চাকরির দরখাস্ত লেখার নিয়ম | চাকরির আবেদন করার নিয়ম- আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরণের দরখাস্ত বা আবেদনপত্র লিখতে হয়। ছাত্র জীবন থেকে শুরু করে চাকুরী জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরণের আবেদন লিখতে হয়। আবেদনপত্র লিখতে আমাদেরকে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। আবেদনপত্র কিভাবে লিখব বা দরখাস্তের মধ্যে কি কি উল্লেখ করতে হয় ইত্যাদি।
বিশেষ করে চাকুরী প্রার্থীগণ চাকুরীর জন্য দরখাস্ত লিখতে গিয়ে অনেক সমস্যায় ভূগে থাকেন। চাকরির দরখাস্ত লেখার নিয়ম না জানার কারণে আমরা অনেকেই সঠিকভাবে আবেদনপত্র লিখতে পারি না। যার ফলে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট আবেদনপত্রটি গ্রহণযোগ্য হয়না। এছাড়া আমাদেরকে অনেক সময় চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত লিখতে হয়। আজ আমরা এই আর্টিকেল থেকে চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানার চেষ্টা করবো।
চাকরির জন্য আবেদন পত্রে যে বিষয়গুলো উল্লেখ করতে হয় | চাকরির দরখাস্ত লেখার নিয়ম-
ক) আবেদনের শুরুতেই তারিখ উল্লেখ করতে হবে।
খ) তারিখের নিচে একটু স্পেস দিয়ে যার বরাবর আবেদন করবেন তার পদবী, কোম্পানীর নাম এবং ঠিকানা উল্লেখ করতে হবে।
গ) যে পদে আবেদন করবেন তা উল্লেখ করে বিষয় লিখতে হবে।
ঘ) যার বরাবর আবেদন পত্র লিখছেন তাকে সম্মানসূচক শব্দ দিয়ে সম্বোধন করতে হবে। যেমন- জনাব, স্যার, মহোদয় ইত্যাদি।এরপর সম্মানসূচক কিছু বাক্য লিখতে হয়। যেমন- যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে অথবা সবিনয় বিনীত নিবেদন এই যে ইত্যাদি।
ঙ) আবেদনপত্রের প্রধান অংশ হলো বডি (মূল অংশ)। বডিতে আবেদনের মূল কথাগুলো প্রাঞ্জল ভাষায়, অল্প কথায় গুছিয়ে লিখতে হবে।
চ) সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত উল্লেখ করতে হবে।
ছ) জীবন বৃত্তান্ত উল্লেখ করার পর অতএব অংশে বিনয়ের সাথে আবেদন গ্রহণ করার অনুরোধ জানাতে হবে।
জ) অতএব অংশ লিখার পর বিনীত নিবেদক লিখে তার নিচের লাইনে একটু স্পেস দিয়ে নিজের নাম, পদবী, কোম্পানী ও ঠিকানা উল্লেখ করতে হবে।
ঝ) নামের উপরে ফাঁকা অংশে স্বাক্ষর করতে হবে।
ঞ) পরিশেষে সংযুক্তি অর্থাৎ আবেদনপত্রের সাথে আনুসাঙ্গিক যে কাগজপত্রগুলো জমা দিবেন সেগুলো উল্লেখ করতে হবে।
আরও পড়ুন
কোম্পানিতে চাকরির দরখাস্ত লেখার নিয়ম বিস্তারিত জানতে – ভিজিট করুন
এনজিও চাকরির দরখাস্ত লেখার নিয়ম বিস্তারিত জানতে – ভিজিট করুন
স্কুলে চাকরির জন্য দরখাস্ত লেখার নিয়ম বিস্তারিত জানতে – ভিজিট করুন
চাকরির দরখাস্ত লেখার নিয়ম | চাকরির আবেদন করার নিয়ম
চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম নমুনা
তারিখ- ২০ এপ্রিল ২০২২ ইং
বরারব,
ব্যবস্থাপনা পরিচালক,
ইব্রাহিম টেক বিডি
১৫, বরুন ভবন (৭ম তলা), গুলশান সার্কেল ২, ঢাকা ১২১২।
বিষয়- কম্পিউটার অপারেটর পদে চাকুরীর জন্য আবেদন।
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী গত ১২/০৪/২০২২ইং তারিখে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আপনার কোম্পানীতে কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। উক্ত পদে আগ্রহী প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত সহ প্রয়োজনীয় কাগজপত্র আপনার সমীপে পেশ করলাম।
জীবন বৃত্তান্ত
১) নাম: মনিরুল ইসলাম
২) পিতার নাম: জহিরুল ইসলাম
৩) মাতার নাম: সুমাইয়া ইসলাম
৪) বর্তমান ঠিকানা: নুরেরচালা বোডঘাট, ভাটারা, গুলশান, ঢাকা
৫) স্থায়ী ঠিকানা: গ্রাম-কালিয়ানী, ডাকঘর-উল্লাপাড়া, থানা- উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ
৬) জন্ম তারিখ: ০১ ফেব্রুয়ারী, ১৯৯২
৭) জাতীয়তা: বাংলাদেশী
৮) ধর্ম: ইসলাম
৯) বৈবাহিক অবস্থা: বিবাহিত
১০) জাতীয় পরিচয়পত্র নং- 00000000000
১১) মোবাইল নং- 00000000000
১২) রক্তের গ্রুপ: বি পজিটিভ
১৩) শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম | পাশের সন | শাখা/বিভাগ | রেজাল্ট | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
এমবিএ | ২০১৮ | হিসাব বিজ্ঞান | সিজিপিএ-৩.২০ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
বিবিএ | ২০১৬ | হিসাব বিজ্ঞান | সিজিপিএ-৩.৪০ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
এইচএসসি | ২০১২ | বানিজ্য | জিপিএ-৪.৫০ | রাজশাহী |
এসএসসি | ২০১০ | বিজ্ঞান | জিপিএ-৫.০০ | রাজশাহী |
১৪) অভিজ্ঞতা: কনকর্ড গ্রুপে কম্পিউটার অপারেটর হিসেবে গত এপ্রিল ২০১৮ইং থেকে কর্মরত আছি। অন্যান্য কোম্পানীতে চাকুরীর অভিজ্ঞতা থাকলে ক্রমানুসারে তা উল্লেখ করুন।
অতএব, জনাবের নিকট বিনীত প্রার্থনা এই যে, আমার প্রদানকৃত জীবন বৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্রের তথ্যাদি যাচাই পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে বিনীতভাবে অনুরোধ করছি।
বিনীত নিবেদক
মনিরুল ইসলাম
কম্পিটার অপারেটর
কনকর্ড গ্রুপ
৪৩, উত্তর বানিজ্যিক এলাকা
গুলশান ২, ঢাকা ১২১২
সংযুক্তি-
ক) সকল শিক্ষা সনদের অনুলিপি।
খ) অভিজ্ঞতা সনদের অনুলিপি।
গ) জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।
ঘ) পাসপোর্ট সাইজের ছবি।
চাকুরী প্রার্থীদের জন্য অসাধারণ একটি আর্টিকেল শেয়ার করার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ।
আমরা অনেকেই লেখাপড়া করে চাকরি করার জন্য আবেদন করি, কিন্তু সঠিক ভাবে আবেদন না করার কারনে চাকরি হয়না। আমরা হতাশ হয়ে পড়ি, কনটেন্টি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য বহুল, ! চাকরি প্রত্যাশি সবার কনটেন্ট টি পড়া উচিত, আমি মনেকরি, এ জন্য কনটেন্ট লেখককে অসংখ্য ধন্যবাদ