ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এ বিভিন্ন পদে জনবল নিয়োগ

Spread the love

ভূমিকা- ডাক ও টেলিযোগাযোগ বিভাগের রাজস্ব খাতভূক্ত বিভিন্ন শূন্য পদ পূরণের লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এ অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। উক্ত পদসমূহে নিম্নে উল্লেখিত জেলা ব্যতিত বাংলাদেশের অন্যান্য জেলার স্থায়ী নাগরিকগণ অনলাইনে আবেদন করতে পারবেন।

নিম্নলিখিত পদে যোগ্যতা পূরণ সাপেক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এ নিয়োগ প্রদান-

পদের নামপদ সংখ্যাবেতন স্কেল ও গ্রেডশিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতা
হিসাবরক্ষক০১ (এক)১১৩০০ – ২৭৩০০ টাকা
গ্রেড- ১২
অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী । কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর০৩ (তিন)১১০০০ – ২৬৫৯০ টাকা
গ্রেড- ১৩
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রী।ক) কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
খ) Word Processing, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন।
গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ গতি থাকতে হবে।
ঘ) কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতি সম্পন্ন।
কম্পিউটার অপারেটর০১ (এক) ১১০০০ – ২৬৫৯০ টাকা
গ্রেড- ১৩
অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা সমমান কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতি সম্পন্ন
ক্যাশিয়ার০১ (এক)১০২০০ – ২৪৬৮০ টাকা
গ্রেড- ১৪
যে কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী সম্পন্নকম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক০২ (দুই)৯৩০০ – ২২৪৯০ টাকা
গ্রেড- ১৬
যে কোন অনুমোদিত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক) কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
খ) Word Processing, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন।
গ) কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতি সম্পন্ন।
অফিস সহায়ক১৭ (সতের)৮২৫০ – ২০০১০ টাকা
গ্রেড- ২০
যে কোন অনুমোদিত বোর্ড থেকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময়- ০৯ এপ্রিল ২০২২ ইং তারিখ বিকাল ৫টা।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এ নিম্নলিখিত জেলা ব্যতিত বাংলাদেশের অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন-

বিভাগ১-৫ নং পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না৬ নং পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না
ঢাকামাদারীপুর, গোপালগঞ্জমাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ
চট্টগ্রাম ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালীফেনী, লক্ষীপুর
রাজশাহীরাজশাহী, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জসিরাজগঞ্জ, রাজশাহী
রংপুর লালমনিরহাট, পঞ্চগড়গাইবান্ধা, নীলফামারী
খুলনা নড়াইল, সাতক্ষীরাকুষ্টিয়া, বাগেরহাট
বরিশাল বরিশাল সকল জেলা
সিলেটসুনামগঞ্জসকল জেলা

তবে সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা-

ক) ১লা ফেব্রুয়ারী ২০২২ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং অনুর্ধ্ব ৩০ বছর হতে হবে।

খ) মুক্তিযোদ্ধার সন্তান ও শারিরীক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স ৩২ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে।

গ) সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ দুটিতে প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিল যোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে বুঝানো হয়েছে- বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিধির আওতায় নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারী (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী)।

ঘ) বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী-

ক) আগ্রহী প্রার্থীগণ http://ptd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করবেন।

খ) সরকারী, আধা-সরকারী, ও স্বায়ত্তশাসিত চাকুরীরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবেন। পরীক্ষায় অংশগ্রহেণের সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

গ) আবেদনকারীর ৩০০ x ৩০০ পিক্সেল এর সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০ x ৮০ পিক্সেল এর স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।

ঘ) অনলাইনে আবেদন জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে ম্যাসেজ প্রদানের মাধ্যমে আবেদন ফি বাবদ ১-৫ নং পদের জন্য ১১২/- টাকা এবং ৬নং পদের জন্য ৫৬/- টাকা জমা দিতে হবে।

ঙ) আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পর User ID সহ PDF আকারে একটি Applicant’s Copy আসবে। প্রার্থীগণ উক্ত কপিটি ডাউনলোড করে সংরক্ষণ করবেন। পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কাজে উক্ত কপিটি ব্যবহার করতে হবে।

চ) আবেদন ফরমে উল্লেখিত আপনার ব্যক্তিগত মোবাইলে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য ম্যাসেজের মাধ্যমে জানানো হবে। বিধায় উক্ত নম্বরটি সর্বদা সচল রাখবেন।

ছ) নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

জ) নির্ধারিত সময়ের পরে এবং ভুল তথ্য সম্বলিত বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

সরকারী-বেসরকারী চাকরির বিজ্ঞপ্তি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পেতে ভিজিট করুন

আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি-

যে কোন টেলিটক প্রি-পেইড সিম থেকে দু’টি এসএমএস প্রদানের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

প্রথম এসএমএস- PTD<space>User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

প্রথম এসএমএস পাঠানোর পরে PIN সহ একটি রিপ্লাই ম্যাসেজ আসবে। উক্ত PIN নম্বর দিয়ে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে।

দ্বিতীয় এসএমএস- PTD<space>Yes <space>PIN লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। দ্বিতীয় এসএমএস পাঠানোর পরে Password সহ একটি Congrats SMS আসবে। পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য User ID এবং Password টি সংরক্ষণ করে রাখবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এর নিজস্ব ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে।

Leave a Comment

You cannot copy content of this page