কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম

Spread the love

বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। তাই আমাদের দেশের বেশিরভাগ শিক্ষিত তরুণ-তরুনীদের কোম্পানিতে চাকরি নিতে হয়। চাকরি নেওয়ার আগে অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র লিখতে হবে। একটি আবেদনপত্রের দ্বারাও চাকরী প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়। 

তাই আপনি যদি কোম্পানিতে চাকরির প্রার্থী হন তাহলে আপনাকে অবশ্যই  সঠিকভাবে আবেদন  লিখতে জানতে হবে। আর যদি না জানেন, তাহলে আপনার জন্য চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। এজন্য আপনাদের সুবিধার জন্য আজকে কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার বেশকিছু নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করবো। অনেকেই আছেন যারা চাকরির দরখাস্ত লেখার সঠিক নিয়ম কানুন সম্পর্কে অবগত নয়। তাদের জন্য আজকের আর্টিকেল অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলুন চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জেনে নেই। 

 দরখাস্ত লেখার নিয়ম : কোম্পানিতে চাকরির জন্য

আমাদের দেশে অগনিত কোম্পানী রয়েছে। যারা বিভিন্ন সময়ে তাদের প্রয়োজনে বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির দ্বারা দরখাস্ত আহবান করে থাকে। আজকে আমরা নির্দিষ্ট কোন কোম্পানির জন্য দরখাস্ত লিখব না। আজকে আপনাদের সুবিধার্থে একটি কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নমুনা পত্র প্রকাশ করব। 

সেটি  অনুসরণ করে আপনি আপনার কাঙ্খিত কোম্পানিতে চাকরির আবেদন করতে পারবেন। চাকরির দরখাস্ত লেখার আগে আপনাকে অবশ্যই কিছু নিয়ম কানুন জেনে নিতে হবে। এজন্য  আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। আপনি যদি সঠিক নিয়মে চাকরির দরখাস্ত না লিখতে পারেন তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই আপনাকে চাকরির দরখাস্ত লিখতে গেলে সুন্দর ও সাবলীল ভাষায় লিখতে হবে।  চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আপনারা কোম্পানি চাকরিতে দরখাস্ত করবেন।

আরও পড়ুন

এনজিও চাকরির দরখাস্ত লেখার নিয়ম বিস্তারিত জানতে –  ভিজিট করুন

স্কুলে চাকরির জন্য দরখাস্ত লেখার নিয়ম বিস্তারিত জানতেভিজিট করুন

তারিখ

বরাবর,

ব্যবস্থাপনা পরিচালক/ যথাযথ মাধ্যম

কোম্পানির নাম

তেজগাঁও,, ঢাকা- ১২০৮।

বিষয়:  “অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর” পদে চাকরির জন্য আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ৯ই সেপ্টের, ২০২৩ তারিখের প্রকাশিত দৈনিক  ‘প্রথম আলো’  পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে একজন “অফিস সহকারীর কাম- কম্পিউটার অপারেটর” নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত আপনার সদয় অবগতি ও সু-বিবেচনার জন্য নিচে প্রদত্ত হলো:

১.  নাম:

২.  পিতার নাম:

৩. মাতার নাম:

৪. স্থায়ী ঠিকানা:

৫.  বর্তমান ঠিকানা:

৬.  জন্ম তারিখ:

৭.  জাতীয়তা:

৮.  ধর্ম:

৯.  বৈবাহিক অবস্থা:

১০.  শিক্ষাগত যোগ্যতা:

পরীক্ষার নামপাশের সনপ্রাপ্ত জিপিএবিভাগবোর্ড/ বিশ্ববিদ্যালয়
এসএসসি২০১০৪.৫০বিজ্ঞানবরিশাল

১১.  অভিজ্ঞতা:

অতএব, জনাব এর সমীপে আকুল আবেদন উপরিউক্ত তথ্যাদি বিবেচনা পূর্বক  “অফিস সহকারীর কাম- কম্পিউটার অপারেটর” পদে নিয়োগ প্রদান করলে আমি আপনার প্রতিষ্ঠানের উন্নতি সাধনে সদা তৎপর থাকবো।

বিনীত নিবেদক

নাম

সংযুক্তিঃ (প্রয়োজনীয় ডকুমেন্ট)

১. সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

২. সরকার প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণের সনদ

৩. পার্সপোট সাইজের ২কপি সত্যায়িত ছবি।

৪. চারিত্রিক সনদ ২কপি।

৫. অভিজ্ঞতা সনদ পত্র সত্যায়িত ফটোকপি

পরিশেষে কিছু কথা

এই ছিল আজকে কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম কানুন নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আপনি যদি কোন কোম্পানিতে চাকরির দরখাস্ত লিখতে চান, তাহলে উপরের নমুনা অনুসরণ করতে পারেন। উপরের নমুনা অনুসরণ করে আপনি যেকোন কোম্পানিতে চাকরির জন্য দরখাস্ত লিখতে পারবেন। 

চাকরির দরখাস্ত লেখার সময় আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনার আবেদন পত্র অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কথা হবে। কোথাও যদি কাটাকাটি হয়। তাহলে আপনাকে সেই কাগজ বাদ দিয়ে অন্য একটি কাগজে আবেদন পত্র লিখতে হবে। কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন। 

আমরা বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করি। এছাড়া বাংলাদেশের সকল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি, সকল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি, সকল ফার্মাসিটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি, সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, এনজিওর শাখা সমূহের ঠিকানা, পরীক্ষার রুটিন ও রেজাল্ট সহ বিভিন্ন বিষয়ের টিপস প্রকাশ করি। আপনি যদি একজন চাকুরি প্রার্থী হন তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন

আর আপনি চাইলে নিচে থাকা শেয়ার বাটন থেকে এই লেখাটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। মনোযোগ দিয়ে আমাদের লেখাটি শেষ পর্যন্ত পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

181 thoughts on “কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম”

  1. মৌলিক বিষয়ের উপর লেখা কন্টেন্টটি তথ্যবহুল এবং উপকারী। লেখককে ধন্যবাদ।

    Reply
  2. চাকরিতে দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানি-না। যার জন্য আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়।

    লেখককে অসংখ্য ধন্যবাদ। চাকরির দরখাস্ত লেখার নিয়ম এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

    Reply
    • চাকরিতে দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানি-না। যার জন্য আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে না জানলে, চাকরির দরখাস্ত গ্রহনযোগ্য হয় না।বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। তাই আমাদের দেশের বেশিরভাগ শিক্ষিত তরুণ-তরুনীদের কোম্পানিতে চাকরি নিতে হয়। চাকরি নেওয়ার আগে অবশ্যই আমাদের কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র লিখতে হয়। চাকরিপ্রার্থীদের জন্য এই কনটেন্ট ভীষণ উপকারী। ধন্যবাদ লেখক কে এত সুন্দর কনটেন্ট লেখার জন্য।

      Reply
  3. সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে না জানলে, চাকরির দরখাস্ত গ্রহনযোগ্য হয় না।সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করার জন্য কন্টেন্টটি বেশ উপকারী।

    Reply
  4. কন্টেন্টটিতে বিভিন্ন কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  5. 🌼🌼চাকরি — যেন এক সোনার হরিণ।

    👉👉চাকরিতে দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানি-না। যার জন্য আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়।

    🍁🍁 লেখককে অসংখ্য ধন্যবাদ। চাকরির দরখাস্ত লেখার নিয়ম এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

    Reply
  6. আমি লেখকে জাযাকাল্লাহু খাইরা জানাই। তিনি খুবই প্রয়োজনীয় একটা লেখনী এখানে উল্লেখ করেছেন। আসলে আমরা সরকারি কিংবা বেসরকারি চাকুরী পেতে অনেক আগ্রহী কিন্তু কিভাবে চাকুরীর জন্য একটি আবেদন বা দরখাস্ত লেখা যায় সেটা আমাদের অনেকেই জানেন না। তাই এই লেখনী দ্বারা দরখাস্তকারী লেখার নিয়মনীতি জানা গেল।

    Reply
  7. বাংলাদেশে বেকার যুবকের অভাব নেই, এদের মধ্যে বেশিরভাগই শিক্ষিত শিক্ষিত বেকার। শিক্ষিত বেকার মানুষের ও চাকরি হয় না কারণ তারা সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে পারে না। এখানে খুবই চমৎকার ভাবে দরখাস্ত কিভাবে লিখা যায় তা উপস্থাপন করা হয়েছে।

    Reply
  8. মাশাআল্লাহ,, অনেক প্রয়োজনীয় একটি কনটেন্ট পড়লাম।
    একজন প্রাপ্তবয়স্ক মানুষের জীবনে চাকরি এক পরিচয় এর নাম। কিন্তু আমাদের সমাজে আমরা অনেকেই চাকরির দরখাস্ত সঠিকভাবে লিখতে পারি না। ফলে আমরা অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার বসে থাকি। বর্তমান প্রেক্ষাপটে চাকরির প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য আমাদের চাকরির দরখাস্ত লেখার সঠিক নিয়ম জানা আবশ্যক। আশা করছি ,এই কনটেন্ট টি পড়ার মাধ্যমে আপনারা সকলেই এই প্রতিযোগিতাপূর্ণ চাকরি পরীক্ষায় সঠিক দরখাস্ত লিখে এগিয়ে যেতে পারবেন পারবেন । ইনশাআল্লাহ।

    Reply
  9. আমরা সবাই সরকারি কিংবা বেসরকারিতে ভালো চাকুরী পেতে চাই কিন্তু কিভাবে চাকুরীর জন্য একটি ভালো আবেদনপত্র বা দরখাস্ত লেখা যায় সেটা আমাদের অনেকেই জানি না ।
    কন্টেন্টটিতে বিভিন্ন কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
    • মাশাআল্লাহ,, খুবই দরকারি একটি কনটেন্ট পড়লাম।
      বর্তমানে আমাদের সরকারি ও বেসরকারি চাকরিতে যুক্ত হওয়ার জন্য দরখাস্ত লিখতে হয়।
      কিন্তু আমরা অনেকেই সঠিক নিয়মের দরখাস্ত লিখতে পারি না বিধায় ভালো চাকরিতে যুক্ত হতে পারি না। এই কনটেন্ট টি আপনাকে সঠিক নিয়মে দরখাস্ত লিখতে সাহায্য করবে।
      লেখককে অসংখ্য ধন্যবাদ,, এমন প্রয়োজনীয় একটি কনটেন্ট আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য।

      Reply
    • কমবেশি যারা আমরা পড়াশোনা জানি তারা চাকরির জন্য কোন না কোন দরখাস্ত লিখে থাকি।দরখাস্ত লেখার ও যে একটা নিয়ম আছে তা আমরা অনেকেই জানিনা। তাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চাকরির জন্য ইন্টারভিউ এর ডাক আসে না। লেখক কে অসংখ্য ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ কনটেন্ট আমাদেরকে উপহার দেয়ার জন্য। এই কনটেন্ট থেকে আমরা ম্যাক্সিমামই জানতে পারলাম চাকরির ক্ষেত্রে কিভাবে দরখাস্ত লিখতে হয়।

      Reply
  10. বর্তমানে দরখাস্ত লিখতে অনেকেই জানে না, এর কারণ আমি মনে করি দুটি : প্রথমত, উচ্চমাধ্যমিক এর গন্ডি পেরুলেই আর দরখাস্ত লিখার প্রয়োজন হয় না, এজন্য চাকরি পর্যন্ত আসতে আসতে দরখাস্ত লিখার প্যাটার্ন বা নিয়ম ভুলে যায়।
    দ্বিতীয়ত, সবাই এখন টাইপিং এ অভ্যস্ত হয়ে যাচ্ছে, প্রয়োজনে মেইল পাঠাচ্ছে তাই দরখাস্ত লিখতে পারছে না।
    চাকরির দরখাস্ত লিখার নিয়মটা মানে এই কনটেন্টটা অনেক উপকারী, অনেকের বিপদে কাজে আসবে।

    Reply
  11. Spread the love
    বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। তাই আমাদের দেশের বেশিরভাগ শিক্ষিত তরুণ-তরুনীদের কোম্পানিতে চাকরি নিতে হয়।লেখককে অসংখ্য ধন্যবাদ। চাকরির দরখাস্ত লেখার নিয়ম এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

    Reply
  12. সঠিক নিয়মে চাকরির দরখাস্ত না লিখতে না পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তথ্যবহুল কন্টেন্ট।

    Reply
  13. চাকরিতে দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানি-না। যার জন্য আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। তাই আমাদের দেশের বেশিরভাগ শিক্ষিত তরুণ-তরুনীদের কোম্পানিতে চাকরি নিতে হয়। চাকরি নেওয়ার আগে অবশ্যই আমাদের কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র লিখতে হবে। একটি আবেদনপত্রের দ্বারাও চাকরী প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়।
    তাই তো লেখক আমাদের কে দরখাস্ত লেখার কতিপয় নিয়ম গুলো জানিয়েছেন।
    চাকরির দরখাস্ত লেখার সময় আমাদের বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এছাড়াও আমাদে র আবেদন পত্র অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কথা হবে। কোথাও যদি কাটাকাটি হয়। তাহলে আমাদের কে সেই কাগজ বাদ দিয়ে অন্য একটি কাগজে আবেদন পত্র লিখতে হবে।
    লেখক কে অনেক ধন্যবাদ এই উপকারী কন্টেন্ট লেখার জন্য। আমাদের অনেক উপকারে আসবে ইংশাআল্লাহ।

    Reply
  14. চাকরির দরখাস্ত লিখতে আমরা অনেকেই জানি না।চাকরির দরখাস্ত লেখার সময় আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। অসম্ভব সুন্দর কন্টেন্ট

    Reply
  15. মা শা আল্লাহ্ অনেক উপকারী একটি আর্টিকেল। কম্পানির চাকরির ক্ষেত্রে সাধারণত আবেদন করতে হয়। আমরা অনেকেই আবেদন লিখতে জানি কিন্তু আমাদের লেখার ধরণ, ভাষা আমরা সাবলীল ভাবে ফুটিয়ে তুলতে পারি না। তাই আবেদন লেখার আগে ধারণা নিতে হবে এবং ধারণা নেয়ার জন্য উপরোক্ত আর্টিকেলটি যথেষ্ট ভূমিকা রাখবে ইন শা আল্লাহ্।

    Reply
  16. চাকরির আবেদনের জন্য অনেকেই সঠিকভাবে দরখাস্ত লেখার নিয়ম জানে না। কিভাবে লিখতে হবে, কি কি বিষয় উল্লেখ করতে হবে সে সকল বিষয় অনেকেরই অজ্ঞাত। যার কারনে চাকরির আবেদনের করার সময় বিড়ম্বনায় পড়তে হয়।
    চাকরির আবেদন পত্র অত্যান্ত প্রয়োজনীয় একটি টপিক। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরার জন্য লেখককে সাধুবাদ জানাই।

    Reply
  17. চাকরিতে দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানি-না। যার জন্য আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে না জানলে, চাকরির দরখাস্ত গ্রহনযোগ্য হয় না।সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করার জন্য কন্টেন্টটি বেশ উপকারী।

    Reply
  18. বর্তমানে সঠিকভাবে দরখাস্ত না লিখলে চাকরি পাওয়া সম্ভব নয়। তাই চাকরির জন্য সঠিকভাবে দরখাস্ত লেখার ক্ষেত্রে কন্টেন্ট টি অনেক উপকারী।

    Reply
  19. বর্তমানে আমাদের দেশে অনেক বেসরকারি সংস্থা প্রতিষ্ঠা লাভ করছে। ফলে নানান চাকরির সৃষ্টি হচ্ছে। এসব চাকরির জন্য প্রথমেই প্রয়োজন হচ্ছে একটি সুন্দর ও সঠিক আবেদন পত্রের। সঠিকভাবে আবেদন পত্র না দেওয়ার ফলে অনেকেই একেবারে প্রথম পর্যায়ে চাকরি হতে বাদ পড়ে যায়। ঠিকভাবে আবেদনপত্র লেখার অনেকগুলো নিয়ম কানুন আছে। এই কন্টেন্টে সেই নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, যা অনুসরণ করে একেবারে পারফেক্ট একটা দরখাস্ত লেখা সম্ভব। তাই যারা চাকরিপ্রার্থী, তাদের উচিত আলোচ্য কন্টেন্টটি সুন্দরভাবে পড়া এবং ধাপগুলো অনুসরণ করে উপযুক্ত একটি আবেদন পত্র লেখা। তাহলে সে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপটি পার হতে পারবে।

    Reply
    • চাকরির দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানিনা যার জন্য আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয় আমাদের দেশে বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মত এই চাকরি পাওয়ার জন্য আমাদের কৃতপক্ষের নিকটে অবশ্যই একটি আবেদন পত্র লিখতে হয় এই আবেদনের মাধ্যমে ব্যক্তির যোগ্যতা ব্যক্তিত্ব নম্রতা যাচাই বাচাই করা হয়।

      তাই চাকরির দরখাস্ত লেখার নিয়ম এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

      Reply
  20. যেকোন চাকুরিতে আবেদন পত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেকেই এই আবেদন পত্র লিখার নিয়মটি সঠিকভাবে না জানার কারণে বিড়ম্বনার শিকার হন। অনেকক্ষেত্রে আবেদন পত্রে থাকা ছোট্ট একটি ভুল তার চাকুরি হারানোর কারণ হয়ে দাঁড়ায়। এজন্য এই কন্টেন্টটি সকল চাকুরি প্রার্থীদের জন্য সমানভাবে উপযোগী হবে বলে আমি মনে করি।
    শুধু তাই নয়, কন্টেন্টটিতে আবেদন পত্র লিখার নিয়মের পাশাপাশি একটি ডেমো দেয়া হয়েছে যার মাধ্যমে একজন চাকুরিপ্রার্থী জানার পাশাপাশি দেখতেও পারবে যে আবেদন পত্রটি দেখতে কেমন হয়। এছাড়াও এই আবেদন পত্রের পাশাপাশি কন্টেন্টটিতে অন্যান্য সব প্রয়োজনীয় সনদগুলোর কথাও বলা হয়েছে যেগুলো সাবমিট করাও একজন চাকুরিপ্রার্থীর জন্য জরুরি।
    তাই এই বলা যায় যে, প্রত্যেক চাকুরিজীবীর জন্যই এই কন্টেন্টটি একটি দরকারি ভূমিকা পালন করবে।

    Reply
  21. চাকরিপ্রার্থীদের সঠিকভাবে আবেদন লিখতে জানতে হয়। চাকরির আবেদন লিখতে না জানার ফলে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। কনটেন্টটিতে চাকরির আবেদন লিখার নিয়ম সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। লেখককে ধন্যবাদ।

    Reply
  22. সঠিক নিয়মে চাকরির দরখাস্ত না লিখতে পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। চাকরির দরখাস্ত লিখতে হয় সুন্দর ও সাবলীল ভাষায় । কিভাবে বিভিন্ন কোম্পানি তে চাকরির জন্য দরখাস্ত লিখে আবেদন করতে হয় লেখক খুব সুন্দর ভাবে তার নমুনা দিয়ে দিয়েছেন এই কনটেন্টটি তে।আপনি যদি কোন কোম্পানিতে চাকরির জন্য দরখাস্ত লিখতে চান, তাহলে উপরের নমুনা অনুসরন করে যেকোন কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে পারেন।

    Reply
  23. সঠিক নিয়মে চাকরির দরখাস্ত লেখার তথ্যবহুল একটি কনটেন্ট।সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিতেও প্রতিযোগিতা মূলক পরিস্থিতিতে সঠিকভাবে আবেদন করার জন্য দরখাস্ত লেখার নিয়ম জানা প্রয়োজন।

    Reply
  24. অদ্ভুত হলেও সত্যি যে, আমরা অনেকেই একাডেমিক পড়াশোনায় ভালো হলেও বাস্তবমুখী জ্ঞান আমাদের কম। এখনো অনেকে চাকুরির দরখাস্ত, সিভি, আবেদনের জন্য অন্যের দ্বারস্থ হোন। এজন্য স্ট্যান্ডার্ড মানের দরখাস্ত লিখতে পিছিয়ে পড়ার কারণে চাকুরী পাওয়া কঠিন হয়ে যায়। চাকুরীপ্রার্থীর প্রথম ধাপ যদি ইম্প্রেসিভ হয় তাহলে চাকুরী পাওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে থাকা যায়। এই আর্টিকেল এর নমুনা দেখে অনেকেই নিজের দরখাস্ত নিজে লিখতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

    Reply
  25. চাকরি পেতে হলে প্রথমে নিজের পরিচয়, যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। আর একটি গোছানো দরখাস্ত এই সকল বিষয়গুলো স্পষ্ট করে তুলে ধরে।
    উপরোক্ত আর্টিকেলটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। উক্ত আর্টিকেল এর নিয়ম গুলো মেনে দরখাস্ত লিখলে নিজ সম্পর্কে জানানো অনেক সহজ হবে। ফলে চাকরি পেতে সুবিধা হবে।

    Reply
  26. We all want to get a good job in the government or private sector, but many of us do not know how to write a good application for a job.
    The content discusses the rules of writing job applications in various companies. Writing is very important. Many thanks to the author.

    Reply
  27. আলহামদুলিল্লাহ কনটেন্ট টি সকল চাকরির জন্য অনেক উপকারী। চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরির এই দরখাস্তটি সবথেকে বড় ভূমিকা পালন করে।সেজন্য আমাদের সকলের উচিত এই দরখাস্তটি অনেক মনোযোগ সহকারে উপস্থাপন করা।এজন্য এই কনটেন্টে অনেক উপকারী।এই কনটেন্টটি পড়ার মাধ্যমে একজন তার দরখাস্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করতে পারে এবং সকলের একবার হলেও এই কন্টেন্টটি পড়া উচিত।

    Reply
  28. যেকোনো ধরনের চাকরির জন্য দরখাস্ত লেখা প্রয়োজন।কারণ এর মাধ্যমে প্রার্থীর সব তথ্য জানা যায়। কিন্তু অনেকে দরখাস্ত লেখার সঠিক নিয়ম জানে না যার ফলে চাকরির ক্ষেত্রে তাদের বিড়ম্বনায় পরতে হয়। এই কন্টেন্ট এ দরখাস্ত লেখার সঠিক নিয়ম -কানুন খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যা সবার জন্য উপকারী হবে। অসংখ্য ধন্যবাদ লেখককে এত সুন্দরভাবে বিষয়টি উপস্থাপনের জন্য।

    Reply
  29. এখনকার সময়ে চাকরি পাওয়া যেন এক যুদ্ধে জয় লাভের সমতুল্য। এসবের মাঝে আপনাদের এই কন্টেন্ট অনেক বেশি কাজে লাগার মতো, কারণ উপরের দেখানো ফর্ম দেখে চাকরির জন্য দরখাস্ত লেখতে অনেক বেশি সুবিধা হবে তাই ধন্যবাদ আপনাদের। জাযাকাল্লাহু খাইরান♥

    Reply
  30. এখনকার সময়ে চাকরি পাওয়া যেন এক যুদ্ধে জয় লাভের সমতুল্য। চাকরি পাওয়ার জন্য একজন সিলেক্টর সবার আগে তার লেখা দরখাস্তের মাধ্যমে তার ব্যক্তিত্ত যাচাই বাছাই করে। তাই চাকরি পাওয়ার জন্য শোবাড় আগে সঠিক নিয়মে দরখাস্ত লেখা খুবিই জরুরি। আপনাদের এই কন্টেন্ট সঠিক একটি দরখাস্ত লেখতে অনেক বেশি কাজে লাগার মতো, কারণ উপরের দেখানো ফর্ম দেখে চাকরির জন্য দরখাস্ত লেখতে অনেক বেশি উপকার হবে আর একটি চাকরি পাওয়ার জন্য দরখাস্ত ব্যপক ভূমিকা পালন করে তাই ধন্যবাদ আপনাদের। জাযাকাল্লাহু খাইরান♥

    Reply
  31. চাকরিতে দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানি-না। যার জন্য আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। তাই আমাদের দেশের বেশিরভাগ শিক্ষিত তরুণ-তরুনীদের কোম্পানিতে চাকরি নিতে হয়। চাকরি নেওয়ার আগে অবশ্যই আমাদের কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র লিখতে হবে। একটি আবেদনপত্রের দ্বারাও চাকরী প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়।
    তাই তো লেখক আমাদের কে দরখাস্ত লেখার কতিপয় নিয়ম গুলো জানিয়েছেন।

    Reply
  32. আমি এই কন্টেন্ট টি পড়ে সত্যিই উপকৃত হলাম।আমি আমার চাকরি প্রার্থী ভাই এবং পরিচিতদের মাঝে শেয়ার করেছি যেন তারাও সঠিক ভাবে চাকরীর দরখাস্ত করতে পারে। আরও ভালো লাগলো যে এখান থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির খবর পাওয়া যাবে। ধন্যবাদ লেখককে এমন একটি উপকারী কন্টেন্ট লিখার জন্য। আশা করি এই কন্টেন্ট টি পড়ে সকলেই উপকৃত হবে ইনশাআল্লাহ।

    Reply
  33. সরকারি চাকরি এখন সোনার হরিণ। এ ক্ষেত্রে বেসরকারি চাকরি গুলাও পিছিয়ে নেই। চাকরির এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এবং আপনার আবেদন পত্রে যদি আপনার যোগ্যতা, দক্ষতা এবং নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন তাহলেই আপনি এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন। যারা বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে আবেদন করতে চান তাদের জন্য এই আর্টিকেল গুরুত্বপূর্ণ।

    Reply
  34. গুরুত্বপূর্ণ একটি টপিক। একটি সুন্দর, পরিচ্ছন্ন চাকরির দরখাস্ত একজন কে চাকরির বাজারে এগিয়ে রাখবে।কন্টেন্টটি পড়ে অনেক উপকৃত হলাম। চাকরি প্রার্থীদের এই কন্টেন্ট টি পড়া উচিত। ধন্যবাদ লেখককে।

    Reply
  35. সরকারি হোক বা বেসরকারি সকল চাকরি নেওয়ার ক্ষেত্রে প্রথম প্রয়োজনীয় বিষয় হলো দরখাস্ত। যা একজন চাকরি প্রার্থীর জীবনবিত্তান্ত তুলে ধরে। কিন্তু, যখন এই দরখাস্তের মধ্যেই কোনো ভুল বা কাটাকাটি দেখা যায়। তখন চাকরি জন্য যেখানে আবেদন করবে। আর যারা তার এই আবেদন পড়বে তাদের মনে চাকরি প্রার্থীর বিরুদ্ধে ভুল ধারণা হওয়ার সম্ভাবনা থাকে। তাই চাকরি নেওয়ার ক্ষেত্রে চাকরি প্রার্থীর প্রথম প্রয়োজনীয় বস্তু দরখাস্ত হওয়া চাই সঠিক।
    তাই এই লেখাটির লেখকে অসংখ্য ধন্যবাদ। দরখাস্তের সঠিক নিয়ম আমাদের মাঝে তুলে ধরার জন্য।

    Reply
  36. কথায় আছে,, _”আগে দর্শনদারী পরে গুণবিচারি” ঠিক তেমনি চাকরির জন্য ও আগে সঠিক নিয়মে দরখাস্ত লিখতে জানতে হয় তারপর চাকরির প্রত্যাশা করা যায়। চাকরির দরখাস্তে সহজ, সুন্দর ও সাবলীল ভাষায় ব্যক্তির তথ্য উপস্থাপন করতে হয়। এটা সম্পর্কে উক্ত আর্টিকেল এ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।

    Reply
  37. সত্যিই উপকারী একটি আর্টিকেল এটি। যার মাধ্যমে খুব সহজেই শিখতে পারলাম কীভাবে চাকরির আবেদনের জন‍্য একটি কাঠামোগত এবং সংগঠিত প্রক্রিয়ায় দরখাস্ত করতে হয় এবং প্রার্থীকে চাকরির দরখাস্ত লিখতে গেলে সুন্দর ও সাবলীল ভাষায় ও লিখতে হবে।যদি কোম্পানিতে চাকরির প্রার্থী হয় তাহলে অবশ্যই সঠিকভাবে আবেদন লিখতে এই কন্টেন্টটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    Reply
  38. চাকরি নেওয়ার জন্য অবশ্যই আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র লিখতে হয়। একটি আবেদনপত্রের দ্বারাও চাকরী প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি বুঝতে পারা যায়।
    এই আর্টিকেল টি তে, লেখক আমাদের দরখাস্ত লেখার কিছু নিয়ম জানিয়েছেন।
    চাকরির দরখাস্ত লেখার সময় আমাদের বেশ কিছু বিষয় খেয়াল ও রাখতে হয়। আমাদের আবেদন পত্রটি যেনো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়।
    লেখক কে অনেক ধন্যবাদ, এই উপকারী কন্টেন্ট লেখার জন্য। আশা করছি বর্তমান সময়ে এই লেখা টি অনেকের উপকারে আসবে।

    Reply
  39. বর্তমান যুগে চাকরি পেতে হলে প্রথমে চাকরির দরখাস্ত কিভাবে লিখতে হবে, কিভাবে পরিবেশন করতে হবে তা জানতে হয়। যদি চাকরি দরখাস্ত সময়োপযোগি না হয় তাহলে চাকরি পরীক্ষা দেওয়ার আগে তা বাতিল বলে গণ্য হয় । আবেদনপত্র দ্বারা চাকরি প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি বুঝতে পারা যায়। এই আর্টিকেল এর মাধ্যমে কিভাবে চাকরির দরখাস্ত বা আবেদন পত্র করা যায় তা জানা যায় ধন্যবাদ কনটেন্ট রাইটারকে যিনি এটি লিখেছেন।

    Reply
  40. কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করার প্রথম শর্ত হলো সঠিক নিয়মে দরখাস্ত লেখা, যেটা চাকরির ক্ষেত্রে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। নিয়ম কানুন মেনে সঠিক পদ্ধতিতে কিভাবে চাকরির দরখাস্ত লিখতে হয়, এই আর্টিকেলে সেটিই তুলে ধরা হয়েছে।

    রাইটারকে ধন্যবাদ,কনটেন্টের মাধ্যমে সুন্দরভাবে বিষয়টিকে আমাদের মধ্যে তুলে ধরার জন্য।

    Reply
  41. সরকারি হোক বা বেসরকারি সকল চাকরি নেওয়ার ক্ষেত্রে প্রথম প্রয়োজনীয় বিষয় হলো দরখাস্ত। যা একজন চাকরি প্রার্থীর জীবনবিতান্ত তুলে ধরে। কিন্তু যখন এই দরখাস্তের মধ্যে ভুল বা কাটাকাটি হয়। তখন চাকরির জন্য যেখানে আবেদন করা হবে আর যারা তার এই আবেদন পড়বে তাদের মনে চাকরি প্রার্থীর মনে ভ্রান্ত ধারণা তৈরি হাওয়ার সম্ভাবনা থাকে।
    তাই চাকরি নেওয়ার ক্ষেত্রে চাকরি প্রার্থীর প্রথম প্রয়োজনীয় বস্তু দরখাস্ত হওয়া চাই সঠিক।

    তাই লেখাটির লেখককে অসংখ্য ধন্যবাদ। আবেদন পত্রের সঠিক নিয়ম তুলে ধরার জন্য।

    Reply
  42. বর্তমানে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি পাওয়াটা যেন সোনার হরিণের মত। কোম্পানিতে চাকরি নিতে গেলে প্রথমে একটি সুন্দর তথ্য বহুল আবেদন পত্র কর্তৃপক্ষের কাছে লিখতে হয় ।এ আবেদন পত্রটি হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন । একটি আবেদনপত্র দ্বারা চাকরি প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয় ।আর্টিকেলটি পড়ে আমি বিশেষভাবে উপকৃত হলাম এমন একটি বাস্তব মুখী আর্টিকেল লেখার জন্য লেখক কে ধন্যবাদ।

    Reply
  43. আলহামদুলিল্লাহ কনটেন্টি সময় উপযোগী একটি বিষয়। আমরা অনেকেই কোম্পানিতে চাকরির দরখাস্ত কিভাবে লিখতে হয় সঠিকভাবে জানি না ।বিশেষ করে নতুনরা ,তাই এই কন্টেন্টটি নতুনদের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয় আমার মতে। কনটেন্ট লেখক কে অনেক ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করার জন্য।

    Reply
  44. আমরা সকলেই চাকরি করতে চাই এবং সেই অনুযায়ী পড়াশুনা করি। তবে অনেকেই জানি না চাকরির ক্ষেত্রে কিভাবে আবেদন পত্র লিখতে হয়। অনেকেই এই জিনিসই টি ভুল করে থাকে এবং তার জন্য দক্ষতা থাকার পরেও চাকরি পায় না। তাই চাকরি পাওয়ার ক্ষেত্রে সঠিকভাবে আবেদন পত্র লেখাটা খুবই জরুরী।

    Reply
  45. বর্তমান সময়ের সরকারি ও বেসরকারি চাকরি পাওয়াটা খুবই চ্যালেঞ্জের একটি বিষয় এবং চাকরি প্রার্থী হিসেবে কর্তৃপক্ষের নিকট অবশ্যই একটি আবেদন করতে হবে চাকরি পাওয়ার জন্য যার দ্বারা চাকরি প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা এবং নম্রতা ইত্যাদি প্রকাশ পায়। তাই সঠিক ও সুন্দরভাবে একটি চাকরি দরখাস্ত কিভাবে লিখতে হয় তা অবশ্যই জানা থাকা প্রয়োজন। যারা চাকরিপ্রার্থী, বিভিন্ন কোম্পানিতে চাকরি দরখাস্ত লেখেন অথবা যারা ভবিষ্যতে চাকরি দরখাস্ত লিখবেন তাদের উভয়ের জন্য অত্যন্ত উপকারী একটি আর্টিকেল। কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়মের একটি নমুনা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই আর্টিকেলটিতে।

    Reply
  46. যে কোন কোম্পানিতে চাকরি পেতে দরখাস্ত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দরখাস্ত নিয়ম অনুযায়ী না লিখলে চাকরি পাওয়া তো দূরের কথা ইন্টারভিউ কলও আসে না।এই আর্টিকেল এ দরখাস্ত লেখার সকল নিয়ম খুব সুন্দরভাবে বর্ননা করার জন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  47. বেসরকারি চাকরির ক্ষেত্রে অবশ্যই সুন্দর একটি আবেদন পত্রের প্রয়োজন হয়,যা এই কনটেন্টির মাধ্যমে তুলে ধরা হয়েছে। কনটেন্টি পড়ে খুবই উপকার হলো।

    Reply
  48. মাশাআল্লাহ, এটি এমন একটি কনটেন্ট যা সকল চাকরিজীবীর জন্য অত্যন্ত উপকারী এবং সময়োপযোগী। অনেকেই আছে যারা ভালোভাবে দরখাস্ত লিখতে জানে না আর লিখতে জানলেও সূক্ষ্মভাবে জানেনা। যার ফলে নানা বিভ্রান্তিকর অবস্থার শিকার হতে হয়। যে কেউ এই কনটেন্টটি পড়লে চাকরির দরখাস্ত সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবে। এই তথ্যবহুল এবং উপকারী কনটেন্টটির জন্য লেখককে জানাই অসংখ্য ধন্যবাদ।

    Reply
  49. যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন।তাদের জন্য অনেক উপকারী একটি কন্টেন্ট।এই কন্টেন্টির মাধমে সকল চাকরি প্রার্থীরা আবেদন করার জন্য সঠিক ধারনা পাবে।

    Reply
  50. মা শা আল্লাহ! চাকরীর জন্য খুবি গুরুত্বপূর্ণ বিষয়ে লেখা এই কন্টেন্ট টি।
    ধন্যবাদ লেখক কে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

    Reply
  51. চাকরিতে দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানি-না।মাশাল্লাহ অনেক সুন্দর একটি কনটেন্ট। বর্তমানে অনেকেই জানে না কিভাবে চাকরির ক্ষেত্রে দরখাস্ত লিখতে হয় । এসব চাকরির জন্য প্রথমেই প্রয়োজন হচ্ছে একটি সুন্দর ও সঠিক আবেদন পত্রের। সঠিকভাবে আবেদন পত্র না দেওয়ার ফলে অনেকেই একেবারে প্রথম পর্যায়ে চাকরি হতে বাদ পড়ে যায়। সঠিক নিয়মে দরখাস্ত লেখা না জানার কারণে অনেকেই কাঙ্খিত চাকরিটি পায় না।এতে নিজের পরিবারের স্বপ্ন ভাঙ্গে। তাই সঠিক ও সুন্দরভাবে একটি চাকরি দরখাস্ত কিভাবে লিখতে হয় তা অবশ্যই জানা থাকা প্রয়োজন।উক্ত কনটেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম একটি সুন্দর কন্টেন্ট উপহার দেয়ার জন্য লেখক কে ধন্যবাদ।

    Reply
  52. একটি ভালো চাকরির পাওয়ার প্রথম ধাপ হলো ”
    স্পট, পরিষ্কার, পরিচ্ছন্ন একটি আবেদন পত্র কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা । একটি আবেদনপত্রের দ্বারা চাকরিপ্রার্থীর ব্যক্তিত্ব,যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়। সঠিক কিছু নিয়ম মেনে চাকরির আবেদনপত্র সুন্দর ও সাবলীল ভাষায় লিখতে হয়। বাংলাদেশ অনেক কোম্পানি আছে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন পদে চাকুরির বিজ্ঞপ্তির দ্বারা দরখাস্ত আহবান করে থাকে। আমরা অনেক আছি যারা চাকরির জন্য একটি আবেদনপত্র লিখতে গিয়ে অনেক দ্বিধা – দ্বন্দ্বে পড়ে যায়। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে চাকরির জন্য একটি আবেদনপত্র সঠিকভাবে লেখার যে গুরুত্ব তা তুলে ধরা হয়েছে। তাই এত সুন্দর একটি আর্টিকেল লেখার জন্য লেখক কে জানায় অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।

    Reply
  53. অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন লেখক। বর্তমানে চাকরি যেনো সোনার হরিনে পরিণত হয়েছে। অনেক কর্মী প্রার্থী ই বলে থাকেন তারা সঠিক আবেদন পত্র পান না তাই নিয়োগ দিতে পারেন না। সে জন্য এই লেখনিটি সত্যি সময় উপযোগী । অনেক চাকরি প্রার্থী এর মাধ্যমে উপকৃত হবে বলে ধারনা করছি ।

    Reply
  54. অনেক সময় একটি সুন্দর অর্গানাইজড চাকরির দরখাস্ত চাকরি দাতাদের উপর প্রভাব ফেলে। তাই অবশ্যই আবেদন কারিদের কাঙ্খিত কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার আগে কিছু নিয়ম কানুন জেনে নিতে হবে। এই কন্টেন্টটি পড়লে সেই বিষয়ে জানা যাবে। ধন্যবাদ লেখককে।

    Reply
  55. কোম্পানিতে চাকরির দরখাস্ত লিখার নিয়ম এ কনটেন্টি অত্যন্ত উপকারী ও গুরুত্বপূর্ণ।
    কারন, চাকরির দরখাস্ত লিখতে আমরা অনেকেই জানি না।
    চাকরির দরখাস্ত লেখার সময় আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যা সুন্দর ভাবে এ কনটেন্টিতে উপস্থাপন করা হয়েছে। । অসম্ভব সুন্দর কন্টেন্টটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য লেখককে সাধুবাদ জানাই।

    Reply
  56. সরকারি অথবা বেসরকারিতে একটি ভালো চাকুরী পেতে হলে আবেদন পত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই আবেদন পত্র বা দরখাস্ত লিখার সঠিক নিয়মটি অনেকেরই অজানা। যার কারণে অনেকেই বিড়ম্বনার শিকার হন। এই কন্টেন্টটিতে বিভিন্ন কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, কন্টেন্টটিতে আবেদন পত্র লিখার নিয়মের পাশাপাশি একটি ডেমো দেয়া হয়েছে যার মাধ্যমে একজন চাকুরিপ্রার্থী দেখতেও পারবে যে আবেদন পত্রটি দেখতে কেমন হয়। এছাড়াও কন্টেন্টটিতে অন্যান্য সব প্রয়োজনীয় সনদগুলোর কথাও বলা হয়েছে যেগুলো সাবমিট করাও একজন চাকুরিপ্রার্থীর জন্য জরুরি। তাই প্রত্যেক চাকুরি প্রত্যাশীদের জন্য এই কন্টেন্টটি খুবই যুগোপযোগী বলে আমি মনে করি। এই জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  57. মাশআল্লাহ, অনেক উপকারী আজকের এই কনটেন্টটি। আমরা অনেকেই জানি না কিভাবে চাকরির দরখাস্ত লিখতে হয়।
    আজকের এই আর্টিকেলটিতে কিভাবে চাকরির দরখাস্ত করতে হয় তার কিছু নিয়ম আলোচনা করা হয়েছে। আশা করি এই আর্টিকেলটিতে দেওয়া নিয়মগুলো অনুসরণ করলে আমরা নিজেরাই নিজেদের চাকরির দরখাস্ত করতে পারবো ইনশাআল্লাহ।

    Reply
  58. আমার মনে হয় চাকরির জন্য দরখাস্ত সবাই লেখতে পারে কিন্তু সঠিকভাবে লিখতে অনেকেই পারেননা । এই কন্টেন্ট টি পড়লে দরখাস্ত লেখার সঠিক নিয়ম জানা যাবে । দরখাস্ত লেখতে জাদের মধ্যে ভয় কাজ করে তাদের জন্য কন্টেন্ট টি অনেক কাজে আসবে ।

    Reply
  59. চাকরি নেওয়ার আগে অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র লিখতে হবে। একটি আবেদনপত্রের দ্বারাও চাকরী প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়। তাই আপনি যদি কোম্পানিতে চাকরির প্রার্থী হন তাহলে আপনাকে অবশ্যই সঠিকভাবে আবেদন লিখতে জানতে হবে। আর যদি না জানেন, তাহলে আপনার জন্য চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাদের জন্য এই আর্টিকেলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। চাকরির দরখাস্ত লেখার সময় আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনার আবেদন পত্র অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কথা হবে। কোথাও যদি কাটাকাটি হয়। তাহলে আপনাকে সেই কাগজ বাদ দিয়ে অন্য একটি কাগজে আবেদন পত্র লিখতে হবে। এই আর্টিকেলটি আমাদের চাকরি প্রার্থীদের জন্য খুবই উপকারী ছিল।

    Reply
  60. আমাদের শিক্ষা জীবন থেকে কর্মজীবন সব খানেই প্রয়োজন হয় আবেদনপত্র। দূর্ভাগ্য হলেও সত্য যে দেশে বিশাল শিক্ষিত সমাজের একটি বড় অংশ এখনো পর্যন্ত ভালোভাবে চাকরির আবেদন পত্র লিখতে বা সঠিকভাবে লেখার নিয়ম জানে নাহ।ফলে তারা শিক্ষিত হলেও প্রতিযোগিতা পূর্ন চাকরির বাজারে পিছিয়ে পড়ছে। কন্টেন্টটিতে চাকরির আবেদন পত্র লেখার নিয়মটি বিস্তারিত ভাবে সহজলভ্য ভাষায় দেওয়া হয়েছে। সময়োপযোগী একটি লেখা।

    Reply
  61. কন্টেনটি আমাদের অনেক উপকারে আসবে। যে কোন কোম্পানিতে চাকরি পেতে দরখাস্ত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি অথবা বেসরকারিতে একটি ভালো চাকুরী পেতে হলে আবেদন পত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

    Reply
  62. যদিও চাকরি ভাগ্যের ব্যাপার কিন্তু নিজের থেকে যথাসাধ্য চেষ্টা করা উচিত। আর চাকরি পাবার প্রথম ধাপ‌ই হলো নিজের যোগ্যতাকে যথাযথ প্রেজেন্টেশন করা। এই কন্টেন্ট টি পড়ে অনেকেই এই বিষয় সম্পর্কে ধারণা নিতে পারবেন। ইনশাআল্লাহ।

    Reply
  63. সরকারি হোক বা বেসরকারি, ভালো একটি চাকুরীর পূর্ব শর্তই হলো আবেদন পত্র। কিন্তু বর্তমানে এই আবেদন পত্র বা দরখাস্ত লিখার সঠিক নিয়ম অনেকেই যানে না। যার কারনে অনেকেই ভালো মেধাবী হওয়ার পরও কাঙ্খিত চাকরিটি পায় না। এই আর্টিকেলটিতে বিভিন্ন কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। যা চাকরি প্রত্যাশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, কন্টেন্টটিতে আবেদন পত্র লিখার নিয়মের পাশাপাশি একটি ডেমো দেয়া হয়েছে যার মাধ্যমে একজন চাকরিপ্রার্থী দেখতে পারবে যে আবেদন পত্রটি দেখতে কেমন হয়। এছাড়াও কন্টেন্টটিতে অন্যান্য সব প্রয়োজনীয় সনদগুলোর কথাও বলা হয়েছে যেগুলো সাবমিট করাও একজন চাকরিপ্রার্থীর জন্য জরুরি। তাই প্রত্যেক চাকরি প্রত্যাশীদের জন্য এই আর্টিকেলটি খুবই যুগোপযোগী বলে আমি মনে করি। এই জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  64. সরকারি হোক বা বেসরকারি, ভালো একটি চাকরীর পূর্ব শর্তই হলো আবেদন পত্র। কিন্তু বর্তমানে এই আবেদন পত্র বা দরখাস্ত লিখার সঠিক নিয়ম অনেকেই যানে না। যার কারনে অনেকেই ভালো মেধাবী হওয়ার পরও কাঙ্খিত চাকরিটি পায় না। এই আর্টিকেলটিতে বিভিন্ন কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। যা চাকরি প্রত্যাশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, কন্টেন্টটিতে আবেদন পত্র লিখার নিয়মের পাশাপাশি একটি ডেমো দেয়া হয়েছে যার মাধ্যমে একজন চাকরিপ্রার্থী দেখতে পারবে যে আবেদন পত্রটি দেখতে কেমন হয়। এছাড়াও কন্টেন্টটিতে অন্যান্য সব প্রয়োজনীয় সনদগুলোর কথাও বলা হয়েছে যেগুলো সাবমিট করাও একজন চাকরিপ্রার্থীর জন্য জরুরি। তাই প্রত্যেক চাকরি প্রত্যাশীদের জন্য এই আর্টিকেলটি খুবই যুগোপযোগী বলে আমি মনে করি। এই জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  65. বাংলাদেশে চাকরি পাওয়া হচ্ছে সোনার হরিণ পাওয়ার সমান। কিন্তু তাই বলে যে কেউ চাকরি পাচ্ছে না তা কিন্তু নয়।অনেকের অনেক রকম গুণাবলির জন্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যে সবচেয়ে বেশি পরিশ্রম করবে সেই তার গন্তব্য স্থলে পৌঁছাতে পারবে।
    লেখক কে অনেক ধন্যবাদ জানাই, এতো সুন্দর সহজ উপায়ে এতো গুরুত্বপূর্ণ বিষয় টি উপস্থাপন করার জন্য।
    আমরা আজ কাল অনেকেই চাকরির দরখাস্ত তো দূরের কথা সাধারণ আবেদন পএও লিখতে পারি না। ৩ডি, ৪ডি এর যুগে কোনো কিছুই আর হাতে নেই।
    কনটেন্ট টি সকলের অনেক উপকারে আসবে।বিভিন্ন কোম্পানি তে চাহিদা বিভিন্ন রকম,আর সেই ভবেই সেই পদের জন্য আবেদন করতে হয়।
    এই কনটেন্ট টি সবার অনেক উপকারে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে।

    Reply
  66. খুবই গুরুত্বপূর্ণ একটি কনটেন্ট। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রত্যেক চাকুরী প্রত্যাশী সবার জন্যই বিষয়টি জানা খুবই জরুরী।
    সঠিক নিয়মে চাকরির দরখাস্ত লেখার তথ্যবহুল একটি কনটেন্ট।সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিতেও প্রতিযোগিতা মূলক পরিস্থিতিতে সঠিকভাবে আবেদন করার জন্য দরখাস্ত লেখার নিয়ম জানা প্রয়োজন। ধন্যবাদ লেখক কে বিষয়টি সঠিকভাবে তুলে ধরার জন্য।

    Reply
  67. আমরা নিজেদের ক্যারিয়ার গঠনের জন্য সরকারি কিংবা বেসরকারি চাকুরী পেতে অনেক আগ্রহী কিন্তু কিভাবে চাকুরীর জন্য একটি আবেদন বা দরখাস্ত লেখা যায় সেটা আমাদের অনেকেই জানেন না। সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করার জন্য কন্টেন্টটি বেশ উপকারী। লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  68. চাকুরী করার আগে জানতে হবে চাকুরীতে আবেদন করার নিয়ম।কারণ চাকুরী পাওয়া না পাওয়া অধিকাংশই নির্ভর করে আবেদন পত্রের উপর।একটি আবেদন পত্রের মাধ্যমে চাকুরী প্রার্থীর যোগ্যতা ফুটে ওঠে।এ আর্টিকেলে চাকুরীতে আবেদন করার নিয়ম-কানুন গুলো উল্লেখ করা হয়েছে।

    Reply
  69. প্রথমেই জযাকাল্লাহু খইরান জানাই লেখক কে।আমারা সবাই সরকারি বা বেসরকারি চাকরি পেতে চাই কিন্তু চাকরির জন্য কিভাবে সঠিক নিয়ম মেনে দরখাস্ত লিখতে হয় তা আমারা অনেকেই জানি না। যদিও চাকরি ভাগ্যের ব্যাপার তবুও নিজে থেকে যথাসাধ্য চেষ্টা করা উচিৎ। আর একটি মানসম্মত চাকরি পাওয়ার পূর্ব শর্ত হলো নিজের যোগ্যতাকে যথাযথভাবে উপস্থাপন করা। এই কনটেন্ট টি পড়ার মাধ্যমে অনেকেই তা বুঝতে পারবে। লেখকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ভাবে বিষয় টি উপস্থাপনের জন্য।

    Reply
  70. এই কনটেন্টটিতে কোম্পানিতে চাকরির দরখাস্ত কিভাবে করতে হয় তার বেশকিছু নিয়মকানুন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি এটি পড়ে খুবই উপকৃত হয়েছি।

    এজন্য লেখককে অসংখ্য ধন্যবাদ জানাই চাকরির দরখাস্ত লেখার নিয়ম এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

    Reply
  71. সরকারি কিংবা বেসরকারি চাকরি পেতে আমরা অনেকেই আগ্রহী নিজেদের ক্যারিয়ার গঠনের জন্য। যেকোনো প্রতিষ্ঠানে চাকরি পেতে গেলে প্রথমেই আমাদের দরখাস্ত লিখতে হয় বা আবেদন করতে হয়।কিন্তু অনেকেই আমরা জানি না কিভাবে আবেদন লিখতে হয় বা দরখাস্ত লিখতে হয়। চাকরির আবেদনটা গ্রহণযোগ্য হতে হলে কিছু নিয়ম ফলো করতে হয়। দরখাস্ত লেখা দেখে অনেকেই মুগ্ধ হয় এবং চাকরি পেতে সাহায্য হয়। এই কন্টেন্টটিতে খুব সুন্দর করে নিয়ম কানুন তুলে ধরা হয়েছে। লেখক কে অনেক ধন্যবাদ।

    Reply
  72. একটি আবেদনপত্রের দ্বারাও চাকরী প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়। সঠিক নিয়মে চাকরির আবেদন লেখার জন্য কন্টেন্টটি বেশ উপকারী।

    Reply
  73. একটা স্বচ্ছ ও পরিচ্ছন্ন আবেদন পত্র চাকরিতে নিয়োগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । তাই চাকরি প্রার্থীদের জন্য উপরোক্ত আর্টিকেলটি খুবই উপকারী হবে ।

    Reply
  74. আমাদের সকলের প্রত্যাসা থাকে ভালো একটা চাকরি পাওয়া।
    আর যেকোন ভালো চাকরি পাওয়ার জন্য সঠিক এবং সুন্দর ভাবে আবেদন পত্র লিখতে জানা টা জরুরি। কিন্তু আমরা অনেকেই এটা জানিনা।
    লেখক কে অসংখ্য ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ বিষয় টি আমাদের সামনে সুন্দর ভাবে তুলে ধরার জন্য।
    আশা করছি এই কন্টেন্ট টি পড়ার পর কেউ চাকরির জন্য আাবেদন পত্র লিখা নিয়ে বিড়ম্বনায় পড়বেনা।

    Reply
  75. বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। চাকরি পেতে হলে আগে তো দরখাস্ত বা আবেদন করতে হবে। বর্তমানে দরখাস্ত লিখতে অনেকেই জানে না। তাদের জন্য এই আর্টিকেল টি খুবই গুরুত্বপূর্ণ।

    Reply
  76. একটি নির্ভুল ও পরিচ্ছন্ন চাকরির আবেদন পত্র দিয়ে আপনি আপনার যোগ্যতা, দক্ষতা এবং সৃজনশীলতা কে সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন।বিশেষ করে প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরির আবেদন পত্র খুবই গুরুত্বপূর্ণ। যারা সরকারির পাশাপাশি বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে আবেদন করতে চান তাদের জন্য এই আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি একই সাথে অনেকগুলো দরখাস্তের নমুনা এখানে পাবেন।

    Reply
  77. চাকরিতে দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানি-না। যার জন্য আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে না জানলে, চাকরির দরখাস্ত গ্রহনযোগ্য হয় না।সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করার জন্য কন্টেন্টটি বেশ উপকারী।

    Reply
  78. চাকরি পেতে হলে প্রথমেই চাকরির জন্য সুন্দর ও সঠিক একটি আবেদন পত্র লিখা প্রয়োজন। এই কনটেন্টে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনেক উপকারী একটি কনটেন্ট।

    Reply
  79. যারা চাকরির জন্য দরখাস্ত লিখতে লিখতে হতাশ হয়ে গিয়েছেন এবং যারা নতুন তাদের জন্য আশা করি অত্যন্ত উপকারী কন্টেন্ট।

    Reply
  80. মাশাল্লাহ…..
    খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি আর্টিকেল চাকরি প্রত্যাশীদের জন্য।আর্টিকেলটিতে বিভিন্ন কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আমার মতো অনেকেই ইনশাআল্লাহ উপকৃত হবেন আর্টিকেলটি পড়ে।
    লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  81. চাকরি এখন সোনার হরিণ 🌻🌻
    সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে না জানলে, চাকরির দরখাস্ত গ্রহনযোগ্য হয় না।সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করার জন্য কন্টেন্টটি বেশ উপকারী

    Reply
  82. 👥👥বর্তমানে চাকরির বাজার অনেক কঠিন।এই সময়ে চাকরি পাওয়া চরম সৌভাগ্য হোক সেটা সরকারি কিংবা বেসরকারি।

    👉👉সরকারি চাকরির দরখাস্ত আমরা সবাই জানলেও বেসরকারি চাকরির দরখাস্ত লিখার কথা অনেকেই জানি না।আবার সঠিকভাবে দরখাস্ত না লিখার কারণেও অনেকের চাকরি হয় না।কেননা একটা দরখাস্ত আপনার ব্যক্তিত্বকে তুলে ধরে।

    👉👉চাকরির দরখাস্ত লেখার সময় আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনার আবেদন পত্র অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কথা হবে। কোথাও যদি কাটাকাটি হয়। তাহলে আপনাকে সেই কাগজ বাদ দিয়ে অন্য একটি কাগজে আবেদন পত্র লিখতে হবে।
    👏👏লেখককে অসংখ্য ধন্যবাদ। চাকরির দরখাস্ত লেখার নিয়ম এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

    Reply
  83. আমাদের দেশের বেশিরভাগ শিক্ষিত তরুণ-তরুনীদের সরকারি- বেসরকারি কোম্পানিতে চাকরি নিতে হয়। চাকরি নেওয়ার আগে অবশ্যই কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র লিখতে হবে। একটি আবেদনপত্রের দ্বারাও চাকরী প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়।তাই আপনি যদি কোম্পানিতে চাকরির প্রার্থী হন তাহলে আপনাকে অবশ্যই সঠিকভাবে আবেদন লিখতে জানতে হবে। আর যদি না জানেন, তাহলে আপনার জন্য চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। চাকরির দরখাস্ত লেখার সময় আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনার আবেদন পত্র অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কথা হবে।অনেকেই আছেন যারা চাকরির দরখাস্ত লেখার সঠিক নিয়ম কানুন সম্পর্কে অবগত নয়। তাদের জন্য আজকের আর্টিকেলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

    Reply
  84. মাশাল্লাহ….
    খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি আর্টিকেল চাকরি প্রত্যাশীদের জন্য।
    কন্টেন্টটিতে বিভিন্ন কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আলোকপাত করা হয়েছে।আমি সহ অনেকেই ইনশাআল্লাহ উপকৃত হবেন আর্টিকেলটি পড়ে।
    লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  85. মাশাআল্লাহ!খুব উপকারি একটি কনটেন্ট। লেখককে অসংখ্য ধন্যবাদ। চাকরির দরখাস্ত লেখার নিয়ম এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

    Reply
  86. সিভি সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটা সুন্দর সিভি আপনার সম্পর্কে পজিটিভ ধারণা তৈরি করতে সাহায্য করে। কিন্তু অনেকে সঠিকভাবে সিভি তৈরি করতে পারে না। এই কন্টেন্টটি পড়লে ইং-শা আল্লাহ সঠিকভাবে সিভি তৈরি করতে পারবেন যা চাকরিতে সহায়ক ভূমিকা রাখবে।

    Reply
  87. চাকরি পাওয়ার ক্ষেত্রে একটি সঠিক দরখাস্ত বা আবেদন চাকরি পাওয়ার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু আমরা অনেকেই এই সঠিক নিয়মকানুন জানিনা ফলে আমরা চাকরি লাভে ব্যর্থ হয়। এই আর্টিকেলটিতে লেখক চাকরির দরখাস্ত লেখার নিয়ম কানুন গুলো যথাযথভাবে তুলে ধরেছেন। যা চাকরিপ্রার্থীদের জন্য খুবই সহায়ক একটি আর্টিকেল।

    Reply
  88. খুবই দরকারী একটি আর্টিকেল। কেননা চাকরির জন্য আবেদন এর অন্যতম পূর্বশর্ত হচ্ছে দরখাস্ত লেখা।আর একটি নির্ভুল দরখাস্ত একজন প্রার্থীর প্রতিবিম্ব। কিন্তু আমরা অনেকেই জানিনা চাকরির জন্য দরখাস্ত লেখার সঠিক নিয়ম।তাই চাকরী প্রার্থী সকলের ই এটা পড়া উচিত।

    Reply
  89. বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। চাকরি পেতে হলে আগে তো দরখাস্ত বা আবেদন করতে হবে। সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে না জানলে, চাকরির দরখাস্ত গ্রহনযোগ্য হয় না।সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করার জন্য কন্টেন্টটি বেশ উপকারী।

    Reply
  90. বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। চাকরি পেতে হলে আগে তো দরখাস্ত বা আবেদন করতে হবে। সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে না জানলে, চাকরির দরখাস্ত গ্রহনযোগ্য হয় না।সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করার জন্য কন্টেন্টটি বেশ উপকারী।

    Reply
  91. বর্তমান সময়ে আমাদের দেশে এমন অবস্থা সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন খুবই ভাগ্যের বিষয়। তাই আমাদের দেশের বহু শিক্ষিত তরুণ-তরুনীদের কোম্পানিতে চাকরি করতে হয়।চাকরির জন্য আবেদন এর অন্যতম পূর্বশর্ত হচ্ছে দরখাস্ত লেখা।লেখককে অসংখ্য ধন্যবাদ। চাকরির দরখাস্ত লেখার নিয়ম এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

    Reply
  92. বর্তমান সময়ের সরকারি ও বেসরকারি চাকরির জন্য প্রার্থী হিসেবে কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হয় নিজ পরিচয় শিক্ষাগত যোগ্যতা যাচাই বাছাই এর জন্য চাকরি পাওয়ার জন্য। সঠিক ও সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার জন্য একটি চাকরি দরখাস্ত কিভাবে লিখতে হয় তা অবশ্যই জানা থাকা প্রয়োজন। যারা চাকরিপ্রার্থী, বিভিন্ন কোম্পানিতে চাকরি দরখাস্ত লেখেন অথবা যারা ভবিষ্যতে চাকরি দরখাস্ত লিখবেন তাদের উভয়ের জন্য অত্যন্ত উপকারী একটি আর্টিকেল। কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম লেখক খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই আর্টিকেলটিতে। ধন্যবাদ লেখককে।

    Reply
  93. বাংলাদেশের জন্য চাকরি সোনার হরিণের মতো। আর এই সোনার হরিণ নামক চাকরি নির্ভর করে চাকরি প্রার্থীর ব্যাক্তিত্ব,যোগ্যতা,নম্রতা আনুষঙ্গিক কিছু বিষয় এর উপর। আর এসব মাপকাঠি নির্ধারনের প্রথম ধাপ হচ্ছে চাকরির দরখাস্ত এবং দরখাস্ত লিখতে হবে সঠিক নিয়মে, আর তা জানা সব চাকরি প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ।উপরোক্ত আর্টিকেলে অত্যন্ত সাবলীলভাবে কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং একটি নমুনা দেওয়া হয়েছে। এই কন্টেন্ট ইনশাআল্লাহ অনেক মানুষকে উপকৃত করবে বলে আমার বিশ্বাস।

    Reply
  94. খুব গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল একটি কনটেন্ট। সরকারি ও বেসরকারি চাকরিতে সঠিকভাবে আবেদন করার জন্য দরখাস্ত লেখার নিয়ম এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। খুবই উপকৃত হলাম।

    Reply
  95. বর্তমান সময়ে বাংলাদেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। তাই আমাদের দেশের বেশিরভাগ শিক্ষিত তরুণ-তরুনীদের কোম্পানিতে চাকরি নিতে হয়।
    কোম্পানিতে চাকরি পেতে হলে অবশ্যই সঠিকভাবে আবেদন লিখতে জানতে হবে। আর যদি না জানা থাকে, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম।
    লেখককে অসংখ্য ধন্যবাদ কোম্পানিতে আবেদন করার সঠিক পদ্ধতি নিয়ে আর্টিকেল উপস্থাপনের জন্য।

    Reply
  96. আমরা অনেকেই চাকরির দরখাস্ত করার নিয়ম জানি না। সঠিকভাবে না লিখার কারনে অনেক আবেদনপএ রিজেক্ট হয়ে যায়। আমাদের আগে অবশ্যই চাকরির আবেদনপএ সঠিকনিয়ম জানতে হবে। যা উক্ত লেখকের কনটেন্টের মধ্য তুলে ধরেছেন।খুব উপকারি একটি কনটেন্ট। লেখককে অসংখ্য ধন্যবাদ। চাকরির দরখাস্ত লেখার নিয়ম এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

    Reply
  97. সরকারি বা বেসরকারি সকল চাকরি প্রার্থীর জন্য আর্টিকেলটি খুবই উপকারী। কারন সুন্দর ও সাবলীল ভাবে লেখা দরখাস্ত প্রার্থী সম্পর্কে পজেটিভ ধারণা তৈরি করে। তাই যারা জানেনা কিভাবে দরখাস্ত লিখতে হয় তারা এই কন্টেন্টটি পড়ে একটু হলেও উপকৃত হবে।

    Reply
  98. আমরা সবাই সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ভালো একটা চাকরি করতে চাই। কিন্তু আমারা অনেকেই চাকরির জন্য আবেদন লেখার নিয়ম জানি না।চাকরির জন্য ভালো একটা আবেদন লিখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উপরে সঠিক নিয়মে চাকরির আবেদন লিখার কন্টেন্টটি খুবই উপকারী। এজন্য লেখককে অনেক ধন্যবাদ জানাই।

    Reply
  99. আমরা সব সময় একটা সরকারি চাকরি আশা করি। সরকারি চাকরি সোনার হরিণের মত। যাদের ভাগ্যে সরকারি চাকরি হয় তারা নিজেদের ভাগ্যবান মনে করেন। কিন্তু যাদের সরকারি চাকরি হয় না তারা বেসরকারি চাকরির পিছনে ছুটেন। সরকারি হোক বেসরকারি হোক যেকোনো জায়গায় চাকরি করার আগে চাকরির জন্য একটি দরখাস্ত বা আবেদন পত্র লিখতে হয়। কিন্তু দুঃখের বিষয় আবেদনপত্র লিখার নিয়ম আমরা অনেকেই জানি না। যার জন্য আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। একটি আবেদনপত্রের দ্বারাও চাকরী প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়। সরকারি চাকরি আবেদনের জন্য কিছু ফরমেট জানা থাকলেও বেসরকারি বা কোম্পানি চাকরির ক্ষেত্রে কিভাবে আবেদন করব তা অনেকেরই জানা নেই আর এ কনটেন্ট এর মাধ্যমে লেখক আমাদের কোম্পানির চাকরির দরখাস্ত লেখার কতিপয় নিয়ম গুলো জানিয়েছেন।
    চাকরির দরখাস্ত লেখার সময় আমাদের বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এছাড়াও আমাদের আবেদন পত্র অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কথা হবে। কোথাও যদি কাটাকাটি হয়। তাহলে আমাদের কে সেই কাগজ বাদ দিয়ে অন্য একটি কাগজে আবেদন পত্র লিখতে হবে।
    ধন্যবাদ লেখক কে এমন একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, উপকারী কন্টেন্ট লেখা উপহার দেওয়ার জন্য।

    Reply

    Reply
  100. বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরি যেন সোনার হরিণ । পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। তাই আমাদের দেশের বেশিরভাগ শিক্ষিত তরুণ-তরুনীদের কোম্পানিতে চাকরি নিতে হয়। চাকরি নেওয়ার আগে অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হবে। আবেদন পত্র বা দরখাস্ত অবশ্যই সঠিক নিয়ম অনুযায়ী লিখতে হবে। এই কন্টেন্টটি পড়ার মাধ্যমে চাকরির আবেদন পত্র বা দরখাস্ত লিখার সঠিক নিয়ম জানতে পারবে । ইনশাআল্লাহ।

    Reply
  101. পড়াশোনা শেষ করে আমাদের সকলেরই ইচ্ছা আাকরি জীবনে পদার্পণ করা। তবে নিজেকে ও নিজের চাকরির দরখাস্ত কিভাবে তৈরি করবো এটা আমাদের অনেকেরই অজানা। আর এই কন্টেন্টটির মাধ্যমে যা যানা সম্ভব হয়েছে। কন্টেন্টটি খুবই গুরুত্বপূর্ণ।

    Reply
  102. এই কন্টেন্টটি পড়ে অনেকেই সুন্দর ভাবে দরখাস্ত লিখতে পারবে। লেখককে অসংখ্য ধন্যবাদ। চাকরির দরখাস্ত লেখার নিয়ম এত সুন্দর করে উপস্থাপন করার জন্য।

    Reply
  103. সরকারি বা বেসরকারি যে কোন চাকরির ক্ষেত্রে সঠিকভাবে দরখাস্ত লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।কারণ একটি সুন্দর ও সাবলীল দরখাস্ত চাকরিপ্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা ইত্যাদি প্রকাশ পায়। এই আর্টিকেলটিতে সঠিকভাবে দরখাস্ত লেখার নিয়ম কানুন সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।যারা নতুন চাকরিপ্রার্থী তারা এই আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন।

    Reply
  104. চাকরি পাওয়ার প্রথম ধাপ হলো চাকরির জন্য আবেদন করা। আমরা যেটা দরখাস্তের মাধ্যমে করে থাকি। সঠিক নিয়মে দরখাস্ত লিখে আবেদনের মাধ্যমে কেবল চাকরি লাভ করা যেতে পারে। খুবই কার্যকরি নিবন্ধ।

    Reply
  105. অতন্ত্য গুরুত্বপূর্ণ একটি টপিকস তুলে ধরা হয়েছে কন্টেন্টিতে।পড়াশোনা শেষে প্রত্যেকের ইচ্ছে সরকারি বা ভালো কোন বেসরকারি কোম্পানিতে জব করা।সেক্ষেত্রে প্রথম যে ধাপটা আসে তাহলো চাকুরির জন্য দরখাস্ত বা আবেদন করা।দরখাস্ত হতে হবে পরিমার্জিত যেটাতে অনেকের ভূল হয়ে থাকে।
    তাই এই কন্টেন্টি হতে পারে প্রত্যেক চাকুরি-প্রত্যাশীদের জন্য দিকনির্দেশনা।
    ধন্যবাদ লেখককে।

    Reply
  106. আমরা তরুণরা যারা সরকারি চাকরির সুযোগ না পেয়ে বিভিন্ন বেসরকারি কোম্পানিতে চাকরির আবেদন করার কথা ভাবছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনটেন্ট এটি।লেখক খুব সুন্দরভাবে কোম্পানিতে দরখাস্তের নমুনা দেখিয়েছেন এবং সঠিকভাবে দরখাস্ত লেখার গুরুত্বও তুলে ধরেছেন,সেই সাথে দিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে নানা দিকনির্দেশনা।কোম্পানিতে চাকরি প্রত্যাশী যেকোনো পাঠকের জন্য এটি চমৎকার একটি কনটেন্ট। লেখকের প্রতি কৃতজ্ঞতা জানাই বিষয়টি এতো সাবলীলভাবে উপস্থাপনের জন্য।

    Reply
  107. মাশা আল্লাহ সুন্দর একটি কন্টেন।
    সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এ চাকুরী করতে হলে সঠিকভাবে দরখাস্ত লিখা খুবই গুরুত্বপূর্ণ। এই কন্টেন্ট টিতে তা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।লেখক কে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সময়উপযোগি এই কন্টেন্ট টি শেয়ার করার জন্য।

    Reply
  108. বর্তমান সময়ের সরকারি ও বেসরকারি চাকরি পাওয়াটা খুবই চ্যালেঞ্জের একটি বিষয় এবং চাকরি প্রার্থী হিসেবে কর্তৃপক্ষের নিকট অবশ্যই একটি আবেদন করতে হবে চাকরি পাওয়ার জন্য যার দ্বারা চাকরি প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা এবং নম্রতা প্রকাশ পায়। তাই সঠিক ও সুন্দরভাবে একটি চাকরি দরখাস্ত কিভাবে লিখতে হয় তা অবশ্যই জানা থাকা প্রয়োজন। কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়মের একটি নমুনা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই আর্টিকেলটিতে।

    Reply
  109. বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি পাওয়া যোগ্যতা,ভাগ্য এবং অর্থ এই তিনটি বিষয়ের উপর অনেকটা নির্ভর করে। তাই এটা বলাই যায় যে বর্তমানে চাকরী পাওয়া সোনার হরিণের মতো সেটা সরকারি বা কোম্পানির চাকরি হোক।কিন্তু আসলে সত্য কথা হলো আমরা অনেকেই চাকরির দরখাস্ত লেখার সঠিক নিয়ম কানুন সম্পর্কে অবগত না।এই কনটেন্টটিতে চাকরির দরখাস্ত লেখার সঠিক নিয়ম কানুন সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই কনটেন্টটি পড়ে নিয়মগুলো অনুসরন করলে আমরা সবাই খুব সহজেই চাকরির দরখাস্ত সঠিকভাবে লিখতে পারবো, ইনশাআল্লাহ। কনটেন্টটি আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।লেখকে অসংখ্য ধন্যবাদ এমন কনটেন্ট লেখার জন্য।

    Reply
  110. https://www.facebook.com/615596213
    আমরা বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশ করি। এছাড়া বাংলাদেশের সকল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি, সকল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি, সকল ফার্মাসিটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি, সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, এনজিওর শাখা সমূহের ঠিকানা, পরীক্ষার রুটিন ও রেজাল্ট সহ বিভিন্ন বিষয়ের টিপস প্রকাশ করি। আপনি যদি একজন চাকুরি প্রার্থী হন তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

    Reply
  111. একটি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে সঠিক ভাবে চাকরির দরখাস্ত লিখাটা অনেক গুরুত্বপূর্ণ।পড়াশোনার শেষে সকলের ইচ্ছা সরকারি হউক বা বেসরকারি হউক ভাল মানের একটা চাকরি করা।

    শিক্ষিত প্রত্যেককে উচিত সঠিকভাবে দরখাস্ত লিখা পদ্ধতিটা শিখে নেয়া। এই কন্টেন্টটি চাকরি প্রত্যাশি ভাইওবোনদের অনেক উপকারি।

    Reply
  112. সরকারি হোক বা কোম্পানি যে কোনো চাকরী পাওয়ার ক্ষেত্রেই প্রথম এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে সঠিকভাবে আবেদন করা।সঠিকভাবে আবেদন পত্র না লিখতে পারা চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়। একটি আবেদন পত্রের মাধ্যমে চাকরি প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়।
    এই কনটেন্টটিতে খুবই সুন্দরভাবে কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম-কানুন আলোচনা করা হয়েছে।চাকরি প্রার্থীদের জন্য এটি খুবই উপকারী কনটেন্ট। লেখককে অসংখ্য ধন্যবাদ এমন একটি অতি প্রয়োজনীয় কনটেন্ট লেখার জন্য।

    Reply
  113. যেকোনো চাকরির জন্যই সর্বপ্রথম সঠিক নিয়মের দরখাস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক এখানে খুবই সুন্দর ভাবে সঠিক নিয়মের দরখাস্ত কিভাবে তৈরি করতে হয় তা ফুটিয়ে তুলেছেন। সেজন্য লেখককে ধন্যবাদ।

    Reply
  114. অনেকেই আছেন যারা চাকরির দরখাস্ত লেখার সঠিক নিয়ম কানুন সম্পর্কে অবগত নয়। তাদের জন্য আজকের আর্টিকেল অনেক বেশি গুরুত্বপূর্ণ

    Reply
  115. আমরা অনেকেই একাডেমিক পড়াশোনায় ভালো হলেও বাস্তবমুখী জ্ঞান আমাদের কম। এখনো অনেকে চাকুরির দরখাস্ত, সিভি, আবেদনের জন্য অন্যের দ্বারস্থ হোন। এজন্য স্ট্যান্ডার্ড মানের দরখাস্ত লিখতে পিছিয়ে পড়ার কারণে চাকুরী পাওয়া কঠিন হয়ে যায়।
    এই কনটেন্টটিতে চাকরির দরখাস্ত লেখার সঠিক নিয়ম কানুন সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই কনটেন্টটি পড়ে নিয়মগুলো অনুসরন করলে আমরা সবাই খুব সহজেই চাকরির দরখাস্ত সঠিকভাবে লিখতে পারবো, ইনশাআল্লাহ। কনটেন্টটি আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।লেখকে অসংখ্য ধন্যবাদ এমন কনটেন্ট লেখার জন্য।

    Reply
  116. একটি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে সঠিক ভাবে চাকরির দরখাস্ত লিখাটা অনেক গুরুত্বপূর্ণ।চাকরিতে দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানি-না।সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে না জানলে, চাকরির দরখাস্ত গ্রহনযোগ্য হয় না।সঠিক নিয়মে চাকরির দরখাস্ত তৈরি করার নিয়ম-কানুন এই কনটেন্টে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

    Reply
  117. একটি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে সঠিক ভাবে চাকরির দরখাস্ত লিখাটা অনেক গুরুত্বপূর্ণ।চাকরিতে দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানি-না।সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে না জানলে, চাকরির দরখাস্ত গ্রহনযোগ্য হয় না।সঠিক নিয়মে চাকরির দরখাস্ত তৈরি করার নিয়ম-কানুন এই কনটেন্টে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

    Reply
  118. সরকারি বেসরকারি যেকোনো চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য সঠিকভাবে চাকরির দরখাস্ত লেখাটা অত্যন্ত জরুরি।কারণ সঠিক ও মার্জিত দরখাস্তের দ্বারা ও আবেদনকারীর ব্যক্তিত্ব, যোগ্যতা ইত্যাদি গুনাবলি নির্ধারিত হয়। চাকুরির জন্য দরখাস্তের সঠিক নিয়ম আর্টিকেলটিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

    Reply
  119. আমরা অনেকেই একাডেমিক পড়াশোনায় ভালো হলেও বাস্তবমুখী জ্ঞান আমাদের কম। এখনো অনেকে চাকুরির দরখাস্ত, সিভি, আবেদনের নিয়ম জানি না। এজন্য স্ট্যান্ডার্ড মানের দরখাস্ত লিখতে পিছিয়ে পড়ার কারণে চাকুরী পাওয়া কঠিন হয়ে যায়। আজকের কনটেন্ট এর মাধ্যমে অনেকেই চাকরির জন্য কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে যথেষ্ট ধারণা আসবে। ধন্যবাদ লেখককে এত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য।

    Reply
  120. চাকরির জন্য আমরা অনেকেই কোম্পানিতে আবেদন করি। আবেদন করতে গেলে দরখাস্ত লেখার প্রয়োজন হয়। কিন্তু সঠিকভাবে দরখাস্ত লিখতে না পারার কারণে আমরা অনেকেই চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হই। চাকরি পাওয়ার জন্য আবেদনপত্র লেখার কিছু নিয়ম রয়েছে।এই নিয়মগুলো অনুসরণ করলে চাকরি পাওয়ার সম্ভাবনা বহুগুনে বেড়ে যায়। কারণ চাকরি পাওয়ার পূর্বশর্তগুলোর মধ্যে একটি হলো আবেদনপত্র সঠিকভাবে লেখা।

    Reply
  121. আলহামদুলিল্লাহ কনটেন্ট টি পড়ে খুবই ভাল লাগল। আসলে আমরা যারা লেখা পড়া করে চাকরি করতে চাই তাদের জন্য কনটেন্ট টি খুব ই দরকারি । কারণ চাকরি এখন সোনার হরিণ । বিশেষ করে যথাযত আবেদন করা হয়না বলেই চাকরি হয়না । তাই আমি মনে করি কনটেন্ট টি সবার পড়া উচিত। এটা লেখার জন্য লেখক কে অনেক ধন্যবাদ।

    Reply
  122. তথ্য বহুল আর্টিকেলটির বিষয় হলো “কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম।”

    চাকরির জন্য সর্ব প্রথম কাজ হলো চাকরির জন্য আবেদন করা। আর আবেদন লিখতে হবে অনেক সতর্কতার সঙ্গে। আবেদন বা দরখাস্ত সঠিকভাবে ও আকর্ষণীয় করে লিখতে অনেক নিয়ম জানতে হয়।আর্টিকেলটিতে সুন্দর ভাবে নিয়ম গুলো তুলে ধরা হয়েছে। আর্টিকেলটি এতো সুন্দর ভাবে লেখার জন্য ও আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান।🍁🍁🍁

    Reply
  123. আমরা সকল শিক্ষার্থী পড়ালেখা শেষে সরকারি বেসরকারি কাজের পিছে ঘুরি ।আমরা সেই কাজ এর জন্য কতটা যোগ্য তা আমরা কাজের আবেদন পত্রে ফুটিয়ে তুলতে পারি l
    লেখক কে ধন্যবাদ সঠিক ও সুন্দর ভাবে চাকরির দরখাস্ত তৈরি করার নিয়ম-কানুন এই কনটেন্টে তুলে ধরার জন্য।

    Reply
  124. চাকরির জন্য আমরা অনেকেই আবেদন করি। আবেদন করতে গেলে দরখাস্ত লেখার প্রয়োজন হয়। কিন্তু কিভাবে চাকুরীর জন্য একটি ভালো আবেদনপত্র বা দরখাস্ত লেখা যায় সেটা আমাদের অনেকেই জানি না ।কন্টেন্টটিতে বিভিন্ন কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  125. চাকরির আবেদনের জন্য অনেকেই সঠিকভাবে দরখাস্ত লেখার নিয়ম জানে না।যার কারনে চাকরির আবেদন করার সময় বিড়ম্বনায় পড়তে হয়।এই কনটেন্ট এর মাধ্যমে অনেকেই চাকরির জন্য কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে যথেষ্ট ধারণা পাবে। ধন্যবাদ লেখককে এত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কনটেন্ট লেখার জন্য

    Reply
  126. সঠিক নিয়মে চাকরির দরখাস্ত না লিখতে না পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।
    কিন্তু কিভাবে চাকুরীর জন্য একটি ভালো আবেদনপত্র বা দরখাস্ত লেখা যায় সেটা আমাদের অনেকেই জানি না ।কন্টেন্টটিতে বিভিন্ন কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    Reply
  127. মাশাল্লাহ অনেক উপকারী একটি আর্টিকেল। বর্তমানে চাকরিতে দরখাস্ত লিখতে অনেকেই জানেনা। যার জন্য আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। একটি আবেদন পত্রের মাধ্যমেও চাকরির প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়। এছাড়া আমাদের আবেদনপত্রে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কথা হতে হবে। কোথাও যদি কাটাকাটি হয়। তাহলে আমাদেরকে সেই কাগজ বাদ দিয়ে অন্য একটি কাগজে আবেদন পত্র লিখতে হবে। এই কনটেন্টটি পড়ার মাধ্যমে চাকরির আবেদন পত্র বা দরখাস্ত লেখার সঠিক নিয়ম জানতে পারবে। ইনশাআল্লাহ।

    Reply
  128. সঠিক নিয়মে দরখাস্ত লেখতে হলে এই কন্টেন্ট টা সবার পড়া উচিত।
    আমরা অনেকে চাকরির জন্য দরখাস্ত লেখতে বিভিন্ন মানুষের ধারস্ত হই। অনেকেই দরখাস্ত লেখতে জানলেও সঠিক নিয়ম অনুসরণ করে লেখতে পারে না। বিষয় টা ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ যা অনেকে জানে না।

    Reply
  129. বেসরকারি কোম্পানিগুলো বিভিন্ন সময়ে তাদের প্রয়োজনে বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির দ্বারা দরখাস্ত আহবান করে থাকে। একটি আবেদনপত্রের দ্বারা চাকরী প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়। চাকরির দরখাস্ত লেখার সময় কিছু নিয়ম কানুন মেনে সুন্দর ও সাবলীল ভাষায়লিখতে হয়। যদি সঠিক নিয়মে চাকরির দরখাস্ত না লেখা হয় তবে চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যায়। । কনটেন্টটি পড়ে আমি দরখাস্ত লেখা সঠিক নিয়ম জানতে পেরেছি। লেখক কে ধন্যবাদ গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী এ লেখাটির জন্য।

    Reply
  130. আলহামদুলিল্লাহ কনটেন্ট টি পড়ে খুবই ভাল লাগল। আসলে আমরা যারা লেখা পড়া করে চাকরি করতে চাই তাদের জন্য কনটেন্ট টি খুব ই দরকারি। কারণ চাকরি এখন সোনার হরিণ। বিশেষ করে যথাযত আবেদন করা হয়না বলেই চাকরি হয়না। তাই আমি মনে করি কনটেন্ট টি সবার পড়া উচিত। এটা লেখার জন্য লেখক কে অনেক ধন্যবাদ।

    Reply
  131. দরখাস্ত লিখার সঠিক নিয়ম কানুন না জানার ফলে অনেক সময় অনেক ভাল চাকরী ও হাত চাড়া হয়ে যায়।কিন্তু এখানে লেখক কনটেন্টটি এত সুন্দর করে তুলে ধরেছেন যাদের দরখাস্ত লিখার সম্পর্কে কোন ধারণা নাই তাঁরাও জানতে পারবে।ধন্যবাদ লেখককে এত সুন্দর একটা কনটেন্ট সবাইকে উপহার দেওয়ার জন্য।

    Reply
  132. বর্তমান সময়ে চাকরি যেন এক সোনার হরিণ সেটা সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি। চাকরির জন্য আমরা অনেকেই আবেদন করি। আবেদন করতে গেলে দরখাস্ত লেখার প্রয়োজন হয়। কিন্তু কিভাবে চাকুরীর জন্য একটি ভালো আবেদনপত্র বা দরখাস্ত লেখা যায় সেটা আমাদের অনেকেই জানি না ।কন্টেন্টটিতে বিভিন্ন কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  133. বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। সঠিক নিয়মে চাকরির দরখাস্ত লিখতে না পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।লেখককে অসংখ্য ধন্যবাদ চাকরির দরখাস্ত লেখার নিয়ম এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

    Reply
  134. এই কন্টেন্টে অনেক তথ্যবহুল বিষয় তুলে ধরা হয়েছে। কোন কোম্পানিতে চাকরির জন্য একটি আবেদন পত্র লিখতে হয়। অনেকেই এই আবেদন পত্রটি লেখার সঠিক নিয়ম জানে না। আপনি চাকরী প্রার্থী হয়ে থাকলে নিয়ম কানুনগুলো জানা অতি জরুরি। কারণ এটি দিয়েও আপনার যোগ্যতা যাচাই করা হয়। চাকরির দরখাস্ত সঠিক নিয়মে লিখতে না পারলে তা গ্রহনযোগ্য হয় না। আবেদন পত্রটি সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে না পারলে চাকরি পাওয়ার সম্ভাবনাও কমে যায়। এর জন্য এই লেখাটিতে একটি লাখার নমুনা উপস্থাপন করা হয়েছে। লেখককে অসংখ্য ধন্যবাদ এমন উপকারি একটি কন্টেন্ট লেখার জন্য।

    Reply
  135. দূর্ভাগ্য হলেও সত্য যে দেশে এই বিশাল শিক্ষিত সমাজের একটি বড় অংশ এখন পর্যন্ত ভালোভাবে বাংলা চাকরির আবেদন পত্র লিখতে বা সঠিকভাবে লেখার নিয়ম জেনে না।ফলে তারা শিক্ষিত হলেও প্রতিযোগিতা পূর্ন চাকরির বাজারে পিছিয়ে পড়ছে। ফলে তৃণমূল পর্যায়ে শিক্ষার যে উন্নতি লক্ষ্য করার কথা ছিল তা লক্ষ্য করা যাচ্ছে না।

    আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একজন ছাত্র বা ছাত্রীকে চাকরির আবেদন পত্র, সিভি, কভার লেটার, বায়োডাটা ইত্যাদির ব্যাপারে খুব বেশি শিক্ষা দেওয়া হয় না। যার কারণে চাকরির বাজারে তারা ঠিকমত প্রতিযোগিতা করতে পারেনা।
    উক্ত কন্টেন্ট টি তে সুন্দরভাবে সব বুঝিয়ে দেয়া হয়্রছে কিভাবে একটি কোম্পানিতে চাকরির জন্য দরখাস্ত লিখবেন। 🥰🥰
    Thanks a bunch👍

    Reply
  136. চাকরিতে দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানি-না। যার জন্য আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে না জানলে, চাকরির দরখাস্ত গ্রহনযোগ্য হয় না।বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। তাই আমাদের দেশের বেশিরভাগ শিক্ষিত তরুণ-তরুনীদের কোম্পানিতে চাকরি নিতে হয়। চাকরি নেওয়ার আগে অবশ্যই আমাদের কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র লিখতে হয়। চাকরিপ্রার্থীদের জন্য এই কনটেন্ট ভীষণ উপকারী। ধন্যবাদ লেখক কে এত সুন্দর কনটেন্ট লেখার জন্য।

    Reply
  137. দরখাস্ত বা আবেদন পত্রের মাধ্যমে একজন ব্যক্তি তার নিজস্বতা তুলে ধরতে পারে।
    এক্ষেত্রে আমি মনে করি দরখাস্ত বা আবেদন পত্র নিজের হাতে লেখাই উত্তম।
    অনেক চাকরি প্রার্থী দরখাস্ত লেখার সময় দরখাস্ত এবং সিভি এক পৃষ্ঠায় লিখে থাকে। এরকম না করাই ভালো।
    যারা বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানিতে আবেদন করার চিন্তা করছে তাদের জন্য এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    Reply
  138. অবিশ্বাস্য হলেও সত্যি একাডেমিক পড়াশোনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরেও আমরা অনেকেই চাকরির দরখাস্ত লিখার সময় অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকি । চাকুরী প্রত্যাশীদের এই দ্বিধাদ্বন্দ দূরীকরণের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    Reply
  139. আমরা অনেকেই জানিনা চাকরির আবেদন কিভাবে করতে হয়, আবার জানলেও সঠিক নিয়ম মেনে আবেদন করতে পারি না। এই যুগে চাকরি পাওয়া সোনার হরিণের মতো আর সরকারি চাকরি তো প্রায় ধরা ছোয়ার বাইরে। কিন্তু যে চাকরিই হোক না কেন আবেদন সঠিকভাবে করতে না জানলে সে আবেদন গ্রহণযোগ্যতা পায় না। তাই আবেদন এর সঠিক নিয়ম জেনে তারপর আবেদন করা উচিত।
    এই কন্টেন্ট এ বিভিন্ন প্রকার চাকরির আবেদন এর নিয়ম দেয়া আছে যা আমাদের ভবিষ্যতে খুবই উপকারে দেবে। এছাড়া যারা এখন আবেদন করতে চায় তাদের জন্য ও খুব উপকারী হবে।
    ধন্যবাদ লেখককে এতো গুরুত্বপূর্ণ ও উপকারী একটি কন্টেন্ট লিখার জন্য।

    Reply
  140. একটি আবেদনপত্রের দ্বারাও চাকরী প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়।
    লেখককে ধন্যবাদ এমন তথ্যবহুল কন্টেন্ট লিখার জন্য।

    Reply
  141. বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পাওয়া যেন ভাগ্যের বিষয়। তাই আমাদের দেশের বেশিরভাগ শিক্ষিত তরুণ-তরুনীদের কোম্পানিতে চাকরি নিতে হয়। চাকরি নেওয়ার আগে অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র লিখতে হবে। একটি আবেদনপত্রের দ্বারাও চাকরী প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি নির্ধারণ করা হয়।

    আর এই কন্টেন্ট থেকে জানা যাবে সেই আবেদন পত্র লিখার বিস্তারিত নিয়ম।যা একজন চাকুরী প্রত্যাশী ব্যাক্তির জন্য অনেক উপকার হবে।

    Reply
  142. চাকরির আবেদন আমার যোগ্যতার বহিঃপ্রকাশ। চাকরির আবেদন পত্রের মানসম্মত এবং গ্রহণযোগ্যতা এ ব্যাপারে আমরা অনেকে উদাসীন। আমাদের উচিত চাকরির দরখাস্তের নিয়ম কানুন জেনে সঠিক নিয়মে, আবেদনপত্র তৈরি করা এতে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। নিম্নলিখিত কনটেন্টিতে চাকরির আবেদন পত্রের সঠিক এবং বিস্তারিতভাবে লেখার নিয়ম রয়েছে। ধন্যবাদ লেখক কে প্রয়োজনীয় একটি কন্টেন্ট জন্য।

    Reply
  143. ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য লেখককে।

    Reply
  144. সরকারি চাকরি কিংবা বেসরকারি যেটাই হোকনা কেন,চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালণ করবে একটি সঠিক ও পরিষ্কার পরিচ্ছন্ন দরখাস্ত। কিন্তু অনেকে সঠিক দরখাস্ত লিখতে না পারায় প্রথমেই বাতিল হয়ে যায়। এছাড়া দরখাস্ত লিখার জন্য অন্যদের কাছে ছুটোছুটি করে। এই ছুটোছুটি না করে এই কনটেন্ট টি পড়ার মাধ্যমে সুন্দরভাবে দরখাস্ত উপস্হাপন করা যাবে।দরখাস্ত সুন্দর ভাবে লিখার জন্য খুব উপকারি একটি কনটেন্ট। তাই ধন্যবাদ জানাই লেখক কে।

    Reply
  145. সত্যি বলতে জানার কোন শেষ নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর ও চাকরীর আবেদন করার মত যথেষ্ট ভালো জ্ঞান ছিল না।সব সময় মনে হতো ঠিক ভাবে হয়েছে তো?এই কন্টেন্ট টিতে রাইটার একদম হাতে কলমে শিখিয়েছেন। ধন্যবাদ এতো উপকারী পোস্ট এর জন্য।

    Reply
  146. উন্নয়নশীল দেশগুলোতে চাকরীর প্রচেষ্টার জন্য নিজের একাডেমিক জ্ঞান থাকার পাশি বেসিক জ্ঞান থাকাও বাঞ্ছনীয়! আমাদের দেশে যদি একজন গ্রাজুয়েট ছাত্র বিভিন্ন চাকরির আবেদনের জন্য কারোর কাছে সুন্দর দরখাস্ত লেখার জন্য ছুটতে হয় তাহলে যেকোনো ব্যক্তিই তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে উপহাস করতে থাকে,এরফলে সেই ব্যক্তি ভাগ্যক্রমে দৈবাৎ চাকরি পেলেও সে ঘুস দিয়ে চাকরী পেয়েছে বলে তাকে হেয় করা হয়,তার শিক্ষার সাথে সাথে ব্যক্তিগতভাবেও তাকে আক্রমণ করা হয়,লেখককে মোবারকবাদ জানাই,তার এই কন্টেন্ট শিক্ষিতমহলে যথেষ্ট কদর পাবে বলে মনে করি!শুভকামনা

    Reply
  147. চাকরি পাওয়া বর্তমান সময়ে সোনার হরিণ পাওয়ার সাথে তুলনা করলেও মিথ্যা বলা হবেনা।কোন কোম্পানিতে চাকরি পাওয়ার প্রথম শর্ত ই হলো পরিষ্কার পরিছন্ন দরখাস্ত লিখতে পারা।সাম্প্রতিক সময়ের সাথে তাল মিলিয়ে গুরুত্বপূর্ণ আর্টিকেল টি লেখার জন্য লেখককে সাধুবাদ জানাই।

    Reply
  148. চাকরি, এই সময়ে সোনার হরিন, আর চাকরি পাওয়ার প্রথম ধাপ হল, সঠিক ভাবে দরখাস্ত লেখা,বাস্তব সত্যি হল আমরা একাডেমিক ভাবে শিক্ষিত হলেও, দরখাস্ত লেখার নিয়ম অনেকেই অজানা, এই, আর্টকেল থেকে আমরা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে বিষদ ভাবে জানতে পারলাম। লেখককে ধন্যবাদ এই সময় উপযোগী উপস্থাপনার জন্য।

    Reply
  149. চাকরি পাওয়ার ক্ষেত্রে দরখাস্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে আবেদনপত্রটি যদি সঠিক নিয়মে না হয় তবে চাকরি পাওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। কনটেন্টটিতে আমরা কিভাবে সঠিক উপায় আবেদন পত্র লিখতে পারব তাই বলা হয়েছে। যার চাকরি প্রত্যাশীদের জন্য খুবই উপকারী ভাবে বলে আমি মনে করি।

    Reply
  150. কোম্পানির চাকরির জন্য দরখাস্ত করার নিয়ম জানতে পেরে আগামীতে আমার চাকরিপ্রারম্ভে নিজেকে সঠিকভাবে পরিচয় করাতে পারব। এটা আমার জন্য প্রথম ধাপের প্রতিরোধশীলতা এবং পেশাদার ছবি গড়ে তুলতে সাহায্য করতে পারে। এছাড়াও, নিয়মগুলি অনুসরণ করে দক্ষতা এবং দায়িত্বশীলতা প্রদর্শন করতে সাহায্য করতে পারে যা কোম্পানির কাছে একটি গুরুত্বপূর্ণ গুন। গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Reply
  151. চাকরির দরখাস্ত লেখার সময় আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে।আমরা অনেকেই জানিনা চাকরির আবেদন কিভাবে করতে হয়, আবার জানলেও সঠিক নিয়ম মেনে আবেদন করতে পারি না। আর তাই উপরোক্ত আর্টিকেলটি আমাদের চাকরি প্রার্থী ভাই বোন দের জন্য অনেক উপকারী।
    লেখককে ধন্যবাদ এমন তথ্যবহুল কন্টেন্ট লিখার জন্য

    Reply
  152. চাকরিতে দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানি-না। সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে না জানলে, চাকরির দরখাস্ত গ্রহনযোগ্য হয় না।বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পেতে হলে অনেক কম্পিটিশন ফেস করতে হয়। চাকরিপ্রার্থীদের জন্য এই আর্টিকেলটি ভীষণ উপকারী। ধন্যবাদ লেখককে ইম্পরট্যান্ট তথ্যগুলো আমাদেরকে জানানোর জন্য।

    Reply
  153. যেকোনো ধরনের চাকরির ক্ষেত্রে আবেদন পত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সঠিক এবং সুন্দর আবেদন পত্র ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। এই প্রতিবেদনটি পড়ে যে কেউ সঠিক নিয়মে চাকরির আবেদন করতে পারবে।

    Reply
  154. এসব জবের জন্য ফর্মাল দরখাস্ত লিখার ফরমেট জানা অত্যন্ত জরুরী যা কিনা শিক্ষা জীবনে আমরা পাইনা। এসব ফর্মালিটির উপর জবের অনেক ফ্যাক্ট নির্ভর করে। লেখককে অনেক ধন্যবাদ উপকারী কন্টেন্ট এর জন্য।সচরাচর এমন লিখা দেখা যায়না।

    Reply
  155. চাকরিতে দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানি-না।যেকোনো ধরনের চাকরির ক্ষেত্রে আবেদন পত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে না জানলে, চাকরির দরখাস্ত গ্রহনযোগ্য হয় না।বর্তমান সময়ে আমাদের দেশে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি কোম্পানিতে চাকরি পেতে হলে অনেক কম্পিটিশন ফেস করতে হয়। চাকরিপ্রার্থীদের জন্য এই আর্টিকেলটি ভীষণ উপকারী।গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Reply
  156. চাকুরীপ্রত্যাসীদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় কনটেন্ট।

    Reply
  157. আমরা অনেকেই কোম্পানিতে চাকরির জন্য দরখাস্ত করতে পারিনা সঠিক নিয়মে। এটি একটি উপকারী কনটেন্ট এটার মাধ্যমে আমরা সঠিকভাবে দরখাস্ত করা শিখতে পারবো। আশা করি এটি সবার উপকারে আসবে ধন্যবাদ জানাই ‌ লেখক কে ।

    Reply
  158. সঠিক নিয়মে চাকরির দরখাস্ত করতে না জানার কারণে আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। কারণ চাকরির দরখাস্ত লেখার কিছু নিয়ম আছে এবং বেশকিছু বিষয়ের প্রতি খেয়াল রেখে দরখাস্ত করতে হয়। আমরা যদি সঠিকভাবে চাকরির দরখাস্ত লিখতে না পারি তাহলে দরখাস্থটি অগ্রহণযোগ্য হবে এবং সেক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা আর থাকেনা। লেখক তার এই আর্টিকেলটিতে বিভিন্ন কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার বিষয়টি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন যা আমরা অনেকেই জানতাম না এজন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  159. অনেক গুরুত্বপূর্ণ একটি কনটেন্ট। চাকরি আমরা সবাই করতে চাই। কিন্তু সঠিক ভাবে দরখাস্ত না করতে পারায় বেশির ভাগ ক্ষেত্রে চাকরি হয়ে উঠে না।উক্ত কনটেন্টটি আমরা যদি ভালো ভাবে জেনে বুঝে চাকরির জন্য এপ্লাই করে তবে আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সহজ হবে।

    Reply
  160. চাকরির দরখাস্ত লিখতে আমরা অনেকেই জানি না।চাকরির দরখাস্ত লেখার সময় আপনাকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে।যা এই আর্টিকেল টিতে খুব সুন্দর ভাবে বুঝনো হয়েছে। লেখকে অনেক ধন্যবাদ।

    Reply
  161. একজন মানুষের পড়াশোনা শেষ করার পর একটি আয়ের ক্ষেত্রের প্রয়োজন পড়ে। সেটা হোক সরকারি বা বেসরকারি চাকরি। চাকরির আবেদন করার জন্য একটি দরখাস্ত পেশ করতে হয়।আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা সঠিকভাবে দরখাস্ত লিখতে পারে না, যার ফলে চাকরি পেতে সমস্যা হয়।
    কোন চাকরির জন্য কেমন দরখাস্ত পেশ করতে হয় তা জানা একজন চাকরির প্রার্থীর জন্য অত্যাবশ্যক। আশা করছি এই কনটেন্ট এর মাধ্যমে কনসেপ্ট অনেকটা পরিষ্কার হবে ।

    Reply
  162. দূর্ভাগ্য হলেও সত্য যে দেশে এই বিশাল শিক্ষিত সমাজের একটি বড় অংশ এখন পর্যন্ত ভালোভাবে বাংলা চাকরির আবেদন পত্র লিখতে বা সঠিকভাবে লেখার নিয়ম জেনে না। সঠিক নিয়মে, আবেদনপত্র তৈরি করলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এই লেখনীতে যথাপোযুক্ত দিকনিদেশনার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।

    Reply
  163. চাকরি পাওয়ার প্রথম ধাপ হচ্ছে আবেদন পত্র।আবেদন পত্র সঠিকভাবে লিখতে জানাটা জরুরি।কেননা প্রাথমিক বাছাই আবেদন পত্র দেখেই হয়। চাকরি প্রত‍্যাশীদের জন‍্য এই প্রতিবেদনটিতে লেখক সঠিক নিয়মে আবেদন পত্র উপস্থাপন করেছেন যা অনেক প্রয়োজনীয়।

    Reply
  164. চাকরিতে দরখাস্ত লিখার সঠিক নিয়ম জানা না থাকার কারনে আমাদের অনেকেরই নানান সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বর্তমান সময়ে অনেকের মাঝে নিজেকে যোগ্য হিসেবে উপস্থাপন করার অন্যতম উপায় হলো সঠিক ভাবে গুছিয়ে চাকরির দরখাস্ত লিখা।

    লেখক চাকরির দরখাস্ত লেখার নিয়ম খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপহার দিয়েছে এই আর্টিকেল এর মাধ্যমে। লেখককে অসংখ্য ধন্যবাদ 

    Reply
  165. ধন্যবাদ লেখক কে প্রয়োজনীয় একটি কন্টেন্ট লেখার জন্য।চাকরির আবেদন আমাদের যোগ্যতার বহিঃপ্রকাশ। চাকরির আবেদন পত্রের মানসম্মত এবং গ্রহণযোগ্যতা এ ব্যাপারে আমরা অনেকে উদাসীন। আমাদের উচিত চাকরির দরখাস্তের নিয়ম কানুন জেনে সঠিক নিয়মে, আবেদনপত্র তৈরি করা। এতে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। উপরের কনটেন্টিতে চাকরির আবেদন পত্রের সঠিক নিয়ম বিস্তারিতভাবে লেখা রয়েছে।

    Reply

    Reply
  166. সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিতেও প্রতিযোগিতা মূলক পরিস্থিতিতে সঠিকভাবে আবেদন করার জন্য দরখাস্ত লেখার নিয়ম জানা প্রয়োজন। চাকরি প্রার্থীদের এই কন্টেন্ট টি পড়া উচিত। ধন্যবাদ লেখককে।

    Reply
  167. চাক‌রি এখন মানু‌ষের স্ব‌প্নে প‌রিনত হ‌য়ে‌ছে। এ স্বপ্ন পূরনের জন‌্য শত শত শিক্ষার্থী অক্লান্ত প‌রিশ্রম ক‌রে যা‌চ্ছে। চাক‌রি করার জন‌্য প্রথম পদ‌ক্ষেপ হ‌চ্ছে চাক‌রি‌তে স‌ঠিক ভ‌া‌বে আবেদন করা। তাই স‌ঠিক নিয়‌মে আবেদন লিখতে পারা আবশ‌্যক। আমি ম‌নে ক‌রি সকলের এ লেখা‌টি ম‌নো‌যোগ সহকা‌রে পড়া উচিত। এতে ক‌রে সক‌লে উপকৃত হ‌বেন। আমার খুব উপকার হ‌য়ে‌ছে এ লেখা‌টি প‌ড়ে। ধন‌্যবাদ লেখক‌কে।

    Reply
  168. দেশে শিক্ষাখাত দ্রুত উন্নতি করায় এর প্রভাব গ্রাম থেকে শুরু করে শহর নগর সর্ব ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে দেশে বিশাল এক শিক্ষিত শ্রম শক্তি গড়ে উঠেছে। তবে দূর্ভাগ্য হলেও সত্য যে দেশে এই বিশাল শিক্ষিত সমাজের একটি বড় অংশ এখন পর্যন্ত ভালোভাবে চাকরির আবেদন পত্র লিখতে বা সঠিকভাবে লেখার নিয়ম জেনে না।বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ফলে সরকারি চাকরির পাশাপাশি কোম্পানির চাকরির বাজার ও হয়ে গেছে প্রতিযোগিতা পূর্ণ।কিন্তু বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা, তারা শিক্ষিত হলেও প্রতিযোগিতা পূর্ন চাকরির বাজারে পিছিয়ে পড়ছে। ফলে তৃণমূল পর্যায়ে শিক্ষার যে উন্নতি লক্ষ্য করার কথা ছিল তা লক্ষ্য করা যাচ্ছে না।
    আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একজন ছাত্র বা ছাত্রীকে চাকরির আবেদন পত্র, সিভি, কভার লেটার, বায়োডাটা ইত্যাদির ব্যাপারে খুব বেশি শিক্ষা দেওয়া হয় না। যার কারণে চাকরির বাজারে তারা ঠিকমত প্রতিযোগিতা করতে পারেনা। সে জন্য আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই লেখককে, এত সুন্দর একটা লেখনী উপহার দেয়ার জন্য।

    Reply
    • বর্তমান সময় সরকারি ও বেসরকারি চাকুরির আবেদন পত্র লেখার ক্ষেত্রে নিয়ম-কানুন অনুসরণ করতে হয়। সঠিক নিয়মে আবেদনপত্র লেখা না হলে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি লেখককে সময় উপযোগী একটি লেখনী উপস্থাপন করার জন্য ।

      Reply
  169. চাকরির দরখাস্ত লেখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হয়।কোম্পানির চাকরির দরখাস্ত গ্রহণযোগ্য করতে সঠিক নিয়মে লিখতে হয়।সঠিক নিয়মে আবেদন লেখার জন্য কন্টেন্টটি অনেক উপকারী ভূমিকা রাখবে।
    ধন্যবাদ লেখককে এমন কন্টেন্ট লেখার জন্য।

    Reply
  170. চাকরি করতে আগ্ৰহী প্রত্যেক প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কর্মদক্ষতার প্রতি সচেতন হওয়া জরুরি।
    কোন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করার প্রথম ধাপ হলো আবেদন পত্র তৈরি করা।
    আর এটি করতে হবে যথাযথ নিয়ম মেনে। কেননা, আবেদন পত্রটি কোন প্রতিষ্ঠানের নিকট প্রার্থীর সুস্পষ্ট পরিচয় ধারন করে।একটি সঠিক আবেদন পত্র‌‌‌ প্রাতিষ্ঠানকে প্রার্থীর প্রতি আগ্ৰহী করে তোলে।
    বিভিন্ন ভাবে আমরা আবেদন পত্র লিখার নিয়ম জানতে পারি ‌। তবে, প্রতিযোগিতার এ সময়ে একজন চাকরি প্রার্থীর জন্য সবচেয়ে ইউনিক ও বলিষ্ঠ আবেদন পত্র সম্পর্কে বিস্তারিত জানতে এ কন্টেন্টটি সহায়তা করবে।

    Reply
  171. কোম্পানিতে চাকরির দরখাস্ত কিভাবে লিখব তা নিয়ে রিসার্চ করছিলাম তারপরে এই আর্টিকেলটি পায়। এই আর্টিকেলটি আমাকে খুবই সাহায্য করেছে এখন কোম্পানিতে চাকরির দরখাস্ত কিভাবে লিখব তা শিখে গেছে।

    Reply
  172. চাকুরী করার আগে জানতে হবে চাকুরীতে আবেদন করার নিয়ম।কারণ চাকুরী পাওয়া না পাওয়া অধিকাংশই নির্ভর করে আবেদন পত্রের উপর।একটি আবেদন পত্রের মাধ্যমে চাকুরী প্রার্থীর যোগ্যতা ফুটে ওঠে।এ আর্টিকেলে চাকুরীতে আবেদন করার নিয়ম-কানুন গুলো উল্লেখ করা হয়েছে।

    Reply
  173. বর্তমান সময়ের চাকরি বাজারে দরখাস্ত প্রথম ধাপ । যেকোনো চাকরির জন্য আপনাকে প্রথমে দরখাস্ত তৈরি করতে হবে। অথচ আমরা কেউ সঠিকভাবে দরখাস্ত তৈরি করতে জানিনা। যার জন্য অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমরা চাকরি পাই না। যেকোনো কোম্পানিতে আপনার দরখাস্তের পরিপাটি ও মাধুর্য এর উপর বিবেচনা করে আপনাকে নির্বাচন করা হয়। এই কনটেন্টটিতে খুব সুন্দর ভাবে লিখা আছে কিভাবে চাকরির জন্য দরখাস্ত তৈরি করতে হবে। ধন্যবাদ লেখক কে এত সুন্দর করে একটি কনটেন্ট লেখার জন্য।

    Reply
  174. বর্তমানে সরকারি চাকরির বাজারে যে পরিমান কম্পিটিশন তাতে শুধুমাত্র সরকারি চাকরির প্রত্যাশা করা বোকামি। এজন্য বিভিন্ন কম্পানির চাকরির জন্যও নিজেকে প্রস্তুত করতে হবে। আর চাকরির প্রথম ধাপ হলো সঠিক নিয়মে একটি দরখাস্ত তৈরি করা।যেকোনো কোম্পানিতে দরখাস্তের পরিপাটি ও মাধুর্য এর উপর বিবেচনা করে ব্যক্তিকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়। তাই এটি অবশ্যই চাকরি প্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ন ধাপ।

    Reply
  175. অনেকেরই চাকরির আবেদনপত্র বাতিল হয়ে যায় শুধুমাত্র আবেদনপত্র কিভাবে লিখতে হবে তা না জানার কারনে।এই লেখাটি নতুনদের কাজে লাগবে।

    Reply
  176. 🌼🌼বর্তমান সময়ে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি যেন এক সোনার হরিণ। চাকরির দরখাস্ত করার নিয়ম আমরা অনেকেই জানিনা যার জন্য আমাদেরকে অনেক বিড়ম্বনা করতে হয় এবং চাকরি পেতে দেরি হয়।

    🍀🍀লেখককে অসংখ্য ধন্যবাদ চাকরি দরখাস্ত নিয়ম সম্পর্কে আমাদের জানানোর জন্য কনটেন্টি খুবই উপযোগী 🍀🍀

    Reply

Leave a Comment