ভূমিকা- দেশের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নে উল্লেখিত পদে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ – এনটিআরসিএ কর্তৃক আয়োজিত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হচ্ছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন – এনটিআরসিএ পরীক্ষায় অংশগ্রহণের তথ্যাবলী নিম্নরূপ-
পদের নাম- সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)
শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ-
ক) মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম)
খ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১২শ)
গ) উচ্চ মাধ্যমিক কলেজ (১১শ-১২শ)
ঘ) স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
শিক্ষাগত যোগ্যতা- যে কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রী বা সমমান অথবা স্নাতক ডিগ্রী/সমমান সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ-
ক) দাখিল মাদ্রাসা (১ম-১০ম)
খ) আলিম মাদ্রাসা (১ম-১২শ)
গ) ফাযিল মাদ্রাসা (১ম-১৫শ)
ঘ) কামিল মাদ্রাসা (১ম-১৭)
শিক্ষাগত যোগ্যতা- মাদ্রাসা শিক্ষা বোর্ড/ইসলামী বিশ্ববিদ্যালয়/ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় এর অধীনে মাদ্রাসা থেকে ফাযিল ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা অথবা অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে আরবী বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রী ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ-
ক) এসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট
খ) দাখিল (ভোকেশনাল) মাদ্রাসা
গ) এইচএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট
ঘ) এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) কলেজ/ইনস্টিটিউট
ঙ) ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইনস্টিটিউট
চ) ডিপ্লোমা ইন ফিশারিজ ইনস্টিটিউট
শিক্ষাগত যোগ্যতা- যে কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রী বা সমমান অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী/সমমান সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
পদের নাম- গ্রন্থাগার প্রভাষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)
শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ-
স্নাতক (পাস) কলেজ (১১শ-১৫শ)
শিক্ষাগত যোগ্যতা- যে কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী/সমমান অথবা স্নাতক সহ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী/সমমান।
শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ-
ক) ফাযিল মাদ্রাসা (১ম-১৫শ)
খ) কামিল মাদ্রাসা (১ম-১৭শ)
শিক্ষাগত যোগ্যতা- মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা ইসলামী বিশ্ববিদ্যালয়/ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় এর অধীনে মাদ্রাসা থেকে কামিল ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
বিঃ দ্রঃ বর্ণিত সর্বশেষ ডিগ্রী ব্যতিত সমগ্র শিক্ষা জীবনে যে কোন একটিতে ৩য় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে।
আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) পদে ০৩ ধরণের প্রতিষ্ঠানের যে কোন একটিতে এবং গ্রন্থাগার প্রভাষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) পদে ০২ ধরণের প্রতিষ্ঠানের যে কোন একটিতে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনের সময়সীমা-
আবেদন শুরুর তারিখ ও সময়- ১০ মার্চ ২০২২ ইং তারিখ বিকাল ৪টা
আবেদনের শেষ সময়- ৩১ মার্চ ২০২২ ইং তারিখ রাত ১২টা
এনটিআরসিএ – বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র পূরণের নিয়মাবলী-
ক) আগ্রহী প্রার্থীগণ http://ntrca.teletalk.com.bd/apply.php ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে কোন একটি পদের নাম Select করে Next বাটনে ক্লিক করে আবেদন ফরম পূরণ করবেন।
খ) আবেদনকারীর ৩০০ x ৩০০ পিক্সেল এর সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০ x ৮০ পিক্সেল এর স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
গ) আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পর User ID সহ PDF আকারে একটি Applicant’s Copy আসবে। প্রার্থীগণ উক্ত কপিটি ডাউনলোড করে সংরক্ষণ করবেন। পরবর্তীতে পরীক্ষা সংক্রান্ত সকল কাজে উক্ত User ID ব্যবহার করতে হবে।
ঘ) আবেদন ফরমে উল্লেখিত আপনার ব্যক্তিগত মোবাইলে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এসএমএস এর মাধ্যমে জানানো হবে। বিধায় উক্ত নম্বরটি সর্বদা সচল রাখবেন।
এনটিআরসিএ – বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি-
টেলিটক প্রি-পেইড সিম থেকে দু’টি এসএমএস প্রদানের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
প্রথম এসএমএস- NTRCA<space>User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
প্রথম এসএমএস পাঠানোর পরে PIN সহ একটি রিপ্লাই ম্যাসেজ আসবে। উক্ত PIN নম্বর দিয়ে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে।
দ্বিতীয় এসএমএস- NTRCA<space>Yes <space>PIN লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। দ্বিতীয় এসএমএস পাঠানোর পরে Password সহ একটি Success SMS আসবে। পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য User ID এবং Password টি সংরক্ষণ করে রাখবেন।
এনটিআরসিএ – বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার কেন্দ্র সমূহ-
ক) প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেন্দ্র পরিবর্তনের কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।
খ) প্রিলিমিনারি টেস্টের কেন্দ্র- দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, রাজশাহী, নওগাঁ, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালী, সিলেট ও রাঙ্গামাটি।
গ) লিখিত পরীক্ষার কেন্দ্র- রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ।
ঘ) অনলাইনে আবেদন ফরম পূরণের সময় প্রার্থী যে কেন্দ্র উল্লেখ করেছেন সেই কেন্দ্রেই প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করবেন।
সরকারী-বেসরকারী চাকরির বিজ্ঞপ্তি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পেতে ভিজিট করুন
Great read! The author’s analysis was both thorough and engaging. I found myself thinking about it long after reading. What did you all think about this?
This was a fascinating piece. The author’s insights were very compelling. I’m eager to hear different viewpoints on this topic. What are your thoughts?