বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ দিচ্ছে অফিসার ক্যাডেট

Spread the love

বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ- ৮৭ BAFA কোর্সে বাংলাদেশ বিমান বাহিনী তাদের নিজস্ব ওয়েবসাইটে “অফিসার ক্যাডেট” নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ উক্ত পদে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রদান করা হবে।

নিম্নলিখিত যোগ্যতা পূরণের ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনী তে নিয়োগ দেওয়া হবে-

পদের নাম- অফিসার ক্যাডেট

বেতন ও অন্যান্য সুবিধা সমূহ-প্রশিক্ষণ চলকালীন অবস্থায় ১০,০০০ (দশ হাজার) টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে।
পদ সংখ্যাঅনির্ধারিত
প্রার্থীর বয়স (পুরুষ ও মহিলা)-বয়স সর্বনিম্ন ১৬ বছর ৬ মাস এবং অনুর্ধ্ব ২২ বছর
বৈবাহিক অবস্থা-অবশ্যই অবিবাহিত/অবিবাহিতা
শাখা-জিডি (পি), লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি/ মিটিওরলজিক্যাল, ফিন্যান্স ও এ্যাডমিন
আবেদন ফি-১,০০০/- (এক হাজার) টাকা

প্রশিক্ষণ ও কমিশন প্রদান-

বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৩ বছর সহ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহ মেয়াদি প্রশিক্ষণ শেষ হলে ফ্লাইং অফিসার পদবীতে নিয়মিত কমিশন প্রদান। কমিশন প্রাপ্তির পরবর্তী ১ বছর সহ ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে।

প্রশিক্ষণ শেষে ডিগ্রী অর্জন-

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি) এর অধীনে বিএসসি (সম্মান) এরোনটিক্স ডিগ্রি অর্জন।

বাংলাদেশ বিমান বাহিনী-তে নিয়োগের জন্য শিক্ষাগত ও শারিরীক যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতাশারিরীক যোগ্যতা
ক) ফিন্যান্স শাখা- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৪.৫০ এবং হিসাব বিজ্ঞান/গণিত নূন্যতম লেটার গ্রেড ‘এ’।ক) পুরুষ প্রার্থীদের বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি, উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি।
খ) জিডি (পি) ও লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল শাখা- এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান) উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’।খ) নারীদের ক্ষেত্রে বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি, উচ্চতা জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি ও অন্যান্য- কমপক্ষে ৬২ ইঞ্চি।
গ) এ্যাডমিন শাখা- উভয় পরীক্ষায় যে কোনো শাখায় জিপিএ ৪.৫০।গ) ওজন- বয়স ও উচ্চতা অনুসারে।
ঘ) চোখ- জিডি(পি) শাখার প্রার্থীদের জন্য দু’চোখের দৃষ্টিশক্তি ৬/৬ এবং Color Perception Standard-1 ও অন্যান্য শাখার প্রার্থীদের জন্য বিধি মোতাবেক।

যে সকল প্রার্থীগণ অফিসার ক্যাডেট পদে বাংলাদেশ বিমান বাহিনী-তে আবেদন করতে পারবেন না-

ক) সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
খ) আইএসএসবি পরীক্ষায় দু’বার প্রত্যাখ্যাত বা স্ক্রীন্ড আউট
গ) ফৌজদারী যে কোন অপরাধে আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
ঘ) আপীল মেডিকেল বোর্ড বা সিএমবি কর্তৃক প্রত্যাখ্যাত।
ঙ) ১৯ বছর বয়সের পূর্বে ল্যাসিক (LASIK) গ্রহণযোগ্য হবে না। ১৯ বছর অতিক্রান্ত হওয়ার পর ল্যাসিক করা হলে, ল্যাসিক এর তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে কমপক্ষে ০৬ মাস অতিবাহিত হতে হবে।

বাংলাদেশ বিমান বাহিনী-তে যোগদানের জন্য পরীক্ষার তারিখ-

পরীক্ষার মাস (২০২২)পরীক্ষার তারিখ
ফেব্রুয়ারী ২২, ২৩, ২৮
মার্চ ০৬, ০৮, ১৫
এপ্রিল ০৩, ০৫, ১০, ১২, ১৯, ২৪, ২৬
মে ১০, ১১, ১৭, ১৮, ২২, ২৪, ২৯, ৩১
জুন ০১, ০৫, ২৮
জুলাই ০৩, ০৫, ১৭, ১৯, ২৪, ২৭
আগষ্ট ০১, ২১, ২৮, ৩০
সেপ্টেম্বর ০৪, ১১
অনলাইনে আবেদন করার পর উল্লেখিত তারিখগুলোর মধ্যে যে কোন দিন বাংলাদেশ বিমান বাহিনী এর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে উপস্থিত হয়ে প্রার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ বিমান বাহিনী তে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ও পরীক্ষার কেন্দ্র-

বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমান বন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

বিঃ দ্রঃ পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি এবং ব্যাগ ইত্যাদি বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

অফিসার ক্যাডেট হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী তে যোগদানের পরবর্তী সুবিধাসমূহ-

ক) বৈমানিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ।
খ) বিমান বাহিনীর তত্ত্বাবধানে দেশে/বিদেশে মাস্টার্স ও পিএইচডি সহ উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ।
গ) প্রশিক্ষণ চলাকালীন সময়ে এবং কমিশন প্রাপ্তির পর পেশাগত প্রশিক্ষণের জন্য মেধাবী অফিসার ক্যাডেট এবং অফিসারদের বিদেশ গমনের সুযোগ।
ঘ) বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সামরিক বা সহকারী সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগের সুযোগ।
ঙ) Logistic Officer, Air Traffic Controller, Air Defense Weapons Controller, Engineering Officer, এবং Administrative Officer হওয়ার সুযোগ।
ঙ) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করার সুযোগ।
চ) উড্ডয়নে অকৃতকার্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অন্যান্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ।
ছ) মনোরম ও নিরাপদ পরিবেশে মানসম্মত বাসস্থান এবং ভর্তূকি মূল্যে রেশনের সুযোগ।
জ) সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বাংলা ও ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়াম এ অধ্যয়নের সুযোগ।
ঝ) সামরিক হাসপাতালে (নিজ, স্ত্রী-সন্তান, পিতা-মাতা, শশুড়-শাশুড়ী) উন্নত চিকিৎসার সুযোগ। প্রয়োজন হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ গ্রহণের সুযোগ।
ঞ) বিমান বা হেলিকপ্টারে এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে যাতায়াতের সুযোগ।
ট) সুদমুক্ত প্লট এবং গাড়ি ঋণ প্রাপ্তির সুযোগ।

বাংলাদেশ বিমান বাহিনী-তে আবেদনের সময়সীমা-

ক) অনলাইনে আবেদন শুরু- ১৮ ফেব্রুয়ারী ২০২২
খ) আবেদনের শেষ সময়- ০৯ সেপ্টেম্বর ২০২২

আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী-

আগ্রহী প্রার্থীগণ বাংলাদেশ বিমান বাহিনী-র নিজস্ব ওয়েবসাইট https://joinairforce.baf.mil.bd এ প্রবেশ করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতঃ পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র এবং প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি।
খ) নিজ নিজ ইউনিয়ন পরিষদ/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক ও নাগরিকত্ব সনদ, বৈবাহিক সনদ ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে।
গ) সম্প্রতি তোলা ১২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
ঘ) সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
ঙ) চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীতার জন্য নিজ নিজ কর্মস্থল বা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত অনুমতি পত্র।
চ) জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি।
ছ) জেলা বা বিভাগীয় পর্যায়ে খেলাধুলার কৃতিত্ব অর্জনের কোন সনদ থাকলে তার সত্যায়িত অনুলিপি।
জ) শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত অনুলিপি।

বাংলাদেশ বিমান বাহিনী তে যোগ দিতে আবেদনের নিয়মাবলী-

ক) আগ্রহী প্রার্থীগণ বাংলাদেশ বিমান বাহিনী-র ওয়েবসাইটে http://www.joinbangladeshairforce.mil.bd প্রবেশ করে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করবেন।
খ) প্রথমতঃ রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করা হলে আবেদন ফি বাবদ ১,০০০/- টাকা জমা দিতে হবে।
গ) আবেদন ফি জমা দেওয়ার পর User ID এবং Password সহ আপনার মোবাইলে একটি এসএমএস আসবে। উক্ত User ID এবং Password দিয়ে Login করে আবেদন ফরম পূরণ করতে হবে।

সরকারী-বেসরকারী চাকরির বিজ্ঞপ্তি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পেতে ভিজিট করুন

1 thought on “বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ দিচ্ছে অফিসার ক্যাডেট”

Leave a Comment