ্যে একটি। এটি আমাদের প্রচুর অর্থ উপার্জন করতেও সহায়তা করে। আপনি যদি বিশ্বাস করেন তবে এখানে আসলে কাজ করুন, এটি বিজ্ঞাপনের জন্য একটি পরিষেবা। সবারই এখানে কাজ করার চেষ্টা করা উচিত।

    এই লেখা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম।

    Reply
  5. গুগল এডসেন্স অনলাইন ইনকামের অন্যতম জনপ্রিয় ,বিশ্বস্ত ও সহজ মাধ্যম বর্তমানে। সঠিক গাইডলাইন দিয়ে এডসেন্সের মাধ্যমে যে প্রচুর ইনকাম সম্ভব তা এই কন্টেন্টের মাধ্যমে জানা যায় ।গুগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য সমৃদ্ধ এই কনটেন্ট যা অনেকেরই উপকারে আসবে এবং ইনকামের পথ সুগম হবে আশা করি।

    Reply
  6. বর্তমানে অনলাইন ইনকামের জনপ্রিয় একটি উপায় হচ্ছে গুগলএডসেন্স। এই কনটেন্ট টি তে গুগলএডসেন্স সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। যাদের গুগলএডসেন্স সম্পর্কে কোনো নুন্যতম ধারণা ও নেই, তারাও কনটেন্ট টি সুন্দর ভাবে গুগলএডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে ও বুঝতে পারবে।

    Reply
  7. দেশের একটা বিপুল জনগোষ্ঠী উপযুক্ত তথ্য ও পথনির্দেশিকার অভাবে অর্থ উপার্জনের পথ খুঁজে পাচ্ছেনা। এই তথ্যসমৃদ্ধ আর্টিকেল থেকে অনেক নতুন তথ্য জানা যায়। অনলাইন থেকে আয় শুধুই মিথ বা স্বপ্ন নয়, বরং বাস্তব এবং সম্ভব। প্রয়োজন শুধু সময়, শ্রম আর মেধাকে কাজে লাগিয়ে ধৈর্যের সঙ্গে চেষ্টা করে যাওয়া।

    Reply
  8. বিপুল জনগোষ্ঠী উপযুক্ত তথ্য ও পথনির্দেশিকার অভাবে অর্থ উপার্জনের পথ খুঁজেপাচ্ছেনা।গুগলএডসেন্স অনলাইনে আয়ের একটি সহজ এবং নির্ভরযোগ্য মাধ্যম, যা দিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। এটি মূলত গুগলের একটি বিজ্ঞাপন প্রচারের প্ল্যাটফর্ম, যেখানে ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা যায়। এডসেন্সের মাধ্যমে আয় করতে হলে সঠিক গাইডলাইন মেনে ওয়েবসাইট বা চ্যানেল তৈরি করে নিয়মিত কনটেন্ট আপলোড করতে হয়। সঠিকভাবে প্রচেষ্টা চালালে বেকার, স্বল্প
    আয়ের মানুষ, শিক্ষার্থী, গৃহিণী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এডসেন্স থেকে প্রচুর আয় করতে পারেন।মেধাকে কাজে লাগিয়ে ধৈর্যের সঙ্গে চেষ্টা করে যাওয়া।

    Reply
  9. প্রযুক্তির এই যুগে , যারা অনলাইনে ইনকাম করার উপায় খুঁজে থাকেন তাদের বেশিরভাগই গুগল এডসেন্স সম্পর্কে কমবেশি জানেন। কেননা, গুগল এডসেন্স হল অনলাইনে ইনকাম করার অন্যতম বিশ্বস্ত ও সহজ উপায় । এই আর্টিকেলটির জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই আর্টিকেলটি এডসেন্স থেকে টাকা আয় সম্পর্কে বলা হয়েছে সেই অনুযায়ী চেষ্টা করলে প্রচুর পরিমাণে ইনকামের সম্ভাবনা রয়েছে ।

    Reply
  10. গুগল এডসেন্স হচ্ছে এমন একটি মাধ্যম যেখানে সঠিক নিয়ম মেনে ধৈর্যের সাথে লক্ষ টাকা উপার্জন করা যায়।যেটি নতুনদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারেকিন্তু এটি সত্য।। এডসেন্সের মাধ্যমে আয় করতে হলে সঠিক গাইডলাইন মেনে ওয়েবসাইট বা চ্যানেল তৈরি করে নিয়মিত কনটেন্ট আপলোড করতে হয়।যেটি অত্যন্ত সহজ সরল একটি উপায়, যে কেউ এই কাজটি করতে পারে।এই শিক্ষামূল কনটেন্টটি লেখার জন্য লেখক কে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  11. লেখককে অনেক ধন্যবাদ বর্তমানে অনলাইন ইনকামের জনপ্রিয় একটি মাধ্যম গুগল এডসেন্স সম্পর্কে লেখার জন্য। এই কনটেন্ট টি তে গুগলএডসেন্স সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। যাদের গুগলএডসেন্স সম্পর্কে নুন্যতম ধারণা ও নেই তারা ও এই কনটেন্ট টি মনোযোগ সহকারে পড়লে গুগলএডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে ও বুঝতে পারবে।

    Reply
  12. বর্তমানে অনলাইন থেকে ইনকামের যতগুলো প্রক্রিয়া রয়েছে সেগুলোর মধ্যে গুগল এডসেন্সই সেরা, বিশ্বস্ত ও অন্যতম সহজ উপায়।সঠিক দিক নির্দেশনা বা গাইডলাইন পেলে যে কেউ এর মাধ্যমে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।যারা গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করার কথা চিন্তা করছেন তাদেরকে অবশ্যই এই আর্টিকেল টি মনযোগ দিয়ে পড়ার আহ্বান করছি।এই একটি আর্টিকেলএর মধ্যে যারা গুগল এডসেন্স পাওয়ার চেষ্টা করছেন তারাও এই বিষয়ে একটি লিংক পেয়ে যাবেন।তাই ঝটপট পড়ে ফেলুন ও নিজের ইনকামের রাস্তা তৈরি করে ফেলুন আজই।

    Reply
  13. গুগল এডসেন্সের মাধ্যমে যে ডলার ইনকাম করা যায় তা আমি বেশির ভাগ মানুষ এর কাছ থেকে শুনেছি। কিন্তু কিভাবে কি করে কেউ বর্ণনা করতো না।কি জানি তারা গোপন রাখতো কেন। এ আর্টিকেল পড়ে সব ভালো ভাবে বুঝতে পারছি। সঠিক গাইডলাইন লাগবে আর মোবাইল দিয়ে মনে হয় হবে না।তাই আমার একটু মন খারাপ হচ্ছে। আমার কাছে তো শুধু মোবাইল আছে।
    কখনো যদি কম্পিউটার কিনতে পারি তাহলে চেষ্টা করবো। কিন্তু গাইডলাইন কোথায় পাবো এখন তো সবাই চিটিং করে। তারপরও বলবো খুবই উপকারী আর্টিকেল।সবার পড়া উচিত বেকার না থেকে কিছু করার জন্য।

    Reply
  14. অনলাইন ইনকাম করার উপায় গুলোর মধ্যে গুগল এডসেনসই সেরা, বিশ্বস্ত ও সহজ উপায়।যার মাধ্যমে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। গুগল এডসেনস এর মাধ্যমে ইনকাম করতে খুব বেশী স্কিলের প্রয়োজন হয়না এবং খুব বেশী ইনভেস্ট করতে হয়না।শুধুমাত্র ওয়েবসাইট তৈরী করতে হবে এবং কনটেন্ট লেখা ও এসেও করা শিখতে অল্প কিছু টাকা প্রয়োজন হবে।
    গুগল এডসেনস থেকে টাকা আয় সম্পর্কে এই আর্টিকেলটিতে যা বলা হয়েছে সে অনুযায়ী কাজ করলে প্রচুর পরিমাণে ইনকামের সম্ভাবনা রয়েছে।যারা গুগল এডসেনস এর মাধ্যমে ইনকাম করার চিন্তা করছেন আর গুগল এডসেনস পাওয়ার চেষ্টা – উভয়ের এই আর্টিকেলটি পড়ে খুবই উপকৃত হবেন। গুগল এডসেনস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এব বিস্তারিত তথ্য সমৃদ্ধ একটি কনটেন্ট।

    Reply
  15. ব্লগিং এবং ইউটিউবে ভিডিও তৈরি, এই দুইটা উপায়ে গুগল এডসেন্সের মাধ্যমে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। গুগল এডসেন্সে কাজ করতে হলে অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয় না। সঠিক দিক নির্দেশনা বা ডিরেকশনে গুগল এডসেন্স এর মাধ্যমে আমরা আয়ের উৎস হিসাবে বিশ্বস্ত ও সহজ পথ তৈরি করে নিতে পারি।
    যারা গুগল এডসেন্স এর সম্পর্কে কম জানেন তাদের জন্য এই আর্টিকেলটি খুবই উপকারী। ধন্যবাদ লেখক কে এত সুন্দর ভাবে গুগল এডসেন্স এর সম্পর্কে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

    Reply
  16. অনলাইন থেকে ইনকাম করার অনেক উপায় আছে। আজকাল গুগল অ্যাডসেন্স ফ্রিল্যান্সারদের জন্য জনপ্রিয় ইনকামিং সলিউশনগুলির মধ্যে একটি। এটি আমাদের প্রচুর অর্থ উপার্জন করতেও সহায়তা করে। যাদের গুগলএডসেন্স সম্পর্কে কোনো নুন্যতম ধারণা ও নেই, তারাও কনটেন্ট টি সুন্দর ভাবে গুগলএডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে ও বুঝতে পারবে।

    Reply
    • অনলাইন ইনকাম করার উপায় গুলোর মধ্যে গুগল এডসেন্সই সেরা।আজকাল গুগল অ্যাডসেন্স ফ্রিল্যান্সারদের জন্য জনপ্রিয় ইনকামিং সলিউশনগুলির মধ্যে একটি।ব্লগিং এবং ইউটিউবে ভিডিও তৈরি, এই দুইটা উপায়ে গুগল এডসেন্সের মাধ্যমে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। গুগল এডসেন্সে কাজ করতে হলে অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয় না।যাদের গুগল এডসেন্স সম্পর্কে কোনো নুন্যতম ধারণা ও নেই, তারাও কনটেন্ট টি সুন্দর ভাবে পড়লে গুগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে ও বুঝতে পারবে। ধন্যবাদ লেখককে।

      Reply
  17. বর্তমানে অনলাইন ইনকামের জনপ্রিয় মাধ্যম হচ্ছে গুগল এডসেন্স।গুগল এডসেন্স হচ্ছে এমন একটি মাধ্যম যেখানে সঠিক নিয়ম মেনে ধৈর্যের সাথে অনেক টাকা বা লক্ষ্য টাকা ইনকাম করা সম্ভব। এই কনটেন্টটিতে গুগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। যাদের গুগল এডসেন্স সম্পর্কে কোনো ধারণা নেই তারা উক্ত কনটেন্টটির মাধ্যমে গুগল এডসেন্স সম্পর্কে জানতে ও বুঝতে পারবেন ইং শা আল্লাহ।

    Reply
  18. গুগল এডসেন্স হল অনলাইন ইনকাম করার অন্যতম উপায়। গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করার জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না। এখানে খুব বেশি ইনভেস্ট করতে হয় না। ওয়েবসাইট তৈরি করতে এবং কনটেন্ট লেখা ও এসইও করা শিখতে অল্প কিছু টাকা প্রয়োজন হবে। এই আর্টিকেলটিতে গুগল এডসেন্স থেকে টাকা আয় সম্পর্কে বলা হয়েছে এবং সে অনুযায়ী চেষ্টা করলে প্রচুর পরিমাণে ইনকামের সম্ভাবনা রয়েছে।

    Reply
  19. এই আর্টিকেলটির জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই আর্টিকেলটি এডসেন্স থেকে টাকা আয় সম্পর্কে বলা হয়েছে সেই অনুযায়ী চেষ্টা করলে প্রচুর পরিমাণে ইনকামের সম্ভাবনা রয়েছে ।যাদের গুগল এডসেন্স সম্পর্কে কোনো ধারণা নেই তারা উক্ত কনটেন্টটির মাধ্যমে গুগল এডসেন্স সম্পর্কে জানতে ও বুঝতে পারবেন ।

    Reply
  20. গুগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য সমৃদ্ধ এই কনটেন্ট যা অনেকেরই উপকারে আসবে এবং ইনকামের পথ সুগম হবে আশা করি

    Reply
  21. বর্তমানে অনলাইন ইনকামের জনপ্রিয় মাধ্যম হচ্ছে গুগল এডসেন্স।গুগল এডসেন্সের সঠিক নিয়ম মেনে ধৈর্যের সাথে অনেক টাকা বা লক্ষ্য টাকা ইনকাম করা সম্ভব। যাদের গুগল এডসেন্স সম্পর্কে কোনো ধারণা নেই তারা উক্ত কনটেন্টটির মাধ্যমে গুগল এডসেন্স সম্পর্কে জানতে ও বুঝতে পারবেন। লেখককে অসংখ্য ধন্যবাদ সময়োপযোগী একটি গুরুত্বপূর্ণ কনটেন্ট উপহার দেয়ার জন্য।

    Reply
  22. গুগল এডসেন্স হলো অনলাইনে ইনকাম করার অন্যতম উপায়। সঠিক দিক নির্দেশনা ও গাইড লাইন পেলে গুগল এডসেন্স থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব।গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করার জন্য খুব বেশী স্কিলের প্রয়োজন হয়না এবং খুব বেশী ইনভেষ্টও করতে হয় না। যারা অনলাইনে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য উক্ত কন্টেন্টটি অনেক উপকারে আসবে।লেখক কে অসংখ্য ধন্যবাদ সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ এমন একটি কন্টেন্ট উপহার দেওয়ার জন্য।

    Reply
  23. অনলাইন থেকে ইনকাম করার অনেক উপায় আছে।তার মধ্যে অন্যতম হলো গুগল এডসেন্স।এখানে সঠিক নিয়ম মেনে ধৈর্যের সাথে কাজ করলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। যেহেতু গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করার জন্য খুব বেশী স্কিলের প্রয়োজন হয়না। এবং এখানে আরো একটি সুবিধা হলো খুব বেশী ইনভেষ্ট করতে হয়না। তাই আমি মনে করি আমাদের দেশে বেকারত্ব তো দূর করতে গুগল এডসেন্স কাজ করার বিকল্প কিছু হতে পারে না। ধন্যবাদ লেখক কে গুরুত্বপূর্ণ কনটেন্টই আমাদের সামনে তুলে ধরার জন্য।

    Reply
  24. গুগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য সমৃদ্ধ এই কনটেন্ট যা অনেকেরই উপকারে আসবে এবং ইনকামের পথ সুগম হবে আশা করি

    Reply
  25. অনলাইনে ইনকামের একটা মাধ্যম হিসেবে জানতাম গুগল এডসেন্স। কিন্তু এতো বিস্তারিত জানা ছিলো না। গুগল এডসেন্স থেকে টাকা আয় সম্পর্কে এই কন্টেন্টে যা বলা হয়েছে সে অনুযায়ী চেষ্টা করলে প্রচুর পরিমানে ইনকামের সম্ভাবনা রয়েছে। শুধু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ইউনিক কন্টেন্ট আর ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে হবে। বাংলাদেশের বেকারদের জন্য গুগল এডসেন্স হতে পারে ইনকামের উৎকৃষ্ট উপায়।
    অসংখ্য ধন্যবাদ লেখককে, এরকম সময়োপযোগী গুরুত্বপূর্ণ কন্টেন্ট দেয়ার জন্য।

    Reply
  26. বর্তমানে অনলাইনে ফ্রিল্যান্সিং-এর বেশ ভালো একটা হাইপ চলছে। একটা সময় পর্যন্ত এর মাধ্যেমে অর্থ উপার্জন বেশ সহজ হলেও এখন এর চাহিদা বাড়ার পাশাপাশি প্রতিযোগিতাও বেড়েছে। খুব ভালো মাত্রায় দক্ষ না হলে উপার্জন সহজ নয়। অথচ অধিকাংশ মানুষ গুগল এডসেন্সের কথা জানেই না। গুগল এডসেন্স হতে পারে সহজে ঘরে বসে অর্থ উপার্জনের সহজ এবং সাবলীল একটি মাধ্যম। অল্প কিছু ধাপ অনুসরণ করলেই তা সম্ভবপর হয়। এই আর্টিকেল্পটিতে যারা গুগল এডসেন্স সম্পর্কে কিছুই জানে না, তারাও বেশ ভালো একটি ধারণা পেয়ে যাবে। গুগল এডসেন্স কী, তা কীভাবে কাজ করে, এর শর্তসমূহ এবং উপার্জনের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। সব মিলিয়ে আর্টিকেলটি বেশ উপকারে আসবে নতুনদের জন্য।

    Reply
  27. যারা গুগল এডসেন্স এর সম্পর্কে কম জানেন তাদের জন্য এই আর্টিকেলটি খুবই উপকারী। ধন্যবাদ লেখক কে এত সুন্দর ভাবে গুগল এডসেন্স এর সম্পর্কে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

    Reply

Leave a Comment