সাফল্য নিয়ে মনীষীদের বিখ্যাত উক্তি ও বাণী

Spread the love

মহান আল্লাহ বলেন – ‘ মানুষ সেটাই পাবে যেটার জন্য সে পরিশ্রম করবে এবং সেই পরিশ্রমের ফল তাকে দেখানো হবে ‘ – । সুরা নাজম, আয়াত ৩৯-৪০ ।

সফলতা কাকে বলে এ বিষয়ে সমাজ বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, দার্শনীকগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন তা সবগুলোই ঠিক। জোর দিয়ে যদি বলি ‘ মানুষ যা চায় সেটা পাওয়াকেই সফলতা বলে’। তবে সেই পাওয়া হতে হবে সততার সাথে কল্যাণ কামিতার জন্য। সেই লক্ষ্যে পৌছানোর জন্য প্রয়োজন * লক্ষ্য ঠিক করা ( স্বপ্ন দেখা) * পরিকল্পনা করা * আমি পারবো সেই আত্মবিশ্বাস রাখা * কাজে নেমে যাওয়া এবং লক্ষ্যে না পৌছানো পর্যন্ত লেগে থাকা। সেটা যেই পেশার জন্যই হোক। হতে পারে কেউ সফল শিক্ষক হতে চান হলেন। তিনি সেখানে সফল । কেউ ক্রীড়াবিদ হতে চান- হলেন । তিনি সেখানেই সফল । কেউবা শিল্পী হতে চান, হলেন । তিনি সেখানেই সফল । কেউ উদ্যোক্তা তথা ব্যবসায়ী হতে চান , হলেন। তিনি সেখানে সফল । কেউবা সফল বক্তা হিসেবে সমাজ উন্নয়নে ভুমিকা রাখতে চান; হলেন । তিনি সেখানে সফল ( যেমন লেস ব্রাউন ,এনটনি রবিনস )। কেউ বা কর্পোরেট সেক্টোরে সফল এক্সিকিউটিভ হতে চান , হলেন; তিনি সেখানে সফল ।

সব মানুষই চায় জীবনে সফল হতে । কিন্তু সবাই সফল হতে পারেন না । এমন কি জ্ঞান , বুদ্ধি , বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতার শিখরে পৌঁছতে পারেন না। এর অন্যতম কারণ হল বেশিরভাগ মানুষ নিজেই জানেন না তার ভেতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কী করতে পারেন। আর বাকি কারণ হল চেষ্টা , আত্মবিশ্বাস, ধৈর্য , সাফল্যের জন্য ক্ষুধা ইত্যাদির অভাব । কিন্তু মনীষীরা যুগ যুগ ধরে মানুষকে তাদের বাণী , অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাফল্যের মূল মন্ত্রগুলি শোনাতেই চেয়েছেন । যার ফলে নানাভাবে উদ্দীপ্ত হয়ে মানুষ নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন। সেরকমই বিশিষ্ট মনীষী এবং কিছু সফল মানুষের সাফল্য নিয়ে ৪০টি বিখ্যাত উক্তি ও বাণী সমূহ তুলে ধরা হল-

উক্তি: সাফলতা

১। “মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে”

এ.পি.জে আব্দুল কালাম (পদার্থ বিজ্ঞানী, ভারতের সাবেক রাষ্ট্রপতি)

.২। “ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি”

ডেল কার্নেগী (বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর)

৩।  “কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি”

পাবলো পিকাসো (বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী)

৪।   “সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে”

– অস্কার ওয়াইল্ড (বিশ্বখ্যাত আইরিশ কবি, লেখক ও নাট্যকার)

৫।  “সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনও কাজে বিলিয়ে দেয়”

জন উডেন (বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়)

৬। “সাফল্য খুব সহজ ব্যাপার। সঠিক কাজটি সঠিক ভাবে ও সঠিক সময়ে করে ফেলো”

আর্নল্ড গ্লাসগো (আমেরিকান সফল উদ্যোক্তা)

সাফল্য নিয়ে মনীষীদের উক্তি

৭। “ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল, যারা তাদের সবচেয়ে ভালোলাগার কাজটি করছে”

– ওয়ারেন বাফেট (আমেরিকান বিলিওনেয়ার)

৮। “আপনি যা করছেন, যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন; যে আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন। ”– স্টিভ ওজনিয়াক

৯। “ একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান।” – ফ্রান্সিস বেকন

১০। ”যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।” – ডেল কার্নেগী

১১। “একটি লক্ষ্য ঠিক করো। সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশী, রক্তনালী – পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ।” –  স্বামী বিবেকানন্দ

১২।  “সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা ।” – ব্রায়ান ট্রেসি

১৩। ”সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেয়া যাবে না ।” –মাইক গাফকা

১৪। ”সফল মানুষেরা অন্যদের থেকে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের থেকে আলাদা।“- সন্দীপ মহেশ্বরী

সফলতা নিয়ে উক্তি

১৫। ”সফল হওয়ার উপায় কী জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। ”-হেনরি ডেভিড থরো

১৬।  আত্মশক্তির প্রতি যার শ্রদ্ধা আছে, সে একদিন যত বিলম্বেই হোক না কেন গগনমার্গে মস্তক উঁচু করে দাঁড়াবেই।   – ইসমাইল হোসেন সিরাজী

১৭। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়। – এমারসন

১৮। তুমি কি বলেছ, তা পৃথিবী মনে রাখবে না। কিন্তু তোমার কাজকে চিরদিন মনে রাখবে। এটাই তোমার একমাত্র সাফল্য। – জ্যাক মা

আরও দেখুন-

স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি সহজ উপায় বিস্তারিত জানতে – ভিজিট করুণ

একটি মোবাইল হতে পারে আপনার জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম বিস্তারিত জানতে- ভিজিট করুণ

অনলাইনে পড়াশোনা করার সেরা ১০ ওয়েবসাইট (ফ্রি) বিস্তারিত জানতে – ভিজিট করুণ

মোটিভেশনাল উক্তি, মোটিভেশনাল বাণী 

মোটিভেশনাল বাণী বা মোটিভেশনাল উক্তি জীবনকে অনেক ধাক্কা দেয়, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। সবাই সফল হতে চায়। কিন্তু কেউ হয় আবার কেউ হতে পারে না। এর মূল কারণ হলো সঠিক দিক নির্দেশণা। অনেকে অনেক ভালো করেও সঠিক দিক নির্দেশনার অভাবে পিছিয়ে যায়। আবার অনেকে কাজের মধ্যেই হতাশ হয়ে পড়ে। সুতরাং এ সময় তাদের জন্য অনুপ্রেরণা দরকার হয়। তাই মোটিভেশনাল বাণী বা মোটিভেশনাল উক্তি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। 

১৯। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।

– এ পি জে আব্দুল কালাম

২০।  প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখও কমে গেছে।

-রেদোয়ান মাসুদ

২১। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।

-মাওলানা জালাউদ্দিন রুমি।

২২।  আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।

– বিল গেটস

২৩। পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ীর মালিক ছেড়ে সিক্স প্যাক ওয়ালা ছেলেদের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও।

– রবার্ট মুগাবে

.২৪। আপনি যদি মহানতা অর্জন করতে চান তবে অনুমতি চাওয়া বন্ধ করুন।

-বেনামী

২৫।  জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনওদিন সাগর পাড়ি দিতে পারবে না।

– রবীন্দ্রনাথ ঠাকুর

২৬। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া।

– অ্যানোনিমাস

২৭। আমার অভিধানে “অসম্ভব” নামে কোন শব্দ নেই  –  নেপোলিয়ন বোনাপার্ট

২৮। সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়। – নেলসন ম্যান্ডেলা

২৯। একজন গড়পড়তার মানুষ কথা বলে। একজন ভাল মানুষ ব্যাখ্যা করে। একজন উর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়। একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মত করে দেখতে পারে। – হার্ভি ম্যাকে

৩০। কখনো হাল ছেড়ে দিও না! এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য। –  মোহাম্মদ আলী

৩১। যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেয়া হয়, আমি ৫৫ মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি ৫ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। 

– অ্যালবার্ট আইনস্টাইন

মোটিভেশনাল বাংলা উক্তি

৩২। ”সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেয়ার বদলে মাছ ধরতে শেখাও।”

 – মাও সে তুং

৩৩। “সাফল্য মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে টপকে যাওয়া।”

 – উইনস্টন চার্চিল

৩৪। ”সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা এর সন্ধানে সর্বদা ব্যস্ত থাকে।“

– হেনরি ডেভিড থরো

৩৫। ”সাফল্যই চূড়ান্ত নয়, অসফলতাই অন্ত না,

যেকোনো পরিস্থিতিতে চলতে থাকার সাহসই হলো আসল।“– উইনস্টন চার্চিল

৩৬। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে।

– তুরস্কের বিখ্যাত প্রবাদ

৩৭। আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে, তা যদি দুই পর্বতের নিচে ও থাকে তবু ও তা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার জন্য যা নির্ধারণ করা হয় নি, তা যদি দুই ঠোঁটের মাঝে ও থাকে তবু ও তা আপনার কাছে পৌঁছবে না!  –  ইমাম গাজ্জালী

৩৮। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও।

– ড্যানিশ প্রবাদ

৩৯। তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ; আর যদি টাকার মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ।  – অস্ট্রিয়ান প্রবাদ

৪০। আপনি যদি আপনার সময়ের মূল্য না দেন, অন্যরাও করবে না। আপনার সময় এবং প্রতিভা দেওয়া বন্ধ করুন–এর জন্য চার্জ করা শুরু করুন।    -কিম গার্স্ট

শেষ কথা 

আমরা চেষ্টা করেছি আজকে পোস্টে পরিশ্রম ও সফলতা এবং মোটিভেশনাল উক্তিসম্পর্কিত উক্তি তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট থেকে আপনি খুব সহজে আপনার কাঙ্খিত উক্তি, স্ট্যাটাস সংগ্রহ করতে পেরেছেন। যদি আপনাদের কাছে আজকের এই পোস্ট ভাল লেগে থাকে। তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এতে করে তারা সফলতা নিয়ে অনেক কিছু জানতে পারবে।

5 thoughts on “সাফল্য নিয়ে মনীষীদের বিখ্যাত উক্তি ও বাণী”

  1. পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম করলে সফলতা আসবেই। জ্ঞান, বুদ্ধি থাকা সত্ত্বেও মানুষ সফলতা অর্জন করতে পারে না। এর জন্য প্রয়োজন ধৈর্য, চেষ্টা এবং আত্মবিশ্বাস। তাই ব্যর্থ হওয়া সত্বেও অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতা না আসা পর্যন্ত। সফলতা অর্জন করতে হলে সকল চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। উপরোক্ত কনটেন্টে বর্ণিত মনীষীদের উক্তি সকলের মনে অনুপ্রেরণা জোগাবে। এতে করে পাঠকেরা সফলতা অর্জন সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং তাদের ভবিষ্যৎ জীবনে উন্নতি লাভ করতে পারবে।

    Reply
  2. পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম করলে সফলতা আসবেই। জ্ঞান, বুদ্ধি থাকা সত্ত্বেও মানুষ সফলতা অর্জন করতে পারে না। এর জন্য প্রয়োজন ধৈর্য, চেষ্টা এবং আত্মবিশ্বাস। তাই ব্যর্থ হওয়া সত্বেও অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতা না আসা পর্যন্ত। সফলতা অর্জন করতে হলে সকল চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। উপরোক্ত কনটেন্টে বর্ণিত মনীষীদের উক্তি সকলের মনে অনুপ্রেরণা জোগাবে। এতে করে পাঠকেরা সফলতা অর্জন সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং তাদের ভবিষ্যৎ জীবনে উন্নতি লাভ করতে পারবে।

    Reply
  3. সব মানুষই জীবনে সফল হতে চায়। সফলতার সম্ভাবনা সবার মাঝেই রয়েছে তবে ধৈর্য, সততা, আত্মবিশ্বাস ও সুনির্দিষ্ট লক্ষের অভাবে অনেকে সাফল্যের আলো দেখতে পারে না। যুগ যুগ ধরে এমন কিছু মনীষী এসেছেন যারা নিজের প্রতিভার মাধ্যমে জীবনে পূর্ণ সফলতা লাভ করেছেন এবং অন্যদের সফল হওয়ায় সাহায্য করতে তাদের অভিজ্ঞতার বাণী রেখে গেছেন। এমনি কিছু মনীষীর সাফল্যের মূলমন্ত্র নিয়ে ৪০ টি উক্তি কন্টেন্টটিতে তুলে ধরা হয়েছে যা পাঠকদের মনে সফলতার অনুপ্রেরণা জাগাবে।

    Reply
  4. সাফল্য নিয়ে মনীষীদের বিখ্যাত উক্তি ও বাণীগুলো সবসময় মানুষের মনে অনুপ্রেরণা জোগায়। এই উক্তিগুলোর মূল বক্তব্য হল—পরিশ্রম, ধৈর্য, এবং আত্মবিশ্বাসের মাধ্যমে যে কোনো বাধাকে অতিক্রম করে সফলতা অর্জন করা সম্ভব। এই উক্তিগুলো মানুষের মনে আত্মবিশ্বাস তৈরি করে এবং ব্যর্থতা বা চ্যালেঞ্জের মুখেও চেষ্টা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।

    Reply
  5. পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।পরিশ্রম, ধৈর্য, এবং আত্মবিশ্বাসের মাধ্যমে যে কোনো বাধাকে অতিক্রম করে সফলতা অর্জন করা সম্ভব।উপরোক্ত কনটেন্টে বর্ণিত মনীষীদের উক্তি সকলের মনে অনুপ্রেরণা জোগাবে।

    Reply

Leave a Comment

You cannot copy content of this page