বাংলাদেশ তাঁত বোর্ড- বাংলাদেশ তাঁত বোর্ড এর রাজস্ব খাতভূক্ত ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপ-কেন্দ্রের জন্য নিম্নে উল্লেখিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্তে যোগ্যতা পূরণ সাপেক্ষে নিম্নলিখিত শর্তাবলীতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। অনলাইন ব্যতিত অন্য কোন উপায়ে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।
নিম্নলিখিত পদ ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ তাঁত বোর্ড এ নিয়োগ প্রদান-
১. পদের নাম- ইনস্ট্রাক্টর (Instructor)
পদ সংখ্যা- ০৯ (নয়) টি
বেতন স্কেল- ২২,০০০ – ৫৩০৬০ টাকা
বেতন গ্রেড- ০৯
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রী বা ০৩ বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা।
২. পদের নাম- ডিজাইনার (Designer)
পদ সংখ্যা- ০১ (এক) টি
বেতন স্কেল- ২২,০০০ – ৫৩০৬০ টাকা
বেতন গ্রেড- ০৯
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রী বা ০৩ বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা।
৩. পদের নাম- হিসাব সহকারী (Assistant Account)
পদ সংখ্যা- ০৪ (চার) টি
বেতন স্কেল- ১১,০০০ – ২৬৫৯০ টাকা
বেতন গ্রেড- ১৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- স্নাতক (সম্মান) ডিগ্রী এবং প্রার্থীকে কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পদের নাম- টেকনিশিয়ান (Technician)
পদ সংখ্যা- ০৯ (নয়) টি
বেতন স্কেল- ১০,২০০ – ২৪৬৮০ টাকা
বেতন গ্রেড- ১৪
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- তাঁত বুননের কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশ।
৫. পদের নাম- মাস্টার ডায়ার (Master Dyer)
পদ সংখ্যা- ০৪ (চার) টি
বেতন স্কেল- ৯,৭০০ – ২৩৪৯০ টাকা
বেতন গ্রেড- ১৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- নূন্যতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞান বিভাগে এইচএসসি এবং সংশ্লিষ্ট বিষয়ে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা (প্রার্থীকে শিক্ষার্থীদের শিক্ষাদানে সক্ষম হতে হবে)।
৬. পদের নাম- দক্ষ তাঁতি (Skilled Weaver)
পদ সংখ্যা- ০৪ (চার) টি
বেতন স্কেল- ৯,৩০০ – ২২৪৯০ টাকা
বেতন গ্রেড- ১৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- ৮ম শ্রেণী পাশ সহ সুতা থেকে কাপড় তৈরী হওয়া পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় সম্যক ও বাস্তব জ্ঞান সম্পন্ন হতে হবে। সিএইচপিইডি, নরসিংদী ও বস্ত্র দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে শিক্ষার্থীদের শিক্ষাদানে সক্ষম হতে হবে।
৭. পদের নাম- ক্রাফট্সম্যান (Craftsman)
পদ সংখ্যা- ০৪ (চার) টি
বেতন স্কেল- ৯,৩০০ – ২২৪৯০ টাকা
বেতন গ্রেড- ১৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- ৮ম শ্রেণী পাশ সহ তাঁত বুননের কাজে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
প্রার্থীদের বয়সসীমা-
ক) ২৭ মার্চ ২০২২ ইং তারিখে প্রার্থীদের বয়স অনুর্ধ্ব ৩০ বছর।
খ) মুক্তিযোদ্ধার সন্তান ও শারিরীক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স ৩২ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।
গ) বয়স নিরূপনের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
সরকারী-বেসরকারী চাকরির বিজ্ঞপ্তি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পেতে ভিজিট করুন
বাংলাদেশ তাঁত বোর্ড এ আবেদনের শর্তাবলী-
ক) বাংলাদেশ তাঁত বোর্ড এর গত ০১/১২/২০১৯ ইং তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের আবেদন বহাল থাকবে। পুনরায় তাদের আবেদন করার কোন প্রয়োজন নেই।
খ) সরকারী, আধা-সরকারী, ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহেণের সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
গ) নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ঘ) নির্ধারিত সময়ের পরে এবং ভুল তথ্য সম্বলিত বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
বাংলাদেশ তাঁত বোর্ড এ চাকুরীর জন্য আবেদনের নিয়মাবলী-
ক) আগ্রহী প্রার্থীগণ বাংলাদেশ তাঁত বোর্ড এর নিজস্ব ওয়েবসাইটে http://bhb.teletalk.com.bd প্রবেশ করে আবেদন ফরম পূরণ করবেন।
খ) আবেদন ফরম পূরণ করার সময় প্রার্থীর ৩০০ x ৩০০ পিক্সেল এর সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০ x ৮০ পিক্সেল এর স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
গ) আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পর User ID সহ PDF আকারে একটি Applicant’s Copy আসবে। উক্ত কপিটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে পরীক্ষা সংক্রান্ত সকল কাজে উক্ত User ID ব্যবহার করতে হবে।
ঘ) আবেদন ফরমে উল্লেখিত আপনার ব্যক্তিগত মোবাইলে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এসএমএস এর মাধ্যমে জানানো হবে। বিধায় উক্ত নম্বরটি সর্বদা সচল রাখবেন।
বাংলাদেশ তাঁত বোর্ড এ নিয়োগ পেতে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি-
টেলিটক প্রি-পেইড যে কোন সিম থেকে দু’টি ম্যাসেজ প্রদান করে আবেদন ফি জমা দিতে হবে।
প্রথম এসএমএস- BHB<space>User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
প্রথম এসএমএস পাঠানোর পরে PIN সহ একটি রিপ্লাই ম্যাসেজ আসবে। উক্ত PIN নম্বর দিয়ে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে।
দ্বিতীয় এসএমএস- BHB<space>Yes <space>PIN লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। দ্বিতীয় এসএমএস পাঠানোর পরে Password সহ একটি Success SMS আসবে। পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য User ID এবং Password টি সংরক্ষণ করে রাখবেন।
বাংলাদেশ তাঁত বোর্ড এ আবেদনের শেষ সময়- ২৭ মার্চ ২০২২ ইং তারিখ বিকাল ৫টা পর্যন্ত।